Logo
আজঃ শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
শিরোনাম

ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ

প্রকাশিত:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | ৬৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ভূমি দখল ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন ও নিত্যানন্দ রায় এই আদেশ দেন।

মাজহারুল ইসলাম সুজনকে গত ১১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে র‍্যাব। ওইদিন দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখলের অভিযোগে একটি মামলা ও ফজলে আলম নামের একজনকে হত্যার মামলা দায়ের করেন।

অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় কেনা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন এবং তাকে পিটুনি দেন।



আরও খবর



নগদ লভ্যাংশ ঘোষণা ইবনে সিনা ফার্মার, সাত বছরের মধ্যে সর্বোচ্চ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | ৭৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: গত ৩০ জুন শেষ হওয়া ২০২৪ অর্থবছরের জন্য ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির নিট মুনাফা ১০ শতাংশ বেড়ে ৬৭ কোটি ৪ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৬০ কোটি ৫৫ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হালনাগাদ তথ্য অনুযায়ী, ইবনে সিনার শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৪৬ পয়সা, যা আগের বছর ছিল ১৯ টাকা ৩৮ পয়সা।কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১১ টাকা ৯৪ পয়সা এবং শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো ১২ টাকা ৪৮ পয়সা।


আরও খবর



নিজেকে পরিশুদ্ধ করার একমাত্র ইবাদত নামাজ

প্রকাশিত:সোমবার ০৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | ১৮জন দেখেছেন

