Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১৭০জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার : সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে, দেবীদ্বার থানা পুলিশকে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেফতার সাদ্দাম হোসেন দেবীদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা থেকে সাদ্দাম হোসেনের গ্রেফতারের বিষয়টি দেবীদ্বার থানায় জানানো হয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস। বলেন, আজ মঙ্গলবার বিকেলের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে তাকে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন যথাক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে।


আরও খবর



সাত বছর পর জিম্বাবুয়ে দলে ফিরলেন ক্রেমার

প্রকাশিত:শনিবার ২৫ অক্টোবর 20২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৮৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ সাবেক অধিনায়ক ও লেগ-স্পিনার গ্রায়েম ক্রেমারকে ফিরিয়ে এনে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ে জাতীয় দলে ফিরলেন ৩৯ বছর বয়সি ক্রেমার।

২০১৮ সালের মার্চে হারারেতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রেমার। 

২০০৫ সালে অভিষেকের পর জিম্বাবুয়ের জার্সিতে ১৯ টেস্টে ৫৭ উইকেট, ৯৬ ওয়ানডেতে ১১৯ উইকেট এবং ২৯টি টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়েছেন ক্রেমার। জাতীয় দলকে ৮ টেস্ট, ৩৫ ওয়ানডে এবং ৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্বের দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে জিম্বাবুয়ে। পেসার ট্রেভর গুয়ান্ডুর জায়গায় দলে নেওয়া হয়েছে ক্রেমারকে। আঞ্চলিক বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। 

২৯ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ অক্টোবর এবং ২ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে হারেরেতে। টি-টোয়েন্টির আগে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে ইনিংস ও ৭৩ রানে জয় পায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, তাশিংগা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড নগারাভা ও ব্রেন্ডন টেইলর।


আরও খবর

বিপিএলের পাঁচ দলের নাম প্রকাশ করল বিসিবি

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫




বৈশ্বিক নতুন অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ আবশ্যক: বক্তারা

প্রকাশিত:সোমবার ২৭ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৫৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তির বর্তমান সময়ের অর্থনৈতিক কার্যক্রমে ক্রমশ পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। যা মোকাবেলায় বাংলাদেশকে দক্ষ মানবসম্পদ তৈরিতে অধিক হারে মনোনিবেশ করা জরুরি।

এছাড়াও দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যকার সমন্বয় সাধনের পাশাপাশি শিক্ষা ও শিল্পখাতের সম্পর্ক উন্নয়নের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

আজ রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে স্মার্ট মানবসম্পদ উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী।

ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, প্রশিক্ষণ প্রদানে নিয়োজিত সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা রয়েছে। 

সেই সঙ্গে মানবসম্পদের দক্ষতা উন্নয়নে সকল স্তরের সচেতনতার অভাবের বিষয়টিও পরিলক্ষিত হচ্ছে। 

প্রতিষ্ঠার পর থেকে এনএসডিএ নিজের আইনগত কাঠামো, ভৌত ও প্রশাসনিক অবকাঠামোর ওপর নজর দিলেও বর্তমানে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণের ওপর বেশি মনোযোগী হয়েছে।

নির্বাহী চেয়ারম্যান জানান, জাপানে ১ লাখ দক্ষ বাংলাদেশি প্রেরণের লক্ষ্যে সরকারি ও শিক্ষাখাতের সহায়তায় জাপানি ভাষা শেখানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের ওপর তিনি জোরারোপ করেন। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে মানবসম্পদের দক্ষতা উন্নয়নের বিষয়টি সম্পৃক্ত করার পাশাপাশি সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বাড়ানোর প্রস্তাব করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লব কেবল প্রযুক্তিগত পরিবর্তন নয় বরং উৎপাদন ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং শ্রমবাজারে গভীর ও মৌলিক রূপান্তর এনেছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের শিল্প ও সেবাখাতে ব্যাপক প্রভাব ফেলছে।

তিনি জানান, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের তথ্য মতে আগামী পাঁচ বছরে বর্তমান চাকরির বাজার প্রায় এক-চতুর্থাংশ বদলে যাবে। ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ১৭ কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও একই সময়ে ৯ কোটি ২০ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

