বুধবার ২৭ মার্চ ২০২৪
শনিবার ১৬ মার্চ ২০২৪
অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ও কলকাতা দুই বাংলায় পরিচিত মুখ ইধিকা পাল। ভারতীয় বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়। সেই সিনেমাই যেন তার জন্য হয়ে ওঠে সৌভাগ্যের দরজা।
প্রিয়তমা মুক্তির পর ইধিকা পালের নাম ছড়িয়ে পড়ে দুই বাংলায়। এরপর শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমাতেও দেখা গেছে তাকে। বর্তমানে কলকাতার প্রথম সারির নায়িকা তিনি।
এবার নতুন গুঞ্জন ছড়িয়েছে ইধিকা আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন এবং সেটিও আবার শাকিব খানের বিপরীতে! সূত্র বলছে, শাকিবের আগামী ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’র নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল। সবকিছু ঠিকঠাক, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
প্রিন্স টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তার মধ্যে ১৫ লাখ রুপি ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চায় নির্মাতার দল।
‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত। এর গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য লিখেছেন তিনি নিজে এবং মোহাম্মদ নাজিম উদ্দিন।
এদিকে বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার চলতি প্রকল্প ‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও তানজিন তিশা। সিনেমাটি ডিসেম্বর মাসে মুক্তির অপেক্ষায়।
শনিবার ০৮ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫
স্ট্যাফ রিপোর্টার :
ভারতীয় (কীটনাশক) বিষেই শেষ হতে চলেছে সুন্দরবনের প্রাণপ্রকৃতি। বিশ্ব ঐতিহ্য এলাকা ম্যানগ্রোভ এই বনে বিষ দিয়ে মাছ শিকার থামছেনা। এখন তা ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু পূব সুন্দরবন বিভাগেই গত চার মাসে বিভিন্ন অভিযানে জেলেদের আটকসহ বিষের বোতল ও বিষ দিয়ে আহরণ করা বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়েছে। সুন্দরবন বিভাগ ও পরিবেশবাদীরা বলছেন, এক শ্রেনীর জেলে বিষ দিয়ে মাছ আহরণের ফলে শেষ হয়ে যাচ্ছে সুন্দরবনের মৎস্য সম্পদ। ডলফিনসহ জলজপ্রাণীসহ পাখি ও বন্যপ্রাণী ও ম্যানগ্রোভ প্রজাতির গাছ চরম হুমকির মুখে পড়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের তথ্যমতে, তালিকাভুক্ত ৫ হাজার ৮০০ জেলে সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের অনুমোদিত নদীখালে পাশ-পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া আহরণ করে থাকে। সুন্দরবনের নদীখালে বিষ দিয়ে মাছ আহরণ সস্পূর্ন নিষিদ্ধ হলেও দাদনের জালে আটকে থাকা অধিকাংশ জেলেরা লোকালয়ে তাদের মহাজন ও আড়তদারদের সরবরাহকৃত ভারতীয় বিষ খালের পানিতে ছড়িয়ে দিয়ে মাছ আহরণ করে থাকে। নিষিদ্ধ ভারতীয় (কীটনাশক) সহজলভ্য হওযায় ওই বিষ ব্যবহার করে সুন্দরবনে মাছ মারা হচ্ছে।
