Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় কমিটি ঘোষণা

পটুয়াখালীতে সমলয় পদ্ধতিতে বোরো চাষের উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৫জন দেখেছেন

Image

পটুয়াখালী প্রতিনিধি : রবি ২০২৪-২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান সমলয় চাষাবাদ এর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ৮০জন কৃষক সঙ্গবদ্ধভাবে ৫০একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো চাষের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইরতিজা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ খাইরুল ইসলাম মল্লিক। এসময় জেলা  অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর এইচএম শামিম, পটুয়াখালী সদর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন ও দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেনসহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।  এতে স্বগত বক্তব্য রাখেন-দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহম্মেদ।


আরও খবর



চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২০জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক : নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন আগামী পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় রয়েছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএলটি-২০ টুর্নামেন্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। গত বুধবার আইএলটি-২০ তে ডেজার্ট ভাইপার্সের অধিনায়ক হিসেবে মাঠে নামলেও, ফার্গুসন নিজের বোলিং কোটা শেষ করতে পারেননি। চোটের কারণে তিনি ইনিংসের শেষ ওভারটি করতে পারেননি এবং মাঠ ছেড়ে চলে যান। মোহাম্মদ আমির বাকি এক বলটি করে ওভার শেষ করেন। ফার্গুসনের দল ডেজার্ট ভাইপার্স সেদিন হেরে যায়, যখন দুবাই ক্যাপিটালস শেষ বলে চার মারায় তাদের জয় নিশ্চিত হয়। ফার্গুসন ম্যাচ শেষে বলেন, "হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক।

আমি শেষ বলটি করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারিনি।" পরবর্তীতে, ফার্গুসন স্ক্যান করানোর পর, নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানান যে চোটের ব্যাপারে বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, ফার্গুসন পাকিস্তানে যাবেন কিনা এবং তার জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি দলে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা হবে কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দুই সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ড দলের জন্য এটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফার্গুসন দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার এবং তার অনুপস্থিতি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। তবে, আইএলটি-২০ তে ফার্গুসন এলিমিনেটর ম্যাচেও খেলেননি, সেখানেও স্যাম কারেন অধিনায়কত্ব করেছিলেন এবং ইনজুরির কারণে ফার্গুসনকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

নিউজিল্যান্ড আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। তার আগে, গতকাল শনিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ত্রিদেশীয় সিরিজ। এখন পর্যন্ত, ফার্গুসনের চোটের অবস্থা সঠিকভাবে জানা না যাওয়ায়, তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।


আরও খবর



ঘরে চাল নেই জ্বলে না চুলা উল্লাপাড়ার ৬০ বছরের বৃদ্ধার জমিলা খাতুনের

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ১০৭জন দেখেছেন

Image

মোঃ রুবেল সরকার : নাম তার জমিলা খান অবিবাহিত স্বামী সংসার হীন বৃদ্ধা ৬০ বছরের জমিলা খাতুনের গল্প বলবো।গল্পটি যখন বর্তমানে যুগে হার মানে বাস্তবে দেখা এক অজপাড়া গাঁয়ে অসহায় বৃদ্ধাকে দেখে ।  জমিলা খাতুন থাকেন পরিত্যাক্ত একটা ভাঙা ঝুপড়ি  ঘরে ,ছেঁড়া পলিথিন, প্লাটিকের বস্তা ও ভাঙা টিনের আদলে ঘরের চারপাশের বেড়া দেওয়া। ঘরে চাল নেই, তাই ঠিকমতো চুলাও জ্বলে না। এভাবেই খেয়ে-না খেয়ে অতি কষ্টে দিন কাটছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূগানগর ইউনিয়নের রাজমান নিচিনপাড়ার নিঃসন্তান বৃদ্ধা ও সহজ সরল অসহায় ৬০ বছরের বৃদ্ধা  জমেলা খাতুনের। প্রচন্ড শীতে কোন রকম দিনাপাত করছেন তিনি। 

