Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ২০২জন দেখেছেন

Image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট মো. আবুল খায়েরসহ অন্যান্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক সরকারি বিধি বিধান এবং শেয়ার বাজার আইন লঙ্ঘনপূর্বক শত শত কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিধায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক। 

আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়।


আরও খবর



শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশন-এর আত্মপ্রকাশ

প্রকাশিত:মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৯৯জন দেখেছেন

Image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

              গণমাধ্যমকর্মীদের কল্যাণে'' এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশন-এর আত্মপ্রকাশ হয়েছে। সোমবার রাতে শিবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে এই সংগঠনটির আত্মপ্রকাশ হয়। সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারেক রহমান। এছাড়া সহ-সভাপতি পদে খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মোহা. মামুন উর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুক্ত খবরের উপজেলা প্রতিনিধি শামসুন্নাহার সোহানা, কোষাধ্যক্ষ আমার বাঙলা পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আতিক ইসলাম সিকো, নির্বাহী সদস্য বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাদিম হোসেন ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ফরহাদ হোসেন।



আরও খবর



উপজেলা পর্যায়ে বিভিন্ন অংশীদারদের সাথে পানির প্রবেশীধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৫০জন দেখেছেন

Image

স্ট্যাফ রিপোর্টার: 

বাগেরহাটের শরনখোলায় উওরন এ্যাকসেস প্রকল্পের আয়োজনে শরনখোলা উপজেলার  ১ নং ধানসাগর 

২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের সি এস ও এবং সি বি ও সদস্যদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় উপজেলা অফিসার্স ক্লাবে।

২৯-১০-২০২৫ ইং তারিখ রোজ বুধবার  বিকাল  ০৩ টায়  উক্ত সভায়  উপস্থিত ছিলেন :  রঞ্জন নিকোলাস 

এ্যাডভোকেসি নেটওয়ার্কিং এ্যান্ড মাইগ্রেশন অফিসার। উক্ত কর্মশালা সার্বিক সহযোগীতায় ছিলেন : মোঃ রুহুল আমিন ও অনিত দাস (সি ডি ও) শরনখোলা আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি। সুশীল সমাজ ও সাধারণ পানি ব্যবহারকারী উপকারভোগী ব্যক্তিবর্গ। কর্মশালায় উত্তরণ এ্যাক্সেস প্রকল্পের কর্মকর্তারা বলেন: পানি সম্পদের প্রবেশাধিকার এবং ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে নাগরিক প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় তারা  সকলকে পানির সঠিক ব্যাবহার ও সংরক্ষণের সম্পর্কে অবহিত করেন। এছাড়া ও নিরাপদ পানির উৎস চিহ্নিত করার কথা বলেন। এই ক্ষেত্রে তারা  সমাজের যুব সম্প্রদায়ের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। তারা তাদের বক্তবে আরও উল্লেখ করে বলেন ভবিষ্যতে স্থানীয় পানি উন্নয়ন কমিটিতে যুবকদের প্রতিনিধিত্ব করার সুযোগ রাখার কথা  জানান। 

সভায় সাংবাদিক সহ উত্তরণ অ্যাক্সেস প্রকল্পের উপকারভোগী  সি এস ও এবং সি বি ও সদস্যরা উপস্থিত ছিলেন। 


মোঃ কামরুল ইসলাম টিটু 

বাগেরহাট শরনখোলা 



আরও খবর



রায়পুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন প্রশাসন

প্রকাশিত:সোমবার ২০ অক্টোবর ২০25 | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১১০জন দেখেছেন

Image

‎খোরশেদ রনি : ‎‎লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

‎‎অনুষ্ঠানে রায়পুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৭৪ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

‎‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় সাংবাদিকরা।

‎‎প্রধান অতিথি রাজীব কুমার সরকার তাঁর বক্তব্যে বলেন, “এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ। তাদের মেধা ও সততা দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।”

‎‎অনুষ্ঠানটি শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও ইউএনওর সঙ্গে ছবি তোলেন এবং ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্যের অঙ্গীকার ব্যক্ত করেন।


আরও খবর



নিউ ইয়র্কে ভোটে জয়ের পথে মামদানি, মার্কিন রাজনীতিতে নতুন আশার সঞ্চার

প্রকাশিত:বুধবার ০৫ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৩৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ

নিউ ইয়র্কবাসী মঙ্গলবার একজন তরুণ মুসলিম বামপন্থীকে মেয়র হিসেবে নির্বাচিত করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। যার ফলে মেয়র হিসাবে ভোটে জয়ের পথে তরুণ বামপন্থী মামদানি। 

দেশটির স্থানীয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে টালমাটাল অবস্থা সম্পর্কে প্রথমবারের মতো মার্কিন ভোটাররা রায় দিয়েছেন বলে মনে করা হচ্ছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জোহরান মামদানির উত্থান সংবাদমাধ্যমের শিরোনামে প্রাধান্য পেলেও, ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার প্রায় ১০ মাস পর ভার্জিনিয়া এবং নিউ জার্সিতে গভর্নর পদ এবং ক্যালিফোর্নিয়ায় পুনর্গঠনের প্রস্তাবকেও মার্কিন রাজনৈতিক মনোভাবের প্রাথমিক পরিমাপ হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের রাতে ভার্জিনিয়া ডেমোক্র্যাটরা তাদের প্রাথমিক জয় উদযাপন করেছে। অ্যাবিগেল স্প্যানবার্গার রিপাবলিকানদের কাছ থেকে গভর্নরের পদ দখল করেছেন।  যা আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণের জন্য পুনরুজ্জীবিত বিরোধী দলের ইঙ্গিত দিতে পারে।

