Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

ভারতের কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪০

প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১১৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলায় পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে পবিত্র স্নান করতে আসা লাখ লাখ পূণ্যার্থীর মধ্যে এই ঘটনা ঘটে। শোকাবহ এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন, তবে এখনও সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, ঘটনার দিন সন্ধ্যায় হাজার হাজার পূণ্যার্থী গঙ্গাস্নান করতে নদীর তীরে জড়ো হয়েছিলেন। পরদিন সূর্যোদয়ের আগেই তারা স্নান করতে এগিয়ে যান, কিন্তু ভিড়ের চাপে ঘটে মারাত্মক এই দুর্ঘটনা। উপাসকদের মধ্যে কেউ কেউ স্নান করার জন্য অগ্রসর হচ্ছিলেন, তখনই আচমকা ধাক্কায় উপাসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় নদীর তীরে বসে থাকা মানুষের ওপর পড়েন অনেকেই এবং কিছুক্ষণের মধ্যে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে।

প্রথমে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, হাসপাতালের মর্গে আরও ২৫টি মরদেহ আনা হয়। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে থাকা এক চিকিৎসক বলেন, প্রাথমিকভাবে ১৫ জন নিহত হলেও পরে জানা গেছে, মৃতের সংখ্যা প্রায় ৪০ জনে পৌঁছেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভিড় করছে।

এ ঘটনায় কুম্ভ মেলার প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ঘটনার সময় রাত ২টার দিকে ১২ ও ১৩ নম্বর সেক্টরের কাছে এই পদদলনের ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ বাহিনী এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে, তবে ভিড়ের চাপে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পদদলনের পর ঘটনাস্থলে ছড়িয়ে পড়েছিল মানুষের জামাকাপড়, জুতা, কম্বল ও ব্যাগ। সারা দৃশ্যটি ছিল ভয়াবহ, যেখানে মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছিল। এক প্রত্যক্ষদর্শী শ্বেতা ত্রিপাঠী বলেন, "আমরা দেখেছি মানুষ পড়ে যাচ্ছে, চারপাশে কাপড়, ব্যাগ ছড়িয়ে পড়েছিল। এমন ঘটনা এত দ্রুত ঘটেছিল যে আমরা কিছুই বুঝতে পারিনি।"

প্রসঙ্গত, কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি ১২ বছর পরপর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত হিসেবে পরিচিত। ১৪৪ বছর অন্তর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা, যা প্রায় ৮০০ বছরের ঐতিহ্য বহন করে। এবারের কুম্ভ মেলায় ৪০ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

এই মেলায় অংশগ্রহণকারী লাখ লাখ পূণ্যার্থী বিশ্বাস করেন, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে স্নান করে তারা অশেষ পুণ্য লাভ করেন। তবে এই স্নান উৎসবের মাঝে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যা সবার হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে।


আরও খবর



পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু : মা ক্লিনিকে ভাংচুর ও অগ্নিসংযোগ

প্রকাশিত:রবিবার ১৯ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৮৩জন দেখেছেন

Image

মোঃ জিল্লুর রহমান : গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় আবারো মা ক্লিনিক এন্ড নার্সিং হোম এ পারভীন আক্তার পারুল বেগম (২৫) নামে এক প্রসূতি' ও নবজাতকের মৃত্যু হয়েছে। এঘটনায় রোগীর স্বজনেরা মা ক্লিনিক এন্ড নার্সিং হোম এ ভাংচুর করে ও অগ্নি সংযোগের চেষ্টা করে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এ ঘটনাটি ঘটেছে ১৮ অক্টোবর শনিবার সকালে।

রোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রসূতি পারুল বেগম কে সিজার করার জন্য মা ক্লিনিকে নেয় পরিবার পরে রাত প্রায় ১১ টার দিকে তার সিজার শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষ এতে পরে রাত ৪ টার দিকে প্রসূতি রোগী মৃত্যুর কোলে ঢলে পরে।পরে রোগীর স্বজনদের সান্তনা দিতে ক্লিনিকের কর্তব্যরতরা এম্বুলেন্স ডেকে মৃতদেহ রংপুর রিফার্ডের চেষ্টা করলে রোগীর স্বজনেরা বিষয়টি বুঝতে ক্লিনিক টিতে হামলা ও ভাংচুর শুরু করে। এঘটনায় রোগীর স্বজনেরা মা ক্লিনিক এন্ড নার্সিং হোম এ ভাংচুর করে ও অগ্নি সংযোগের চেষ্টা করে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। পরে রোগীর স্বজনেরা মরদেহ বিশ্রাম গাছী গ্রামে স্বামীর বাড়ীতে নিয়ে যান সেখানে তার দাফন সম্পন্ন হবে।

নিহত পারুল বেগম (২৫) গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের বাদশা মিয়ার কন্যা ও উপজেলা মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী। নিহত প্রসূতি পারুল বেগম দুই সন্তানের জননী।