Image

ইসলামের মৌলিক স্তম্ভগুলোর মধ্যে নামাজ অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। যে পাঁচটি ভিত্তির ওপর ইসলাম দাঁড়িয়ে আছে এর মধ্যে নামাজ দ্বিতীয়। নামাজ ছাড়া ইসলামের মৌলিকত্ব অসম্ভব। ঈমানের পর ইসলামে নামাজের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কোনো ইবাদত নেই। কোরআন মাজিদে ৮৩ বার নামাজের প্রসঙ্গ বর্ণিত হয়েছে।
নামাজেই ঈমানের পরিচয় : পবিত্র কোরআনে মুমিন-মুত্তাকির পরিচয় দিতে গিয়ে ঈমানের পরই নামাজের কথা বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘(মুত্তাকি তারা) যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যা কিছু দিয়েছি তা থেকে (আল্লাহর সন্তোষজনক কাজে) ব্যয় করে।’ (সুরা : বাকারাহ, আয়াত : ৩) নামাজই ঈমানের পরিচয় বহন করে।  যে সঠিকভাবে নামাজ আদায় করে সেই প্রকৃত মুমিন। যে নামাজ আদায় করে না সে পূর্ণ মুমিন নয়। মহান আল্লাহ বলেন, ‘মুমিনরা সফলকাম হয়েছে। যারা নিজেদের নামাজে বিনয়াবনত।’ (সুরা : মুমিনুন, আয়াত : ১-২) নামাজ সবার জন্য সব সময় : ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ ও রোজা ধনী-গরিব সবার জন্যই ফরজ। তবে হজ ও জাকাতের বিধান শুধু ধনী ব্যক্তিদের জন্য প্রযোজ্য। শারীরিক অসুস্থতাসহ কিছুকিছু ক্ষেত্রে ফরজ রোজা ভঙ্গ করার হুকুম রয়েছে এবং পরে তা আদায় করে নেওয়া যায়। রোজা ভঙ্গের পর কাফ্ফারা আদায় করার বিধানও রয়েছে। তবে নামাজের ক্ষেত্রে কাজা করার হুকুম শুধু বিশেষ ক্ষেত্রেই দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে; সে যেন বসে নামাজ আদায় করে। যদি কারো বসে নামাজ আদায় করতে কষ্ট হয়; সে যেন শুয়ে নামাজ আদায় করে। দেহে জ্ঞান থাকা পর্যন্ত কোনো অবস্থায় কোনো ব্যক্তির জন্য নামাজ বাদ দেওয়ার বিধান নেই। আল্লাহ বলেন, ‘যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯১) নামাজের বিধান ঊর্ধ্বলোকে : মহান আল্লাহ নবী (সা.)-কে সাত আসমান পার করে ঊর্ধ্বলোকে তাঁর কাছে নিয়ে গিয়ে নামাজের বিধান দিয়েছেন। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এমনটি হয়নি। সুতরাং নামাজ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। মিরাজের রাতের প্রসঙ্গে হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, অতঃপর আল্লাহ আমার উম্মাতের ওপর ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। অতঃপর তা নিয়ে আমি ফিরে আসি। অবশেষে যখন মুসা (আ.)-কে অতিক্রম করি; তখন তিনি বলেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের ওপর কী ফরজ করেছেন? আমি বললাম, ৫০ ওয়াক্ত নামাজ। তিনি বলেন, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান; কেননা আপনার উম্মত তা পালন করতে পারবে না। আমি ফিরে গেলাম। আল্লাহ তাআলা কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মুসা (আ.)-কে পুনরায় অতিক্রম করাকালে তিনি আবার জানতে চাইলেন, আর আমি বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বলেন, আপনি পুনরায় আপনার রবের কাছে ফিরে যান। কারণ আপনার উম্মত এটিও আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম। তখন আরো কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবারও মুসা (আ.)