Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

নতুন ফিচার চালু হলো চ্যাট জিপিটিতে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : ওপেনএআই সম্প্রতি চ্যাট জিপিটি এর জন্য নতুন ফিচার চালু করেছে, যার নাম “টাস্ক”। এই ফিচারটি ব্যবহারকারীদের ভবিষ্যতে কার্যক্রম এবং রিমাইন্ডার চালু করতে সহযোগীতা করবে। এটি মূলত চ্যাট জিপিটি-কে ঐতিহ্যবাহী ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মতো করে তুলতে চায়, যেমন গুগল এসিস্টেন্ট বা সিরি এর মত। তবে, চ্যাট জিপিটি-এর উন্নত ভাষা প্রক্রিয়াকরণ ক্ষমতার কারণে এটি আরও কার্যকরী হবে। 

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট জিপিটি-কে নির্ধারিত সময়ে বিভিন্ন কাজ করার নির্দেশনা দিতে পারবেন। উদাহরণস্বরূপ, প্রতিদিন সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাস, পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার রিমাইন্ডার, বা বাচ্চাদের জন্য মজার নক নক জোকের মতো বিষয়গুলো সহজেই সেট করা যাবে। ফিচারটি ব্যবহার করতে, ব্যবহারকারীদের প্রথমে “4.0 with scheduled tasks” মডেলটি নির্বাচন করতে হবে। এরপর শুধুমাত্র টাইপ করে জানালেই চলবে যে কী কাজ করতে হবে এবং কখন করতে হবে। চ্যাট জিপিটি ব্যবহারকারীদের কথোপকথনের উপর ভিত্তি করে কিছু কাজের পরামর্শও দিতে পারে। তবে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে সেট করা হবে না। ব্যবহারকারীরা তাদের সেট করা সমস্ত কাজ চ্যাট থ্রেডের মধ্যে বা নতুন “টাস্ক”বিভাগ থেকে পরিচালনা করতে পারবেন। এখানে কাজ পরিবর্তন বা বাতিল করাও অত্যন্ত সহজ। কাজ সম্পন্ন হওয়ার পর ব্যবহারকারীরা ওয়েব, ডেস্কটপ এবং মোবাইলে নোটিফিকেশন পাবেন। তবে, একসঙ্গে সর্বাধিক ১০টি সক্রিয় কাজ চলতে পারবে।

এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র প্লাস, টিম, এবং প্রো গ্রাহকদের জন্য পাওয়া যাবে এবং এটি এখন একটি বিটা সংস্করণে চালু হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে চালু হবে, সে বিষয়ে ওপেনএআই এখনও কিছু জানায়নি। এটি সম্ভবত সাবস্ক্রিপশনের খরচ ন্যায্যতা প্রমাণের জন্য একটি প্রিমিয়াম ফিচার হিসেবে রাখা হবে। যদিও এই ফিচারটি নতুন কিছু নয়, তবে চ্যাট জিপিটি-এর জন্য এটি একটি বড় পরিবর্তন। টাস্ক ফিচারটি চ্যাট জিপিটি-কে চলমান কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আরও কার্যকরী করে তুলবে। ওপেনএআই-এর লক্ষ্য টাস্ক ফিচারটিকে একটি সাধারণ স্ক্রিপ্টের মতো নয়, বরং এমন একটি উন্নত ফিচারে পরিণত করা, যা পরিবেশের সাথে ইন্টারঅ্যাকশন করতে সক্ষম হয়, প্রতিক্রিয়া থেকে শিখতে পারে এবং মানুষের ইনপুট ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে।


আরও খবর



মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী-সন্তান মৃত্যুর সন্ধিক্ষণে

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৯০জন দেখেছেন

Image


মোঃ কামরুল ইসলাম টিটু 

 স্টাফ রিপোর্টার 

বাগেরহাটের মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় শরণখোলার গাবতলা গ্রামের সিয়াম খান গুরুতর আহত হয়েছেন, এবং তার স্ত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তবে তাদের দুই মাস বয়সী নবজাতক অলৌকিকভাবে বেঁচে গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে জিএমএস পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি ইজিবাইককে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকের যাত্রী মজনু মোল্লা ও সুমি বেগম নিহত হন এবং গুরুতর আহত তিনজনকে খুলনায় পাঠানো হয়েছে।

মোড়েলগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।




আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলেছেন পূজা!

প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৬জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিমেনার সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। তাদের দু’জনের বাইরেও আরও এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল নায়ককে ঘিরে। যার নাম পূজা চেরী। অনেকের ধারণা, শাকিবের সঙ্গে ‘গলুই’ সিনেমায় অভিনয় করতে গিয়ে পূজার সঙ্গে প্রেম হয়। এমনও শোনা যায়, পূজা সেই প্রেমের কারণে বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে।

যদিও সেসবের পক্ষে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন আরও মাথাচাড়া দিয়েছে। শাকিবের ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে পূজাকে। সব মিলিয়ে শাকিবের সঙ্গে পূজা এখন আরও বেশি চর্চিত। এবার সেই প্রেমের গুঞ্জন নিয়ে আবারও কথা বলেছেন পূজা।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে প্রেম! এটা যারা বলেন, তাদের নিজেদের লজ্জা থাকা উচিত। আমরা যারা কাজ করি, হোক তা সিনিয়র কিংবা জুনিয়র-আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়। পূজা আরও বলেন, যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম, রোশান, এ বি এম সুমন; যাদের কথাই বলি না কেন, সবার সঙ্গে আমার কাজ হয়েছে। প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু। শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না। তাকে ভীষণ শ্রদ্ধা করি।

