Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

ভারতের কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪০

প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলায় পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে পবিত্র স্নান করতে আসা লাখ লাখ পূণ্যার্থীর মধ্যে এই ঘটনা ঘটে। শোকাবহ এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন, তবে এখনও সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, ঘটনার দিন সন্ধ্যায় হাজার হাজার পূণ্যার্থী গঙ্গাস্নান করতে নদীর তীরে জড়ো হয়েছিলেন। পরদিন সূর্যোদয়ের আগেই তারা স্নান করতে এগিয়ে যান, কিন্তু ভিড়ের চাপে ঘটে মারাত্মক এই দুর্ঘটনা। উপাসকদের মধ্যে কেউ কেউ স্নান করার জন্য অগ্রসর হচ্ছিলেন, তখনই আচমকা ধাক্কায় উপাসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় নদীর তীরে বসে থাকা মানুষের ওপর পড়েন অনেকেই এবং কিছুক্ষণের মধ্যে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে।

প্রথমে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, হাসপাতালের মর্গে আরও ২৫টি মরদেহ আনা হয়। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে থাকা এক চিকিৎসক বলেন, প্রাথমিকভাবে ১৫ জন নিহত হলেও পরে জানা গেছে, মৃতের সংখ্যা প্রায় ৪০ জনে পৌঁছেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভিড় করছে।

এ ঘটনায় কুম্ভ মেলার প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ঘটনার সময় রাত ২টার দিকে ১২ ও ১৩ নম্বর সেক্টরের কাছে এই পদদলনের ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ বাহিনী এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে, তবে ভিড়ের চাপে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পদদলনের পর ঘটনাস্থলে ছড়িয়ে পড়েছিল মানুষের জামাকাপড়, জুতা, কম্বল ও ব্যাগ। সারা দৃশ্যটি ছিল ভয়াবহ, যেখানে মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছিল। এক প্রত্যক্ষদর্শী শ্বেতা ত্রিপাঠী বলেন, "আমরা দেখেছি মানুষ পড়ে যাচ্ছে, চারপাশে কাপড়, ব্যাগ ছড়িয়ে পড়েছিল। এমন ঘটনা এত দ্রুত ঘটেছিল যে আমরা কিছুই বুঝতে পারিনি।"

প্রসঙ্গত, কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি ১২ বছর পরপর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত হিসেবে পরিচিত। ১৪৪ বছর অন্তর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা, যা প্রায় ৮০০ বছরের ঐতিহ্য বহন করে। এবারের কুম্ভ মেলায় ৪০ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

এই মেলায় অংশগ্রহণকারী লাখ লাখ পূণ্যার্থী বিশ্বাস করেন, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে স্নান করে তারা অশেষ পুণ্য লাভ করেন। তবে এই স্নান উৎসবের মাঝে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যা সবার হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে।


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




সুস্থ জীবনের জন্য দোয়া ও আমল

প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৪জন দেখেছেন

Image

ধর্ম ডেস্ক: সুস্থতাই সুখ-শান্তির মূল। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুস্থ থাকতে আল্লাহর কাছে কীভাবে আবেদন করতে হবে তাও শিখিয়ে দিয়েছেন তিনি। দুনিয়াতে সুস্বাস্থ্য, সুস্থতা, আমানতদারিতা, উত্তম চরিত্র ও সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করা যায়-

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাছ ছিহ্হাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনিল খালক্বি ওয়াররিদা বিলক্বাদরি। (বায়হাকি, মুসনাদে বাজ্জার)

অর্থ : হে আল্লাহ! আপনার কাছে প্রার্থনা করছি সুস্বাস্থ্য, পবিত্রতা, আমানতদারীতা, উত্তম চরিত্র এবং তাকদিরের উপর সন্তুষ্টি থাকার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুস্থ্যতা, পবিত্রতা, আমানতদারীতা এবং উত্তম চরিত্র লাভে ওই দোয়া মাধ্যমে সাহায্য লাভের তাওফিক দান করুন। আমিন।