স্থানীয় এলাকার মোঃ মোস্তাক সরকার বলেন , উনি একজন অবিবাহিত জমিলা খাতুন স্বামী সংসার না থাকায় কোন রকম ভাবে বোনের বাসায় ঝুপড়ি  ঘর দিয়ে বসবাস করছে এবং চোখে ঠিকমতো দেখতে না পাওয়ায় গ্রামের লোকজনের কাছে এক বেলা খেয়ে না খেয়ে চলছে তার জীবন । যখন কেউ খাবার দেয় না খাবার পেলে না খেয়ে থেকে এ ভাবেই চলছে তার জীবন যাপন। তার আছে এক ভাই এক বোন তারাও ছোট খটো ব্যবসা করে তাদের সংসার চালাতে হিমশিম খায় যতটকু পারে তাতের সাধ্যমত  সাহায্য করে। কিন্তু একজন মানুষের যতটুকু চলার জন্য যতটুকু খাবার ও বাসস্থান পাওয়ার দরকার তারা তা ঠিকমতো দিতে পারে না। তার ভাই বোনের অভাব অনটান থাকায় তাকে পর্যাপ্ত তাকে চিকিৎসা ও খাবার পর্যাপ্ত দিতে পারে না।শীর্ণ জীর্ণ  জবমিলার খাতুনের এমন করুণ চিত্র চোখে পড়ে।

অসহায় জমিলা খাতুনের সাথে কথা হলে তিনি  বলেন, যে জায়গায় ঝুপড়ি ঘর এটা আমার বোনের জায়গায় তুলে আছি। বর্ষায় বৃষ্টির সময় ঘরের মধ্যে ঝর ঝর কইরা পানি পরে। শীতের সময় লাগে শীত। ভালো মতো ঘর তোলার টাহা পয়সা আমার নাই। একখান সরকারি ঘর পাইলে আমার আর কষ্টো থাকতো না। যে ঘরডায় থাহি তা মানষের টাহায় কোন রকম ঝুপড়ি ঘর তুলে আছি। সরকারি ঘর পামু কই! দেবে কেডা। এর আগে মেম্বার চেয়ারম্যানের দুয়ারে দুয়ারে বহুত ঘুরছি। শরীর যখন ভালা আছিলো মানুষের কাম কাইজ কইরা যা জোডে হেই দিয়াই চলেছি এহন আর কামকাজ করতে পারি না আর চোখে ছানি পড়ায় ঠিক মতো দেখবার পারি না। হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতা করলে শেষ বয়সে  ভালো থাকতে পারতাম। বিয়ে না করায় আল্লায় আমার স্বামী সংসার নাই এমনটাই  কান্না জড়িত কন্ঠে বলছিলেন জমিলা খাতুন। তাই সকল মানবিক হৃদয়বান ব্যক্তিদের সাহায্য নিয়ে এগিয়ে আসার আহব্বান রইলো বৃদ্ধা পাশে এসে দাঁড়ানোর।



আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কোনো সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:  সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবির প্রতি কোনো সহানুভূতি প্রকাশ করেননি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই এবং দাবির মুখে সরকার আর নতুন কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। 

রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

এসময় শিক্ষা উপদেষ্টা বলেন, “তিতুমীর কলেজের ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা নেই। আমাদের সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপগুলি সর্বজনীন উন্নয়নের দিকে চালিত, এবং কোনো দাবির মুখে আমরা নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারব না।”

ড. মাহমুদ আরও বলেন, “এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা উচিত, কারণ এটি দেশের সবচেয়ে পুরনো কলেজ। রাজশাহী কলেজের ইতিহাস এবং ঐতিহ্য দেশজুড়ে সুপরিচিত।” 

তিতুমীর কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায় এবং তারা জনদুর্ভোগ চায় না। আমি তাদের অনুরোধ জানাই, জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে তারা দ্রুত ক্লাসে ফিরে আসুক।” 

তিনি উল্লেখ করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মধ্যে সম্পর্কের অভাব রয়েছে, যার কারণে সাত কলেজের শিক্ষার্থীদের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য একটি কমিটি কাজ করছে। তবে, আমি আবারও বলছি, এসব দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়।”

