Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

লোহাগড়ায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৬জন দেখেছেন

Image

মাহফুজুল ইসলাম মন্নুর : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,ও পুরস্কার বিতরণী,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান উপলক্ষে প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাবেক সভাপতি ডাঃ মাহাবুবুল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান হায়াত, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, লোহাগড়া লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলাম, শেখ নজরুল ইসলাম, শিক্ষক মোঃ আব্দুল হান্নান বিশ্বাস প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ঢাবির ভর্তি পরীক্ষায় ছাত্রদলের ১৪ ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী 20২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের’ ২০২৪—২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় ক্যাম্পাসে ১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র স্থাপন করেছে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে তারা ব্যস্ত সময় কাটিয়েছেন।
শনিবার ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান হয়।

১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্রগুলো হলো-
১. স্যার এ এফ রহমান হল সংলগ্ন,
২. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই ই আর) ও মলচত্তর সংলগ্ন.
৩. ব্যবসায় শিক্ষা অনুষদ (এফ বি এস) সংলগ্ন,
৪. কলাভবনের মেইন গেট সংলগ্ন,
৫. কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন,
৬. হাকিম চত্বর,
৭. মোতাহার হোসেন ভবন সংলগ্ন,
৮. মোকাররম ভবন সংলগ্ন,
৯. উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন,
১০. কার্জন হল সংলগ্ন,
১১. টি এস সি সংলগ্ন,
১২. চারুকলা সংলগ্ন,
১৩. সমাজকল্যাণ ইন্সটিটিউট সংলগ্ন
১৪. লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট সংলগ্ন

এসব ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষা শুরুর প্রথম থেকে শেষ হওয়া পর্যন্ত পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্য সেবা, ভর্তি পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ (কলম, ফাইল ইত্যাদি) বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা, প্রাথমিক চিকিৎসা সেবা সহ সংশ্লিষ্ট অন্যান্য নানা রকমের জরুরি সহায়তা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ফ্যাসিবাদমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদেরকে শুভকামনা জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সর্বাবস্থায় সর্বোচ্চ সক্রিয় ও আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আরও খবর



যুক্তরাষ্ট্র-কানাডা শুল্ক বাড়ালে বিশ্বে পণ্যের দাম বাড়তে পারে

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৭জন দেখেছেন

Image

অনলােইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর পাল্টা জবাবে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই শুল্ক বৃদ্ধি একটি বাণিজ্যযুদ্ধের কারণ হতে পারে। এর ফলে বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে যেতে পারে। কানাডা কর্তৃপক্ষ মার্কিন পণ্যের একটি তালিকা তৈরি করেছে, যার মধ্যে বার্বন, জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহল, আসবাবপত্র, সিরামিক, স্টিল পণ্য, কমলার রস, পোষা প্রাণীর খাবার এবং আরও অনেক কিছু রয়েছে।



এ ছাড়া যুক্তরাষ্ট্র কানাডাকে জ্বালানি রপ্তানি করে এবং শুল্কযুদ্ধ শুরু হলে সেসব জ্বালানির ওপরও শুল্ক আরোপ হতে পারে।


কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে এবং ট্রাম্পের বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের পরিণতি ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত।’


কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও এই বাণিজ্যযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান বিজনেস কাউন্সিল অব কানাডার সিইও গোল্ডি হাইডার।


আরও খবর



আদালতের নির্দেশে জুলাই-আগস্ট অভুত্থানে নিহত চারজনের মরদেহ উত্তোলন

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৭জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : ঢাকার আশুলিয়ায় জুলাই-আগস্ট অভুত্থানে নিহত চারজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

শনিবার  (পহেলা ফেব্রুয়ারি ২০২৫) সকাল থেকে আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ী আমবাগান এলাকা থেকে মরদেহগুলো উত্তোলনের প্রক্রিয়া শুরু করেন নির্বাহী ম্যাজিট্রেট। 

