Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন গণ-অভ্যুত্থানে আহতরা

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা আজ (রোববার) দীর্ঘ ৭ ঘণ্টা সড়ক অবরোধ করার পর অবশেষে মিরপুর সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয়েছেন। তাদের প্রধান দাবী হচ্ছে সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি। আন্দোলনকারীরা জানিয়েছে, তারা যমুনা (প্রধান উপদেষ্টার বাসভবন) ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন, এবং এই আন্দোলন চলমান থাকবে।

রোববার দুপুরের পর, আন্দোলনকারীরা মিরপুর সড়কের শিশুমেলা মোড় অবরোধ করেন। এতে সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং রাজধানীর বিভিন্ন অংশে জনজট সৃষ্টি হয়। আন্দোলনকারীদের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তারা নিজেদের চিকিৎসার কাগজপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হন। 

কোরবান শেখ, একজন বিক্ষোভকারী, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে  জানান, তাঁরা সড়ক ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হচ্ছেন এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যমুনার দিকে রওনা হচ্ছেন। 

তাদের দাবি ছিল, জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন দ্রুত করা হোক এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে চারটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে, তা বাতিল করা হোক। আন্দোলনকারীরা অভিযোগ করেন যে, এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এছাড়া তারা দাবি করেন, অসুস্থদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে পাঠানো হোক। 

আজ বিকেল ৪টার পর, তারা শিশুমেলা মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন স্থগিত করে, কিন্তু সন্ধ্যার পর আবারও যাত্রা শুরু করেন। রোববার সন্ধ্যার পর মিরপুর সড়ক ছেড়ে পঙ্গু ও চক্ষু হাসপাতালের দিকে তারা এগিয়ে যান, তবে তাদের আন্দোলন এখনো অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন।

অন্যদিকে, রোববার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনটি রাজধানী ঢাকার সড়ক পরিবহন ব্যবস্থায় ব্যাপক অসুবিধা সৃষ্টি করেছে। মিরপুর সড়ক অবরোধের কারণে হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়, যাদের চলাচলে ব্যাঘাত ঘটে। 

এদিকে, আন্দোলনকারীদের দাবি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে তাদের সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


সূত্র : এফএনএস


আরও খবর



সুস্থ জীবনের জন্য দোয়া ও আমল

প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৪জন দেখেছেন

Image

ধর্ম ডেস্ক: সুস্থতাই সুখ-শান্তির মূল। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুস্থ থাকতে আল্লাহর কাছে কীভাবে আবেদন করতে হবে তাও শিখিয়ে দিয়েছেন তিনি। দুনিয়াতে সুস্বাস্থ্য, সুস্থতা, আমানতদারিতা, উত্তম চরিত্র ও সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করা যায়-

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাছ ছিহ্হাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনিল খালক্বি ওয়াররিদা বিলক্বাদরি। (বায়হাকি, মুসনাদে বাজ্জার)

অর্থ : হে আল্লাহ! আপনার কাছে প্রার্থনা করছি সুস্বাস্থ্য, পবিত্রতা, আমানতদারীতা, উত্তম চরিত্র এবং তাকদিরের উপর সন্তুষ্টি থাকার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুস্থ্যতা, পবিত্রতা, আমানতদারীতা এবং উত্তম চরিত্র লাভে ওই দোয়া মাধ্যমে সাহায্য লাভের তাওফিক দান করুন। আমিন।