উল্লেখ্য, শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছে। তারা দাবির সমর্থনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তবে শিক্ষা উপদেষ্টা তার অবস্থান পরিষ্কার করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, “দেশে বর্তমানে প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোর অর্ধেকই গত সাত বছরে প্রতিষ্ঠিত হয়েছে। যদি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করি, তবে তা দেশের শিক্ষাব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারি না যা আগামী সরকারের জন্য সমস্যা তৈরি করবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মাহমুদ বলেন, “এ বিষয়ে মন্ত্রণালয় থেকে যে প্রেসবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে আমি বিশেষ সুবিধার কথা বলিনি। আমার বক্তব্যে কখনোই ‘বিশেষ সুবিধা’ শব্দটি ছিল না, এটি একটি ভুল বোঝাবুঝি হতে পারে।” 

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের দাবির বাস্তবায়ন নিয়ে পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তবে শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন, বর্তমান সরকারের পরিকল্পনায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কোনো সুযোগ নেই।


আরও খবর



গাইবান্ধায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৫জন দেখেছেন

Image

গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাইবান্ধা জেলা এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী প্রমুখ।

বক্তারা পরিচ্ছন্নতা বজায় রাখি, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখি, সঠিকভাবে রান্না করি, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করি, নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহার করি সহ নিরাপদ খাদ্যের উপর বিস্তারিত আলোচনা করেন


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




বিএনপি নেতার ফিটনেস বিহীন বাসে কাবু শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৮জন দেখেছেন

Image

খোরশেদ রনি : লক্ষ্মীপুরে নেশাগ্রস্ত ও অদক্ষ চালক দিয়ে চলে শিক্ষা প্রতিষ্ঠানের বাস এমন অভিযোগ উঠেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে। 

ফিটনেস বিহীন গাড়ি, অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। গত বৃহস্পতিবার বিকেলে (৩০ জানুয়ারি) প্রতিষ্ঠানটির একটি বাস ফাঁকা রাস্তায় দুর্ঘটনার শিকার হয়। রায়পুর উপজেলার সোনাপুর ইউপির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছে চালকসহ ১৫ শিক্ষার্থী। 

পরে আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়। অভিভাবকরা বলছেন, দুর্ঘটনা নিয়ে থোড়াই কেয়ার পজিশনে রয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। দুর্ঘটনার পর শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে আহনাফ ও কিবরিয়া ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেয়। আখতার হোসাইন খাঁন নামে এক শিক্ষক বলেন, প্রায় ৭-৮ জন ইনজুরি হয়েছে, প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স ফারুকীয়ানস অ্যাসোসিয়েশন।

জানা যায়, দুর্ঘটনার শিকার ফিটনেস বিহীন বাসটির মালিক রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল ইসলাম মিঠু। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার পতনের পর প্রতিষ্ঠানটির সংস্কারে ১১ দফা দাবি জানায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। যার ৮ নম্বর দফায় উল্লেখ করা হয়- পরিবহন খাতে শিক্ষকদের পাশাপাশি প্রশাসনিক বা পরিবহন কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি বাতিল করতে হবে। প্রতিমাসে ড্রাইভার ও হেল্পারদের ডোপ টেস্ট করতে হবে এবং বাসে সেই ডোপ টেস্ট রিপোর্ট দৃশ্যমান রাখতে হবে। পাশাপাশি সকল শিক্ষার্থীর বসার আসন নিশ্চিত করতে হবে। ছয় মাস পেরিয়ে গেলেও দফাটি কার্যকর করা হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছে ১০ম ব্যাচ ছাত্র হাসান রাকিব। 

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, বিএনপি নেতা নাজমুল ইসলাম চুক্তিবদ্ধ হয়ে বাস সার্ভিস দিচ্ছেন। ফিটনেস বিহীন গাড়ি পরিবর্তনে তাকে বারবার তাগাদা দেওয়া হলেও তিনি সেটি শুনছেন না।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