Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : সংবিধান স্থগিত করে সিরিয়ার ডি ফ্যাক্টো (কার্যত) লিডার আহমেদ আল-শারাকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার পরিচালনা করার জন্য মন্ত্রিসভা গঠনের দায়িত্বও দেওয়া হয়েছে সিরিয়ার বর্তমান এই ডি ফ্যাক্টো নেতাকে।

বাশার ও তার নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদে নেতৃত্ব দেওয়া অন্যান্য সামরিক গোষ্ঠীর কমান্ডার এবং রাজনৈতিক দলগুলোর নেতারা বুধবার এক বৈঠকে শারা-কে অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স এবং এএফপি। ‘সিরীয় বিপ্লবের বিজয়’ নামের সেই বৈঠকে উপস্থিত ছিলেন শারা নিজেও।

আহমেদ আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করার বিষয়টি সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি ঘোষণা দিয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে।

এ সময় আবদেল ঘানি দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে। তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি ভেঙে দেওয়া হয়েছে।

গত মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে তড়িৎ অভিযানে যোগ দেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর দামেস্ক বৈঠক শেষে এই ঘোষণাগুলো এসেছে। ওই অভিযানের নেতৃত্ব দেওয়ার পর থেকে আল-শারা সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। আল-আসাদের অপসারণের পর আল-শারার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপ সিরিয়ার প্রধান শাসক দল হয়ে ওঠে এবং বিদ্রোহীদের দখলকৃত ইদলিব প্রদেশে তারা আগে যে স্থানীয় সরকার চালাত তার কর্মকর্তাদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে।

 

আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ইলিয়াস, তৌহিদ, মুন্নার মতো পরিণতি আর দেখতে চাই না: মির্জা ফখরুল

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : মানুষ আর বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না, কুমিল্লার ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বিএনপি নেতা ইলিয়াস, রাজধানীর উত্তরায় নিহত ছাত্রদল নেতা মুন্না এবং যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মতো ঘটনার আর পুনরাবৃত্তি বিএনপি চায় না বলে জানান তিনি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। এ সময় তিনি বলেন, যারা দখলদারিত্ব করবে তারা দল ও দেশের শত্রু। আওয়ামী লীগ হলেই তার কাছে গিয়ে মাস্তানি করা যাবে না। এটা বন্ধ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনে জনগণের ভালোবাসা অর্জন না করলে দেশ পরিচালনা করতে পারবে না বিএনপি। সরকারকে নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে হবে। এসময় মহাসচিব ছাত্রদের নতুন দল গঠনে স্বাগত জানিয়ে বলেন, সরকারে থেকে দল করলে মানুষ তা মেনে নেবে না। অযথা সংঘাতমূলক কোন কথা রাজনীতিতে আনতেও নিষেধ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ও নির্বাচনের জন্য কাজ করতে হবে। ঐক্যকে অনেকে ভাঙার চেষ্টা চলছে তাই আওয়ামী লীগের কাউকে দলে নেয়া যাবে না।


আরও খবর



নোমান-সাজিদের ঘুর্ণিতে চালকের আসনে পাকিস্তান

প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : মুলতান টেস্টে পাকিস্তানের স্পিন বিষে নীল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে প্রথম ইনিংসে বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের দিকে এগোচ্ছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচে ২০২ রানে এগিয়ে আছে শান মাসুদের দল। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। সাউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের জুটিটা চলেছে কিছুক্ষণ। দলের ১৮৭ রানের মাথায় ভেঙেছে জুটি। ৫ম উইকেট জুটিতে রান এসেছে ১৪১। সেঞ্চুরি থেকে সামান্য দূরে থাকা অবস্থায় ১৫৭ বলে ৮৪ রানের ইনিংস খেলে আউট হন শাকিল। শাকিলের বিদায়ের পর দ্রুতই সালমান আলী আঘা এবং নোমান আলীর উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। নোমান আউট হওয়ার পরের ওভারেই আউট হয়েছেন রিজওয়ান। ১৩৩ বলে ৭১ রানের ইনিংস খেলে দলের ২০০ রানের মাথায় আউট হন রিজওয়ান। শেষ দিকে লড়াই চালিয়েছেন সাজিদ খান। ২৫ বলে ১৮ রান করেন তিনি।

