Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

সুনামগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জ, ৩ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস) : জেলায় আজ ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল আলম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা শেফাউর রহমান, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন সুলতানা প্রমুখ।

এর আগে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্ত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে অতিথিরদের নিয়ে মেলার স্টলগুলো ঘুরে দেখেন তিনি।

মেলায় ৮টি স্টল বসেছে। এগুলো হচ্ছে, শস্য বিন্নাস পরিবর্তন স্টল, সর্জন পদ্ধতিতে সবজি চাষ, ভাসমান বেডে সবজি চাষ, বস্তায় আদা ও সবজি চাষ,  মিশ্র ও একত্র ফল বাগান, নিরাপদ ফসল চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি। তিনদিন ব্যাপী এ মেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।


সূত্র: বাসস


আরও খবর



ফের শপথ নিলেন মাদুরো, গ্রেপ্তারে তৎপর যুক্তরাষ্ট্র

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৬০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন। তিনি প্রায় ১২ বছর ধরে দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানী কারাকাসের জাতীয় পরিষদে শপথ নেওয়ার পর মাদুরো বলেন, আমার নতুন রাষ্ট্রপতির মেয়াদ শান্তি, সমৃদ্ধি, সমতা ও নতুন গণতন্ত্রের সময়কাল হবে। সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হবে। খবর রয়টার্স।


শপথ নেওয়ার দিনেই যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তারে পুরস্কারের মূল্য বাড়িয়ে দুই কোটি ৫০ লাখ ডলার ঘোষণা করেছে। এ ছাড়া ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর জন্যও পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে।



যুক্তরাষ্ট্র ২০২০ সালে মাদুরো ও তার সরকারের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক পাচার ও দুর্নীতির অভিযোগ এনে এ গ্রেপ্তারি পরোয়ান জারি করে। কিন্তু মাদুরো ও সহকর্মীরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।


এদিকে, বিরোধী দল দাবি করেছে তাদের প্রার্থী এদমুন্দো গনসালেস নির্বাচনে জয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। মাদুরো সরকার এসব দাবি নাকচ করে দিয়েছে। একইসঙ্গে বিরোধীদলকে ‘ফ্যাসিবাদী’ চক্রান্তের দায়ে অভিযুক্ত করেছে।


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




শ্রীপুর বাজারে সাখাওয়াত হোসেন সবুজের লিফলেট বিতরণ

প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০25 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৩জন দেখেছেন

Image

কামাল পাশা : ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে শ্রীপুর বাজার লিফলেট বিতরণ করেন সাখাওয়াত হোসেন সবুজ। সোমবার ২০ জানুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে শ্রীপুর থানার সামনে থেকে বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আব্দুল হান্নান মিয়া।

গাজীপুর জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোফাজ্জসেরিন জুয়েল। সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাজাহারুল ইসলাম মোল্লা, সাবেক ছাএদলনেতা ফাতাহ ইসলাম মিশু, উপজেলা বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন প্রধান, গোসিংগা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর জাসাস যুগ্ন আহব্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বে রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সোহান আহমেদ সোহাগ,  পৌর যুবদলের আহ্বায়ক সদস্য জহির আহমেদ খান, গাজীপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো সৈকত হাসান খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম প্রমুখ


আরও খবর



দুই মার্কিন নাগরিককে মুক্তি দিলো তালেবান

প্রকাশিত:বুধবার ২২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: জো বাইডেন প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার কিছুক্ষণ আগে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান। এমনটা জানিয়েছে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) কাবুল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক তালেবান যোদ্ধার মুক্তির বিনিময়ে আফগানিস্তানে আটক দুই মার্কিনিকে মুক্তি দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে দেশটির মুক্তি পাওয়া দুই নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়েছে। তাদের নাম রায়ান করবেট ও উইলিয়াম ম্যাকেন্টি।

এখনও দুই মার্কিন নাগরিক তালেবানের হেফাজতে রয়েছেন বলে জানানো হয়েছে। তাদের নাম জর্জ গ্লেজম্যান ও মাহমুদ হাবিবি।

২০১৭ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য তালেবান সরকারের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। এই চুক্তির ফলে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হয়।

বাইডেন প্রশাসনের শেষ সময়ে চূড়ান্ত হওয়া বন্দি বিনিময়টি এমন এক সময়ে বাস্তবায়িত হলো, যখন মার্কিন-তালেবান সম্পর্কে উত্তেজনা বেড়ে চলেছে। কাতারের মধ্যস্থতায় চুক্তিটি সম্পাদিত হয়।


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




লক্ষ্মীপুরে সাংবাদিকদের আটকে মুখোশধারীদের মারধর, গুলি

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ১৮জন দেখেছেন

Image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় পেশাগত কাজে যাওয়ার পথে চার সাংবাদিককে মুখোশধারীরা আটকে মারধর করেছে; এ সময় গুলির ঘটনা ঘটেছে বলে আহতরা জানিয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গণশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান।

আহতরা হলেন- দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, আমার সংবাদের প্রতিনিধি মো. আলাউদ্দিন এবং আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ। রফিকুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

সাংবাদিকরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়ি দখল ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলেন তারা। ঘটনাস্থলের কাছে পৌঁছলে ৮-১০ মুখোশধারী মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় তাদেরকে সংবাদ সংগ্রহ না করে চলে যেতে বলে। বাধা পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় গুলি করলে তা লক্ষ্যচ্যুত হয়।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, “হামলাকারীরা মুখোশধারী ছিল। হত্যার উদ্দেশ্যে তারা হামলা ও গুলি করেছে। তারা জিম্মি করে আমাদের মোবাইল ফোন সেট ও টাকাসহ মানিব্যাগগুলো নিয়ে গেছে।”

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, “আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে, তা গুলির কি-না এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে।”

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

এদিকে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার ঘটনাটি ন্যাক্কারজনক।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দর দিয়ে ভারত থেকে এলো আরো পাঁচ টন মসুর ডাল

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৬জন দেখেছেন

Image

শফিকুল হক শাকিল : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো পাঁচটন মসুর ডাল আমদানি হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতীয় একটি ট্রাকে করে ডাল বাংলাদেশে প্রবেশ করে। আজ বৃহস্পতিবার এসব ডাল বন্দর থেকে খালাস হয়েছে। প্রতি কেজি ১০৮ টাকা দরে মসুর ডাল আমদানি করা হয়। এর আগের মঙ্গলবার  প্রথমবারের মতো পাঁচ টন মসুর ডাল আমদানি হয় ভারত থেকে ২৪ ঘন্টা পার না হতেই ২য় চালান ঢুকে বাংলাদশে। আসন্ন রমজানকে সামনে রেখে আরো ডালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে। সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টন প্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে। সিএন্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। রপ্তানিকারক হলো, ভারতের কলকাতার এমক্সটিম প্রাইভেট লিমিটেড।

মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন জানান, দুই দফায় ত্রিপুরার স্থানীয় বাজার থেকে ডাল আমদানি করা হয়।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