পুলিশ জানায়, আদালতের নির্দেশে আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ী আমবাগান এলাকা থেকে মরদেহ গুলো উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়। এসময় আশুলিয়ার চারালপাড়া কবরস্থান থেকে উত্তোলন করা হয় জুলাই-আগস্টে নিহত জাহিদুল ইসলাম সাগরের মরদেহ ও পবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম নামে আরেকজনের মরদেহ উত্তোলন করা হয়। পরে দুপুরে আশুলিয়ার বগাবাড়ী আমবাগান কবরস্থানে দাফনকৃত আবুল হোসেনসহ অজ্ঞাত আরেকজনের পরিচয় সনাক্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়। লাশগুলো উত্তোলনের পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, বিজ্ঞ আদালত ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে এখানে দায়িত্ব পালন করছি। এখানে লাশ উত্তোলনের পর সুরতহাল করা হবে এবং পরে ময়নাতদন্ত করা হবে। ভাদাইল ও চারালপাড়া এলাকায় দুটি কবরস্থান থেকে দুইজনের মরদেহ উত্তোলন করা হয়েছে। আমবাগান কবরস্থান থেকে আরও দুইজনের মরদেহ উত্তোলন করা হচ্ছে বলেও জানান তিনি।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




জয়ার ‘বাগান বিলাস’ আসছে ২৭ জানুয়ারি

প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৬১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : জয়া আহসান বাংলাদেশের অন্যতম ফাইনেস্ট অভিনেত্রী। এপার-ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত। কাজ করেন বেছে বেছে। সম্প্রতি তিনি কাজ করেছেন ‘বাগান বিলাস’ নামক একটি মিউজিক্যাল ফিল্মে। আগেই দিয়েছিলেন কাজের ইঙ্গিত, এবার জানালেন মুক্তির সময়। ২৫ জানুয়ারি (শবিবার) জয়া তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানিয়েছেন, ২৭ জানুয়ারি (সোমবার) রাত ৯ টায় মুক্তি পাবে ‘বাগান বিলাস’। অভিনেত্রী পোস্টে লিখেছেন, “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।” ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে চলেছে। প্রীতম হাসান গানের পাশাপাশি ভালো অভিনয়ও করেন। ‘বাগান বিলাস’- এ জয়ার সঙ্গে কাজ করা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর আগে এ বিষয়ে তিনি বলেন, ‘জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সাথে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।’ বলা প্রয়োজন, আহসান দেশের অন্যতম মেধাবী ও গুণী অভিনেত্রী। সম্প্রতি তাকে দেখা গেছে নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’- তে। অন্যদিকে প্রীতম হাসান দেশের একজন মেধাবী সংগীতশিল্পী। পাশাপাশি তিনি অভিনয়ও করেন। এলিটা করিমও নিজের অবস্থানে সমুজ্জ্বল। উল্লেখ্য, ‘বাগান বিলাস’ পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।


আরও খবর

অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫

হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু

বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫




শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ১৭জন দেখেছেন

Image

মোঃ নমশের আলম : শেরপুরে সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসা লোকজনের ভিড়ে আটকে থাকা বনভোজনের বাসের এক মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদে যুবককে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে দু'দিন ব্যাপী সংঘর্ষ, রাস্তা অবরোধ, ভাঙচুর, আগুন ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষ হয়।

এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ জনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ।

আজ দুপুরে সংঘর্ষের জেরে প্রায় দেড় ঘণ্টা শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সূর্যমুখীর বাগানে দর্শনার্থীদের ভিড়ে যানজট সৃষ্টি হয়। এসময় পার্শ্ববর্তী কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের এক যুবক কর্তৃক ইভটিজিংয়ের শিকার হয় যানজটে আটকে থাকা বনভোজনের বাসে বসে থাকা এক মেয়েকে। এর প্রতিবাদে কান্দাশেরীরচর গ্রামের কয়েকজন যুবক মিলে ওই ইভটিজিংকারী যুবককে মারধর করে।

ওই ঘটনার জেরে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজন দলবেঁধে কান্দাশেরীরচর গ্রামে হামলা চালালে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে কান্দাশেরীরচরের অন্তত ৫ জন গুরুতর আহত হয়। এ সময় কুসুমহাটি বাজারের রাস্তায় আগুন দিয়ে অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও পলাশ টেলিকম নামে একটি মোবাইলের দোকানে লুটপাটের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আজ শনিবার সকাল থেকে কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দু’পক্ষ পুনরায় কুসুমহাটি বাজারে শেরপুর-জামালপুর সড়কের দুইপাশে অবস্থান নেয়া শুরু করলে আবারো উত্তাপ ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে দুপক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়। এ সময় আবারো শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। তিনি কুসুমহাটি বাজারের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