এছাড়া ১৭ বলে ৭ রান করেছেন খুররাম শাহজাদ। ২৩০ রানের মাথায় প্রথম ইনিংসে থেমেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন জোমেল ওয়ারিক্যান এবং জেডন সিলস। ২ উইকেট নেন কেভিন সিনক্লেইর। ১টি উইকেট তুলেছেন গুডাকেশ মোটি। জবাব দিতে নেমে পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণি জাদুর সামনে খাবি খেতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলের ১০ রানের মাথাতে মিকাইল লুইসকে দিয়ে শুরু। ৫ বলে ১ রান করে বিদায় নিয়েছেন লুইস। তাকে বোল্ড করেছেন সাজিদ খান। এরপর একে একে আরও উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লুইসকে ফেরানোর পরের বলেই কেসি কার্টিকে আউট করেন সাজিদ। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান কার্টি। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ১৭ বলে ১১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ক্যারিবিয়ান অধিনায়ককেও ফিরিয়েছেন সাজিদ। একই ওভারে কাভেম হজকেও আউট করেছেন সাজিদ খান। ২২ রানের মধ্যে ৪ উইকেট হাওয়া ওয়েস্ট ইন্ডিজের। সাজিদের ধ্বংসযজ্ঞ শেষে শুরু হয়েছে নোমান আলীর কামাল। জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ এবং আলিক আথানাজেকে ফিরিয়েছেন নোমান। ৫১ রানের মধ্যে ক্যারিবিয়ানরা হারিয়েছে ৭ উইকেট। শুরুর ৭ ব্যাটারের মধ্যে কেবল ব্র্যাথওয়েট ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা। শেষ দিকে কিছুটা লড়াই চালাতে সক্ষম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেভিন সিনক্লেইর খেলেছেন ১৭ বলে ১১ রানের ইনিংস। গুডাকেশ মোটি ২৫ বলে করেছেন ১৯ রান। ২৪ বলে ৩১ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন জোমেল ওয়ারিক্যান। ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন জেডন সিলস। ২৫.২ ওভারে ১৩৭ রান তুলে প্রথম ইনিংসে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে ৫ উইকেট শিকার করেছেন নোমান আলী। ৪ উইকেট নেন সাজিদ খান। ১ উইকেট তুলেছেন আবরার আহমেদ।

প্রথম ইনিংসে ৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের উদ্বোধন করেছেন মোহাম্মদ হুরাইরা এবং অধিনায়ক শান মাসুদ। দলের ৬৭ রানের মাথায় থেমেছে জুটি। ৫৮ বলে ২৯ রান করে বিদায় নেন হুরাইরা। তিনে নামা বাবর আজম আলো ছড়াতে পারেননি। ১১ বলে ৫ রান করে আউট হয়েছেন বাবর। শান তুলে নিয়েছেন ফিফটি। অবশ্য ফিফটির পরেই থেমেছেন। ৭০ বলে ৫২ রান করে আউট হয়েছেন শান। শেষ বিকেলে কোনো বিপদ হতে দেননি কামরান গুলাম এবং সাউদ শাকিল। ৪০ বলে ৯ রান করে টিকে আছেন গুলাম। শাকিল অপরাজিত আছেন ৮ বলে ২ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান, লিড ২০২ রানের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট তুলেছেন জোমেল ওয়ারিক্যান।


