Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

সংস্কারের আলোচনা দীর্ঘ হলে স্বৈরাচার সুযোগ পাবে: তারেক রহমান

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য সবার আগে নির্বাচন প্রয়োজন। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার করতে হবে। এই আলোচনা যত বেশি দীর্ঘ হবে, স্বৈরাচার তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কদমতলীতে রাষ্ট্র মেরামতে দলটির এক কর্মশালায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বহু মানুষ ভোটের অধিকারের আদায়ের জন্য হতাহত হয়েছে। জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই। এর মাধ্যমে সমস্যার জট খুলতে শুরু করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ যত দ্রুত শুরু হবে, ততো দ্রুত দেশকে রক্ষা করা যাবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের সামনে একমাত্র বিএনপিই সংস্কারের কথা বলেছিল। আড়াই বছর আগেই এই ৩১ দফা দেয়া হয়েছিল। ৩১ দফার সাথে সরকারের সংস্কার প্রস্তাবনায় খুব বেশি ফারাক নেই। ১০ টাকা কেজি চাল দেয়ার মতো মিথ্যা আশ্বাস না দিয়ে বাস্তবতার আলোকে মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চান বলেও মন্তব্য করেন তিনি।


আরও খবর



গাইবান্ধায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৭জন দেখেছেন

Image

গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাইবান্ধা জেলা এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী প্রমুখ।

বক্তারা পরিচ্ছন্নতা বজায় রাখি, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখি, সঠিকভাবে রান্না করি, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করি, নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহার করি সহ নিরাপদ খাদ্যের উপর বিস্তারিত আলোচনা করেন


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




রাতের অন্ধকারে কৃষকের গোয়াল ঘরে আগুন -পাঁচটি গরুর চারটি পুড়ে দগ্ধ

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫১জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু : বাগেরহাটের শরণখোলার ৪নং সাউথখালী ইউনিয়নের ৩নং উত্তর তাফালবাড়ি ওয়ার্ডের কৃষক হাকিম মুন্সির গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৪ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় গোয়ালে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটি দগ্ধ হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে, শরণখোলা থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা। বলেন এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। ঘটনার খবর পেয়ে আমার থানার সাব ইন্সপেক্টর ছুটে যান ঘটনাস্থলে। ঘটনার সত্যতা পান।

প্রথমে কুডারখড় থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময় আগুন জ্বলার পরে। গোয়াল ঘরে আগুন লাগে। গভীর রাতে ঘটনার সৃষ্টি হয়। হঠাৎ করে কেউ প্রসাব করতে উঠলে। আগুন জ্বলতে দেখে। তাৎক্ষণিক দৌড়ে গিয়ে। গরুগুলিকে রক্ষা করার চেষ্টা করে।

পাঁচটি গরুর মধ্যে দুইটি গরু বেশি দগ্ধ হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে বলেন। তাদের কোন শত্রু নাই। রাতের অন্ধকারে যদি কেউ শত্রুতামূলক অগ্নিকাণ্ড ঘটিয়েছে কিনা তা আমরা দেখিনি। শরণখোলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আরো বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার সাধারণ ডায়েরি অথবা অভিযোগ করলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের নিরপেক্ষ তদন্ত চলছে। তদন্ত করে যদি কাউকে যদি ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। 


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে দেশের দখল নেয়ার চেষ্টা করছে

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৬জন দেখেছেন

Image

শফিকুল হক শাকিল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে উঠছে। তারা নিজেদের অবস্থানকে গুছিয়ে নিয়ে আবার দেশের দখল নেয়ার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্যকে হাসিল করতে দেয়া হবে না। এই অবস্থায় দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। 

শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে জেলা বিএনপি‘র সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি‘র বক্তৃতায় এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, দেশকে পুনঃগঠনের জন্য বিএনপির পক্ষ থেকে  ৩১ দফা দেওয়া হয়েছে। এই দফার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের বিকাশসহ বেকারত্বদূরীকরন এবং কৃষির উন্নয়নে সকলের অধিকার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বিগত ১৫ বছর জনগনের ভোট দেয়ার অধিকার ছিল না। জবাবদিহীতা ছিল না। অস্ত্রের মুখে সব অধিকার কেড়ে নেয়া হয়েছিল। আমরা ডামি নির্বাচন ভোটারবিহীন নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচন দেখেছি। উন্নয়নের নাম করে সামান্য জিনিস দৃশ্যমান করা হলেও এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। রাস্ট্রের সমস্থ প্রতিষ্ঠান ধ্বংষ করা হয়েছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই দলের কর্মী হিসেবে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে জাতিকে পথ দেখাতে হবে। 

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি‘র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো: বরকত উল্লাহ বুলু। জেলা বিএনপি‘র আহবায়ক এডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন বিএনপি‘র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভুইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক আহম্মেদ, বিএনপি‘র কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল প্রমুখ।

এদিকে দীর্ঘ এক যুগ পর জেলা বিএনপির এই সম্মেলনকে কেন্দ্র করে জেলার সর্বত্রই ছিল উৎসবের আমেজ। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন রং-বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকে। পুর ১২টার আগেই দলীয় নেতাকর্মিদের উপস্থিতিতে সমাবেশস্থলে অংশ নেয়। এ সময় জানানো হয় শ্রীঘই জেলা বিএনপির কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, এই সম্মেলন কেন্দ্র করে জেলা বিএনপি‘র দুভাগে বিভক্ত হয়ে পড়ে। গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারী দুদফা তারিখ নির্ধারন করেও তা সম্ভব হয়নি। পরে ০১ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হয়।


