Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

যেভাবে এক ফোনে ব্যবহার করবেন একাধিক হোয়াটসঅ্যাপ

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩০জন দেখেছেন

Image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ নতুন আপডেট নিয়ে আসছে, যার ফলে এক ফোনে একাধিক অ্যাকাউন্ট চালানোর সুবিধা পাবেন ব্যবহাকারীরা। মূলত আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করতে চলেছে মেটা। অনেকেরই দুটি করে সিম কার্ড থাকে, বা কেউ কেউ বিভিন্ন কারণে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এবার তাদের আর আলাদা আলাদা ডিভাইসে লগ ইন করতে হবে না। দুটি অ্যাকাউন্টই একটি ফোন বা একটি অ্যাপে ব্যবহার করা যাবে। আইওএস ২৫.২.১০.৭০ সংস্করণ আপডেট করলে ফিচারটি পাওয়া যাবে। তবে চিন্তা নেই, প্রতিটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য নিজস্ব চ্যাট ব্যাকআপ ও সেটিংস থাকবে।

দুটি অ্যাকাউন্টে খুব সহজে চালু করা যাবে, যেমনটা ফেসবুক বা ইন্সটাগ্রামে করা যায়। ফিচারটির পরীক্ষা সফল হলে দ্রুত রোল আউট শুরু হবে। এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন এবং নিশ্চিত করুন যে আপনার আইফোনও যেন লেটেস্ট ভার্সনে আপ টু ডেট থাকে। এছাড়াও সম্প্রতি আরো একটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে অ্যাপে দেওয়া স্ট্যাটাস একবার ক্লিকেই ইন্সটাগ্রাম বা ফেসবুকে শেয়ার করতে পারবেন। এজন্য আলাদা করে দুই অ্যাপ চালুর প্রয়োজন পড়বে না।


আরও খবর



রিক্সাচালক হালিম শেখ হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামি রনি মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

ডেস্ক রিপোর্ট : ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় রিক্সা চালক হালিম শেখ (২৫)’কে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করতঃ লাশ বস্তাবন্দি অবস্থায় মাটিতে পুতে রেখে লোমহর্ষক হত্যাকান্ডের প্রধান আসামি রনি মিয়া (৩৭)’কে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মধ্য আলীপুর এলাকায় বসবাসকারী মোঃ হালিম শেখ (২৫), পিতা-মৃত আঃ রব শেখ নামক একজন রিক্সা চালক সে ভাড়ায় রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতো। গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় হালিম যাত্রী বহন করার উদ্দেশ্যে গ্যারেজ থেকে ভাড়াকৃত রিক্সাটি নিয়ে বের হয়। প্রতিদিনের ন্যায় হালিম রাত আনুমানিক ২৩:০০ ঘটিকা মধ্যে গ্যারেজে রিক্সা জমা দিয়ে বাসায় ফিরে যায়। ঐদিন রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় হালিম গ্যারেজ মালিককে ফোন করে জানায় যে, সে একটি যাত্রী নিয়ে কানাইপুর যাচ্ছে ফিরতে দেরি হবে। অতঃপর পরদিন ০১/০১/২০২৫ তারিখ সকালে হালিমের পরিবারের লোকজন হালিমকে ফোন দিয়ে তার ফোন বন্ধ পায়। অতঃপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর নিয়েও হালিমের কোন সন্ধান পাওয়া না গেলে হালিমের মা পারুল বেগম (৬৫) ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি নিখোঁজ জিডি করেন যার জিডি নং-১৪৬ তরিখ ০৩/০১/২০২৫ খ্রিঃ। উক্ত জিডি করার পর পুলিশ ও হালিমের পরিবারের লোকজন নিখোজ হালিমকে খোঁজাখুঁজির একপর্যায়ে গত ০৪/০১/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় পুলিশ সংবাদ পায় যে, কোতয়ালী থানাধীন গুহলক্ষীপুর মডেল টাউন এলাকায় আসামিদের ভাড়াটিয়া বসতঘরের দক্ষিণ পাশে লাকড়ী চুলার রান্না ঘরের পিছনে একটি গর্থের মধ্যে আলগা বালু মাটি দিয়ে ঢেকে রাখা। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ স্থানীয় লোকজনদের সহযোগীতায় উক্ত গর্থ হতে মাটি সরিয়ে বস্তাবন্দী অবস্থায় একটি লাশ বের করে। উক্ত মৃতদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দ্বারা কুপানোসহ গলায় ধারালো অস্ত্র দ্বারা জবাই করার চিহ্ন দেখা যায়। পরবর্তীতে হালিমের মা উক্ত লাশটি দেখে এটি তার নিখোজ ছেলে হালিমের লাশ বলে শনাক্ত করে। এ সময় আসামিদের রান্না ঘর হতে ভিকটিম হালিমের ব্যাটারি চালিত রিক্সাটির ব্যাটারি বিহীন বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। অতঃপর পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