ডিসিসিআই সভাপতি আরও বলেন, এলডিসি পরবর্তী সময়ের প্রতিযোগিতায় টিকে থাকতে স্মার্ট মানবসম্পদই হবে বাংলাদেশের একমাত্র হাতিয়ার। তবে তাদেরকে প্রযুক্তিনির্ভর নতুন যুগের কর্মসংস্থানে নিজেদের উপযুক্ত করে তুলতে হবে। বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, কারিগরি শিক্ষার ওপর অধিক হারে গুরুত্বারোপ এবং শিক্ষা ও শিল্পখাতের সমন্বয় বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন ডিসিসিআই সভাপতি।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং অধ্যাপক ড. এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, এটুআই ও ইউএনডিপি’র ২০১৯ সালের গবেষণায় দেখা যাচ্ছে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক, খাদ্য ও কৃষি, ফার্নিচার, পর্যটন ও হসপিটালিটি খাতে প্রায় ৫৩ লাখ ৮ হাজার লোকের কর্মসংস্থান হারানোর সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় দেশের কর্মরত মানবসম্পদকে প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের ওপর অধিক হারে গুরুত্বারোপ করতে হবে।

তিনি সামগ্রিক শিক্ষা কার্যক্রমের যুগোপযোগীকরণের পাশাপাশি কারিগরি শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাব করেন। এছাড়াও দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাজেট বরাদ্দ নিশ্চিতের ওপর জোরারোপ করেন নিয়াজ আসাদুল্লাহ।

অনুষ্ঠানের নির্ধারিত আলোচনায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের যুগ্ম-সচিব (আইসিটি ডিভিশন) মোহাম্মদ সাইফুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাজেদুল ইসলাম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, ট্রান্সকম গ্রুপের কর্পোরেট মানবসম্পদ বিভাগের প্রধান এম সাব্বির আলী, ব্রিটিশ আমেরিকান টোবাকোর রিজিওনাল সিনিয়র ম্যানেজার খান মোহাম্মদ শফিকুল আলম, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসরুর আলী এবং ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবীর অংশগ্রহণ করেন।

হাই-টেক পার্কগুলোতে একক ও যৌথ বিনিয়োগের জন্য দেশীয় ও বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ সাইফুল হাসান।

অধ্যাপক ড. শামস রহমান বলেন, শিল্পখাতের চাহিদার নিরিখে দেশের শিক্ষা ব্যবস্থায় দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারছে না। তাই দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষা-শিল্পখাতের সমন্বিত কার্যক্রম জরুরি।

আইসিএমএবি সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আমাদের শিক্ষার্থীদের মাত্র ২০ শতাংশ তাদের দক্ষতা অনুযায়ী চাকরি পেয়ে থাকে এবং প্রায় ২ মিলিয়ন শিক্ষার্থী বেকার রয়েছে। এ অবস্থা মোকাবেলায় কারিগরি শিক্ষার ওপর জোরারোপ ও সমাজের সকল স্তরের মানসিকতা পরিবর্তনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তথ্যপ্রযুক্তি ও অটোমেশনের ফলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, সে বিষয়ে উদ্যোক্তাদের আরও সচেতনতা বাড়ানো, সরকারি সংস্থাগুলোর মধ্যকার সমন্বয় বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম নজরদারির জন্য একটি আলাদা জাতীয় কাউন্সিল স্থাপনের প্রস্তাব করেন এম সাব্বির আলী।

খান মোহাম্মদ শফিকুল আলম বলেন, দক্ষতা উন্নয়নে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা কারিকুলামের যুগোপযোগীকরণে প্রয়োজনীয় সংস্কার জরুরি।

অধ্যাপক ড. মোহাম্মদ মাসরুর আলী বলেন, গ্রাম ও শহরের বিদ্যালয়গুলোর শিক্ষামানে বড় ধরনের পার্থক্য রয়েছে। ফলে আমাদের শিক্ষার্থীরা প্রাথমিক স্তর থেকেই বৈষম্যের শিকার হচ্ছে, তাই শিক্ষার সকল স্তরে মান নিশ্চিত করা জরুরি।

