Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় কমিটি ঘোষণা

শরণখোলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৭জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু : শরণখোলা উপজেলার শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের আয়োজনে সরস্বতী পূজা উদযাপন হয়। সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষক শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপও দেখা যায়। নির্ধারিত সময় অনুযায়ী পূজা অর্চনা মধ্য দিয়ে সরস্বতী পূজার কার্যক্রম শুরু হয়। সরস্বতীকে বলা হয় বিদ্যা ও সংগীতের দেবী। সরস্বতী পূজায় শিক্ষার্থীরা ভালো লেখাপড়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারে সেই আশীর্বাদ করা হয়। শরণখোলা সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত সরস্বতী পূজায় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ ও তার সহধর্মিনী মাতৃভাষা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলিম আল রেজা শোভন।

সরস্বতী পূজার আহবায়ক শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক নিকূল চন্দ্র বিশ্বাস তিনি জানান শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকির স্যার প্রতিবছর শরণখোলা সরকারি ডিগ্রী কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা পালন করে। সরস্বতী পূজার পূজা অর্চনা পরিচালনা করেন শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং এর প্রভাষক সুপর্ণা রানী মিস্ত্রি।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




শিমার মেডিকেলে ভর্তি অনিশ্চিত

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৫জন দেখেছেন

Image

খোরশেদ রনি : লক্ষ্মীপুরের কমলনগরে মেধাবী শিক্ষার্থী শিমা আক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে অর্থের অভাবে তার ভর্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই তার ভর্তিসহ পড়ালেখার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

এদিকে শিমার ভর্তি নিয়ে শঙ্কার ঘটনাটি জেলা ও উপজেলা প্রশাসনের নজরে এসেছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার মেধাবী শিমার মেডিকেলে ভর্তিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে তাকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ডিসি।

শিমা কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামের আলী আহমেদের মেয়ে। তারা ৬ ভাই-বোন। এর মধ্যে সে পরিবারের পঞ্চম সন্তান।

জানা গেছে, সীমা ২০২১ সালে চরকালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৮৯ পেয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। ভাড়ার অভাবে নিয়মিত কলেজ যেতে পারত না সে। এরপরও ২০২৩ সালে সে জিপিএ ৪ দশমিক ৮৩ পেয়ে এইচএসসি পাস করে। এরপর সে মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নেন।

তবে প্রথমবার কোথাও ভর্তি হতে পারেনি। তবে পুনরায় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৪৩১৬তম স্থান অর্জন করে কুষ্টিয়া মেডিকেল কলেজে সুযোগ পায়।

শিমার মা আয়েশা বেগম বলেন, ‘পড়ালেখার প্রতি শিমার আগ্রহ বেশি। অনেক কষ্ট করে তার পড়ালেখার খরচ চালিয়ে এসেছি। অভাব-অনটনের মধ্যে তাকে মেডিকেলে ভর্তি করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

শিমা আক্তার বলেন, ‘দারিদ্র্যকে জয় করা গুণীজনের জীবনী পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি শুরু থেকেই মেডিকেলে পড়ার স্বপ্ন দেখেছি। প্রথমবার না পারলেও এবার আমি ভর্তির সুযোগ পেয়েছি। আমার এ সাফল্যে আমার মা, ভাই ও শিক্ষকরা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমার স্বপ্ন পূরণে সবার সহযোগিতা প্রয়োজন।’

চরকালকিনি আদর্শ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত জানান, অভাবে শিমার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়। পরে বিদ্যালয়ের তার সব খরচ মওকুফ করা হয়েছিল। তবে সে মেধাবী শিক্ষার্থী। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘শিমা নামে এক ছাত্রী মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু আর্থিক কারণে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে শুনেছি। তার ভর্তি নিশ্চিত করতে জেলা ও কমলনগর উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ULAB’s HULT PRIZE: Record-Breaking Year of Student Engagement and Innovation

প্রকাশিত:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ১১০জন দেখেছেন

Image

Md. Mehedi Hasan :  University of Liberal Arts Bangladesh (ULAB) celebrates its fifth consecutive year hosting the prestigious HULT PRIZE, witnessing unprecedented student engagement. The application deadline, which closed on January 10, marked a milestone with 457 students forming 155 teams, making this edition the largest in ULAB’s history.


Renowned for its achievements, ULAB’s HULT PRIZE has earned the “Program of the Year” award for Central and South Asia and ranked fourth globally on the HULT PRIZE Billboard in 2022. This year’s theme, ‘UNLIMITED,’ challenges participants to develop innovative solutions addressing global issues through social ventures.

