Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

লক্ষ্মীপুরে সাংবাদিকদের আটকে মুখোশধারীদের মারধর, গুলি

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ১৯জন দেখেছেন

Image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় পেশাগত কাজে যাওয়ার পথে চার সাংবাদিককে মুখোশধারীরা আটকে মারধর করেছে; এ সময় গুলির ঘটনা ঘটেছে বলে আহতরা জানিয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গণশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান।

আহতরা হলেন- দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, আমার সংবাদের প্রতিনিধি মো. আলাউদ্দিন এবং আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ। রফিকুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

সাংবাদিকরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়ি দখল ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলেন তারা। ঘটনাস্থলের কাছে পৌঁছলে ৮-১০ মুখোশধারী মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় তাদেরকে সংবাদ সংগ্রহ না করে চলে যেতে বলে। বাধা পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় গুলি করলে তা লক্ষ্যচ্যুত হয়।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, “হামলাকারীরা মুখোশধারী ছিল। হত্যার উদ্দেশ্যে তারা হামলা ও গুলি করেছে। তারা জিম্মি করে আমাদের মোবাইল ফোন সেট ও টাকাসহ মানিব্যাগগুলো নিয়ে গেছে।”

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, “আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে, তা গুলির কি-না এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে।”

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

এদিকে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার ঘটনাটি ন্যাক্কারজনক।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান

প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০25 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৫জন দেখেছেন

Image

মো কামরুল হোসেন সুমন : ভোলার মনপুরায় মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ৬ জন মেধাবী ছাত্রীর মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা মেধাবৃত্তি বিতরন করা হয়। অভ্যন্তরীন পরিক্ষায়  ভালো ফলাফলের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের কে এই বৃত্তি দেয়া হয়। এই মেধাবৃত্তি প্রদান প্রতিবছর অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

সোমবার (২০ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার নারী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মনোয়ারা বেগম মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে এই মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়।

মেধাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামাল উদ্দিন  চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাহফুজা খতুন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত)  মোঃ মাহবুবুল আলম শাহীন। এই সময় কলেজের  ৬ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। মেধাবৃত্তি প্রাপ্তি ছত্রীরা হলেন একাদশ শ্রেনীর  জয়তুন নেছা,বৈশাখী চক্রবর্তী, তিশা মনি।

ও দ্বাদশ শ্রেনীর ছাত্রী  তাসপিয়া নিশাদ  অর্পি,আমেনা বেগম শান্তা,মারিয়া জাহান। অনুষ্ঠানে আরো বক্তব্য  রাখেন  সহকারি অধ্যাপক জুড়ান চন্দ্র মজুমদার, আব্দুল হান্নান, দ্বাদশ শ্রেনীর ছাত্রী তাসপিয়া  নিশাদ অর্পি প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষকবৃন্দ অভিভাবক, ছাত্রী, গন্যমান্য ব্যক্তিবর্গ।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




বডি স্প্রে ও সেন্ট ব্যবহারে ইসলামের বিধান

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪০জন দেখেছেন

Image

ধর্ম ডেস্ক : ইসলামে সুগন্ধি বা খুশবোর ব্যবহার বৈধ। সুগন্ধি বা খুশবোর ব্যবহার ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুবই প্রিয়। তিনি নিজে সুগন্ধি ব্যবহার করতেন। তাই সুগন্ধি ব্যবহার করা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। শর্ত হলো শুধু তাতে হারামের কোনো না থাকলেই হলো। আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, ‘রাসুল (সা.)-এর সুরভির চেয়ে হৃদয়কাড়া কোনো ঘ্রাণ আমি কখনো নেই নি। (ইমাম নবভির ব্যাখ্যাকৃত মুসলিম, হাদিস নং ৮৬/১৫)। আনাস (রা.)-এর অন্য বর্ণনায় রাসুল (সা.) বলেন, ‘তোমার পৃথিবীর সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে এবং নামাজের ভেতর আমার চোখের শীতলতা রাখা হয়েছে। ’ (নাসাঈ, হাদিস নং : ৩৯৩৯) বুখারির এক বর্ণনায় এসেছে, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেউ সুগন্ধি উপহার দিলে তিনি তা গ্রহণ করতেন, ফিরিয়ে দিতেন না। আবার কেউ সুগন্ধি দিলে ফিরিয়ে দিতেও তিনি নিষেধ করেছেন।’ (বুখারি) তবে, বডি স্প্রেতেও রয়েছে সুগন্ধি। এসব সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ সুগন্ধির মধ্যে যদি অ্যালকোহল মাত্রাতিরিক্ত থাকে বা সুগন্ধি যদি অ্যালকোহলের কারণে মাত্রাতিরিক্ত ঝাঝালো হয় তবে তা ব্যবহার বৈধ হবে না। কেননা যেসব অ্যালকোহল আঙুর, খেজুর অথবা কিশমিশ থেকে তৈরি সেসব অ্যালকোহল সম্পূর্ণ হারাম। এ ধরনের অ্যালকোহল মেশানো সুগন্ধি ব্যবহার করা যাবে না।

হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম।’ (বুখারি) তবে এ তিন উপাদান ছাড়া যেসব অ্যালকোহল বিভিন্ন শস্যদানা, গাছের ছাল, মধু, যব, আনারসের রস, গন্ধক, সালফেট ও অন্যান্য রাসায়নিক উপাদান থেকে তৈরি তা নাপাক নয়। সুগন্ধিযুক্ত বডি স্প্রে বা যে কোনো সুগন্ধিতে যদি তা এমন পরিমাণ মেশানো হয় যা নেশার সৃষ্টির করে না তবে তা ব্যবহার বৈধ। শুধু সুগন্ধিযুক্ত বড়ি স্প্রে বা আতরই নয়, সুগন্ধিযুক্ত সাবানসহ যে কোনো পারফিউমের ক্ষেত্রেই এ বিষয়টি প্রযোজ্য। অর্থাৎ নেশার সৃষ্টি করে না বা বা শারীরিক বা মস্তিষ্কের মতিভ্রমের মতো কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। এমন পরিমাণ অ্যালকোহলসমৃদ্ধ সুগন্ধি ব্যবহার করে নামাজসহ অন্যান্য ইবাদত করা যাবে। আর তা ব্যবহার করা বৈধ। যে কোনো সুগন্ধিযুক্ত স্প্রে, আতর বা পারফিউম ব্যবহারের উদ্দেশ্য হলো দুর্গন্ধ থেকে মুক্ত থাকা। এ সম্পর্কে ইসলামিক স্কলারদের বক্তব্য হলো- কোনো জিনিস যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে আর সেটি তৈরির উপাদানে যদি বিচ্ছিন্ন কিছু না থাকে তবে তা ব্যবহারে ইসলামি শরিয়তে বাধা নেই বরং তা ব্যবহার বৈধ। বডি স্প্রেসহ যেকোনো পারফিউম বা আতর যদি মাত্রারিক্ত অ্যালকোহল দিয়ে তৈরি করা হয়। আর তার ঘ্রাণে মানুষ নেশাগ্রস্ত হয় তবে তা ব্যবহার বৈধ হবে না। আবার সুগন্ধি বা খুশবোতে যদি এমন কোনো হারাম বস্তু মিশ্রিত হয়, আর তা মিশ্রিত করার আগে ওই জিনিসকে এমনভাবে প্রসেসিং করে যে, হারাম বস্তুটির মৌলিকত্ব বিদ্যমান থাকে না তবে তা ব্যবহার করা বৈধ। যদি সুগন্ধিতে সে হারাম বস্তুর মৌলিকত্ব থাকে তবে তা ব্যবহার করা বৈধ নয়। আর যদি হারাম বস্তু মিশ্রিত করা হয়েছে কিনা, তা জানা না থাকে তাহলেও ওই পারফিউম, স্প্রে ব্যবহারেও কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেছেন অনেক ইসলামিক স্কলার। সুতরাং হাদিসে ঘোষিত ৩ ধরনের অ্যালকোহল সমৃদ্ধ কোনো সুগন্ধি ব্যবহার না করে অন্যান্য বৈধ পন্থায় তৈরি সুগন্ধি ব্যবহার করে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তথা আদর্শের অনুসরণ করা উচিত।




আরও খবর

জাহান্নামীরা দেখতে যেমন হবে

সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫




আশুলিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | ৫১জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

সোমবার  (২৭ শে জানুয়ারি ২০২৫) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট আড়িয়ারার মোড় এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তারা। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো: তামিম। বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ গাজীরচট এলাকায় একটি কারখানায় সমন্বয়ক পরিচয় দিয়ে বারবার গিয়ে বিরক্ত করছিল। পরে বিষয়টি জানতে পেরে তাদের সাথে কথা বলতে যান তারা। একপর্যায়ে কারখানার লোকজনের সাথে কথা কাটাকাটি হয় এবং ভুল বুঝাবুঝি হয়। সে সময়ের একটি ভিডিও ধারণ করে একটি পক্ষ। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। এতে আমাদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। যার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেছি।

এসময় উপস্থিত ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ্জাহান সৌরভ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আহান্তি অনু মেঘলা ও হৃদয় হাসান সহ আরও অনেকে। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




পটুয়াখালীতে সমলয় পদ্ধতিতে বোরো চাষের উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৫জন দেখেছেন

Image

পটুয়াখালী প্রতিনিধি : রবি ২০২৪-২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান সমলয় চাষাবাদ এর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ৮০জন কৃষক সঙ্গবদ্ধভাবে ৫০একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো চাষের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইরতিজা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ খাইরুল ইসলাম মল্লিক। এসময় জেলা  অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর এইচএম শামিম, পটুয়াখালী সদর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন ও দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেনসহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।  এতে স্বগত বক্তব্য রাখেন-দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহম্মেদ।


আরও খবর



কোকোর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী 20২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ১৫৯জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ করেছেন থানা ছাত্রদল নেতৃবৃন্দ।

শুক্রবার (২৪ শে জানুয়ারি ২০২৫)  বিকালে আশুলিয়ার বগাবাড়ি  মারকাজুত তাজবিদ ইন্টারন্যাশনাল মাদরাসা কিন্ডারগার্টেনের হল রুমে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। 

এসময় আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। 

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ইসমাইল হাবিবের উপস্থিতিতে এই দোয়া মিলাদের আয়োজন করেন আশুলিয়া থানা ছাত্রদলের নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক এসআই আলামিন, আশুলিয়া ছাত্রনেতা  শাহীন আকন্দ, মারুফ ও নিলয় সহ অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদের মুনাজাত পরিচালনা করেন, বগাবাড়ি কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ আমিনুল ইসলাম 

প্রসঙ্গত: আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজে লেখাপড়া করেন। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন কোকো। এছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির মাধ্যমে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংককে যান তিনি। চিকিৎসা শেষে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানেই সপরিবারে বসবাস করে আসছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান তাবাসুম, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক কোকো।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