রাইসুল কবীর বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে দ্রুত ও মানসম্মত কাজের চাহিদা বাড়ছে। এর কারণে কর্মসংস্থান সংকুচিত হওয়ার সম্ভাবনা কম, তবে ভবিষ্যতের চাহিদার নিরিখে প্রশিক্ষণের মাধ্যমে এ খাতের মানবসম্পদের দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে হবে।

মুক্ত আলোচনায় ডিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি এম আবু হোরায়রাহ বিদেশে দক্ষ মানবসম্পদ প্রেরণের ওপর জোরারোপ করেন। যার মাধ্যমে আরও বেশি হারে রেমিট্যান্স আহরণ সম্ভব, সেই সঙ্গে কারিগরি শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর তিনি জোরারোপ করেন।

এছাড়াও ডিসিসিআই পরিচালক মোহাম্মদ জমশের আলী, স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মীর শাহরুক ইসলাম প্রমুখ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।


আরও খবর



বরিশালের বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুলসহ দু’জন কারাগারে

প্রকাশিত:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বরিশালের বাবুগঞ্জের নাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি কাজী এমদাদুল হক দুলালসহ দু’জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

অপরজন হলেন— হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৭)।

আজ শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার ডিবি-মতিঝিল বিভাগ খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কাজী এমদাদুল হক দুলালকে গ্রেফতার করে। একই দিন পল্টন থানা এলাকা থেকে মোহাম্মদ ইসমাইল মিয়াকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ।

গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করাসহ তাদের কর্মকাণ্ড গতিশীল করার উদ্দেশ্যে সমবেত হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী শ্লোগান দেয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ।


আরও খবর



এপেক সম্মেলনে যোগ দিতে ট্রাম্প দক্ষিণ কোরিয়া যাচ্ছেন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১০৭জন দেখেছেন

Image

আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে আগামী ২৯ অক্টোবর দক্ষিণ কোরিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ২৯ অক্টোবর দক্ষিণ কোরিয়া আসবেন বলে আশা করা হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন। এই সম্মেলন চলবে ১ নভেম্বর পর্যন্ত।

সিউল জানিয়েছে, সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বৈঠকের সম্ভাবনাও ‘উড়িয়ে দেওয়া যায় না’।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় শহর গিওংজুতে অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে।

এ সময়ের মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প হুমকি দিয়েছেন, বেইজিংয়ের রেয়ার-আর্থ টেকনোলজি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় তিনি সি চিনপিংয়ের সঙ্গে এপেক বৈঠক বাতিল করতে পারেন।

তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বুধবার সিএনবিসি’কে বলেছেন, ট্রাম্প এখনও সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন।

ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি সম্ভবত এ বছরই আবারও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। অন্যদিকে পিয়ংইয়ং জানিয়েছে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে কিম ভবিষ্যতে আলোচনায় বসতে আগ্রহী।

ট্রাম্পের প্রথম মেয়াদে দু’জনের মধ্যে তিন দফা বৈঠক হয়েছিল। তবে শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে কোনো স্থায়ী সমঝোতা হয়নি। এর পর থেকে পিয়ংইয়ং নিজেকে একটি ‘অপরিবর্তনীয়’ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।


আরও খবর



খুবিতে সিসা দূষণ প্রতিরোধে মানববন্ধন ও র‍্যালি

প্রকাশিত:মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৫০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার ‘কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়’- এ স্লোগানে ইউনিসেফ বাংলাদেশ'র সহযোগিতা ও ইয়ুথনেট গ্লোবাল' এবং পিওর আর্থ বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে অপরাজিতা ও বিজয় ২৪ হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইয়ুথনেট গ্লোবাল খুলনা জেলার সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ মুগ্ধর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়, সহকারী শিক্ষক মোজাহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন প্রমুখ।

পরে বক্তারা শিশুদের সিসা দূষণ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের ফলে বাতাস, পানি, খাবার, খেলনা, রঙ এবং রান্নার সামগ্রীতে সিসা দূষণ ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। 

এতে শিশুদের স্নায়বিক ও শারীরিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর হুমকি।

বক্তারা অবৈধ সিসা ব্যাটারি রিসাইক্লিং কারখানা দ্রুত বন্ধ ও খাদ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনের কড়া নজরদারি বাড়ানোর আহ্বান জানান। তারা সিসা দূষণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান।


আরও খবর

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