-কে অতিক্রম করাকালে তিনি আবার জানতে চাইলেন। বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বলেন, আপনি পুনরায় আপনার প্রতিপালকের কাছে যান। কারণ আপনার উম্মত এটিও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি পুনরায় গেলাম, তখন আল্লাহ বলেন, এই পাঁচই (নেকির দিক দিয়ে) ৫০ (বলে গণ্য হবে)। আমার কথার কোনো রদবদল হয় না। (মুসলিম, হাদিস : ১৬৩) নামাজ পরিশুদ্ধি অর্জনের মাধ্যম : নিজেকে পরিশুদ্ধ করার একমাত্র ইবাদত নামাজ। নামাজের মাধ্যমেই মানুষ সব পাপ থেকে মুক্ত থেকে পবিত্র জীবন যাপন করতে পারে। নামাজ আদায় করতে থাকলে একসময় এই নামাজই মানুষকে অশ্লীল ও অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ (মানুষকে) অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫) নামাজ পাপ থেকে মুক্তির উপায় : নামাজ মানুষকে পাপ মুক্ত করে পবিত্র ও পরিচ্ছন্ন করে। হাদিসে এসেছে-আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আচ্ছা তোমরা বলো তো-যদি কারোর বাড়ির দরজার সামনে একটি নদী থাকে, যাতে সে প্রতিদিন পাঁচবার করে গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থেকে যাবে?’ সাহাবিরা বলেন, কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। তিনি বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণও তেমনই। এর দ্বারা আল্লাহ পাপরাশি নিশ্চিহ্ন করে দেন।’ (বুখারি, হাদিস : ৫২৮) নামাজ সব সমস্যার সমাধান : আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর নির্দেশিত পদ্ধতি হলো-নামাজের মাধ্যমে তাঁর সাহায্য প্রার্থনা করা। যেকোনো বিপদণ্ডআপদে ও সমস্যায় পড়লে আল্লাহর সাহায্য ও অনুগ্রহের প্রত্যাশায় নামাজে মগ্ন হওয়া চাই। পাশাপাশি পারিপার্শ্বিকভাবেও চেষ্টা করতে হবে। এতে আল্লাহর সাহায্য ও সহযোগিতা সহজে পাওয়া যাবে। আল্লাহ বলেন, ‘হে ঈমানদাররা! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৫৩) হুজাইফা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন। (আবু দাউদ, হাদিস : ১৩১৯) গুরুত্বের সঙ্গে নামাজ আদায় : কোরআন মাজিদে যেভাবে নামাজিদের প্রশংসা করা হয়েছে, তেমনি নামাজে অবহেলাকারীদের প্রতি ধমকি ও হুঁশিয়ারিমূলক বক্তব্যও এসেছে। আল্লাহ বলেন, ‘আর দুর্ভোগ ওই নামাজিদের জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।’ (সুরা : মাউন, আয়াত : ৪-৫)  এজন্য খুব গুরুত্বসহ সময়ের প্রতি লক্ষ রেখে, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। নামাজে মনোযোগ ফেরাতে ইহসানের বিকল্প নেই। ইহসানের ব্যাখ্যায় হাদিসে বলা হয়েছে-উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, জিবরাইল (আ.) নবীজি (সা.)-কে বলেন, ‘আমাকে ইহসান সম্পর্কে বলুন।’ তিনি (সা.) বলেন, ইহসান হলো-‘তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাঁকে দেখছো। আর তুমি যদি তাকে না-ও দেখো, তিনি তোমাকে অবশ্যই দেখছেন।’ (বুখারি, হাদিস: ৫০)