মহাজন ও দাদনদারদের চাপেই দরিদ্র জেলেরা অনিচ্ছাসত্তে¡ও অধিক মাছ প্রাপ্তির আসায় বিষ দিয়ে মাছ ধরে। এতে করে শেষ হয়ে যাচ্ছে সুন্দরবনের মৎস্য সম্পদ। ডলফিনসহ জলজপ্রাণীসহ পাখি ও বন্যপ্রাণী ও ম্যানগ্রোভ প্রজাতির গাছ বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। গত জুন থেকে সেপ্টেম্বর এই চার মাসে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে এলাকায় আড়াই শত অভিযানে ১৩২জন অপরাধীকে আটক করেছে বনরক্ষীরা। জেলেদের কাছ থেকে এসময় জব্দ করা হয়েছে ৪৫ বিষ ভর্তি বোতল, ৪ কেজি বিষ পাউডার (যার প্রায় প্রতিটিতেই মেড ইন ইন্ডিয়া লেখা), ৬৫৭ কেজি বিষযুক্ত মাছ। বিষ দিয়ে ধরা ২২ বস্তা শুটকি মাছ, ৩৭৫ কেজি কাঁকড়া, ২৪২টি ট্রলার ও নৌকা, প্রায় ২০ হাজার ফুট মাছ ধরা জাল।
মোংলার উপজেলার জয়মনি এলাকার রনজিৎ মন্ডল নামে এক জেলে জানান, সুন্দরবন সংলগ্ন গ্রামগুলোর বেশির ভাগ জেলে মহাজনের দাদনের জালে আটকানো। অনেক সময় বাধ্য হয়েই তারা বিষ দিয়ে মাছ শিকার করে। মহাজনরা বিভিন্ন ডিলারের কাছ থেকে ভারতীয় কিটনাশক এনে দেয়, কিছু খুলনা থেকেও আনা হয়। নিষেধাজ্ঞার সময় বেকার হয়ে পড়া বা ঋণে জর্জরিত জেলেরা পেটের দায়ে এই পথে নামতে বাধ্য হয়। বিষ দিয়ে ধরা মাছ বা চিংড়ি সরাসরি বাজারে আনা হয় না। বনেই গাছ কেটে মাচা বানিয়ে শুঁটকি তৈরি করা হয়। শুঁটকি শুকাতে সুন্দরীগাছের কাঠ ব্যবহার করা হয়, এতে শুঁটকির রং লালচে হয় এবং দামও বেশি পাওয়া যায়।
শরণখোলা উপজেলার গাবতলা গ্রামের জেলে আ. সাত্তার বলেন, প্রকৃত জেলেরা কখনোই সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করে না। কিন্তু কিছু অসাধু জেলে খালগুলোতে বিষ দিয়ে মাছ ধরে। তাদের পেছনে থাকে মহাজনরা। মহাজনরা দাদন দিয়ে জেলেদের ফাঁদে ফেলে এবং নিজেরাই ভারতীয় কিটনাশক সরবরাহ করে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরলে অনেক সময় আমাদের আটক হয়ে কারাগারে যেতে হয়। তবে, বিষ সরবরাহকারি মহাজনরা থেকে যায় ধরাছোয়ার বাইরে।
সুন্দরবন নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম জানান, বিষ দিয়ে মাছ শিকার শুধু সুন্দরবনের মৎস্য সম্পদই নয়, বনের পানি ভয়াবহভাবে দূষিত হয়ে ডলফিনসহ জলজপ্রাণীসহ পাখি ও বন্যপ্রাণী ও ম্যানগ্রোভ প্রজাতির গাছের শ্বাষমূলও চরম হুমকির মুখে পড়েছে। বিষ দিয়ে আহরণ করা মাছ খেয়ে মানুষের স্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়ছে। মূলত মহাজন ও আড়তদারদের চাপে জেলেরা এ কাজ করতে বাধ্য হচ্ছে। সুন্দরবন বিভাগের কাছে আহরিত মাছে বিষ আছে কি না তা সনাক্তের কোন কিট না থাকায় অধিকাংশ সময়ই জেলেরা পার পেয়ে যাচ্ছে। সুন্দরবনের প্রাণপ্রকৃতি রক্ষায় আহরিত মাছে বিষ সনাক্ত করতে বন অধিদপ্তরের কাছে দ্রæত কিট সরবরাহের দাবি জানান এই পরিবেশবিদ।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরা ঠেকাতে আমরা ইতোমধ্যে ড্রোন ব্যবহার শুরু করেছি। এতে হরিণ শিকারীদের কার্যক্রম কমে এসেছে। তবে বিষ দিয়ে মাছ ধরা এখনও নিয়ন্ত্রণে আসেনি। নিষিদ্ধ ভারতীয় কীটনাশকে সয়লাভ হয়ে যাচ্ছে বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবন। গত চার মাসে আটক জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া প্রায় সব বিষের বোতলই ‘মেড ইন ইন্ডিয়া’।
সুন্দরবন সংলগ্ন লোকালয়ে সয়লাভ হয়ে যাওয়া নিষিদ্ধ এই বিষ নিয়ন্ত্রণের দায়িত্ব কৃষি বিভাগের। ইতিমধ্যে আমরা কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে সুন্দরবন সংলগ্ন এলাকায় কীটনাশক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা যায়। সকলের সম্মিলিত সহযোগিতা পেলে সুন্দরবনকে বিষদস্যুদের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। বিষসহ আটক জেলেদের জিজ্ঞাসাবাদে আমরা কিছু তথ্য পেয়েছি। বিষ সরবরাহকানি আড়তদার ও মহাজনদের চিহ্নিত করে ব্যাবস্থা নেয়া গেলেই বিষ দিয়ে মাছ শিকারও হ্রাস পাবে।
বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন বলেন, বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন মোংলা ও শরণখোলা উপজেলা এলাকায় কীটনাশক বিক্রি করা ডিলারদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এ দুই উপজেলায় তালিকাভুক্ত প্রায় ৪০ জন কীটনাশক বিক্রেতা রয়েছে। যেসব ডিলার অবৈধ পথে ভারতীয় কীটনাশক আমদানি করছে এবং বাড়িতে মজুত করছে সুন্দবনের জেলে, আড়তদার ও মহাজনদের কাছে বিক্রি করছে তাদের সনাক্ত করে কীটনাশকের লাইসেন্স বাতল করা হবে। এবিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।
মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা
শনিবার ০৮ নভেম্বর ২০২৫
শনিবার ০৮ নভেম্বর ২০২৫
অনলাইন ডেস্কঃ জেলায় মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পরীক্ষামূলক তরমুজের আবাদ করে সাফল্য পেয়েছেন কৃষক আব্দুর রহিম বাদশা। রসে টইটম্বুর তরমুজ দেখতে ক্ষেতে ভিড় করছেন অনেকেই। ফলের ফলন ও স্বাদে খুশি কৃষকসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও।
কৃষি বিভাগ জানিয়েছে, জেলার সদর উপজেলার হলিধানী ব্লকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশের মাঠে তরমুজ চাষ করেন কৃষক আব্দুর রহিম বাদশা। নিজ উদ্যোগে বীজ সংগ্রহ করে ৫২ শতাংশ জমিতে রোপণ করেন গ্রীষ্মকালীন তরমুজ। গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ ফলের বীজ রোপণ করা হয়। তরমুজ গাছের গোড়ার আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করা হয় মালচিং পদ্ধতি। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে তৈরি করা হয়েছে মাচা। তাতেই ঝুলছে তরতাজা তরমুজ।
কৃষক আব্দুর রহিম বাদশা বাসস কে বলেন, ৫২ শতাংশ জমিতে ১১টি মাচা বা শেডে তরমুজ চাষ করা হয়েছে। আধুনিক মালচিং পদ্ধতিতে এ আবাদ করেছি। ক্ষেতে সবমিলিয়ে দুই হাজারের বেশি ফল ধরেছে। ফলের আকার, রঙ, স্বাদ ও মান অত্যন্ত ভালো।
তিনি আরও বলেন, একেকটি তরমুজের ওজন ৩ থেকে ৫ কেজি হতে পারে। পরিপক্ব হলে এই তরমুজ অনেক সুস্বাদু হবে। দুই মাসের পরিচর্যায় ফল ধরেছে। আর এক সপ্তাহ পরে ফল সংগ্রহ করা যাবে। ৫২ শতাংশ জমিতে সবমিলিয়ে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এরই মধ্যে ১ লাখ ২৫ হাজার টাকায় বাগানের সব ফল বিক্রি করে দিয়েছি। গড়ে আড়াই মাসে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভ করা যায়।
এদিকে ব্যতিক্রমী তরমুজ ক্ষেত পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের বিশেষ টিম। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পরিদর্শন টিম তরমুজ ক্ষেতে আসেন।
কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ এবং কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) কর্তৃক বাস্তবায়নাধীন’ কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ’ শীর্ষক প্রকল্প ডিপিপি'র সংস্থান অনুযায়ী চলমান কার্যক্রম পরিদর্শনের (মধ্যবর্তী মূল্যায়ন) লক্ষ্যে এ পরিদর্শন টিম তরমুজ ক্ষেত পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ফসল উইং, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম প্রধান ফেরদৌসী আখতার। আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের ফসল অনুবিভাগ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের উপপ্রধান রত্না শারমীন ঝরা, সিনিয়র সহকারী প্রধান প্রিয়াংকা দেবী পাল।
এসময় পরিদর্শন টিমের সদস্যরা গ্রীষ্মকালীন তরমুজের বাম্পার ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. সেলিম রেজা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূর এ নবী, সদর উপজেলার হলিধানী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ব্যতিক্রমী গ্রীষ্মকালীন তরমুজ চাষে জেলায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা নিয়মিত কৃষকদের নানা ধরনের লাভজনক চাষে উদ্বুদ্ধ করছি।
কৃষি মন্ত্রণালয়ের ফসল উইং, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম প্রধান ফেরদৌসী আখতার বলেন, স্বল্পমেয়াদি ফসল হওয়ায় কৃষক গ্রীষ্মকালীন তরমুজ চাষে আরো বেশি আগ্রহী হবে বলে আমরা মনে করি। এ ধরনের চাষে কৃষককে সার্বিক সহযোগিতা দিতে সরকারি সব সুযোগ সুবিধা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।
মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫
শনিবার ০৪ অক্টোবর ২০২৫
অনলাইন ডেস্কঃ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন আরেক বাঁ-হাতি ব্যাটার মোহাম্মদ নাইম।
গতরাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে নাইমের রেকর্ড দখলে নেন তানজিদ।
চলতি বছর ২৩ ম্যাচের ২৩ ইনিংসে ৬২২ রান করেছেন তানজিদ। ৬টি হাফ-সেঞ্চুরিতে ২৯.৬১ গড় এবং ১৩৫.২১ স্ট্রাইক রেটে এই রান করেন তিনি। ৪৯টি চার ও ৩৪টি ছক্কাও মেরেছেন তিনি।
২০২১ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন নাইম। ২৬ ইনিংসে ৩টি অর্ধশতকে ৫৭৫ রান করেছিলেন তিনি। ঐ বছর ২৩.০০ গড়ের সাথে ১০০.৩৪ স্ট্রাইক রেট ছিল তার।
এ বছরে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ২১ ইনিংসে ৫৬৪ রান করেছেন তিনি। চার ফিফটিতে তার গড় ২৯.৬৮ এবং ১৩২.৭০।
২০২২ সালে ৫৪৪ করেছিলেন লিটন।
শনিবার ০৮ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫
স্ট্যাফ রিপোর্টার :
বাগেরহাটের শরনখোলায় ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির
উদ্যোগে জনসভায় প্রধান অতিথি
বলেন:: যদি বিএনপি থেকে মনোনয়ন পাই এবং এম.পি হতে পারি তাহলে শিক্ষার মানোন্নয়ন, ভাঙ্গন কবলিত বলেশ্বর নদী শাসন ও পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করার প্রতিশ্রুতি দিয়ে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়ন বিএনপি'র আয়োজনের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডঃ এবিএম ওবায়দুল ইসলাম এ কথা বলেন।
৬ নভেম্বর বিকাল ৪:০০ টায় সাউথখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান, মোড়লগঞ্জ রওশন আরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ বক্তব্য রাখেন, যুবদল নেতা আলমগীর হোসেন, মানিক হোসেন উজ্জ্বল, সম্প্রদায়ের পক্ষ থেকে লিটন মন্ডল।
মোঃ কামরুল ইসলাম টিটু
শরণখোলা বাগেরহাট
শনিবার ০৮ নভেম্বর ২০২৫
শনিবার ০৮ নভেম্বর ২০২৫