উক্ত ঘটনায় মৃত হালিমের মা পারুল বেগম (৬৫) তার পরিবারের সাথে পরামর্শ করতঃ বাদী হয়ে ফরিপুর জেলার কোতয়ালী থানায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক রিক্সা চালক হালিম হত্যাকান্ডে জড়িত আসামি মোঃ রনি মিয়া (৩৭) ও ২। সুমি বেগম (২৭)সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তাং-০৬/০১/২০২৫, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০। ইতোমধ্যে হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা চাঞ্চল্যকর রিক্সা চালক হালিম হত্যাকান্ডে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উল্লেখিত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা এবং র‌্যাব-১১ এর সহযোগীতায় নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন জামদানী তারাবো এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় রিক্সা চালক হালিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করতঃ লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে মাটিতে পুতে রেখে চাঞ্চল্যকর ও লোমহর্ষক হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ রনি মিয়া (৩৮), পিতা-আব্দুল মতিন, সাং-খলাপাড়া, থানা-রায়পাড়া, জেলা-নরসিংদী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ফাইনালের আগে জিমি নিশামকে দলে ভেড়ালো ফরচুন বরিশাল

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩০জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক : বিপিএলের ফাইনালের আগে দলের শক্তি বাড়াতে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে ডেরায় ভিড়িয়েছে ফরচুন বরিশাল। তবে কার জায়গায় খেলবেন তিনি সেটি এখনও অনিশ্চিত।

প্রথম কোয়ালিফায়ারে বরিশালের হয়ে খেলেছেন দাভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী। ৫ উইকেট নিয়ে আলী হয়েছেন ম্যাচসেরা। আবার মাত্র ৮ ম্যাচ খেলে মালানের রান সংখ্যা ৩১৫। মাঝে আইএল টি-২০ খেললেও আবারও বিপিএলে ফিরেছেন বরিশালের নিয়মিত অলরাউন্ডার মায়ার্স।

১০ ম্যাচে মাত্র ৬৩ রান করা নবী উইকেট নিয়েছেন ৮টি। সেক্ষেত্রে নবীর জায়গায় খেলতে পারেন নিশাম। এর আগের বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন নিশাম। মিরপুরের মাঠে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে তার।


আরও খবর



শ্রীপুর বাজারে সাখাওয়াত হোসেন সবুজের লিফলেট বিতরণ

প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০25 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৩জন দেখেছেন

Image

কামাল পাশা : ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে শ্রীপুর বাজার লিফলেট বিতরণ করেন সাখাওয়াত হোসেন সবুজ। সোমবার ২০ জানুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে শ্রীপুর থানার সামনে থেকে বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আব্দুল হান্নান মিয়া।

গাজীপুর জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোফাজ্জসেরিন জুয়েল। সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাজাহারুল ইসলাম মোল্লা, সাবেক ছাএদলনেতা ফাতাহ ইসলাম মিশু, উপজেলা বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন প্রধান, গোসিংগা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর জাসাস যুগ্ন আহব্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বে রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সোহান আহমেদ সোহাগ,  পৌর যুবদলের আহ্বায়ক সদস্য জহির আহমেদ খান, গাজীপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো সৈকত হাসান খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম প্রমুখ


আরও খবর



যে কারনে কাঁদলেন শ্রেয়া ঘোষাল

প্রকাশিত:মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি নেট-দুনিয়াতে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গেছে তিনি কাঁদছেন। সঙ্গে রয়েছে তার পরিবারের দুই সদস্যও। সেই ভিডিও নিয়ে চলছে আলোচনা। হিন্দুস্তান টাইমস থেকে ঘটনার বিস্তারিত জানা যায়, গত রোববার রাতে মুম্বাইয়ে কোল্ডপ্লের দ্বিতীয় দিনের কনসার্টে হাজির হয়েছিলেন শ্রেয়া। আর গতকাল সোমবার ইনস্টাগ্রামে তিনি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতেই দেখা যায় কান্না করছেন শ্রেয়া। এসময় গায়িকার সঙ্গে ছিলেন তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় ও তার বাবা ৭০ বছর বয়সী বিশ্বজিৎ ঘোষাল। ভিডিওতে দেখা যায়, গান শুনতে শুনতে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রেয়া। একসময় তাকে আবেগাপ্লুত হয়ে চোখ মুছতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘ঠিক করে দাও’। কোল্ডপ্লের জন্য একরাশ ভালোবাসা। সবকিছু জানতে শেষ ভিডিয়ো পর্যন্ত সোয়াইপ করুন। এটা আমার দেখা ক্রিস মার্টিন এবং তার ব্যান্ডের দ্বিতীয় কনসার্ট। মুম্বাইয়ে তারা ম্যাজিক করেছেন! সে এক অদ্ভুত অভিজ্ঞতা। তাদের গান শুনে চোখের পানি আটকাতে পারলাম না।’গায়িকা আরও বলেন, ‘আমার ৭০ বছর বয়সী বাবারও এই কনসার্টটি এত পছন্দ হয়েছে বলে বোঝানোর মতো নয়। আমাকে এবং শিলাদিত্যকে আমাদের সমস্ত স্মৃতিতে আবার বাঁচতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’এছাড়াও অন্যান্য ভিডিওগুলোতে কোল্ডপ্লের ‘আ স্কাই ফুল অব স্টারস’, ‘ফিক্স ইউ’ ও ‘প্যারাডাইস’ গানে তাকে নাচতে দেখা গেছে।


আরও খবর

অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫




শরণখোলায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২৭জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার : বাগেরহাটের শরণখোলায় জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরি ও বাজেট বৃদ্ধি,বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে উপজেলার সরকারি দপ্তরের প্রতিনিধি সাংবাদিক ও সিএনআরএস ইভলভ প্রকল্পের সমন্বয়কারী ও ফিল্ড ফ্যাসিলিটেটর বৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