আরও খবর

কোরআনের বর্ণনায় মেঘ-বৃষ্টির রহস্য

বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪

যেসব কাজ ইসলামে নিষিদ্ধ

মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪




খুব দ্রুত নতুন কাজের খবর দেব: সাফা কবির

প্রকাশিত:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | ৭৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: টানা কয়েক দিন বৃষ্টি। কখনো ঝুম, কখনো গুঁড়ি গুঁড়ি। আবার মাঝে নিচ্ছে অবসরও। এই বৃষ্টিতে স্বাভাবিকভাবেই নিয়মিত কাজে ঘটছে ব্যাঘাত। বিনোদন অঙ্গনের তারকারাও যেন খানিকটা অবসর পেয়েছেন। কারণ প্রবল বৃষ্টির কারণে বাতিল হয়েছে শুটিং। অনেকে বৃষ্টিভেজা ছবি দিয়ে জানান দিচ্ছেন দারুণ সময় কাটাচ্ছেন তারা। যেমন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির বেশ কয়েকটি বৃষ্টিভেজা ছবি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। খয়েরি কালো শাড়িতে বৃষ্টিভেজা ছবিগুলো দেখে তার ভক্তরাও বেশ উপভোগ করছেন। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয়।’ ছবি আর ক্যাপশন মিলিয়ে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। তারা মন্তব্য করে প্রশংসা করছেন ছবিগুলোর। অনেকে আবার সাফা কবির প্রেমে পড়েছেন বলেও ধারণা করছেন। ছবির সূত্র ধরে কালের কণ্ঠ’র কথা হয় সাফা কবিরের সঙ্গে। বলেন, ‘বৃষ্টিতে আমার অনেক ভেজা হয়, কিন্তু কখনো বৃষ্টিতে ভিজে ছবি তোলা হয় না। আজকে দেওয়ার কারণে হয়তো সবাই আজকে দেখতে পারছেন। আসলে আমি যখন বাসায় থাকি এবং শুটিং না থাকে আর বৃষ্টি নামে তাহলে আমিও ভিজতে নেমে যাই। বৃষ্টির সঙ্গে কফি আমার ভীষণ প্রিয়।’ প্রকৃতির বৃষ্টির পাশাপাশি অভিনয়ের কারণে কৃত্রিম বৃষ্টিতেও ভিজেছেন এই নায়িকা। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিতেই বলেন, ‘অভিনয় করতে গিয়ে অনেক বৃষ্টিতে ভিজেছি সত্যি। সেটা কৃত্রিম হলেও ভালো লাগে। বৃষ্টির সিকোয়েন্স হলেই আগ্রহ নিয়ে করি। তবে আরেকটা ঘটনা ঘটে, বৃষ্টিতে শুটিং করতে করতে আমার ঠাণ্ডা লেগে যায়। আর সৃষ্টিকর্তার বৃষ্টির তো তুলনা হয় না।’ সদ্য শেষ হয়ে যাওয়া ছাত্র আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গে বলেন, ‘যেকোনো ন্যায়সংগত আন্দোলনে শিল্পী হিসেবে যতটুকু পাশে থাকা দরকার, ততটুকু সব সময়ই থাকব। এখন যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশাও আছে আমাদের। দেশটা যেন সুন্দর, আধুনিক, নিরাপদ হিসেবে সামনে এগিয়ে যায় সেই দিকটি যেন তারা দেখেন। দেশে কোনো বৈষম্য না থাকুক।’ বলে রাখা ভালো, শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। নিয়মিত কাজ করছেন। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনো ব্যাচেলর জীবনই পার করছেন। বিয়ে প্রসঙ্গে বলেন, ‘সবার জানতে চাওয়ার আগ্রহ দেখে আমার ভালোই লাগে। এটা আগ্রহ হিসেবে থাকুক। যখন হবে তখন সবাইকে জানিয়েই করব।’ কথা শেষ করার আগে আগে এই অভিনেত্রী বলেন, ‘খুব দ্রুত নতুন কাজের খবর দেব। কিছুদিন অপেক্ষা করতে হবে শুধু।’সদ্য শেষ হয়ে যাওয়া ছাত্র আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গে বলেন, ‘যেকোনো ন্যায়সংগত আন্দোলনে শিল্পী হিসেবে যতটুকু পাশে থাকা দরকার, ততটুকু সব সময়ই থাকব। এখন যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশাও আছে আমাদের। দেশটা যেন সুন্দর, আধুনিক, নিরাপদ হিসেবে সামনে এগিয়ে যায় সেই দিকটি যেন তারা দেখেন। দেশে কোনো বৈষম্য না থাকুক।’ বলে রাখা ভালো, শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। নিয়মিত কাজ করছেন। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনো ব্যাচেলর জীবনই পার করছেন। বিয়ে প্রসঙ্গে বলেন, ‘সবার জানতে চাওয়ার আগ্রহ দেখে আমার ভালোই লাগে। এটা আগ্রহ হিসেবে থাকুক। যখন হবে তখন সবাইকে জানিয়েই করব।’ কথা শেষ করার আগে আগে এই অভিনেত্রী বলেন, ‘খুব দ্রুত নতুন কাজের খবর দেব। কিছুদিন অপেক্ষা করতে হবে শুধু।’


আরও খবর

সরকারের উপদেষ্টা হতে চান ফারুকী

রবিবার ০৬ অক্টোবর ২০২৪

ফ্লপ চঞ্চলের ‘পদাতিক’

শনিবার ০৫ অক্টোবর ২০২৪




রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | ৫১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : রাশিয়ার তেলের দাম কম। সেই সঙ্গে যেসব রুশ কোম্পানির কাছ থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা নেই, ভারত তাদের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে। ভারতের তেলমন্ত্রী হরদীপ সিং এ কথা বলেছেন।

ইউক্রেনের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে অন্যতম হলো, রাশিয়ার অপরিশোধিত তেলের দাম বেঁধে দেওয়া। তবে ভারত যার কাছ থেকে সস্তায় তেল পাবে, তার কাছ থেকেই তেল কিনবে বলে জানিয়েছে দেশটির তেলমন্ত্রী। যুক্তরাষ্ট্রের হিউস্টনে গ্যাসটেক সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হরদীপ সিং। খবর ইকোনমিক টাইমস।

মঙ্গলবার ভারতের তেলমন্ত্রী বলেন, কোনো কোম্পানির কাছ থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা না থাকলে এবং তারা যদি সস্তায় তেল দিতে পারে, তাহলে ভারত অবশ্যই তাদের কাছ থেকে তেল কিনবে। সবচেয়ে সস্তা দরে যারা তেল দেবে, তাদের কাছ থেকে তেল কেনা হবে। তিনি আরও বলেন, ইউরোপের দেশ ও জাপানের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, ভারত একাই কিনছে না।

ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারী দেশ। চাহিদার ৮৮ শতাংশ আমদানি করতে হয় তাদের। ভারতের তেলমন্ত্রী মনে করেন, ভারতের জ্বালানির চাহিদা আরও বাড়বে। তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য উৎস থেকেও ভারতের জ্বালানি ব্যবহার বাড়বে।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক। দেশটির বার্ষিক তেল পরিশোধন সক্ষমতা ২৫২ মিলিয়ন বা ২৫ কোটি ২০ লাখ মেট্রিক টন বা প্রতিদিন পাঁচ লাখ চার হাজার ব্যারেল। দেশটি তেল পরিশোধন সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে।

ভারতের তেলমন্ত্রী বলেন, এখন তেল পরিশোধন সক্ষমতা ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মেট্রিক টন পর্যন্ত উন্নীত করার লক্ষ্যে প্রকল্প চলমান আছে। তিনি আরও বলেন, তেল পরিশোধন সক্ষমতা ৪০ থেকে ৪৫ কোটি মেট্রিক টনে উন্নীত করা সম্ভব হবে কি না, তা নিয়েও চিন্তাভাবনা চলছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হরদীপ সিং বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম বেঁধে দিয়েছে এবং ভারত যেকোনো উৎস থেকে সর্বনিম্ন দামে তেল ও গ্যাস কিনতে প্রস্তুত।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভারতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার গতি কমে গেছে। বর্তমানে জ্বালানির মাত্র ৬ শতাংশ গ্যাস ব্যবহার করে তারা। ২০৩০ সালের মধ্যে তারা সেটিকে ১৫ শতাংশে উন্নীত করার চিন্তা করছে, যদিও বিষয়টি নির্ভর করছে দামের ওপর।

হরদীপ সিং বলেন, গ্যাসের দাম স্থিতিশীল হলে বা কমলে জ্বালানি ব্যবহারে গ্যাসের অনুপাত বাড়বে। এদিকে ভারতের রাষ্ট্রীয় ও বেসরকারি কোম্পানিগুলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পে বিনিয়োগ করেছে এবং বিশ্বব্যাপী বিনিয়োগের নতুন সুযোগ খুঁজছে। তেলমন্ত্রী আরও বলেন, ভারত গায়ানার সঙ্গে আলোচনা করেছে, যেখানে ১২ বিলিয়ন বা ১ হাজার ২০০ কোটি ব্যারেলেরও বেশি পুনরুদ্ধারযোগ্য তেলসম্পদ আছে।

সাক্ষাৎকারে হরদীপ সিং আরও বলেন, ভারত নিজ দেশে হাইড্রোকার্বন অনুসন্ধানের সম্ভাবনা নিয়ে বিশ্বের পাঁচটি বৃহত্তম তেল ও গ্যাস কোম্পানির সঙ্গে আলোচনা করছে।


আরও খবর



সহধর্মিণী হারালেন নাট্যকার মামুনুর রশীদ

প্রকাশিত:বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | ৯৭জন দেখেছেন

Image

বরেণ্য নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদের স্ত্রী গওহর আরা মামুন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছে পরিবার।

দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন গওহর আরা মামুন। অসুস্থ অবস্থায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  তার মৃত্যুতে মামুনুর রশীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বাদ জোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে মরহুমার নামাজে জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় দাফন করা হবে গওহর আরা মামুনকে।


আরও খবর

সরকারের উপদেষ্টা হতে চান ফারুকী

রবিবার ০৬ অক্টোবর ২০২৪

ফ্লপ চঞ্চলের ‘পদাতিক’

শনিবার ০৫ অক্টোবর ২০২৪