আরও খবর



যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৮৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: লস অ্যাঞ্জেলেস, ২৩ জানুয়ারি: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যা উত্তরের পাহাড়ি অঞ্চলসহ বিশাল এলাকা গ্রাস করেছে। বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই দাবানলে ইতোমধ্যে ৩৯ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং এর প্রভাব আরও বিস্তার পাচ্ছে। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, কাস্টেইক লেক এলাকা থেকে প্রায় ৩১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, আরও ২৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। আগুনের প্রভাবে বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি হওয়ায় কর্তৃপক্ষ রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে।

দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে স্থানীয় দমকলকর্মীরা প্রবল বাতাস এবং শুকনো ঝোপঝাড়কে দায়ী করছেন। এই দাবানল ইতোমধ্যে আগের ইটন ফায়ারের অর্ধেক আকার ধারণ করেছে, যা এই মাসের শুরুর দিকে লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া সবচেয়ে ভয়াবহ দাবানলগুলির মধ্যে একটি ছিল।

ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানায়, ১,১০০ দমকলকর্মী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। এছাড়া, অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট বিভাগ তাদের ৭ লাখ একর বন দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাসে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, যা দাবানলের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। তবে পূর্বাভাস রয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছু বৃষ্টিপাত হতে পারে, যা দমকল কর্মীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ডালিমসহ জান্নাতে পাওয়া যাবে যেসব ফল

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ কিছু নিয়ামত পৃথিবীতে পাঠিয়েছেন। তার মধ্যে রয়েছে জান্নাতির ফল। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘যারা ইমান আনয়ন করে এবং সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে, তাদের জন্য আছে জান্নাত, যার নিম্নদেশে প্রবাহিত হয় নদী। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদের পূর্বে জীবিকারূপে যা দেওয়া হতো এটা তো তাই। তাদের অনুরূপ ফলই দেওয়া হবে আর সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী রয়েছে, তারা সেখানে স্থায়ী হবে।’ (সুরা বাকারা ২৫)


জান্নাতে যেসব ফল পাওয়া যাবে তার মধ্যে একটি হলো ডালিম। কোরআন মাজিদে বলা হয়েছে, মহান আল্লাহ বলেন,



وَ هُوَ الَّذِیۡۤ اَنۡشَاَ جَنّٰتٍ مَّعۡرُوۡشٰتٍ وَّ غَیۡرَ مَعۡرُوۡشٰتٍ وَّ النَّخۡلَ وَ الزَّرۡعَ مُخۡتَلِفًا اُكُلُهٗ وَ الزَّیۡتُوۡنَ وَ الرُّمَّانَ مُتَشَابِهًا وَّ غَیۡرَ مُتَشَابِهٍ ؕ كُلُوۡا مِنۡ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثۡمَرَ وَ اٰتُوۡا حَقَّهٗ یَوۡمَ حَصَادِهٖ ۫ۖ وَ لَا تُسۡرِفُوۡا ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ


‘আর তিনিই সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ, যার কিছু মাচায় তোলা হয় আর কিছু তোলা হয় না এবং খেজুরগাছ ও শস্য, যার স্বাদ বিভিন্ন রকম, জয়তুন ও আনার (ডালিম), যার কিছু দেখতে এক রকম আর কিছু ভিন্ন রকম।


তোমরা তার ফল থেকে আহার করো, যখন তা ফল দান করে এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও আর অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।’ (সূরা আনআম, আয়াত : ১৪১)


ডালিম পুষ্টিসমৃদ্ধ একটি ফল, যা সংক্রমণ প্রতিরোধ, স্মৃতিশক্তি বৃদ্ধি, রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। একই সঙ্গে শরীরের ভিটামিন ঘাটতি পূরণ করে এ ফল।


প্রতিদিন ডালিম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি, রক্তশূন্যতা এবং হাড়ের ব্যথা কমাসহ হজমশক্তি ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে। শুধু ডালিমের দানাতেই নয় খোসাতে রয়েছে নানাবিদ উপকারিতা। ডালিমের খোসায় উপকারিতা নিয়ে হজরত আলী রা. বলেন, ‘তোমরা খোসাসহ ডালিম খাও। কেননা তা পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ৫/৯৯)