রায়হান রাফীর ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন পূজা চেরী। সম্প্রতি রাফীর ‘ব্ল্যাক মানি’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে তার। বঙ্গতে মুক্তি পাওয়া সিরিজটিতে উঠতি নায়িকা ‘শায়লা’ চরিত্রে আবেদনময়ী রূপে দেখা গেছে তাকে।


আরও খবর

অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫




মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত তিন মাস লাগবে: অর্থ উপদেষ্টা

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: যতটা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি বাড়িয়েছে। এ বিষয়ে কয়েকদিনের মধ্যেই তাদের সাথে বৈঠক হবে— এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব বলেন তিনি। বলেন, বাজেটের সময়ও ভ্যাটের বিষয়ে দেখা হবে। মূল্যস্ফীতি কমানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত তিন মাস সময় লাগবে। অতি প্রয়োজনীয় পণ্যের সংকট হতে দেয়া হবে না, সরবরাহ নিশ্চিত করা হবে।

এ সময় তিনি বলেন, অর্থের সংকুলান করতে ভ্যাট একটু বাড়ানো হয়েছে। ব্যাংকগুলোতে টাকা নেই, স্পেশাল ফান্ড করে কাজ চালানো হচ্ছে। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পরিস্থিতি এক নয়, একদমই আলাদা বলেন অর্থ উপদেষ্টা ।


আরও খবর

সাত মাসে রফতানি আয় বাড়লো ১১.৬৮ শতাংশ

সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫




লক্ষ্মীপুরে সাংবাদিকদের আটকে মুখোশধারীদের মারধর, গুলি

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ১৮জন দেখেছেন

Image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় পেশাগত কাজে যাওয়ার পথে চার সাংবাদিককে মুখোশধারীরা আটকে মারধর করেছে; এ সময় গুলির ঘটনা ঘটেছে বলে আহতরা জানিয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গণশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান।

আহতরা হলেন- দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, আমার সংবাদের প্রতিনিধি মো. আলাউদ্দিন এবং আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ। রফিকুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

সাংবাদিকরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়ি দখল ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলেন তারা। ঘটনাস্থলের কাছে পৌঁছলে ৮-১০ মুখোশধারী মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় তাদেরকে সংবাদ সংগ্রহ না করে চলে যেতে বলে। বাধা পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় গুলি করলে তা লক্ষ্যচ্যুত হয়।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, “হামলাকারীরা মুখোশধারী ছিল। হত্যার উদ্দেশ্যে তারা হামলা ও গুলি করেছে। তারা জিম্মি করে আমাদের মোবাইল ফোন সেট ও টাকাসহ মানিব্যাগগুলো নিয়ে গেছে।”

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, “আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে, তা গুলির কি-না এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে।”

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

এদিকে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার ঘটনাটি ন্যাক্কারজনক।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




যে কারনে কাঁদলেন শ্রেয়া ঘোষাল

প্রকাশিত:মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি নেট-দুনিয়াতে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গেছে তিনি কাঁদছেন। সঙ্গে রয়েছে তার পরিবারের দুই সদস্যও। সেই ভিডিও নিয়ে চলছে আলোচনা। হিন্দুস্তান টাইমস থেকে ঘটনার বিস্তারিত জানা যায়, গত রোববার রাতে মুম্বাইয়ে কোল্ডপ্লের দ্বিতীয় দিনের কনসার্টে হাজির হয়েছিলেন শ্রেয়া। আর গতকাল সোমবার ইনস্টাগ্রামে তিনি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতেই দেখা যায় কান্না করছেন শ্রেয়া। এসময় গায়িকার সঙ্গে ছিলেন তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় ও তার বাবা ৭০ বছর বয়সী বিশ্বজিৎ ঘোষাল। ভিডিওতে দেখা যায়, গান শুনতে শুনতে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রেয়া। একসময় তাকে আবেগাপ্লুত হয়ে চোখ মুছতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘ঠিক করে দাও’। কোল্ডপ্লের জন্য একরাশ ভালোবাসা। সবকিছু জানতে শেষ ভিডিয়ো পর্যন্ত সোয়াইপ করুন। এটা আমার দেখা ক্রিস মার্টিন এবং তার ব্যান্ডের দ্বিতীয় কনসার্ট। মুম্বাইয়ে তারা ম্যাজিক করেছেন! সে এক অদ্ভুত অভিজ্ঞতা। তাদের গান শুনে চোখের পানি আটকাতে পারলাম না।’গায়িকা আরও বলেন, ‘আমার ৭০ বছর বয়সী বাবারও এই কনসার্টটি এত পছন্দ হয়েছে বলে বোঝানোর মতো নয়। আমাকে এবং শিলাদিত্যকে আমাদের সমস্ত স্মৃতিতে আবার বাঁচতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’এছাড়াও অন্যান্য ভিডিওগুলোতে কোল্ডপ্লের ‘আ স্কাই ফুল অব স্টারস’, ‘ফিক্স ইউ’ ও ‘প্যারাডাইস’ গানে তাকে নাচতে দেখা গেছে।


আরও খবর

অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