Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টির পথে

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী 20২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭১জন দেখেছেন

Image

অর্থনীতি ডেস্ক : ক্রমান্বয়ে বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম। বর্তমানে বিশ্ববাজারে ১ আউন্স সোনার দাম ২ হাজার ৮০০ ডলার ছুঁইছুঁই। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। এতে নতুন ইতিহাস সৃষ্টির কাছাকাছি চলে দামি এই ধাতুটির দাম। 

বিশ্ববাজারে সোনার এমন দাম বৃদ্ধিতে দেশের বাজারেও সোনার দাম বেড়ে যাচ্ছে। তবে বিশ্ববাজারে সোনার দাম যে হারে বেড়েছে, দেশের বাজারে সেই হারে বাড়েনি। ফলে দেশের বাজারে সোনার দাম আরও বাড়তে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই বাজুসের দায়িত্বশীল এক সদস্য জানান, দেশের বাজারে সর্বশেষ সোনার দাম বাড়ানোর পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম আরও প্রায় ৩০ ডলার বেড়েছে। বিশ্ববাজারে সোনার এই দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারে দাম বাড়বে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমানোর কথা বলেছেন। এছাড়া বিভিন্ন নীতি তিনি গ্রহণ করেছেন। এসব কারণেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহে সোনার এত দাম বাড়েনি।

বিশ্ববাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭০০ ডলার। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে ২২ জানুয়ারি লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭৫০ ডলারে উঠে যায়।

এর প্রেক্ষিতে সেদিন বৈঠক করে বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। পর দিন ২৩ জানুয়ারি থেকে সোনার নতুন দাম কার্যকর হয়। বাজুসের এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা।

উল্লেখ্য, চলতি বছর দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম দু’দফায় বেড়েছে ৩ হাজার ১৩৮ টাকা। অন্যদিকে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১৪৫ ডলার। এক আউন্স সমান ২৮ দশমিক ৩৫ গ্রাম। এ হিসাবে বিশ্ববাজারে চলতি বছর এখনো পর্যন্ত এক ভরি সোনার দাম বেড়েছে ৭ হাজার ২৭৮ টাকা।


আরও খবর



নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে অপহৃত ভিকটিমসহ ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৪জন দেখেছেন

Image

ডেস্ক রিপোর্ট : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত ভিকটিম মেহেদী হাসান বিপ্লব (১৪)’কে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা হতে উদ্ধারপূর্বক অপহরণকারী তাজুল ইসলাম ও আকরাম হোসেন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন রাজারামপুর কাশিগঞ্জ এলাকায় বসবাসকারী মো: মেহেদী হাসান বিপ্লব (১৪), পিতা-মোঃ আবুল কাশেম। সে প্রায় ০৬ মাস যাবৎ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর এলাকার একটি গার্মেন্টসে সহকারী কারীগর হিসেবে কাজ করে আসছে। গত ১২/০১/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৫:০০ ঘটিকায় ভিকটিম বিপ্লব আগানগর এলাকার উক্ত গার্মেন্টস সংলগ্ন এলাকা হতে অপহৃত হয়। বিষয়টি জানতে পেরে ভিকটিম বিপ্লবের বড় ভাই ও গার্মেন্টসের লোকজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে গত ১৩/০১/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় অজ্ঞাতনামা অপহরণকারীরা ভিকটিম বিপ্লবের মোবাইল ফোন থেকে ভিকটিমের মায়ের মোবাইলে ফোন করে বিপ্লবের মুক্তিপণ হিসেবে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা দাবী করে অন্যথায় ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে। অতঃপর ভিকটিমের বড় ভাই মোঃ মোকছেদুল হক (২২) বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ভিকটিম বিপ্লব’কে অপহরণের দায়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর-২৯, তাং-১৭/০১/২০২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৭/৮/৩০।

উল্লেখিত অপহরণের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম বিপ্লব’কে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকা হতে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত ভিকটিম মোঃ মেহেদী হাসান বিপ্লব (১৪)’কে অক্ষত অবস্থায় উদ্ধার করতঃ অপহরণকারী ১। তাজুল ইসলাম (২৬) ও ২। মোঃ আকরাম হোসেন (২৫)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২০ হাজার কোটি টাকা