জান্নাতে শুধু ডালিম বা শুধু ফল পাওয়া যাবে এমন নয়। জান্নাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যা মানুষের ধারণারও বাইরে। চিরস্থায়ী জান্নাতে যেসব নেয়ামত রয়েছে তা মানুষের কল্পনার বাইরে।


আরও খবর

জাহান্নামীরা দেখতে যেমন হবে

সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫




জাদু শিল্পকে এগিয়ে নিতে চান তরুণ জাদু শিল্পী সাদাত মামুন

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৭জন দেখেছেন

Image

সাদাত মামুন। পুরো নাম আবু সাদাত মোঃ মামুন। জন্ম নরসিংদী জেলার বনাইদ গ্রামে।  গ্রামের স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক  শেষ করে উচ্চ মাধ্যমিক করেন মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি  করার পর এমবিএ করেন। কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত আছেন। শৈশব  থেকেই  জাদু সাদাত মামুনের ধ্যান ধারণা। নিজ পিতা আব্দুস সামাদ ভূঁইয়ার কাছে তার জাদুর হাতে খড়ি।  তার বাবা জাদুকর আলাদিনের কাছে তিনি প্রশিক্ষণ নেন।  ম্যাজিকে উচ্চশিক্ষা নেন গুরু শাহিন শাহ, ভারতের সুভ্রাংশু চক্রবর্তী ও রজত নারাসিনহাম এবং  প্রিন্স আলমগীর, প্রয়াত উলফাৎ  কবির, স্থপতি মইনুল খানসহ আরো অনেকের কাছে। সাদাত মামুন বিটিভি, মাই টিভি, এশিয়ান  টিভি,  ম্যাজিক বাংলা টিভিসহ বিভিন্ন চ্যানেলে জাদু প্রদর্শন করে আসছেন। তিনি মাই টিভির মাধ্যমে পরিচিতি  লাভ করেন। 


বিভিন্ন স্টেজ শো, কর্পোরেট শো, বিষয় ভিত্তিক শো, ব্রান্ড প্রমোশন শো করে সবার কাছে সমাদৃত। বর্তমান সময়ের অভিনব ম্যাজিক ম্যান্টলিজমে স্পেশালিষ্ট হিসাবে পরিচিত।  প্রয়াত গুরুজী উলফাৎ কবির ম্যাজিশিয়ান সাদাত মামুন এর প্রতি  খুশী হয়ে সজ্জন যাদুশিল্পী হিসাবে  অভিহিত করেন। তিনি  দেশ ও বিদেশ থেকে ম্যাজিক কোর্স সম্পন্ন করে সনদপ্রাপ্ত হন।  বর্তমান সময়ে  তিনি জুলাইয়ের বিপ্লবে শহীদের উপর ম্যাজিক পরিবেশন করে ব্যাপক ভাবে প্রশংসিত হন। তিনি শহীদ মিনারে শহীদ আবু সাঈদ  এর উপর, টি এস সিতে মুগ্ধ এর উপর,  বকুলতলায় শহীদ বিপ্লবী ছাত্রদের উপর ম্যাজিক পরিবেশনা করে ব্যাপক আলোচনায় আসেন। 


বর্তমানে  তিনি ম্যাজিকের উন্নয়নের জন্য টি এস সি তে ম্যাজিকের প্রশিক্ষণ দিচ্ছেন৷ যা তরুণ প্রজন্মকে এই শিল্পের প্রতি আগ্রহী করে তুলছে। তিনি প্রতি  শুক্রবার ও শনিবার টি এস সি  ম্যাজিক প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি বলেন,এক সময় বাঙ্গাল মূলকের যাদু বিশ্বব্যাপী প্রশংসিত ছিল যা আমরা কালক্রমে হারিয়ে ফেলেছি।  ভালো মানের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে বিশ্ব বাজারে পরিচিত করে হারানো ঐতিহ্য  ফিরিয়ে আনা  আমাদের মুল লক্ষ্য।



আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