আরও খবর



বিএনপি নেতাদের জমি দখলের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০25 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৮জন দেখেছেন

Image

খোরশেদ রনি : লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ১২৯২ একর জায়গা বিএনপি নেতাদের কবল থেকে দখলমুক্ত চেয়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষকরা।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, মোবারক আলী ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাওলাদারসহ দলটির প্রায় ডজন খানেক নেতার নাম উল্লেখ করেন তারা। তাদের তৈরি ফেস্টুন ও ব্যানারে এসব নাম উল্লেখ করা ছাড়াও মৌখিক বক্তব্যে বিএনপি নেতাদের অবৈধ দখলের কথা তুলে ধরেন ভুক্তভোগী কৃষকরা। 

এদিন দুপুরে রায়পুর পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে কৃষকদের একটি মিছিল শুরু হয়ে রায়পুর থানার সামনে জড়ো হয়। পরে সেখান থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রায়পুর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে গিয়ে ফের অবস্থান নেয় কৃষকরা। অবৈধভাবে জমি দখলের অভিযোগে এসময় ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী কৃষকরা। মিছিল ও সমাবেশে দলিল যার, জমি তার স্লোগান-দিতেও দেখা গেছে। পরে সেনা বাহিনীর হস্তক্ষেপে বাড়ি ফিরে যায় তারা।

জানা যায়, উপজেলার নতুন কানিবগার চর, চর কাচিয়াসহ বেশ কয়েকটি স্থানে জমি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের স্ট্রে অর্ডার, লক্ষ্মীপুর ভূমি কমিশন রিপোর্ট, চর কানিবগার গেজেট রিপোর্ট, লক্ষ্মীপুর জেলা প্রশাসকের আদেশ, রায়পুর সহকারী আদালতের নিষেধাজ্ঞা ও পাশ্ববর্তী জেলা বরিশাল জজ কোর্টের রায় থাকার পরও কৃষকদের নিজের জমি ভোগ দখল করতে দিচ্ছেন না স্থানীয় বিএনপির কতিপয় নেতা।

চরের এসব জমি উপজেলার দক্ষিণ ও উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দাদের মালিকানার পাশাপাশি কিছু জমি সরকারি খাস তালিকাভুক্ত। তবে সেসবের থোড়াই কেয়ার করে জমি দখলে মেতে উঠেছেন বিএনপি নেতারা- অভিযোগ ভুক্তভোগীদের।

গণি মিয়া নামে এক কৃষক বলেন, বর্তমান ভূমি দস্যু- যারা বিএনপি করে তারা। আমাদের জায়গা জমি দখল করে নিয়েছে। বাদশা গাজী, মোবারক আলী, শামীম গাজী, হারুন হাওলাদারসহ বিএনপি নেতাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাই আজ প্রতিবাদ সমাবেশে এসেছি।  

কাদের আলী নামে আরেক কৃষক বলেন, জমিগুলো দখলে নিয়েছে বিএনপি নেতারা। গত পাঁচ আগস্টের পর থেকে তারা বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের জমিতে আমরা চাষাবাদ করতে পারছি না।

খোঁজ নিয়ে জানা যায়, জবর দখলকৃত জমিতে লাল পতাকা টানিয়ে দিয়েছে বিএনপি নেতারা। কৃষকদের মারধরসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী বলেন, আমি সরকারের পক্ষে কাজ করছি। কারও জমি দখল করা হয়নি। কাউকে মারধর করিনি। এসব সরকারি জমি। সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়াসহ বসে এসব সমাধান করবো আমরা। বিএনপির কেউ দখল কান্ডের সঙ্গে জড়িত নন।


আরও খবর



পাকিস্তানের বেলুচিস্তানে সেনা-বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষে ৪২ জন নিহত

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শনিবার (১ ফেব্রুয়ারি) সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে ৪২ জন প্রাণ হারিয়েছেন। পাকিস্তান সামরিক বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, এই সংঘর্ষের ফলে ১৮ সেনা এবং ২৪ বিদ্রোহী নিহত হয়েছেন। 

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা সড়ক অবরোধ তৈরি করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তা সরিয়ে ফেলতে যায়, আর এর ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে। মাঙ্গোচার শহরের কাছে একটি সেনা বাহিনীর কনভয়ে হামলা চালানো হয়, যেখানে প্রায় ৭০ থেকে ৮০ জন সশস্ত্র হামলাকারী সেনাদের ওপর গুলি চালায়। এতে তিন সেনা গুরুতর আহত হন এবং দুজন কোনোমতে পালিয়ে যান। 

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী "বেলুচ লিবারেশন আর্মি" (BLA) এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানায়, হামলায় ১৭ সেনা নিহত হয়েছে, তবে সামরিক বাহিনী তাদের ক্লিয়ারেন্স অপারেশনের মাধ্যমে আরও ১১ জন বিদ্রোহীকে হত্যা করার দাবি করেছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে, দেশটির সরকার বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রয়েছে। 

এদিকে, গত কয়েক বছরে বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী হামলার হার বেড়ে গেছে। খনিজ সম্পদে সমৃদ্ধ এই প্রদেশটি পাকিস্তানের জন্য অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও, এখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিভিন্ন সময় স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। 

২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, বেলুচিস্তানসহ পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সামরিক বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।  

এছাড়া, ২৮ জানুয়ারি আফগান সীমান্তের কাছে একটি বোমাবাহী গাড়ি হামলা চালানোর চেষ্টা করেছিল একটি ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী, তবে তাদের প্রচেষ্টা নিরাপত্তা বাহিনী প্রতিহত করতে সক্ষম হয়।


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