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৫জন দেখেছেন

Image

অর্থনীতি ডেস্ক: চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে বৈধপথে দেশে এসেছে ১৬৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ২০ হাজার ৪৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৪৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলারের রেমিট্যান্স। তবে ৮টি ব্যাংকে আলোচ্য সময়ে কোনো রেমিট্যান্স আসেনি।  

অর্থনীতিবিদদের মতে, সরকারের নীতিগত পদক্ষেপ ও অর্থনীতির স্থিতিশীলতার কারণে প্রবাসীরা এখন বেশি পরিমাণে বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাচ্ছেন। 

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি। গত ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা একক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ।  

বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা বলছে, প্রবাসী আয় বৃদ্ধি অব্যাহত থাকলে চলতি অর্থবছরের প্রতিটি মাসেই রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরও খবর



‘গাজা খালি করার’ পরিকল্পনা ট্রাম্পের

প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৯৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকাকে "খালি" করে সেখানে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন। তবে তার এই বক্তব্য বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।  ট্রাম্প জানান, তিনি ইতোমধ্যে জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন। তার মতে, গাজার চলমান সংকট নিরসনে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি।  

ট্রাম্পের পরিকল্পনা ও বিতর্ক

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, "আমরা প্রায় ১৫ লাখ মানুষের কথা বলছি। গাজার পুরো এলাকাটি খালি করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে।” তিনি আরও বলেন, “এই অঞ্চল শত শত বছর ধরে সংঘাতের সাক্ষী হয়ে আছে। সময় এসেছে কিছু একটা করার।”  

তবে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এটিকে “জাতিগত নিধন” বা “ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি” হিসেবে দেখছেন। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে।  


মিশর ও জর্ডানের অবস্থান

জর্ডান ও মিশর বরাবরই ফিলিস্তিনিদের গাজায় থাকার পক্ষে। তারা মনে করে, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া হলে ফিলিস্তিনি জনগণের স্বাধিকারের পরিপন্থী পদক্ষেপ নেওয়া হবে, যা ইসরায়েলের দখলদারিত্বকে আরও শক্তিশালী করবে।  

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিকদের “গাজা খালি করার” পরিকল্পনার সঙ্গে মিলে যায়। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে নতুন সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  


জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে জর্ডানে প্রায় ২৪ লাখ ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন, যাদের অনেকে ১৯৪৮ ও ১৯৬৭ সালের যুদ্ধের সময় গাজা থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। অন্যদিকে, মিশরেও হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন, যারা সাম্প্রতিক সংঘাতের কারণে সেখানে আশ্রয় নিয়েছেন।  


বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই প্রস্তাব বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি হতে পারে এবং ফিলিস্তিন সংকট আরও ঘনীভূত হবে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে কী প্রতিক্রিয়া জানায়।  


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




মনোহরদীতে দুষ্কৃতকারীদের আগুনে ৫০.০০০/-টাকার ক্ষতি

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৯জন দেখেছেন

Image

নরসিংদী প্রতিনিধিঃ সরোজমিনে গিয়ে জানা যায়,রবিবার(১২ জানুয়ারী)শেষ রাতে নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামের বাসিন্দা,বাংলাদেশ খেলাফত আন্দলন কেন্দ্রীয় শুরা সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মাও.গাজী ইসমাঈল হোসেন ভাঁওয়ারী বাড়ী-ঘরে ও পার্শ্ববর্তী আঃমান্নান এর বাড়ীতে দুষ্কৃতিকারীরা আগুন দেয় এবং উভয় পরিবারের দুটি খড়ের গাঁদা পুড়ে ভষ্ম হয়ে যায়।এতে করে উভয় পরিবারের প্রায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজার)টাকার ক্ষতি হয়। পরবর্তীতে স্থানীয়রা আগুন নিভাতে অক্ষম হলে মনোহরদীতে ফায়ার সার্ভিসে খবর দিলেতারা প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।



