Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের বেলুচিস্তানে সেনা-বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষে ৪২ জন নিহত

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শনিবার (১ ফেব্রুয়ারি) সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে ৪২ জন প্রাণ হারিয়েছেন। পাকিস্তান সামরিক বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, এই সংঘর্ষের ফলে ১৮ সেনা এবং ২৪ বিদ্রোহী নিহত হয়েছেন। 

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা সড়ক অবরোধ তৈরি করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তা সরিয়ে ফেলতে যায়, আর এর ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে। মাঙ্গোচার শহরের কাছে একটি সেনা বাহিনীর কনভয়ে হামলা চালানো হয়, যেখানে প্রায় ৭০ থেকে ৮০ জন সশস্ত্র হামলাকারী সেনাদের ওপর গুলি চালায়। এতে তিন সেনা গুরুতর আহত হন এবং দুজন কোনোমতে পালিয়ে যান। 

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী "বেলুচ লিবারেশন আর্মি" (BLA) এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানায়, হামলায় ১৭ সেনা নিহত হয়েছে, তবে সামরিক বাহিনী তাদের ক্লিয়ারেন্স অপারেশনের মাধ্যমে আরও ১১ জন বিদ্রোহীকে হত্যা করার দাবি করেছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে, দেশটির সরকার বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রয়েছে। 

এদিকে, গত কয়েক বছরে বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী হামলার হার বেড়ে গেছে। খনিজ সম্পদে সমৃদ্ধ এই প্রদেশটি পাকিস্তানের জন্য অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও, এখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিভিন্ন সময় স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। 

২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, বেলুচিস্তানসহ পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সামরিক বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।  

এছাড়া, ২৮ জানুয়ারি আফগান সীমান্তের কাছে একটি বোমাবাহী গাড়ি হামলা চালানোর চেষ্টা করেছিল একটি ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী, তবে তাদের প্রচেষ্টা নিরাপত্তা বাহিনী প্রতিহত করতে সক্ষম হয়।


আরও খবর



দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী 20২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এর আগে, সুইজারল্যান্ড সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জানা গেছে, এই সফরে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা।‌ এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

এর মধ্যে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ৪টি, মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ৪টি, জাতিসংঘ বা এ জাতীয় সংস্থার প্রধান বা শীর্ষ নির্বাহীদের সঙ্গে ১০টি, সিইও বা উচ্চপর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে ১০টি, ডব্লিউইএফ আয়োজিত অনুষ্ঠান ৯টি (যার মধ্যে আনুষ্ঠানিক রাতের খাবার ও মধ্যাহ্নভোজ ৪টি), গণমাধ্যমে অংশগ্রহণ ৮টি ও অন্যান্য ২টি অনুষ্ঠানে অংশ নেন তিনি। পুরো সফরেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূশ বেশ ব্যস্ত সময় কাটান।

গত সোমবার (২০ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ড. ইউনূস। পরদিন মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডে পৌঁছান।


আরও খবর



আশুলিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | ৫১জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

সোমবার  (২৭ শে জানুয়ারি ২০২৫) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট আড়িয়ারার মোড় এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তারা। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো: তামিম। বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ গাজীরচট এলাকায় একটি কারখানায় সমন্বয়ক পরিচয় দিয়ে বারবার গিয়ে বিরক্ত করছিল। পরে বিষয়টি জানতে পেরে তাদের সাথে কথা বলতে যান তারা। একপর্যায়ে কারখানার লোকজনের সাথে কথা কাটাকাটি হয় এবং ভুল বুঝাবুঝি হয়। সে সময়ের একটি ভিডিও ধারণ করে একটি পক্ষ। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। এতে আমাদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। যার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেছি।

এসময় উপস্থিত ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ্জাহান সৌরভ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আহান্তি অনু মেঘলা ও হৃদয় হাসান সহ আরও অনেকে। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




বিদায়ী ভাষণে যা বললেন জো বাইডেন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার আগে বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিলেন জো বাইডেন।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাঁর অর্জনকে হুমকির মুখে ফেলেছে প্রভাবশালী শক্তি। ক্ষমতা, মুনাফার স্বার্থে তারা এই কাজ করছে। ফিলিস্তিনের গাজায় ১৫ মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। এই প্রসঙ্গটিও বাইডেনের ভাষণে উঠে এসেছে। 

যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন, গত বছরের মে মাসে একটি প্রস্তাব দিয়েছিলেন। এখন যে চুক্তিটিতে উভয় পক্ষ সম্মত হয়েছে, তা তাঁর প্রস্তাবিত কাঠামোর ওপর ভিত্তি করেই করা।

প্রাইমটাইমে দেয়া ভাষণে ৮২ বছর বয়সী বাইডেন বলেন, আজ আমেরিকায় চরম সম্পদ, ক্ষমতা ও প্রভাবের একটি অলিগার্কি বিকশিত হচ্ছে, যা আক্ষরিক অর্থে যুক্তরাষ্ট্রের সমগ্র গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। এটি খুব অল্পসংখ্যক অতিধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট একটি অতি-ধনীক ‘প্রযুক্তি শিল্প কমপ্লেক্স’ সম্পর্কেও আমেরিকানদের সতর্ক করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি নিয়ন্ত্রণহীন ক্ষমতা অর্জন করতে পারে। দেশের জন্য সত্যিকারের বিপদ ডেকে আনতে পারে।

তিনি বলেন, আমেরিকানরা ভুলতথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়ে যাচ্ছে, যা ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফ্ল্যাটফর্মগুলোর জবাবদিহির আহ্বান জানান তিনি।

বাইডেন বলেন, এআই বিপুল সম্ভাবনা উপহার দিতে পারে। তবে এ ক্ষেত্রে প্রহরা না থাকলে তা নতুন হুমকির জন্ম দিতে পারে।

রূপান্তরমূলক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনের ওপর নেতৃত্ব নিতে হবে বলে উল্লেখ করেন বাইডেন। তিনি তাঁর প্রশাসনের সাফল্যের জন্য গর্বিত।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁরা একত্রে যা করেছেন, তার সম্পূর্ণ প্রভাব অনুভব করতে সময় লাগবে। কিন্তু বীজ রোপণ করা হয়েছে। সেগুলো বেড়ে উঠবে, দশকের পর দশক ধরে প্রস্ফুটিত হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। ২০২৪ সালের নির্বাচনেও বাইডেন লড়তে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রার্থী হয়ে ট্রাম্পের কাছে পরাজিত হন।


আরও খবর



চলতি বছরে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে: দুদু

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শাসসুজ্জামান দুদু বলেছেন, অন্তবর্তী সরকারের ওপর আস্থা রয়েছে। তারা দ্রততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গনতন্ত্রমূখি করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। তবে দেশে চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তবর্তী সরকারের কিছু সদস্য সন্তানতুল্য। তারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত। সব ভূল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বাজার ব্যবস্থা স্বভাবিক হবে না। সংকট থেকেই যাবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিগত ষোল বছরের আন্দোলনের নেতা তারেক রহমান একটি নতুন পরিবর্তনের দিকে বাংলাদেশকে নিয়ে গেছে, গণঅভুত্থ্যানকে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের প্রেক্ষিতে বাংলাদেশটাকে গণতন্ত্রীমূখী করতে হবে। গোষ্ঠিতন্ত্রের বাহিরে গিয়ে জনগণের বাংলাদেশ গড়তে হবে। এই লক্ষ্যে আমাদের বিভিন্ন জেলায় সাংগঠনিক সভা চলছে, এই সভা অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই সভার মধ্য দিয়ে নির্বাচন পক্রিয়ার মাধ্যমে কমিটি হচ্ছে বা হবে যেটি এখকার সবথেকে আনন্দ ও গুরুত্বপূর্ণ।

এতে প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জমাান সামুর সভাপতিত্বে ও  সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরও খবর



যৌথ সিদ্ধান্ত: সীমান্তে ১৫০ গজের মধ্যে শুধু কৃষক ঢ়ুকবে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | ২৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : বিজিবি ও বিএসএফ বুধবার রাজশাহী ও মালদা সীমান্তে শান্তি বজায় রাখতে সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে। 

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমে বিবৃতি দিয়ে বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে জানান। তিনি জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে দুইপক্ষ একমত হয়েছে।

সেই সঙ্গে সীমান্তের যেকোনো সমস্যায় বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা, মিডিয়ার মাধ্যমে গুজব না ছড়ানো, স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানে বিরত রাখারও সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।

বৈঠকে বিজিবির প্রতিনিধিদের নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে ছিলেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