Logo
আজঃ বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫
শিরোনাম
হলি আর্টিজান হামলা : মৃত্যুদণ্ড থেকে সাত আসামির আমৃত্যু কারাদণ্ডের যুক্তি পূর্ণাঙ্গ রায়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় শুরু করায় কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা অধিনায়ক শান্ত-মুশফিকের ব্যাটিংয়ে দ্বিতীয় সেশন বাংলাদেশের এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার লুইস-হোপ-কার্টির তান্ডবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। ফোনে গোপন নজরদারি করছে যেসব অ্যাপ নীরবে বাগদান সারলেন ডুয়া লিপা

ওয়েবসাইট বা অ্যাপ নিরাপদ কি না, জানাবে গুগল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৬৮জন দেখেছেন

Image

সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। নানান কাজে প্রথম ভরসা হতে পারে গুগল। গুগলে যখন যা ইচ্ছে সার্চ করছেন। যা জানতে ইচ্ছে হচ্ছে সার্চ করে জেনে নিচ্ছেন। শুধু সার্চের জন্যই নয় গুগলের রয়েছে আরও অসংখ্য ফিচার। এখন আপনার ফোনে ভাইরাস থাকলে তা সরাতে সাহায্য করবে গুগল। গুগল প্লে স্টোরের মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন ফোনে কোনো ক্ষতিকর অ্যাপ রয়েছে কি না। অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকেই সব অ্যাপ ডাউনলোড করতে হয়। যদি কোনো ভুল অ্যাপ ইন্সটল হয়, তাহলে তা ফোনের ক্ষতি করতে পারে। তাই অ্যাপগুলি সব সময় যাচাই করে ডাউনলোড করা উচিত। অনেক সময় বেশ কিছু অ্যাপ গোপনে ইন্সটল হয়ে থাকে ফোনে। তাই গুগল প্লে স্টোরে অবশ্যই সেটি স্ক্যান করে নেওয়া উচিত। গুগল প্লে স্টোর থেকে শুধু অ্যাপ ডাউনলোড করা নয়, কোনো গোপন অ্যাপ রয়েছে কি না তাও জানা যায়। এর জন্য প্লে প্রোজেক্ট নামক একটি ফিচার চালু করেছে গুগল। যা লাখ লাখ ব্যবহারকারীদের ক্ষতিকর অ্যাপ থেকে বাঁচানোর কাজ করে। এই প্লে প্রোজেক্ট ফিচারের মাধ্যমে পুরো স্মার্টফোন স্ক্যান করা যাবে। যদি কোনো ক্ষতিকর অ্যাপ থাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। 

যেভাবে কাজটি করবেন-
প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করুন। তারপর উপরে প্রোফাইল আইকনে ক্লিক করুন।এবার এখানে মেনু সেকশনে প্লে প্রোজেক্ট অপশন পাবেন। ওই অপশনে ক্লিক করা মাত্রই স্ক্যানিং শুরু হয়ে যাবে।   স্ক্যানিংয়ে ফোনে কোনো ভাইরাস রয়েছে কি না বা ক্ষতিকর অ্যাপ রয়েছে কি না দেখা হবে। যদি কোনো ক্ষতিকর অ্যাপ না থাকে তাহলে সবুজ রঙে লেখা আসবে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। আর যদি ভাইরাস থাকে তাহলে স্ক্রিনেই ভেসে উঠবে সেই তথ্য।