নিউ ইয়র্কে, ৩৪ বছর বয়সী মামদানি একজন স্বঘোষিত সমাজতন্ত্রী। তিনি ডেমোক্রেটিক মনোনয়ন নিশ্চিত করতে তার চমকপ্রদ বিজয়ের আগে প্রায় অজ্ঞাত ছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাওয়া মামদানিকে ‘ইহুদি বিদ্বেষী’ হিসাবে চিহ্নিত করেছেন।

তিনি সাধারণ নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় হ্রাস করার দিকে মনোনিবেশ করেছেন। তার অনানুষ্ঠানিক ব্যক্তিগত স্টাইল এবং ভোটারদের সাথে রাস্তায় হাঁটার সময় সোশ্যাল-মিডিয়া-বান্ধব ক্লিপগুলোর মাধ্যমে সমর্থন তৈরি করেছে।

সর্বশেষ জরিপে মামদানি প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়েছেন, যা রাজ্যের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোর থেকে বেশ কয়েক পয়েন্ট এগিয়ে, যিনি একজন ডেমোক্র্যাট, যিনি প্রাইমারিতে পরাজিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গার্ডিয়ান অ্যাঞ্জেলস সিটিজেন ক্রাইম পেট্রোল গ্রুপের প্রতিষ্ঠাতা রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ২৪ শতাংশ ভোট পেয়েছেন।


আরও খবর



বেনাপোল শিবির নেতার গুম রহস্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত দল, সাবেক ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ।

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৯২জন দেখেছেন

Image

আনোয়ার হোসেন.নিজস্বপ্রতিনিধিঃ

                     বেনাপোলে ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন নিখোঁজ হওয়ার ৮ বছর পার হবার পরে ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যবিশিষ্ট একটি বিশেষ টিম ১৫ই অক্টোবার বুধবার ঘটনাস্থল এ তদন্ত শুরু করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তদন্তের সময় বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল ইসলাম, সভাপতি ডাঃ. মোঃ. ইমরান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ দলীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। রেদওয়ানের চাচা আব্দুল খালেক জানান, গত ২০১৬ই সালের ৪ঠা আগস্ট বিকেলে বেনাপোল ভূমি অফিসের সামনে থেকে পোর্ট থানা পুলিশের সদস্যরা রেদওয়ানকে তুলে নিয়ে যায়। তারপর থেকে আজএখনো পর্যন্ত তার কোনো খোঁজ আমরা পাইনি।  তিনি বলেন, “আমরা থানা ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু কেউ কোনো তথ্য দেয়নি। আমার ভাইয়ের ছেলের গ্রেফতারের দিনই শেষবার দেখেছি।  রেদওয়ানের ভাই রিপন হোসেন জানায়, “আমরা থানায় গিয়ে জানতে চাইলে তৎকালীন ওসি অপূর্ব হাসান আমাদের বলেন, ‘তোর ভাই তুরস্কে গিয়ে আইএসে যোগ দিয়েছে, তোরা তাকে আর পাবি না। উনি আরও হুমকি ধামকি দেয়, ‘যদি বেশি খোঁজ খবর করিস, তোদের পুরো পরিবারকেই বালির নিচে চাপা দিয়ে রাখবো।  পরিবারের দাবি, এই ঘটনার পর তারা থানায় জিডি করতে গেলে পুলিশ তাহা গ্রহণ করেননি। ফলে দীর্ঘ ৮ বছর ধরে তারা ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ সদস্যবিশিষ্ট দল গত বৃহস্পতিবার বেনাপোল এসেছে স্থানীয় সূত্র ও পরিবারের সঙ্গে কথা বলেন। তারা রেদওয়ানের পরিবারের জবানবন্দি রেকর্ড করেন এবং সেই সময় উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় নেতারা। টিমের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা এখনো প্রাথমিক তথ্য সংগ্রহের পর্যায়ে আছি। এটি একটি মানবাধিকার সংশ্লিষ্ট ঘটনা হতে পারে।  বেনাপোলের রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জামায়াতের আমির রেজাউল ইসলাম বলেন, রেদওয়ান ছিল এলাকার একজন মেধাবী ও সংগঠিত তরুণ। তাকে অন্যায়ভাবে থানায় তুলে নিয়ে গুম করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।অন্যদিকে পুলিশ সূত্র জানিয়েছে, “ঘটনাটি অনেক পুরনো, তবে তদন্তের স্বার্থে সব দিক যাচাই করা হচ্ছে।  রেদওয়ান হোসেন বেনাপোল ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৬ সালের আগস্টে তাকে গ্রেফতারের পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই সময়ে বেনাপোল পোর্ট থানার ওসি ছিলেন অপূর্ব হাসান। পরিবার অভিযোগ করেছে, রেদওয়ানের নিখোঁজ হওয়ার পর পুলিশ ও প্রশাসন কোনো সহায়তা না দিয়ে বরং ভয়ভীতি দেখিয়ে। সম্প্রতি বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজরে আশার পর পুনরায় তদন্ত শুরু হয়েছে। রেদওয়ানের চাচা জানায়, “আমরা শুধু আমাদের সন্তানের মরদেহটা পেলেও শান্তি পেতাম। আট বছর ধরে অপেক্ষা করেছি। এখন শুধু আল্লাহর বিচার আর আদালতের রায় চাই বলে জানান।


আরও খবর