Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

সুনামগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১৪১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জ, ৩ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস) : জেলায় আজ ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল আলম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা শেফাউর রহমান, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন সুলতানা প্রমুখ।

এর আগে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্ত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে অতিথিরদের নিয়ে মেলার স্টলগুলো ঘুরে দেখেন তিনি।

মেলায় ৮টি স্টল বসেছে। এগুলো হচ্ছে, শস্য বিন্নাস পরিবর্তন স্টল, সর্জন পদ্ধতিতে সবজি চাষ, ভাসমান বেডে সবজি চাষ, বস্তায় আদা ও সবজি চাষ,  মিশ্র ও একত্র ফল বাগান, নিরাপদ ফসল চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি। তিনদিন ব্যাপী এ মেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।


সূত্র: বাসস


আরও খবর



এনসিপির মনোনয়ন ফরম পাওয়া যাবে ১০ হাজার টাকায়, জুলাই যোদ্ধা ও কুলি-মজুরদের জন্য ২ হাজার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম কেনা যাবে সর্বনিম্ন ১০ হাজার টাকায়। দেশের যে কোনো ব্যক্তি এই মনোনয়ন ফরম নিতে পারবেন। তবে তার আগে এনসিপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করতে হবে।

আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটোয়ারী। সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির মনোনয়ন ফরম উন্মুক্ত করা হয়।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমরা মনোনয়ন ফরমের মূল্য রেখেছি সর্বনিম্ন ১০ হাজার টাকা। তবে কেউ যদি বাড়িয়ে দিতে চান তিনি বাড়িয়েও দিতে পারবেন।’এনসিপি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্য চায় উল্লেখ করে নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, সে কারণে মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা হলেও তারা সেটা কমিয়েছেন। এছাড়া জুলাই আহত এবং কুলি–মজুরেরাও তাদের দলের মনোনয়ন নিতে পারবেন। এক্ষেত্রে তাদের জন্য মনোনয়ন ফি ২ হাজার টাকা।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘যাঁরা আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হবেন, তাদেরকে নামে মাত্র একটি ফি দিয়ে ফরম নেবেন। আমরা ন্যূনতম একটা ফি রেখেছি দল চালানোর জন্য।’

তিনি জানান, অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে মনোনয়ন ফরম পাওয়া যাবে। এছাড়া মাঠ পর্যায়ে বিভাগভিত্তিক সম্পাদকদের কাছেও আবেদন জমা দেওয়া যাবে। কোনো প্রার্থী চাইলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেও মনোনয়ন ফরম জমা দিতে পারবেন।

আগামী নির্বাচনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেবে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘তবে বিএনপি ও জামায়াতে ইসলামী যদি সংস্কার প্রক্রিয়ায় এক জায়গায় আসে এবং তারা যদি ভবিষ্যতে সংস্কার কাজ বাস্তবায়ন করবে এমন প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি ও জামায়াত যে কারো সাথে আমাদের জোট হতে পারে।’

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মনমানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নিজেদের ছেলে–মেয়ের একসঙ্গে বিয়ে দিতে পারেন, তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে কেন আপনারা একমত হতে পারেন না?’

নির্বাচনে প্রার্থী করার ক্ষেত্রে একটি দল নিজস্ব কিছু লোককে জনগণের উপরে চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। সেখানে তারা দেশের জনগণের প্রতিনিধি তুলে আনতে চান উল্লেখ করে তিনি বলেন, যাঁরা এনসিপির মনোনয়ন পাবেন, তাঁরা দলের প্রার্থী নয় বরং জনগণের প্রার্থী হবেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তাসনিম জারার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, জহিরুল ইসলাম, আলাউদ্দিন মোহাম্মদ, হুমায়রা নূর, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং জতীয় যুব শক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম


আরও খবর



শরণখোলায় বিএনপি'র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৪৯জন দেখেছেন

Image

স্ট্যাফ রিপোর্টার :

বাগেরহাটের শরনখোলায় ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির 

উদ্যোগে জনসভায় প্রধান অতিথি 

বলেন:: যদি বিএনপি থেকে মনোনয়ন পাই এবং এম.পি হতে পারি তাহলে শিক্ষার মানোন্নয়ন, ভাঙ্গন কবলিত বলেশ্বর নদী শাসন ও পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করার প্রতিশ্রুতি দিয়ে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়ন বিএনপি'র আয়োজনের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডঃ এবিএম ওবায়দুল ইসলাম এ কথা বলেন।

৬ নভেম্বর বিকাল ৪:০০ টায় সাউথখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান  মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান, মোড়লগঞ্জ রওশন আরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ  বক্তব্য রাখেন, যুবদল নেতা আলমগীর হোসেন, মানিক হোসেন উজ্জ্বল, সম্প্রদায়ের পক্ষ থেকে লিটন মন্ডল।

 

মোঃ কামরুল ইসলাম টিটু 

শরণখোলা বাগেরহাট



আরও খবর



প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যায়নি : ইসি সচিব

প্রকাশিত:মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১১৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ

       জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক চাইলেও তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ১৯ অক্টোবরের মধ্যে দলটিকে তালিকা থেকে প্রতীক বাছাই করে জানানোর জন্য বলা হয়েছে। এ সময়ের মধ্যে না জানালে ইসি স্বীয় পদ্ধতিতে দলটিকে প্রতীক বরাদ্দ দেবে বলেও তিনি জানান।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা জানান ইসির সিনিয়র সচিব।

