Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি: যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতি দেয়।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

বিৃতিতে বলা হয়, ইতোমধ্যে এই কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় সব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করা হলো। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার বিষয়ে সরকার সব সময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সরকারি সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি সরকার মেনে নিলেও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ‘তিতুমীর বিশ্বদ্যিালয়’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে।


আরও খবর



তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কোনো সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:  সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবির প্রতি কোনো সহানুভূতি প্রকাশ করেননি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই এবং দাবির মুখে সরকার আর নতুন কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। 

রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

এসময় শিক্ষা উপদেষ্টা বলেন, “তিতুমীর কলেজের ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা নেই। আমাদের সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপগুলি সর্বজনীন উন্নয়নের দিকে চালিত, এবং কোনো দাবির মুখে আমরা নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারব না।”

ড. মাহমুদ আরও বলেন, “এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা উচিত, কারণ এটি দেশের সবচেয়ে পুরনো কলেজ। রাজশাহী কলেজের ইতিহাস এবং ঐতিহ্য দেশজুড়ে সুপরিচিত।” 

তিতুমীর কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায় এবং তারা জনদুর্ভোগ চায় না। আমি তাদের অনুরোধ জানাই, জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে তারা দ্রুত ক্লাসে ফিরে আসুক।” 

তিনি উল্লেখ করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মধ্যে সম্পর্কের অভাব রয়েছে, যার কারণে সাত কলেজের শিক্ষার্থীদের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য একটি কমিটি কাজ করছে। তবে, আমি আবারও বলছি, এসব দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়।”

উল্লেখ্য, শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছে। তারা দাবির সমর্থনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তবে শিক্ষা উপদেষ্টা তার অবস্থান পরিষ্কার করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, “দেশে বর্তমানে প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোর অর্ধেকই গত সাত বছরে প্রতিষ্ঠিত হয়েছে। যদি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করি, তবে তা দেশের শিক্ষাব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারি না যা আগামী সরকারের জন্য সমস্যা তৈরি করবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মাহমুদ বলেন, “এ বিষয়ে মন্ত্রণালয় থেকে যে প্রেসবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে আমি বিশেষ সুবিধার কথা বলিনি। আমার বক্তব্যে কখনোই ‘বিশেষ সুবিধা’ শব্দটি ছিল না, এটি একটি ভুল বোঝাবুঝি হতে পারে।” 

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের দাবির বাস্তবায়ন নিয়ে পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তবে শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন, বর্তমান সরকারের পরিকল্পনায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কোনো সুযোগ নেই।


আরও খবর



সমালোচনার মুখে ওষুধে আরোপিত কর প্রত্যাহার

প্রকাশিত:বুধবার ২২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি : ওষুধ শিল্পের ওপর নতুন করে আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজ করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বাড়ানো ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের ২ দশমিক ৪ শতাংশ বলবৎ রাখা হয়েছে। ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের দাম বাড়বে না।

এর আগে, গত ৯ জানুয়ারি স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ওষুধের ওপর ভ্যাট ২ দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করে অধ্যাদেশ জারি করে অন্তবর্তীকালীন সরকার। তখন ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেয় ওষুধ শিল্প সমিতি। এছাড়া তীব্র সমালোচনার মুখে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই খাতে কর প্রত্যাহারের সুপারিশ করেছিলেন।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, সব মিলিয়ে আট খাতে নতুন করে আরোপিত কর কমানো হয়েছে। প্রত্যাহার করা হয়েছে মুঠোফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর নতুন করে আরোপিত করও। এদিন একই বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, মোবাইল ফোন ও আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাগণের খরচ বাড়বে না।


আরও খবর



সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৪জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু : শীতের বিদায়। আর ঋতুরাজ বসন্তের আগমনের সন্ধিক্ষণে। প্রাকৃতি যখন নিজেকে অপরূপ সাজে সাজাতে ব্যস্ত এমনই শুভ ক্ষনে। প্রতিবছরের ন্যায় শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে। সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালযে। উদযাপিত হতে যাচ্ছে ০৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‌।

উক্ত ০৩ দিনব্যাপী অনুষ্ঠানে অনুষ্ঠান সূচি: 

০৮ ই ফেব্রুয়ারি শনিবার সকাল ৮'৩০মি: উদ্বোধনী অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও ০৯ ও১০ ফেব্রুয়ারি রবি ও সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বাগেরহাটের শরণখোলার-৪ নং সাউথ খালি ইউনিয়নের-সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫। আজ শনিবার-০৮ ফেব্রুয়ারী জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল করা হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ১! জনাব সুদীপ্ত কুমার সিংহ-উপজেলা নির্বাহী কর্মকর্তা- শরণখোলা- বাগেরহাট, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন- ১! মোঃ শহীদুল্লাহ-অফিসার ইনচার্জ শরনখোলা- বাগেরহাট, ২! জনাব ধনঞ্জয় মন্ডল-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার-শরণখোলা বাগেরহাট, সভাপতিত্ব  করছেন: 

মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি-উথখালীমাধ্যমিক বালিকা বিদ্যালয়। সদস্য সচিব-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) শরণখোলা উপজেলা বাগেরহাট। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন: ১! মোঃ শফিকুল ইসলাম-সহ: শিক্ষক ২! মোঃ আলমগীর হোসেন-সহ: শিক্ষক, ৩! মোঃ রেহেনুল ইসলাম-সহ: শিক্ষক, ৪! মোঃ ইমতিয়াজ---সহ: শিক্ষক, সাউথ খালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, অনুষ্ঠান সঞ্চালনায়: ১! মোঃ শামীম হোসেন-সহ: প্রধান শিক্ষক ২! জনাব অনিমেষ শিকদার-সহ: শিক্ষক, সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় 

রেকর্ড সঞ্চালনায়: ১! মোঃ এমাদুল হক সহ: শিক্ষক, ২! জনাব শুভঙ্কর কুমার সাধক-সহ: শিক্ষক সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। 


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




লোহাগড়ায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২২জন দেখেছেন

Image

মাহফুজুল ইসলাম মন্নু : নড়াইলের লোহাগড়ায় কৃষক দলের উদ্যোগে "কৃষক সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে কাশিপুর অম্বিকা চরন (এসি) মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে কাশিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জায়েদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক মো. নবির হোসেন, সদস্য সচিব এনামুল কবির চন্দন, উপজেলা কৃষক দলের আহবায়ক মুন্সি খায়রুজ্জামান আলম, সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম সিকদার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিরাজ ফকির, সাবেক সভাপতি মো. নায়েব আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওলিয়ার রহমান, লোহাগড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুজ্জামান তারিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুল হক, নড়াইল সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. হেকমত আলী, কাশিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম, ছাত্রনেতা অনিক নয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নবাব রাব্বি প্রমুখ। সমাবেশে কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ঢাবির ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।


শনিবার (১১ জানুয়ারি) এ উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে মিলনমেলা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান এবং অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক শাবনাজ আমিন এবং সহকারী অধ্যাপক কাজী গোলাম রব্বানী মাওলা অনুষ্ঠান সঞ্চালন করেন।


উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে এই বিভাগের অনেক অবদান রয়েছে। এই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা বিভিন্ন প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।


আরও খবর