Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ২২১জন দেখেছেন

Image

নিজেস্ব প্রতিনিধি: অদ্য ১০ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১৪:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে দক্ষিণ কেরানাীগঞ্জ থানার মামলা নং-৩০(১২)২১, বিঃ ট্রাই-৪৫/২২, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ; অস্ত্র মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ১৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামী মোঃ মাসুম @ চুল্লু মাসুম (৩৫), পিতা-মোঃ মৃত অলিল মিয়া, সাং-খেজুরবাগ কবরস্থান, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা’কে গ্রেফাতার করে ।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষনার পর থেকে ঢাকার কেরণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল।

 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরও খবর



দলিল লেখকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন

প্রকাশিত:বুধবার ২৯ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৫৫জন দেখেছেন

Image

স্ট্যাফ রিপোর্টারঃ

গাইবান্ধা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নে দলিল লেখকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। মোস্তাফিজুর রহমান মল্লিক বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে তাঁকে বুধবার সংবর্ধনা দেয়া হয়।   

গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক, সহকারী নকল নবীশ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা শহর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ ও বিশেষ অতিথি ছিলেন সদর সাব রেজিস্ট্রার মো. লাবীব আফতাব। 

বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা শাখার সভাপতি আব্দুস সামাদ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ, অফিস সহকারী আনিছুর রহমান, দলিল লেখক সমিতির সদস্য শহিদুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দলিল লেখক জাহাঙ্গীর আলম। 

সংবর্ধনার জবাবে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক বলেন, দেশের ৩০ লাখ দলিল লেখক রয়েছেন। তারা দেশের উন্নয়নে মানুষকে সেবা দিয়ে চলেছেন। দলিল লেখকদের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে তিনি পাশে থাকবেন।

মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি।



আরও খবর



উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

প্রকাশিত:শনিবার ২৫ অক্টোবর 20২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৭১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এশিয়া সফরের সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।’

কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।’

কিম সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’ 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়।


আরও খবর



যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেনে গেলেন অ্যাঞ্জেলিনা জোলি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ২৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ

বিশ্বজুড়ে মানবিক কাজের জন্য পরিচিত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি ইউক্রেন সফর করেছেন। তবে যুদ্ধবিধ্বস্ত শহরগুলোতে তার এই গোপন সফর কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে জোলির এটি ইউক্রেনে দ্বিতীয় সফর। ২০২২ সালে রাশিয়া আক্রমণের পর তিনি এর আগে লভিভ গিয়েছিলেন। কিন্তু এবার তিনি আরও বিপজ্জনক, সম্মুখসারির শহর খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের অন্যান্য যুদ্ধকবলিত অঞ্চলে ভ্রমণ করেন। এই সফরের সময় জোলি কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড এবং অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্রে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে অস্কারজয়ী এই অভিনেত্রীকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে থাকতে দেখা গেছে। অন্য কিছু ছবিতে তাকে সম্প্রতি রাশিয়ার হামলায় আক্রান্ত ওই শহরের শিশুদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতেও দেখা যায়। তবে এই সফরের মাঝেই ঘটে যায় সেই অপ্রত্যাশিত ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুযায়ী, একটি চেকপোস্টে জোলির দলের এক সদস্য যিনি তার ড্রাইভার ছিলেন বলে জানা যায়। তাকে আটক করে সরাসরি ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়। জানা যায়, জোলির এই সফর ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় করে করা হয়নি এবং তিনি হেঁটে দেশে প্রবেশ করেছিলেন। যদিও পরে ইউক্রেনীয় আর্মি ল্যান্ড ফোর্সেস এই ঘটনা নিয়ে একটি বিবৃতি শেয়ার করেছিল, যা দ্রুতই মুছে ফেলা হয়। তারা ঘটনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি।


আরও খবর

আবারো শাকিবের নায়িকা ইধিকা!

মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫




ছাতকের 'তারা বিলের' মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

প্রকাশিত:শনিবার ১১ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১০৬জন দেখেছেন

Image

ছাতকের 'তারা বিলে'র মুক্ত জলাশয়ে মৎস্যজীবী মালিক পক্ষের অর্থায়নে পোনা মাছ অবমুক্ত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান। শনিবার  দুপুরে  অনুষ্ঠিত এ কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।


অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান এসময়  বলেন, 

“কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


মাছের বংশবৃদ্ধি ও পরিবেশ রক্ষায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খানের বক্তব্যে স্হানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা পরিলক্ষিত হয়েছে।



আরও খবর



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:বুধবার ২৯ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১৭৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 

সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছিল বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে একটি পরির্তন হয়েছে। নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলি।

একাদশে কোন পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জিতেছে ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ১০টিতে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্রান্ডন কিং, খ্যারি পিয়ের, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড।


আরও খবর

বিপিএলের পাঁচ দলের নাম প্রকাশ করল বিসিবি

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