ভুক্তভোগী আঃমান্নান জানান,শেষ রাতে হঠাৎ লেলিহান আগুন দেখে আমি  চিৎকার শুরু করলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে মনোহরদী ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার ধারণা বাড়ী-ঘর পুরে ফেলতে কিছু দুষ্কৃতিকারী আগুন লাগিয়েছে। 



আরেক ভুক্তভোগী গাজী ইসমাঈল ভাঁওয়ারী জানান,দুষ্কৃতিকারীরা আমার ঘর-বাড়ী পুরে আমাকে নিঃস্ব করতেই বাড়ীতে আগুন ধরিয়ে দেয়।ইতিপূর্বে ও গত বছরের একই সময়ে আমার বাড়িতে তারা আগুন ধরিয়েছিল। আগুন নিভাতে সাহায্য করায় স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং দুষ্কৃতকারীরা যেন এধরণের কাজ আর করতে না পারে সে দিকে সতর্ক থাকতে আহ্বান জানান। এ ছাড়াও তিনি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।



মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মনির হোসেন জানান,ট্রিপল নাইনে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানতে পারেনি


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ফেব্রুয়ারির মধ্যে গায়েবি মামলা প্রত্যাহার করা হবে : আইন উপদেষ্টা

প্রকাশিত:মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন, সাইবার সিকিউরিটি আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে। আগামী ৭ দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে। একইসঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।

আইন উপদেষ্টা বলেন, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।

আসিফ নজরুল বলেন, গায়েবি মামলা চিহ্নিত করতে আমরা চারটি ভাগে ভাগ করেছি। মামলাগুলো পুলিশ করেছি কিনা সেটা আমলে নেয়া হয়েছে। দ্বিতীয়ত, এসব মামলার বেশিরভাগের প্রবণতা ছিল- বিস্ফোরক আইনে মামলা, অস্ত্র আইনে মামলা, পুলিশের ওপর হামলার মামলা। তৃতীয় প্রবণতা হলো- এসব মামলায় অনেক আসামি থাকে অর্থাৎ অজ্ঞাতনামা আসামি থাকে। সবশেষ যে প্রবণতাকে আমলে নেয়া হয়েছে, বিরোধী দলীদের কোনো বড় সমাবেশের আগে-পরে এবং গত তিন ভুয়া নির্বাচনের আগে-পরে করা মামলা। এসব প্রবণতাকে আমলে নিয়ে আমরা ২৫০০ মামলা চিহ্নিত করেছি। আশা করছি ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার  হয়ে যাবে।

ড. আসিফ নজরুল আরও যোগ করে বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫ গেজেট নোটিফিকেশন হয়েছে। অে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন, সাইবার সিকিউরিটি আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে। আগামী ৭ দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে। একইসঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।

আইন উপদেষ্টা বলেন, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।

আসিফ নজরুল বলেন, গায়েবি মামলা চিহ্নিত করতে আমরা চারটি ভাগে ভাগ করেছি। মামলাগুলো পুলিশ করেছি কিনা সেটা আমলে নেয়া হয়েছে। দ্বিতীয়ত, এসব মামলার বেশিরভাগের প্রবণতা ছিল- বিস্ফোরক আইনে মামলা, অস্ত্র আইনে মামলা, পুলিশের ওপর হামলার মামলা। তৃতীয় প্রবণতা হলো- এসব মামলায় অনেক আসামি থাকে অর্থাৎ অজ্ঞাতনামা আসামি থাকে। সবশেষ যে প্রবণতাকে আমলে নেয়া হয়েছে, বিরোধী দলীদের কোনো বড় সমাবেশের আগে-পরে এবং গত তিন ভুয়া নির্বাচনের আগে-পরে করা মামলা। এসব প্রবণতাকে আমলে নিয়ে আমরা ২৫০০ মামলা চিহ্নিত করেছি। আশা করছি ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার  হয়ে যাবে।

ড. আসিফ নজরুল আরও যোগ করে বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫ গেজেট নোটিফিকেশন হয়েছে। 


আরও খবর