The overwhelming response highlights the growing entrepreneurial spirit within the ULAB community. ULAB looks forward to the groundbreaking ideas and transformative projects that will emerge, reinforcing its commitment to fostering positive societal impact.


আরও খবর



লোহাগড়ায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২২জন দেখেছেন

Image

মাহফুজুল ইসলাম মন্নু : নড়াইলের লোহাগড়ায় কৃষক দলের উদ্যোগে "কৃষক সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে কাশিপুর অম্বিকা চরন (এসি) মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে কাশিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জায়েদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক মো. নবির হোসেন, সদস্য সচিব এনামুল কবির চন্দন, উপজেলা কৃষক দলের আহবায়ক মুন্সি খায়রুজ্জামান আলম, সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম সিকদার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিরাজ ফকির, সাবেক সভাপতি মো. নায়েব আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওলিয়ার রহমান, লোহাগড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুজ্জামান তারিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুল হক, নড়াইল সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. হেকমত আলী, কাশিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম, ছাত্রনেতা অনিক নয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নবাব রাব্বি প্রমুখ। সমাবেশে কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




মোবাইল ফোনের নেশা কাটাতে যা করবেন

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ২৬জন দেখেছেন

Image

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মোবাইল ফোন ধরে বসে থাকাটা আজকাল আর অভ্যাস নয়, রীতিমতো ‘খারাপ অভ্যাসে’ পরিণত হয়েছে। কিন্তু উপায়ান্তরই বা কোথায়— অচেনা এলাকা চিনতে হোক কিংবা বেড়াতে যাওয়ার টিকিট কাটা, অফিসের প্রজেক্ট সময়ের মধ্যে পাঠানো হোক কিংবা সিনেমা দেখা— সবই তো করতে হয় মোবাইল ফোনের মাধ্যমে। এমনকি অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হলেও হাত বাড়িয়ে দিই মোবাইল ফোনের দিকে। তা হলে ফোন থেকে নজর এড়িয়ে চলবেন কী করে? এ বিষয়ে ব্রুকলিনের ‘বেস্টসেলিং’ লেখিকা লিজ মুডির গবেষণায় যা উঠে এসেছে। আমাদের সামাজিকতাকে বিসর্জন দিয়ে ডিজিটাল দুনিয়া থেকে সরে আসার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে— মোবাইল ফোনে আসক্তি বা ডিজিটাল আসক্তি থেকে শরীর ও মেধার ক্ষতি হচ্ছে। বিভিন্ন গবেষণায় চিকিৎসকরাও মোবাইল আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অথচ ডিজিটাল সমাজের রাশ হাতে রেখেও কীভাবে আসক্তির মুশকিল আসান হবে, তা জানা যায়নি।

এ বিষয়ে ব্রুকলিনের ‘বেস্টসেলিং’ লেখিকা লিজ মুডি অবশ্য বলেছেন, সমাধান মিলেছে। একটি গবেষণাতেই উঠে এসেছে সেই ‘কার্যকরী’ উপায়। যার সাহায্যে মাত্র ৬ মিনিটেই মোবাইলের আসক্তি থেকে মুক্তি পাওয়া যাবে। স্বাস্থ্য সংক্রান্ত লেখিকা লিজ। আবার তার নিজস্ব পডকাস্টের চ্যানেলও রয়েছে। সেই চ্যানেলেই তিনি বিস্তারিত জানিয়েছেন। লিজ বলেছেন, একটি গবেষণায় দেখা গেছে— মাত্র ৬ মিনিট বই পড়লেই আমাদের মানসিক চাপ ৬৮ শতাংশ কমে যায়। শুধু তা-ই নয়, পড়ার অভ্যাস মনকে হালকা করার পাশাপাশি মনঃসংযোগ বৃদ্ধিতেও সাহায্য করে। তিনি বলেন, স্মার্টফোন আসার আগে বই পড়ার অভ্য়াস ছিল। কিন্তু ইদানীং সেই অভ্যাস অধিকাংশই মানুষ ভুলতে বসেছেন। গবেষণার কথা মেনে দিনের একটা সময় মোবাইল ফোন থেকে ৬ মিনিটের জন্য চোখ সরালে চাপমুক্তির পাশাপাশি আরও একটা ভালো কাজ হবে। মন একমুখী বা বলা ভালো— ফোনমুখী না হয়ে অন্য পথে চালিত হবে। আর কে বলতে পারে, মানসিক চাপ কমানোর পাশাপাশি পড়ার অভ্যাস হয়তো আমাদের মোবাইল আসক্তিকেও দূর করবে। লিজ যে গবেষণার কথা বলছেন, সেই গবেষণা করা হয়েছিল সাসেক্স বিশ্ববিদ্যালয়ে। মাইন্ডল্যাব ইন্টারন্যাশনালের গবেষকরা কগনিটিভ নিউরোসাইকোলজিস্ট চিকিৎসক ডেভিড লুইয়ের নেতৃত্বে পরীক্ষা-নিরীক্ষা চালান। পরে সেই গবেষণা বিজ্ঞানবিষয়ক পত্র-পত্রিকার পাশাপাশি বহু আন্তর্জাতিক সংবাদপত্রেও প্রকাশিত হয়। গবেষণাটি প্রসঙ্গে ডেভিড অবশ্য বলেছিলেন—বই পড়লে যে আমাদের মন অন্য পথে চালিত হয়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তার চেয়েও বড় বিষয় হলো— সাদা পাতায় ছাপার অক্ষরগুলো আমাদের কল্পনাশক্তির সঙ্গে জুড়ে আমাদের মধ্যে থাকা সৃষ্টিশীলতাকেও জাগিয়ে তুলতে পারে।