আরও খবর

জাহান্নামীরা দেখতে যেমন হবে

সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫




অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৮জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: বহু নাটকীয়তার পর অবশেষে কার্যকর হয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি। বেশ কিছুটা বিলম্বের পর স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর, আল জাজিরার।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়ার আগে, এই চুক্তির অংশ হিসেবে মুক্তির জন্য বন্দিদের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেছেন, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে আজ আমরা রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) ও ডোরন শানবার খাইরকে (৩১) মুক্তি দিতে যাচ্ছি।

শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক ঘোষণায় পরিস্থিতি অনেকটা বুমেরাং হয়ে যাওয়ার আশঙ্কাও করেছিলেন কেউ কেউ। নেতানিয়াহুর বলা কথাগুলোকে অনেকে ফের যুদ্ধে লিপ্ত হবার আগাম বার্তা হিসেবেও ভেবে নিয়েছিলেন। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কার্যকর হলো যুদ্ধবিরতি।

রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, হামাস জিম্মিদের তালিকা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানায় ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করতে পারছে, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না। হামাস অবশ্য দাবি করে, কারিগরি ত্রুটির কারণে তারা সময় মতো ওই তিন নারী জিম্মির নামের তালিকা প্রকাশ করতে পারেনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয় এই যুদ্ধ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানু্যায়ী ৪৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই সময়ে। তবে একাধিক গবেষণা ও পশ্চিমা গণমাধ্যমের তথ্য বলছে এই সংখ্যা আরও বেশি।


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




নিজেদের এরিয়ায় কর্মসূচি পালনের অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত:বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ১৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার গুলশানে নৌ পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফে বললেন, অযৌক্তিক আন্দোলন ও আবদারে ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে। রাস্তা বন্ধ না করে নিজেদের এরিয়ায় কর্মসূচি পালনের অনুরোধ করছি।

রাজধানীর উত্তরা থানায় হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের অনেককে আমরা ধরেছি। আসল জন (শেখ হাসিনা) বাংলাদেশে নেই। আমরা তাকে কোথা থেকে ধরব। যারা দেশে নেই তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এক্ষেত্রে আমরা চেষ্টা করছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে, সেভাবে তাদের আনার কাজ চলছে। 

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি ১০৫ জন। সেখানে গ্রেপ্তার মাত্র ৩৫ জন। আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।


আরও খবর



চলতি বছরে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে: দুদু

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শাসসুজ্জামান দুদু বলেছেন, অন্তবর্তী সরকারের ওপর আস্থা রয়েছে। তারা দ্রততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গনতন্ত্রমূখি করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। তবে দেশে চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তবর্তী সরকারের কিছু সদস্য সন্তানতুল্য। তারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত। সব ভূল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বাজার ব্যবস্থা স্বভাবিক হবে না। সংকট থেকেই যাবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিগত ষোল বছরের আন্দোলনের নেতা তারেক রহমান একটি নতুন পরিবর্তনের দিকে বাংলাদেশকে নিয়ে গেছে, গণঅভুত্থ্যানকে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের প্রেক্ষিতে বাংলাদেশটাকে গণতন্ত্রীমূখী করতে হবে। গোষ্ঠিতন্ত্রের বাহিরে গিয়ে জনগণের বাংলাদেশ গড়তে হবে। এই লক্ষ্যে আমাদের বিভিন্ন জেলায় সাংগঠনিক সভা চলছে, এই সভা অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই সভার মধ্য দিয়ে নির্বাচন পক্রিয়ার মাধ্যমে কমিটি হচ্ছে বা হবে যেটি এখকার সবথেকে আনন্দ ও গুরুত্বপূর্ণ।

এতে প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জমাান সামুর সভাপতিত্বে ও  সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরও খবর



নড়াইলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: জেলায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টায় সদর  উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার উপ-পরিচালক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার, উপজেলাকৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিলসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষাণ-কৃষাণীরা।

কৃষি প্রযুক্তি মেলায় রিলে পদ্ধতিতে ফসল চাষ, আন্তঃফসল,ফসল আইলে লতানো সবজি চাষ, বস্তায় সবজি ও আদা চাষ, নিরাপদ সবজি চাষ, মাটির স্বাস্থ্য রক্ষা,পলিমালচ, বালাইনাশক প্রভৃতি স্টল প্রদর্শন করা হয়েছে। মেলা উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


আরও খবর