আরও খবর

জাহান্নামীরা দেখতে যেমন হবে

সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫




বোর্ডের দায়িত্বে আসার গুঞ্জন, যা বললেন তামিম

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক : সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে তামিম ইকবাল। ১৭ বছর জাতীয় দলের হয়ে খেলা এ ব্যাটারের ব্যাট থকে এসেছে হাজার হাজার রান। লর্ডস থেকে মিরপুর অথবা বুলাওয়ে থেকে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল, তামিমের ব্যাটের জাদুতে মুগ্ধ হয়েছে ক্রিকেট ভক্তরা। গুঞ্জন ওঠে আর কিছুদিন হয়ত ঘরোয়া ক্রিকেট খেলবেন তামিম, এরপরই তাকে দেখা যাবে বিসিবিতে। অর্থাৎ মাঠের ক্রিকেট থেকে ক্রিকেটের প্রশাসনে আসতে চলেছেন তিনি। এবার এই ইস্যুতে মুখ খুললেন তামিম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়। নিজ দল ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত এক অর্ধশতক তুলে নিয়েছেন তামিম, দলও জিতেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বিসিবিতে আসছেন কী না এমন প্রশ্নের প্রেক্ষাপটে তিনি বলেন, এ মুহূর্তে বলার মতো অবস্থায় নেই। এখন তো অবসরে। লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। যদি ফিট থাকি বিপিএল খেলব।

নিজ দল বরিশালের কম্বিনেশন নিয়ে তামিম বলেন, সামনের ম্যাচগুলোতে কিছু পরিবর্তন আসতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত দ্রুত সম্ভব সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে। আমাদের প্রথম কয়েকটি ম্যাচে প্রায় একই একাদশ ছিল। আজকের কম্বিনেশনও বেশ ভালো ছিল।

এদিকে চট্টগ্রামের মাঠের বাউন্ডারির মাপ নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তামিম। তিনি বলেন, এবার বিপিএলের উইকেট খুবই ভালো। মিরপুর ও সিলেটের উইকেটও দারুণ ছিল। চট্টগ্রামের উইকেটের সঙ্গে বাউন্ডারির মাপও যথাযথ। এই ধরনের উইকেট এবং সঠিক সাইজের বাউন্ডারি থাকা উচিত।

উল্লেখ্য, চট্টগ্রাম পর্ব জয়ে শুরু করেছে ফরচুন বরিশাল। আজ ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।


আরও খবর



ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২৬জন দেখেছেন

Image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : স্বাধীন জাতিসত্তা বিনির্মাণে কবি নজরুলের সৃষ্টি চর্চার বিকল্প নেই। আর তা শুরু করতে হবে প্রাথমিক শিক্ষা থেকেই। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলায় মো. জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এই মন্তব্য করেন। বলেন, শুধু ব্রিটিশবিরোধী আন্দোলনই নয়, স্বাধীনতা অর্জন ও মানুষের অধিকার রক্ষার সকল সংগ্রামে নজরুলের সৃষ্টি অত্যন্ত প্রাসঙ্গিক। বিশিষ্ট নজরুল গবেষক, সাহিত্যিক ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইসলামি চিন্তাবিদ ও সাহিত্যিক মুহাম্মদ যাইনুল আবিদীন এবং লেখক, সাংবাদিক সমর ইসলাম, একুশে টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোঃ শাহীন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মেধা ও নিয়মিত ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও বার্ষিক প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে ১৪০ জনকে পুরস্কার দেয়া হয়েছে।


আরও খবর



আশুলিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | ৫১জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

সোমবার  (২৭ শে জানুয়ারি ২০২৫) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট আড়িয়ারার মোড় এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তারা। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো: তামিম। বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ গাজীরচট এলাকায় একটি কারখানায় সমন্বয়ক পরিচয় দিয়ে বারবার গিয়ে বিরক্ত করছিল। পরে বিষয়টি জানতে পেরে তাদের সাথে কথা বলতে যান তারা। একপর্যায়ে কারখানার লোকজনের সাথে কথা কাটাকাটি হয় এবং ভুল বুঝাবুঝি হয়। সে সময়ের একটি ভিডিও ধারণ করে একটি পক্ষ। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। এতে আমাদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। যার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেছি।

এসময় উপস্থিত ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ্জাহান সৌরভ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আহান্তি অনু মেঘলা ও হৃদয় হাসান সহ আরও অনেকে। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




মনোহরদীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৪জন দেখেছেন

Image

জেলা প্রতিনিধি (নরসিংদী) : মনোহরদীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ জানুয়ারী)বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোহরদী সরকারি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় ট্রাইবেকারে মনোহরদী জোন গোতাশিয়া জোনকে ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে। 

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সজিব হাসান,মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব এড.আঃহান্নান,মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ অন্যান্য দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