রোগীর স্বজনেরা জানান,এর আগে প্রসূতির দুইটি সিজারের মাধ্যমে দুটি সন্তান জন্ম নেয়, তিন নাম্বার সিজারে সময় ভুল চিকিৎসার কারণে পারুলের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত চিকিৎসক ও নার্স ফাতেমা বেগম এর দৃষ্টান্ত মুলক শাস্তি ও উক্ত মা ক্লিনিকটি বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের সরকারি কবরস্থানের সামনে অবস্থিত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্ট্যাফ নার্স ফাতেমা বেগমের মালিকানাধীন ভবনে মা ক্লিনিক এন্ড নার্সিং হোম এ প্রতিনিয়ত প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ধামাচাপা দেওয়ায় এলাকাবাসী ও সচেতন জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


আরও খবর



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:বুধবার ২৯ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১৭৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 

সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছিল বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে একটি পরির্তন হয়েছে। নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলি।

একাদশে কোন পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জিতেছে ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ১০টিতে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্রান্ডন কিং, খ্যারি পিয়ের, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড।


আরও খবর

বিপিএলের পাঁচ দলের নাম প্রকাশ করল বিসিবি

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫




ডিবি কর্তৃক বিপুল পরিমান মাদক সহ ০৪ জন গ্রেফতার: ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৮৮জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম:

রাত ০৩.৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম বিজয়নগর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালীন সিঙ্গারবিল ইউনিয়নের চাউড়া দৌলতবাড়ি এলাকা হতে ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ক) ৩৬ (ছত্রিশ)  কেজি গাঁজা,খ)  ফেন্সিডিল ৩৫০ বোতল, গ) স্কফ সিরাপ ৩০২ বোতল,ঘ) মাদক পরিবহনে ব্যবহৃত ০৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের নাম: ১। আনিছ(৩৫) ২। মিজান (২৮) ৩। সোহেল(৩৬) ৪। আকলিমা আক্তার আখি(২৫)

এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।



আরও খবর



শরণখোলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার ১০ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১৭১জন দেখেছেন

Image

বাগেরহাটে শরণখোলায় শহীদ জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা ৯ অক্টোবর বিকাল  সাড়ে চারটায় তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ টুর্নামেন্টে বকুলতলা একাদশ ও উত্তর ও দক্ষিণ তাফালবাড়ি একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় বকুলতলা একাদশ ১-০ গোলে উত্তর ও দক্ষিণ তাফালবাড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


টুর্নামেন্ট কমিটির আহবায়ক  সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে খেলার উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সিনিয়র সহ-সভাপতি আনজুমান আরা আলো, তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক‌ চাদ রায়, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি  সহকারী অধ্যাপক আ: মালেক রেজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক মিন্টু, সাউথখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল হাওলাদার, 


৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ওহিদুল হাওলাদার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক মাতব্বর, সম্পাদক সোলায়মান হাওলাদার, টুর্নামেন্ট কমিটির সদস্য মতিয়ার রহমান ,মিজানুর রহমান, সোহেল,সাঈদ, রাজু গাজী ,সুমন হাওলাদার। অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন ও মনিরুজ্জামান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।



আরও খবর



জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: ত্রাণ উপদেষ্টা

প্রকাশিত:শনিবার ১১ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১৩৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।  


তিনি বলেন, সঠিক সময়ে ও দ্রুত সেবা নিশ্চিত করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ে ক্রয়, পরিকল্পনা ও বাস্তবায়নের সিদ্ধান্তকে বিকেন্দ্রীকরণ করেছে।


আজ শনিবার সকালে ঝালকাঠি সার্কিট হাউসে জেলা প্রশাসন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।


উপদেষ্টা বলেন, কোনভাবেই সরকারি প্রকল্পের অপব্যবহার করা যাবে না। সরকার প্রকল্প নেয় মানুষের দুর্ভোগ লাঘব ও দুর্যোগের সময় বিপদগ্রস্তদের পাশে দাড়ানোর জন্য।


সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্যোগের পাশাপাশি সারা বছর জনস্বার্থে ব্যবহার করার সুযোগ তৈরি করতে হবে। 


তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসনের তদারকিতে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে সাধারণ জনগণের জন্য কমিউনিটি সেন্টার এবং তরুণদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থা করতে হবে। 


এ সময় তিনি চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।


উপদেষ্টা বলেন,  বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ ও সম্পদশালী রাষ্ট্র। আমরা নিজদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারলে, বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। 


ফারুক ই আজম, বীর প্রতীক আরো বলেন, ২৪ এর অভ্যুত্থান আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আমরা এমন দেশ রেখে যেতে চাই, ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদেরকে গর্ব ভরে স্মরণ করে। 


তিনি বলেন, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণকে সুষ্ঠুভাবে ভোট প্রদানের মুখ্য দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে।


এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ঝালকাঠি জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।



আরও খবর