Logo
আজঃ বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫
শিরোনাম
হলি আর্টিজান হামলা : মৃত্যুদণ্ড থেকে সাত আসামির আমৃত্যু কারাদণ্ডের যুক্তি পূর্ণাঙ্গ রায়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় শুরু করায় কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা অধিনায়ক শান্ত-মুশফিকের ব্যাটিংয়ে দ্বিতীয় সেশন বাংলাদেশের এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার লুইস-হোপ-কার্টির তান্ডবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। ফোনে গোপন নজরদারি করছে যেসব অ্যাপ নীরবে বাগদান সারলেন ডুয়া লিপা

লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’

প্রকাশিত:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ৭১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের গুণী অভিনেতা আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘নীলচক্র’ এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক পরিসরে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৮ম গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ ‘নীলচক্র’ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে প্রদর্শনের জন্য। এই উৎসবটি চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত লস অ্যাঞ্জেলসের বিখ্যাত চাইনিজ থিয়েটার-৬-এ।

উৎসবের আয়োজক জন গুর্শা এবং পিটার গ্রিন এই ফিল্ম ফেস্টিভ্যালে উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাজ প্রদর্শনের সুযোগ করে দিয়ে থাকেন। বিশ্বের নানা দেশের তরুণ নির্মাতারা তাদের চলচ্চিত্র নিয়ে এই আসরে অংশ নেন।

‘নীলচক্র’ সিনেমার পরিচালক মিঠু খান এই সাফল্যকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। এটি আমাদের দেশের স্বাধীন চলচ্চিত্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন।’

এর আগে ‘নীলচক্র’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় আমেরিকান ফিল্ম মার্কেট-এ। লাস ভেগাসে অনুষ্ঠিত সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর এবং আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স।

সিনেমাটিতে আরিফিন শুভর পাশাপাশি অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান। এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো, জনপ্রিয় সংগীতশিল্পী বালামের বড় পর্দায় অভিষেক।

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি নিঃসন্দেহে একটি গর্বের বিষয়, যা দেশের সিনেমা জগতকে আরও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলবে।


আরও খবর



সিধেঁল চুরি মামলার ০২ জন আসামী রাজধানীর কদমতলীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৬২জন দেখেছেন

Image

ডেস্ক রিপোর্ট : সিধেঁল চুরি মামলার ০২ জন আসামী রাজধানীর কদমতলীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। উল্লেখ্য গত ২০/০৩/২০২৫ ইং তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকা হতে ২১.৪৫ ঘটিকার মধ্যে রাজধানীর শ্যামপুরে সিয়াম এন্টারপ্রাইজের অফিসে কর্মচারীগণ তারাবিহের নামাজে থাকায় অজ্ঞাতনামা চোরেরা অফিসের পিছনের জানালার গ্রিল কেটে টেবিলের ড্রয়ারে থাকা ১,৯৭,০০০/- টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় সিয়াম এন্টারপ্রাইজের পরিচালক মো: সেলিম কাজী (৪৭) বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি চুরি মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২১/০৫/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন ওয়াসা নতুন রাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং- ২৮, তারিখ- ২৩/০৩/২০২৫ খ্রি., ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ এর তদন্তে প্রাপ্ত আসামী ১। মো: আলমগীর হোসেন (২৬), পিতা- মধু প্যাদা, সাং- চাউলা, থানা- তালতলী, জেলা- বরগুনা ও ২। মো: শরিফ (২৪), পিতা- মৃত ফরিদ, সাং- বাপতা, থানা- ভোলা সদর, জেলা- ভোলা‘দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর



উত্তরণের একসেস প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১১৩জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু   :স্টাফ রিপোর্টার;

রায়েন্দায় উত্তরণের একসেস প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২১ মে, ২০২৫) সকাল ১০ টায় রায়েন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর সহযোগিতায় উত্তরণ সংস্থার বাস্তবায়নে একসেসপ্রকল্পের আওতায় প্রকল্প অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডি আর-আর এন্ড ওয়াশ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ইমন। সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা নুর আলম, মনিরুজ্জামান তালুকদার, ইউপি সদস্য মোাঃ কাওসার হোসেন,  ইউপি সদস্য মাফিয়া বেগম, ইউপি সদস্য আকলিমা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম এবং স্থানীয় পর্যায়ের পেশাজীবি এবং প্রতিনিধিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের এগ্রিকালচার এন্ড লাইভলিহুড কর্মকর্তা অভিক রঞ্জন মন্ডল, কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা অনিত কুমার দাস এবং রুহুল আমিন। প্রকল্পের কর্মকর্তা বৃন্দ প্রকল্প নিয়ে মুক্ত আলোচনা করেন, পাশাপাশি সভার অংশগ্রহনকারীরা এলাকায় কাজের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