আরও খবর

দেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

বৃহস্পতিবার ২৯ মে ২০২৫




ফোনে গোপন নজরদারি করছে যেসব অ্যাপ

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৮জন দেখেছেন

Image

খতিয়ে না দেখে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করা উচিৎ নয়। না বুঝে যদি এমন কোনো অ্যাপ আপনি ইনস্টল করে থাকেন, তবে বিপদে পড়তে পারেন যে কোনো সময়। এসব অ্যাপ আপনার মোবাইল ফোনে গোপনে নজরদারি চালায়। এ ধরনের প্রতারণার অ্যাপ দিন দিন বেড়েই চলছে। তাই গুগল প্লে স্টোর হোক বা অ্যাপেল অ্যাপ স্টোর হোক যেখান থেকেই অ্যাপ ইনস্টল করে থাকেন না কেন আপনি, ইনস্টল করার আগে জেনে নিন কোন অ্যাপগুলো নজরদারি চালিয়ে আপনাকে যে কোনো সময় ফেলে দিতে পারে বিপদে। ফোনে তো কত ধরনের অ্যাপ থাকে! নিত্যনতুন অ্যাপ ইনস্টলের বাতিকও থাকে অনেকের। অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে ২০ লাখ অ্যাপ। গুগল প্লে স্টোরে রয়েছে ৩০ লাখ অ্যাপ। কিন্তু এই সব অফিসিয়াল স্টোর থেকে ডাউনলোড করার মানেই যে আপনি ‘নিরাপদ’ তা কিন্তু নয়। চোখ-কান খোলা না রেখে অ্যাপ ডাউনলোড মানেই কিন্তু বিপদকে আমন্ত্রণ জানানোর শামিল। জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটগুলোর নাম ও আইকন নকল করে কিছু অ্যাপ প্রস্তুত রয়েছে আপনাকে বোকা বানাতে। গবেষকরা এমন অনেকগুলো অ্যাপ খুঁজে পেয়েছেন। এক ওয়েবসাইট জানাচ্ছে, ২০টির বেশি অ্যাপের খোঁজ ইতিমধ্যেই মিলেছে। তবে যেহেতু এখনও খোঁজ চলছে তাই সংখ্যাটা বাড়তেই পারে। এর মধ্যে রয়েছে ৯টি ওয়ালেট! আসুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়-

প্যানকেক সোয়্যাপ, সুয়েত ওয়ালেট, হাইপারলিকুইড, রেইডিয়াম, বুলএক্স ক্রিপ্টো, ওপেনওসিয়ান এক্সচেঞ্জ, মিটিওরা এক্সচেঞ্জ, সুশিসোয়্যাপ, হার্ভেস্ট ফিনান্স ব্লগ।

এ ধরনের ডিজিটাল ওয়ালেটগুলো আদৌ নিরাপদ নয়। কোনো ভাবে টাকাপয়সা খোয়ালে ফেরত পাবার কোন সম্ভাবনাই নেই। তাই সবদিক খতিয়ে না দেখে এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো। আর যদি ইতিমধ্যেই এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন, তাহলে সাবধান! এখনই সেগুলো ডিলিট করে দিন। অন্যথায় বিপদে পড়তে পারেন, যে কোনো সময়। এদিকে গবেষকরা অন্য অ্যাপগুলোও খতিয়ে দেখছেন। হয়তো এই তালিকা অদূর ভবিষ্যতে আরও লম্বা হতে পারে। অনেকেরই মনে থাকবে অপারেশন সিঁদুরের পর ‘ডান্স অফ দ্য হিলারি’ নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল সোশাল মিডিয়ায়। ‘ডান্স অফ দ্য হিলারি’ নামে একটি লিঙ্ক হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে পাঠানো হচ্ছিল বলে খবর। ওই লিঙ্ক নাকি পাঠাচ্ছিল পাকিস্তান। সাইবার হামলার উদ্দেশ্যে এই ভাইরাস ভারতীয়দের মোবাইলে ছড়ানো হচ্ছে বলে মনে করা হচ্ছিল। এই খবর সামনে আসার পর থেকে সাইবার হামলার আতঙ্ক ছড়ায়। অবশ্য সাইবার বিশেষজ্ঞরা এই ধরনের লিঙ্কের কোনো অস্তিত্ব এখনও পাননি। এমনকি এই নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন তারা।


আরও খবর

দেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

বৃহস্পতিবার ২৯ মে ২০২৫




কারাগার থেকে ২শ’ জনেরও বেশি বন্দী পালিয়ে গেছে পাকিস্তানের

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ৪৪জন দেখেছেন

Image

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে গতকাল সোমবার ধারাবাহিক ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ার পর একটি কারাগার থেকে ২শ’ জনেরও বেশি বন্দী পালিয়ে গেছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন। 

