Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রে আবারও প্লেন দুর্ঘটনা

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারও ঘটলো মর্মান্তিক প্লেন দুর্ঘটনা। শুক্রবার রাতে ফিলাডেলফিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় একটি মেডেভাক প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে ৬জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এফএএ জানিয়েছে, লিয়ারজেট ৫৫ মডেলের প্লেনটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

জেট রেসকিউ নামে একটি এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এই উড়োজাহাজটি পরিচালনা করছিল। কোম্পানিটি জানিয়েছে, প্লেনটিতে একজন শিশুরোগী, তার একজন অভিভাবক এবং চারজন ক্রু সদস্য ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো আরোহী জীবিত রয়েছেন কি না, তা নিশ্চিত করা যায়নি।

তথ্য অনুযায়ী, উড্ডয়নের পর ১ হাজার ৬৫০ ফুট উচ্চতায় উঠেছিল প্লেনটি। কিন্তু এরপর আকস্মিকভাবে প্রতি মিনিটে ১১ হাজার ফুট গতিবেগে নিচে নামতে শুরু করে।

একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্লেনটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বলেন, ‘মেডেভাক মেড সার্ভিস, উত্তর-পূর্ব টাওয়ার। আপনি কি ফ্রিকোয়েন্সিতে আছেন?’ কিন্তু কিছুক্ষণ পর কন্ট্রোলার ঘোষণা করেন, ‘আমরা একটি প্লেন হারিয়েছি।’


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




বিয়ে-চাকরি হারালেন সাইফকাণ্ডে ভুলে আটক হওয়া যুবক

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সাইফ আলি খানের ওপরে হামলার অভিযোগে সন্দেহভাজন হিসেবে প্রথমদিকে আটক হন আকাশ কৈলাশ কানোজিয়া নামের এক যুবক। তখনই তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু এর মধ্যে সংবাদমাধ্যমে তার আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই একে একে দু:সংবাদ পেতে থাকেন ওই যুবক। ঘটনার জের ধরে তিনি চাকরি হারিয়েছেন, বিয়েও ভেঙে গেছে বলে হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

আকাশ কৈলাশ বলেন, আটকের পর যখন পুলিশ ছেড়ে দেয় তখন মায়ের সঙ্গে কথা বললে- অবিলম্বে বাড়ি ফিরে যেতে বলেন। কেননা সংবাদমাধ্যমে আমার ছবি দেখানো হয়েছে। অফিসের বস কাজে যোগ না দেয়ার জন্য জানিয়ে আমাকে বলেন, আপনি আইনি ঝামেলায় জড়িয়েছেন, আপনার কারণে আমি সমস্যায় পড়তে চাই না। যদিও তিনি আমার কোনো ব্যাখ্যা শুনতে রাজি হননি।

বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, তারপর আমার দাদি আমাকে জানান যে, টিভিতে খবর দেখে হবু বউয়ের পরিবার বিয়ে ভেঙে দিতে চেয়েছে। যা আমার সঙ্গে ঘটেছে তাতে আমি নিশ্চিত নই যে, ভবিষ্যতে বিয়ে করতে পারব কি না।

উল্লেখ্য, মুম্বাইয়ে পশ্চিম রেলওয়েতে কর্মরত একটি ট্যুর সংস্থায় গাড়িচালক হিসেবে কাজ করতেন কৈলাশ। গত ১৭ জানুয়ারি মুম্বাই থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে উঠেছিলেন ছত্তিশগড়ের পৈত্রিকবাড়িতে যাওয়ার জন্য। কারণ তার দাদি অসুস্থ। তাছাড়াও এ যাত্রায় কৈলাশের হবু বউয়ের পরিবারের সঙ্গে দেখা করারও কথা ছিল। কিন্তু যাত্রা পথে আটক হন কৈলাশ।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি গভীর রাতে সাইফ আলি খানের বাড়ির ভেতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এতে গুরুতর আহত হন বলিউডের ‘নবাব’। ভোররাতে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চারজনকে আটক করেছিল মুম্বাই পুলিশ। সর্বশেষ শরিফুল ইসলাম শেহজাদ নামের বাংলাদেশি এক তরুণকে আটক করে পুলিশ।