আরও খবর



জাহান্নামীরা দেখতে যেমন হবে

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ২৪জন দেখেছেন

Image

ধর্ম ডেস্ক: মানুষ মাত্রই ভুল। অর্থাৎ মানুষই গুনাহ করবে এটা স্বাভাবিক। তবে কেউ হয়তো বেশি, আবার কেউ কম গুনাহগার হয়। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহকর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে। কিন্তু একজন মুসলিম গুনাহ করে তাওবা করবে- এটিই স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়্যুম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে গুনাহ করে সে মানুষ। যে গুনাহ করে তার ওপর অটল অবস্থানে থাকে সে শয়তান। আর যে গুনাহ থেকে তাওবা করে, সে হলো মুমিন। যারা গুনাহের ওপর অটল থাকে এবং তওবা করে না তাদেরকে আল্লাহতায়ালা দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং পরকালে জাহান্নামের বাসিন্দা করবেন।

রাসূল সা. মানুষকে জাহান্নাম থেকে বেঁচে থাকার এবং নেক আমল করার কথা বলেছেন। হজরত নোমান ইবনে বশীর রা. বলেন, আমি রাসূল সা.-কে বলতে শুনেছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শন করছি আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শন করছি। তিনি এ বাক্যগুলি বার বার এমনভাবে উচ্চ কণ্ঠে বলতে থাকলেন যে, বর্তমানে আমি যে স্থানে বসে আছি, যদি রাসূল সা. এ স্থান থেকে ওই বাক্যগুলি বলতেন, তবে ঐ উচ্চ কণ্ঠ বাজারের লোকেরাও শুনতে পেত। আর তিনি এমনভাবে হেলে দুলে বাক্যগুলি বলছিলেন যে, তার কাঁধের উপর রক্ষিত চাদরখানা পায়ের উপর গড়ে পড়েছিল (দারেমী, মিশকাত, হাদিস : ৫৪৪৩)।

যারা জাহান্নামে যাবে তারা দেখতে কেমন হবে এ বিষয়ে এক হাদিসে হজরত আবু হুরায়রা রা. বলেন, নবী করীম সা. বলেছেন, জাহান্নামের মধ্যে কাফেরের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা, দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান এবং জাহান্নামীদের বসার স্থান হবে মক্কা-মদীনার মধ্যবর্তী ব্যবধান পরিমাণ (তিরমিজি, মিশকাত, হাদিস :৫৬৭৫)। আরেক হাদিসে আবু হুরায়রা রা. বলেন, রাসূল সা. বলেছেন, দু’প্রকারের লোক জাহান্নামী। অবশ্য আমি তাদেরকে দেখতে পাব না।

তাদের এক শ্রেণী এমন লোক হবে, যাদের হাতের মধ্যে থাকবে গরুর লেজের মতো চাবুক। যা দিয়ে তারা মানুষকে মারধর করতে থাকবে। আর দ্বিতীয় শ্রেণী হবে এমন সব নারী, যারা কাপড় পরেও উলঙ্গ থেকে অপরকে নিজের দিকে আকৃষ্ট করতে এবং নিজেও অপরের দিকে আকৃষ্ট হবে। তাদের মাথার চুল হবে বুখতি উটের হেলে পড়া কুঁজের মতো। তারা কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। যদিও তার সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। (মুসলিম, মিশকাত, হাদিস : ৩৩৬৯)।


আরও খবর