Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

নতুন ফিচার চালু হলো চ্যাট জিপিটিতে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১৫৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : ওপেনএআই সম্প্রতি চ্যাট জিপিটি এর জন্য নতুন ফিচার চালু করেছে, যার নাম “টাস্ক”। এই ফিচারটি ব্যবহারকারীদের ভবিষ্যতে কার্যক্রম এবং রিমাইন্ডার চালু করতে সহযোগীতা করবে। এটি মূলত চ্যাট জিপিটি-কে ঐতিহ্যবাহী ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মতো করে তুলতে চায়, যেমন গুগল এসিস্টেন্ট বা সিরি এর মত। তবে, চ্যাট জিপিটি-এর উন্নত ভাষা প্রক্রিয়াকরণ ক্ষমতার কারণে এটি আরও কার্যকরী হবে। 

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট জিপিটি-কে নির্ধারিত সময়ে বিভিন্ন কাজ করার নির্দেশনা দিতে পারবেন। উদাহরণস্বরূপ, প্রতিদিন সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাস, পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার রিমাইন্ডার, বা বাচ্চাদের জন্য মজার নক নক জোকের মতো বিষয়গুলো সহজেই সেট করা যাবে। ফিচারটি ব্যবহার করতে, ব্যবহারকারীদের প্রথমে “4.0 with scheduled tasks” মডেলটি নির্বাচন করতে হবে। এরপর শুধুমাত্র টাইপ করে জানালেই চলবে যে কী কাজ করতে হবে এবং কখন করতে হবে। চ্যাট জিপিটি ব্যবহারকারীদের কথোপকথনের উপর ভিত্তি করে কিছু কাজের পরামর্শও দিতে পারে। তবে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে সেট করা হবে না। ব্যবহারকারীরা তাদের সেট করা সমস্ত কাজ চ্যাট থ্রেডের মধ্যে বা নতুন “টাস্ক”বিভাগ থেকে পরিচালনা করতে পারবেন। এখানে কাজ পরিবর্তন বা বাতিল করাও অত্যন্ত সহজ। কাজ সম্পন্ন হওয়ার পর ব্যবহারকারীরা ওয়েব, ডেস্কটপ এবং মোবাইলে নোটিফিকেশন পাবেন। তবে, একসঙ্গে সর্বাধিক ১০টি সক্রিয় কাজ চলতে পারবে।

এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র প্লাস, টিম, এবং প্রো গ্রাহকদের জন্য পাওয়া যাবে এবং এটি এখন একটি বিটা সংস্করণে চালু হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে চালু হবে, সে বিষয়ে ওপেনএআই এখনও কিছু জানায়নি। এটি সম্ভবত সাবস্ক্রিপশনের খরচ ন্যায্যতা প্রমাণের জন্য একটি প্রিমিয়াম ফিচার হিসেবে রাখা হবে। যদিও এই ফিচারটি নতুন কিছু নয়, তবে চ্যাট জিপিটি-এর জন্য এটি একটি বড় পরিবর্তন। টাস্ক ফিচারটি চ্যাট জিপিটি-কে চলমান কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আরও কার্যকরী করে তুলবে। ওপেনএআই-এর লক্ষ্য টাস্ক ফিচারটিকে একটি সাধারণ স্ক্রিপ্টের মতো নয়, বরং এমন একটি উন্নত ফিচারে পরিণত করা, যা পরিবেশের সাথে ইন্টারঅ্যাকশন করতে সক্ষম হয়, প্রতিক্রিয়া থেকে শিখতে পারে এবং মানুষের ইনপুট ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে।


আরও খবর

আরও সহজ হলো ক্রোমে এআই মোড

শনিবার ০৮ নভেম্বর ২০২৫




লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১

প্রকাশিত:শনিবার ১১ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১১৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শনিবার বেসামরিক স্থাপনাগুলোতে রাতভর হামলা চালানোর জন্য ইসরায়েলের নিন্দা জানিয়েছেন। এই হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।


দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। 


আউন বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেসামরিক স্থাপনাগুলো ইসরাইলি জঘন্য আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কোনও যুক্তি বা অজুহাত ছাড়াই, সর্বশেষ এই হামলার গুরুত্ব এই যে এটি গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরে এসেছে।


মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাসাইলেহ এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত ও সাত জন আহত হয়েছে। 


সরকারি জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো বুলডোজার ও খননকারী ইয়ার্ড লক্ষ্য করে ১০টি দফা হামলা চালিয়েছে।


আরও খবর



শরণখোলায় সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস বিতরণে অনিয়ম

প্রকাশিত:সোমবার ০৩ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৭১জন দেখেছেন

Image

 স্ট্যাফ  রিপোর্টার:


বাগেরহাট শরণখোলায় সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস বিতরণে দেখা দিয়েছে বড় ধরনের অনিয়ম ও রহস্যজনক গরমিল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের (পিআইও) মাধ্যমে ২৯ টি মাদরাসায় ও এতিমখানায় গত শুক্রবার রাত ১১ টায় এই মাংস বিতরণ করা হলেও, সরবরাহ ও বিতরণের হিসাবের মধ্যে উল্লেখযোগ্য অমিল ধরা পড়েছে।


সূত্রে জানা গেছে, শরণখোলায় মোট ১০ কার্টুন দুম্বার মাংস এসেছে। প্রতিটি কার্টুনে ১০ প্যাকেট করে মাংস থাকার কথা, অর্থাৎ ১০ কার্টুনে মোট ১০০ প্যাকেট মাংস থাকার কথা ছিল। কিন্তু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে যে তালিকা সরবরাহ করেছে, সেখানে দেখা গেছে ২৯ টি মাদরাসায় বিতরণ করা হয়েছে মোট ৬০ প্যাকেট মাংস। হিসাব অনুযায়ী বাকি ৪০ প্যাকেট মাংসের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এছাড়া রাতের আধারে বণ্টনের প্রয়োজনীয়তা নিয়েও জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে পিআইও মোঃ সোহাগ আকন বলেন, সব কার্টুনে সমানসংখ্যক প্যাকেট ছিল না, কোনো কোনো কার্টুনে ১০টির পরিবর্তে ৭ বা ৮টি প্যাকেট ছিল। তবে স্থানীয়দের প্রশ্ন— সৌদি সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে প্রেরিত সিল করা কার্টুনে প্যাকেটসংখ্যা কমবেশি হওয়ার সম্ভাবনা কতটুকু? অনেকেই মনে করছেন, এই ব্যাখ্যা মোটেও গ্রহণযোগ্য নয় এবং পুরো বিতরণ প্রক্রিয়াতেই অস্বচ্ছতা রয়েছে। তালিকায় উল্লেখিত মাদরাসা ও এতিমখানা থেকে পাওয়া তথ্যেও দেখা গেছে, তালিকায় যে সংখ্যক প্যাকেট উল্লেখ করা হয়েছে, বাস্তবে তার সঙ্গে মেলে না। কোথাও বেশি, কোথাও আবার কম। দক্ষিন বাধাল মরহুম ছগির হোসেন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের নাম তালিকায় থাকলেও উক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ শরিফুল ইসলাম আদৌও কোন প্যাকেট পাননি বলে জানান।


এদিকে স্থানীয় সমাজকর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সচেতন মহল বলছেন, সরকারি তত্ত্বাবধানে বিদেশি সহায়তার বণ্টনে এমন অসঙ্গতি প্রশাসনের ওপর জনগণের আস্থা কমিয়ে দেবে। তাদের দাবি, এই মাংস বিতরণের পুরো প্রক্রিয়াটি তদন্ত করে প্রকৃত সত্য বের করতে হবে। জনসাধারণের করের টাকায় পরিচালিত সরকারি দপ্তরের কাজে এই ধরনের অনিয়ম শুধু প্রশাসনিক নয়, নৈতিক ব্যর্থতাও নির্দেশ করে।


শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহকে দুম্বার মাংস বিতরণে অনিয়ম সম্পর্কে জানতে ফোন করলে তিনি জানান, আমার কাছে বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ এসেছে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।



মোঃ কামরুল ইসলাম টিটু 

বাগেরহাট শরনখোলা 


আরও খবর



নাঈমকে টপকে এক বছরে সর্বোচ্চ রান তানজিদের

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৫০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন আরেক বাঁ-হাতি ব্যাটার মোহাম্মদ নাইম।

গতরাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে নাইমের রেকর্ড দখলে নেন তানজিদ। 

চলতি বছর ২৩ ম্যাচের ২৩ ইনিংসে ৬২২ রান করেছেন তানজিদ। ৬টি হাফ-সেঞ্চুরিতে ২৯.৬১ গড় এবং ১৩৫.২১ স্ট্রাইক রেটে এই রান করেন তিনি। ৪৯টি চার ও ৩৪টি ছক্কাও মেরেছেন তিনি। 

২০২১ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন নাইম। ২৬ ইনিংসে ৩টি অর্ধশতকে ৫৭৫ রান করেছিলেন তিনি। ঐ বছর ২৩.০০ গড়ের সাথে ১০০.৩৪ স্ট্রাইক রেট ছিল তার। 

এ বছরে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ২১ ইনিংসে ৫৬৪ রান করেছেন তিনি। চার ফিফটিতে তার গড় ২৯.৬৮ এবং ১৩২.৭০। 

২০২২ সালে ৫৪৪ করেছিলেন লিটন।


আরও খবর

বিপিএলের পাঁচ দলের নাম প্রকাশ করল বিসিবি

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫




চট্টগ্রাম বন্দরে মধ্যরাতে কার্যকর হল বর্ধিত ট্যারিফ

প্রকাশিত:মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১১৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ

      এক মাসের স্থগিতাদেশ শেষে চট্টগ্রাম বন্দরে মধ্যরাত থেকে কার্যকর করা হয়েছে নতুনভাবে বর্ধিত ট্যারিফ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টার পর থেকে বন্দরে আগত সব জাহাজ, কনটেইনার ও কার্গো বিল নতুন হারে আদায় করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, ১৫ অক্টোবর থেকে বর্ধিত ট্যারিফ কার্যকর হবে। বন্দরের তালিকাভুক্ত সব শিপিং এজেন্টকে তফসিলি ব্যাংকে নতুন হারে প্রয়োজনীয় অর্থের সংস্থান রেখে আসা জাহাজের ছাড়পত্র (এনওসি) নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরের মোট ৫২টি সেবাখাতের মধ্যে ২৩টিতে সরাসরি নতুন ট্যারিফ প্রযোজ্য হচ্ছে। গড়ে ৪১ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে এই ট্যারিফ।

বিশেষ করে কন্টেনার হ্যান্ডলিং খাতে সবচেয়ে বেশি মাশুল নির্ধারণ করা হয়েছে। প্রতি ২০ ফুটি কন্টেনারের ট্যারিফ ধরা হয়েছে ১৬ হাজার ২৪৩ টাকা, যা আগে ছিল ১১ হাজার ৮৪৯ টাকা অর্থাৎ গড়ে প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি। আমদানি কন্টেনারে ৫ হাজার ৭২০ টাকা এবং রপ্তানি কন্টেনারে ৩ হাজার ৪৫ টাকা বেশি দিতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময়মূল্যের ভিত্তিতে আদায় করা হবে। প্রতি ডলারের হার ধরা হয়েছে ১২২ টাকা, ফলে ডলারের মান বাড়লে ট্যারিফও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আপত্তি থাকায় নৌ-পরিবহন উপদেষ্টার নির্দেশে তা এক মাসের জন্য স্থগিত রাখা হয়। 

একমাস মেয়াদ শেষ হওয়ায় ১৩ অক্টোবর দিবাগত রাত থেকেই নতুন হারে ট্যারিফ কার্যকর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, ১৯৮৬ সালে চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়ানো হয়েছিল। ৩৯ বছর পর মাশুলের হার বাড়ানো হয়েছে; যা মঙ্গলবার রাত ১২টার পর থেকে কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, ‘অপারেশনাল ব্যয়, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের ব্যয় সামাল দিতে ট্যারিফ পুনর্নির্ধারণ করা হয়েছে।


আরও খবর



ভিয়েতনামে বন্যায় নিহত ১০

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৭০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ ভিয়েতনামে বন্যায় এ সপ্তাহে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। পর্যটন কেন্দ্রের কাছে একটি প্রধান নদীর পানির স্তর গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার ভিয়েতনাম কর্তৃপক্ষ একথা জানিয়েছে। 

ভিয়েতনামের হোই আন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হোই আন-এর উপকূলীয় প্রদেশগুলোতে গত সপ্তাহান্ত থেকে ভারী বৃষ্টিপাতের ফলে এর আগে ২৪ ঘণ্টায় ১ দশমিক ৭ মিটার পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগটিতে কমপক্ষে ১০ জন নিহত ও আট জন নিখোঁজ রয়েছে। পাঁচ প্রদেশে ১ লাখ ২৮ হাজারের বেশি বাড়িঘর প্লাবিত হয়েছে।

কিছু এলাকায় তিন মিটার গভীর জলাবদ্ধতার সৃষ্টি রয়েছে।

এএফপির একজন সাংবাদিক জানান, আজ বৃহস্পতিবার হোই আনের প্লাবিত রাস্তায় কোমর সমান পানির মধ্য দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে এবং দোকানগুলোর নিচতলা ডুবে গেছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে বন্যা ও ভূমিধসে কয়েক কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগটিতে ৫ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে এবং ১৬ হাজারের বেশি গবাদি পশু মারা গেছে।

গতকাল বুধবার রাতে জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, থু বন নদীর পানি দানাংয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হোই আনে সমুদ্রে মিশে যায়। ১৯৬৪ সালের নদীর পানির উচ্চতার তুলনায় এবার ১ দশমিক ৬২ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

বিজ্ঞানীরা বলেন, মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ঝড় ও বন্যার মতো বৈরী আবহাওয়ার ঘটনাগুলোকে আরো মারাত্মক ও ধ্বংসাত্মক করে তুলছে।

ঝড়, বন্যা ও ভূমিধসের কারণে চলতি বছরের প্রথম ৯ মাসে ভিয়েতনামে ১৮৭ জন নিহত বা নিখোঁজ হয়েছেন।


আরও খবর