আরও খবর

অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫




মোবাইল ফোনের নেশা কাটাতে যা করবেন

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ২৬জন দেখেছেন

Image

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মোবাইল ফোন ধরে বসে থাকাটা আজকাল আর অভ্যাস নয়, রীতিমতো ‘খারাপ অভ্যাসে’ পরিণত হয়েছে। কিন্তু উপায়ান্তরই বা কোথায়— অচেনা এলাকা চিনতে হোক কিংবা বেড়াতে যাওয়ার টিকিট কাটা, অফিসের প্রজেক্ট সময়ের মধ্যে পাঠানো হোক কিংবা সিনেমা দেখা— সবই তো করতে হয় মোবাইল ফোনের মাধ্যমে। এমনকি অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হলেও হাত বাড়িয়ে দিই মোবাইল ফোনের দিকে। তা হলে ফোন থেকে নজর এড়িয়ে চলবেন কী করে? এ বিষয়ে ব্রুকলিনের ‘বেস্টসেলিং’ লেখিকা লিজ মুডির গবেষণায় যা উঠে এসেছে। আমাদের সামাজিকতাকে বিসর্জন দিয়ে ডিজিটাল দুনিয়া থেকে সরে আসার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে— মোবাইল ফোনে আসক্তি বা ডিজিটাল আসক্তি থেকে শরীর ও মেধার ক্ষতি হচ্ছে। বিভিন্ন গবেষণায় চিকিৎসকরাও মোবাইল আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অথচ ডিজিটাল সমাজের রাশ হাতে রেখেও কীভাবে আসক্তির মুশকিল আসান হবে, তা জানা যায়নি।

এ বিষয়ে ব্রুকলিনের ‘বেস্টসেলিং’ লেখিকা লিজ মুডি অবশ্য বলেছেন, সমাধান মিলেছে। একটি গবেষণাতেই উঠে এসেছে সেই ‘কার্যকরী’ উপায়। যার সাহায্যে মাত্র ৬ মিনিটেই মোবাইলের আসক্তি থেকে মুক্তি পাওয়া যাবে। স্বাস্থ্য সংক্রান্ত লেখিকা লিজ। আবার তার নিজস্ব পডকাস্টের চ্যানেলও রয়েছে। সেই চ্যানেলেই তিনি বিস্তারিত জানিয়েছেন। লিজ বলেছেন, একটি গবেষণায় দেখা গেছে— মাত্র ৬ মিনিট বই পড়লেই আমাদের মানসিক চাপ ৬৮ শতাংশ কমে যায়। শুধু তা-ই নয়, পড়ার অভ্যাস মনকে হালকা করার পাশাপাশি মনঃসংযোগ বৃদ্ধিতেও সাহায্য করে। তিনি বলেন, স্মার্টফোন আসার আগে বই পড়ার অভ্য়াস ছিল। কিন্তু ইদানীং সেই অভ্যাস অধিকাংশই মানুষ ভুলতে বসেছেন। গবেষণার কথা মেনে দিনের একটা সময় মোবাইল ফোন থেকে ৬ মিনিটের জন্য চোখ সরালে চাপমুক্তির পাশাপাশি আরও একটা ভালো কাজ হবে। মন একমুখী বা বলা ভালো— ফোনমুখী না হয়ে অন্য পথে চালিত হবে। আর কে বলতে পারে, মানসিক চাপ কমানোর পাশাপাশি পড়ার অভ্যাস হয়তো আমাদের মোবাইল আসক্তিকেও দূর করবে। লিজ যে গবেষণার কথা বলছেন, সেই গবেষণা করা হয়েছিল সাসেক্স বিশ্ববিদ্যালয়ে। মাইন্ডল্যাব ইন্টারন্যাশনালের গবেষকরা কগনিটিভ নিউরোসাইকোলজিস্ট চিকিৎসক ডেভিড লুইয়ের নেতৃত্বে পরীক্ষা-নিরীক্ষা চালান। পরে সেই গবেষণা বিজ্ঞানবিষয়ক পত্র-পত্রিকার পাশাপাশি বহু আন্তর্জাতিক সংবাদপত্রেও প্রকাশিত হয়। গবেষণাটি প্রসঙ্গে ডেভিড অবশ্য বলেছিলেন—বই পড়লে যে আমাদের মন অন্য পথে চালিত হয়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তার চেয়েও বড় বিষয় হলো— সাদা পাতায় ছাপার অক্ষরগুলো আমাদের কল্পনাশক্তির সঙ্গে জুড়ে আমাদের মধ্যে থাকা সৃষ্টিশীলতাকেও জাগিয়ে তুলতে পারে।