করাচি থেকে এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর যখন কয়েকজন পালানোর চেষ্টা করে তখন মালির কারাগারে ৬শ’ জনেরও বেশি বন্দীকে তাদের নিরাপত্তার জন্য অন্য একটি বিভাগে স্থানান্তরিত করা হচ্ছিল। এসময় ২১৬ জন পালিয়ে যায়।

করাচিতে জেল সুপারিনটেনডেন্ট আরশাদ শাহ সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত ৮৭ জন পলাতক বন্দীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেছেন, ‘বাকি ১২৯ জন বন্দীকে পুনরুদ্ধারের চেষ্টা চলছে।’

লাঞ্জার সাংবাদিকদের জানান, সোমবার রাতে সৃষ্ট বিশৃঙ্খলায় একজন বন্দী নিহত এবং কারাগার ও পুলিশ কর্মীসহ আরো ২২ জন আহত হয়েছেন।

সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেছেন, বেশিরভাগ বন্দির বিরুদ্ধে মাদকের অভিযোগ এবং অন্যান্য ছোটখাটো মামলা রয়েছে।

মেমন বলেছেন, কর্তৃপক্ষের কাছে ঠিক কারা পালিয়েছে তার তথ্য আছে এবং তারা তাদের ফিরিয়ে আনতে সক্ষম হবে।

তিনি বলেছেন, ‘কেন এবং কীভাবে এটি ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।’

সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল ইনাম মেমন বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে কারাগারে ফিরে আসলে বন্দিরা সরকারি পদক্ষেপ থেকে নিরাপদ থাকবেন। কিন্তু যারা তা করবে না তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। 


আরও খবর



প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না

প্রকাশিত:শুক্রবার ২৩ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১১৭জন দেখেছেন

Image

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, 

“প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোনও দ্বিমত থাকতে পারে না। আমাদের দেখাতে হবে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে ড. ইউনূস সাফল্য দেখিয়েছেন। আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনও ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়।”

সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী লেখেন, “আজকের দুনিয়ায় কোনও সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশন কারেক্টনেস রক্ষা করতে পারেনি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না। তেমনি, ইনক্লুসিভনেস নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা- সেটা কেউ ভঙ্গ করবে না।”:

দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র কোনও সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি আরও লেখেন, “এটা আমার ব্যক্তিগত মতামত। এসময়ে সব যৌক্তিক সংস্কার শেষ করতে হবে, করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেওয়া রোডম্যাপ মতে নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না।”

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমরা জাতীয়ভাবে জুলাই-আগস্ট দুমাস জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করবো, ইনশাল্লাহ। এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি। ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না।”


আরও খবর



ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | জন দেখেছেন

Image

 সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র উপকূলের কাছে ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লেগে যাওয়া ট্যাঙ্কার থেকে ২৪ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

মঙ্গলবার ইউএই কোস্টগার্ড ও একটি শিপিং কোম্পানি এ তথ্য জানিয়েছে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক প্রতিষ্ঠান অ্যাম্ব্রে জানায়, সংঘর্ষের ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ চলছে। 

তবে এ ঘটনাটি ‘নিরাপত্তাজনিত নয়’ বলে জানিয়েছে তারা।

শিপিং কোম্পানি ফ্রন্টলাইন জানায়, সংঘর্ষের পর তাদের মালিকানাধীন ‘ফ্রন্ট ইগল’ ট্যাংকারে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ট্যাংকারটির সঙ্গে ‘আডালিন’ নামের অপর একটি তেলবাহী জাহাজের সংঘর্ষ হয়। 

উপসাগরীয় ওমান উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে এ সংঘর্ষ ঘটেছে।

কোম্পানিটির এক বিবৃতিতে বলা হয়, আমরা সংঘর্ষের পর ‘আডালিন’ ট্যাংকারেও আগুন লাগার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো দূষণের তথ্য পাওয়া যায়নি।

সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায়  জানায়, ওমান উপসাগরে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের পর তেলবাহী জাহাজ আডালিন-এর ২৪ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটেছে। 

উল্লেখ্য, এই জলপথটি আরব উপদ্বীপ ও ইরানের মধ্যে অবস্থিত এবং বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।


আরও খবর



মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী ক্যাথলিন হিউজ

প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | ১১৭জন দেখেছেন

Image

১৯৫৩ সালের ত্রিমাত্রিক সায়েন্স ফিকশন ক্লাসিক ‘ইট কামস ফ্রম আউটার স্পেস’ ছবিতে স্বর্ণকেশী নারীর চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন। ছবিতে তার একটি প্রোমো ফটো হয়ে উঠেছিল খুবই বিখ্যাত। সেই কিংবদন্তি অভিনেত্রী ক্যাথলিন হিউজ আর নেই। গত সোমবার তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তার বন্ধু জন জিগেন গ্রিফিন-আতিল এই খবর নিশ্চিত করেছেন। নাট্যকার এফ. হিউ হারবার্টের ভাতিজি ক্যাথলিন হিউজের জন্ম লস অ্যাঞ্জেলসে। জন্মনাম ছিল এলিজাবেথ মার্গারেট ভন গারকান। ১৯৪৮ সালে ফক্স স্টুডিওর সঙ্গে চুক্তি করার পর স্টুডিও তার নাম পরিবর্তন করে। তিনি অভিনয় শুরু করেন ছোট ছোট চরিত্রে। যার মধ্যে ‘মাদার ইজ এ ফ্রেশম্যান’, ‘মিস্টার বেলভেদ্রে গোজ টু কলেজ’ ইত্যাদি উল্লেখ্য। ফক্স ছেড়ে দেওয়ার পর পরিচালক পল হেনরিডের ‘ফর মেন ওয়ানলি’ ছবিতে কাজের সুযোগ পান তিনি। সেখানে লেখক-প্রযোজক ডন ম্যাকগুয়ারের নজরে পড়েন। তার সহায়তায় ইউনিভার্সাল-ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপরই আসে তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘ইট কামস ফ্রম আউটার স্পেস’। এটি তাকে দীর্ঘস্থায়ী খ্যাতি এনে দিয়েছিল। ছবিটিতে ক্যাথলিন হাত উপরে তুলে চিৎকার করছেন এমন ভঙ্গিতে একটি বিখ্যাত প্রোমো ফটো বিভিন্ন বিজ্ঞাপন, জন্মদিনের কার্ড ও ক্যাম্পেইনে ব্যবহৃত হয় এবং কালজয়ী হয়ে ওঠে। ২০১৯ সালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি তখনো মাত্র ছবির কাজ শেষ করেছিলাম। স্টিল গ্যালারিতে ঢোকার পর ফটোগ্রাফার বলল, ‘হাত উপরে তুলে চিৎকার করো।’ আমি করলাম। এরপর থেকেই সেই ছবি প্রচণ্ড জনপ্রিয় হয়ে গেল। মানুষ সেটা পছন্দ করল এবং সেই ছবি দিয়েই যেন ছবিটা চিরকাল বেঁচে রইল।’ তিনি পরে ‘দ্য গোল্ডেন ব্লেড’ ছবিতে রক হাডসনের বিপরীতে অভিনয় করেন। এই ছবিতেই তিনি প্রথম অনস্ক্রিন চুম্বনের দৃশ্যে যুক্ত হন। ১৯৬০ ও ’৭০-এর দশকে তিনি বহু টিভি শোতেও অভিনয় করেছেন। ক্যাথলিন হিউজ ৫৯ বছর ধরে প্রযোজক স্ট্যানলি রুবিনের সঙ্গে দাম্পত্যজীবন কাটিয়েছেন। রুবিন ২০১৪ সালে মারা যান। হিউজ রেখে গেছেন এক কন্যা অ্যাঞ্জি এবং দুই পুত্র মাইকেল ও জনকে। তার আরেক পুত্র ক্রিস আগেই মৃত্যুবরণ করেছেন।


আরও খবর