তিনি বলেন, ‘শাপলা প্রতীকের বিষয়ে ইসির অবস্থান একই। যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই। অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা ওনাদেরকে (এনসিপি) একটা চিঠি দিয়েছি যে, আগামী ১৯ তারিখের মধ্যে বিকল্প চাহিত প্রতীক জানাবেন। ১৯ অক্টোবরের মধ্যে যদি না জানান, তাহলে নিজ বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

দু’টি দলের বাইরে আরো ১২টি দলের নিবন্ধনের তথ্য পুনঃযাচাই চলছে বলে জানিয়ে আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্রীয় ও মাঠ পযায়ে তথ্য অনুসন্ধান চলছে। আগামী সপ্তাহে এসব দলের মধ্যে কোনটি নিবন্ধন পাচ্ছে তা চূড়ান্ত করা হবে।’

রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা ১২টি রাজনৈতিক দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান করার জন্য মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাদের নিয়োগ করেছি। কিছু তথ্য মাঠ পর্যায় থেকেও নিতে হচ্ছে। সচিবালয় এবং মাঠ পর্যায় দু’টি মিলিয়ে এই তথ্যা অনুসন্ধান করা হচ্ছে। আশা করছি, আগামী সপ্তাহে এর একটা সমাধানে আসতে পারবো এবং অবস্থান ক্লিয়ার করবো।

সচিব বলেন, আমরা অংশীজনদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। আলোচনা চলমান আছে। আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে সমস্ত সংস্থা জড়িত যেমন- সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদেরকে কমিশন সচিবালয় আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সঙ্গে আমরা আলোচনা করবো আগামী অক্টোবর। পাশাপাশি প্রবাসী ভোটারদের কাজের অগ্রগতি আছে। এ সংক্রান্ত অ্যাপ ডেভেলপমেন্টের কাজ অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করতে পারবো।

তিনি বলেন, বেশ কিছু প্রস্তুতির পর্ব সম্পন্ন করেছি। আরো কিছু প্রস্তুতি চলমান রয়েছে। প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া, এবং নির্বাচন হবে নির্বাচন পরবর্তীতে আরেকটা নির্বাচনের প্রস্তুতি হবে স্থানীয় সরকার পর্যায়ের। কাজেই এটি চলমান প্রক্রিয়া।


আরও খবর



যশোর অভয়নগর যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত:বুধবার ১৫ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৮৭জন দেখেছেন

Image

আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিঃ

যশোর অভয়নগর  প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অভয়নগর আর্মি ক্যাম্প সূত্রে জানায়, ১৪ই অক্টোবর মঙ্গলবা রাত ২টা থেকে সকাল ৬টা ৩০ মিঃ পর্যন্ত ক্যাপ্টেন সানজিদ আহমেদ (২ ইবি) এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন।

এই সময় আজহারুল নামে এক ব্যক্তির বাড়ির পাশের লাড়কির ইস্তপ থেকে দুইটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়ছে। তবে অভিযানের সময় মূল আসামি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সানজিদ আহাম্মেদ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম দমনে এই ধরনের অভিযান চলমান থাকবে।

এই বিষয়ে অভয়নগর থানার (ওসি) এম রবিউল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জব্দ করা হয়েছে।

তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেজানান।


আরও খবর



যশোর কাজের বিনিময়ে পাকা কলা খাওয়ায় উচ্চমান সহকারী বদলি

প্রকাশিত:সোমবার ২৭ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৫৬জন দেখেছেন

Image

আনোয়ার হোসেন.নিজস্বপ্রতিনিধিঃ

যশোর গণশুনানতিতে রুস্তম আলী নামে এক ব্যক্তির কাছ থেকে কাজের বিনিময়ে পাকা কলা খাওয়ার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মচারির বিরুদ্ধে। অভিযুক্ত কর্মচারির নাম আলমগীর হোসেন। তিনি যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।


দুর্নীতির এই অভিযোগের প্রেক্ষিতে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। গত কাল রোববার (২৬শে অক্টোবর) যশোর অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী এই নির্দেশ দেন।


প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, দুদক হয়তো পুরোপুরি দুর্নীতি নির্মূল করতে পারবে না, তবে আমরা যাহা  উল্লেখযোগ্যভাবে কমাতে পারব। এই গণশুনানির মাধ্যমে জনগণকে কর্মকর্তাদের মুখোমুখি করা নয়, বরং উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যাহা দুর্নীতি হ্রাসে সহায়ক হবে বলে জানায়।


গণশুনানিতে আলমগীর হোসেন কাজ করে দেওয়ার বিনিময়ে পাকা কলা খাওয়ার কথা স্বীকার করেন। এই কারণে তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।


তবে অভিযোগকারী রুস্তম আলীর দাবি, এই কর্মকর্তা শুধু পাকা কলা নয়, তার কাছ থেকে আরও ১০ হাজার টাকা ঘুষ নিয়েছে। পরবর্তীতে তিনি আরও ৬ লাখ টাকা দাবি করে। রুস্তম আলী টাকা দিতে অস্বীকার করলে আলমগীর তার নামে থাকা জমির ডিসিআর অন্য একজনের নামে হস্তান্তর করে দেন।


যশোর জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুদক যশোর জেলা কার্যালয়ে এই গণশুনানির আয়োজন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী এবং সঞ্চালনায় ছিলেন  যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।


গণশুনানিতে যশোর জেলার সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৩৭টি দপ্তরের মোট ৭৫টি অভিযোগ শোনা হয়েছে। সব শেষে কিছু বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ এবং কিছু বিষয়ে তদন্তের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান।


‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ,তবে হবে সোনার বাংলাদেশ’-এই স্লোগান নিয়ে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই গণশুনানি আয়োজন।




আরও খবর