আরও খবর



চলতি বছরে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে: দুদু

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শাসসুজ্জামান দুদু বলেছেন, অন্তবর্তী সরকারের ওপর আস্থা রয়েছে। তারা দ্রততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গনতন্ত্রমূখি করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। তবে দেশে চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তবর্তী সরকারের কিছু সদস্য সন্তানতুল্য। তারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত। সব ভূল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বাজার ব্যবস্থা স্বভাবিক হবে না। সংকট থেকেই যাবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিগত ষোল বছরের আন্দোলনের নেতা তারেক রহমান একটি নতুন পরিবর্তনের দিকে বাংলাদেশকে নিয়ে গেছে, গণঅভুত্থ্যানকে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের প্রেক্ষিতে বাংলাদেশটাকে গণতন্ত্রীমূখী করতে হবে। গোষ্ঠিতন্ত্রের বাহিরে গিয়ে জনগণের বাংলাদেশ গড়তে হবে। এই লক্ষ্যে আমাদের বিভিন্ন জেলায় সাংগঠনিক সভা চলছে, এই সভা অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই সভার মধ্য দিয়ে নির্বাচন পক্রিয়ার মাধ্যমে কমিটি হচ্ছে বা হবে যেটি এখকার সবথেকে আনন্দ ও গুরুত্বপূর্ণ।

এতে প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জমাান সামুর সভাপতিত্বে ও  সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরও খবর



আশুলিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৭জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : আশুলিয়ার বাইপাইলের টিএসসি পাম্পের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (২৯ শে জানুয়ারি ২০২৫) সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল টিএসসি পাম্প ও মাস্টার প্লাজার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী বিল্লাল জানান, আমি বোতল টোকাই এর কাজ করি। সকাল আনুমানিক ৬:৩০ মিনিটের দিকে বোতল টোকাতে এসে দেখি একটি লাশ ভেসে আছে। আমি ভয় পেয়ে যাই এবং পাশের মাস্টার প্লাজার সিকিউরিটি কে জানাই। তখন সিকিউরিটি আমাকে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাতে বলে। পরে আমি ৯৯৯ এ কল করে পুলিশকে জানাই এবং আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সম্পর্কে জানতে চাইলে বলেন, ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা করে।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কোনো সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:  সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবির প্রতি কোনো সহানুভূতি প্রকাশ করেননি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই এবং দাবির মুখে সরকার আর নতুন কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। 

রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

এসময় শিক্ষা উপদেষ্টা বলেন, “তিতুমীর কলেজের ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা নেই। আমাদের সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপগুলি সর্বজনীন উন্নয়নের দিকে চালিত, এবং কোনো দাবির মুখে আমরা নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারব না।”

ড. মাহমুদ আরও বলেন, “এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা উচিত, কারণ এটি দেশের সবচেয়ে পুরনো কলেজ। রাজশাহী কলেজের ইতিহাস এবং ঐতিহ্য দেশজুড়ে সুপরিচিত।” 

তিতুমীর কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায় এবং তারা জনদুর্ভোগ চায় না। আমি তাদের অনুরোধ জানাই, জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে তারা দ্রুত ক্লাসে ফিরে আসুক।” 

তিনি উল্লেখ করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মধ্যে সম্পর্কের অভাব রয়েছে, যার কারণে সাত কলেজের শিক্ষার্থীদের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য একটি কমিটি কাজ করছে। তবে, আমি আবারও বলছি, এসব দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়।”

উল্লেখ্য, শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছে। তারা দাবির সমর্থনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তবে শিক্ষা উপদেষ্টা তার অবস্থান পরিষ্কার করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, “দেশে বর্তমানে প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোর অর্ধেকই গত সাত বছরে প্রতিষ্ঠিত হয়েছে। যদি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করি, তবে তা দেশের শিক্ষাব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারি না যা আগামী সরকারের জন্য সমস্যা তৈরি করবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মাহমুদ বলেন, “এ বিষয়ে মন্ত্রণালয় থেকে যে প্রেসবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে আমি বিশেষ সুবিধার কথা বলিনি। আমার বক্তব্যে কখনোই ‘বিশেষ সুবিধা’ শব্দটি ছিল না, এটি একটি ভুল বোঝাবুঝি হতে পারে।” 

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের দাবির বাস্তবায়ন নিয়ে পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তবে শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন, বর্তমান সরকারের পরিকল্পনায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কোনো সুযোগ নেই।


আরও খবর