
মোঃ কামরুল ইসলাম টিটু : শরণখোলা উপজেলার শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের আয়োজনে সরস্বতী পূজা উদযাপন হয়। সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষক শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপও দেখা যায়। নির্ধারিত সময় অনুযায়ী পূজা অর্চনা মধ্য দিয়ে সরস্বতী পূজার কার্যক্রম শুরু হয়। সরস্বতীকে বলা হয় বিদ্যা ও সংগীতের দেবী। সরস্বতী পূজায় শিক্ষার্থীরা ভালো লেখাপড়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারে সেই আশীর্বাদ করা হয়। শরণখোলা সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত সরস্বতী পূজায় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ ও তার সহধর্মিনী মাতৃভাষা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলিম আল রেজা শোভন।
সরস্বতী পূজার আহবায়ক শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক নিকূল চন্দ্র বিশ্বাস তিনি জানান শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকির স্যার প্রতিবছর শরণখোলা সরকারি ডিগ্রী কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা পালন করে। সরস্বতী পূজার পূজা অর্চনা পরিচালনা করেন শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং এর প্রভাষক সুপর্ণা রানী মিস্ত্রি।