উত্তরণের এই প্রকল্পের মাধ্যমে দূর্যোগ ঝুঁকি নিরসণ, জলবায়ু সহনশীল কৃষি ও জীবিকায়ন, স্থানান্তরিত মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিষেবা বিষয়ক কাজের পরিকল্পনা রয়েছে।


আরও খবর



উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়ার শঙ্কায় ১৬ জেলা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | ৬১জন দেখেছেন

Image

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করতে শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা, সন্নিহিত দ্বীপ ও চরসমূহে ২ থেকে ৪ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ঝোড়ো হাওয়া এবং ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, যার কারণে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে বার বৃহস্পতিবার (২৯ মে)। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই দিনে সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং পরে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ফলে সমুদ্র বেশ উত্তাল রয়েছে।

অমাবস্যা ও গভীর নিম্নচাপের যুগপৎ প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং সেগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই পরিস্থিতির সূচনা ঘটে বার (মঙ্গলবার) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির মাধ্যমে, যা ধাপে ধাপে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, এরপর নিম্নচাপ এবং সর্বশেষে গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে বার (বৃহস্পতিবার) সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই দিন দেশের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।


আরও খবর



স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | জন দেখেছেন

Image

 স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বুধবার রাত ১১টা ১৭ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্য রওনা দেন বেগম খালেদা জিয়া। এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য তার গুলশানের বাসভবন থেকে এভার কেয়ার হাসপাতালে যান।

বেগম খালেদা জিয়ার হাসাপাতালে যাওয়াকে কেন্দ্র করে গুলশান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার পুরো রাস্তায় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। এসময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন পুরো পরিবেশ।


আরও খবর



কোরবানির পশুর হাড় বিক্রি নিয়ে ইসলাম যা বলে

প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ২৪জন দেখেছেন

Image

পশু কোরবানির মাধ্যমে আল্লাহ তায়ালা মূলত মানুষের তাকওয়া-পরহেজগারি পরীক্ষা করেন। বর্ণিত হয়েছে, (মনে রেখো, কোরবানির পশুর) গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না; বরং তার কাছে কেবলমাত্র তোমাদের পরহেজগারিই পৌঁছায়। (সুরা হজ, আয়াত, ৩৭) 

আল্লাহ তায়ালা অন্য আয়াতে বলেন- “আমি প্রত্যেক উম্মতের জন্যে কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুস্পদ জন্তু জবেহ কারার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তাঁরই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও।” (সুরা হজ, আয়াত :৩৪)

কোরাবানির জন্য নির্ধারিত পশুর মাংস নিদ্বিধায় খাওয়া হালাল। কোরবানির মৌসুমে অনেক মহাজন কোরবানির হাড় ক্রয় করে থাকে। টোকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে। এদের ক্রয়-বিক্রয় জায়েজ আছে কিনা?

এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতামত হলো- টোকাইরা  কোরবানির পশুর হাড় সংগ্রহ করে বিক্রি করলে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কোরবানিদাতার জন্য নিজ কোরবানির কোনো কিছু এমনকি হাড়ও বিক্রি করা জায়েজ হবে না। করলে মূল্য সদকা করে দিতে হবে। আর জেনেশুনে মহাজনদের জন্য এদের কাছ থেকে ক্রয় করাও বৈধ হবে না। (বাদায়েউস সানায়ে ৪/২২৫; কাযীখান ৩/৩৫৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০১)

কোরবানির মাংস, কোরবানির পশুর চামড়া, দড়ি ইত্যাদি বিক্রি করা যাবে না। বিক্রি করলেও সেই টাকা সদকা করে দিতে হবে। হাদিসে এসেছে, আলী ইবনে আবি তালিব (রা.) বলেন, নবী (সা.) আমাকে তাঁর (কোরবানির উটের) আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে বলেছিলেন। তিনি কোরবানির পশুর গোশত, চামড়া ও আচ্ছাদনের কাপড় সদকা করতে আদেশ করেন এবং এর কোনো অংশ কসাইকে দিতে নিষেধ করেন। তিনি বলেন, ‘আমরা তাকে (তার পারিশ্রমিক) নিজের পক্ষ থেকে দেব।’ (বুখারি: ১/২৩২)


আরও খবর