কোটালীপাড়ায় ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা
আজ থেকে নতুন সময়সূচিতে মেট্রোরেল
বুধবার ২৭ মার্চ ২০২৪
নোয়াখালীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বুধবার ২৭ মার্চ ২০২৪
এবার 'রোবোট্যাক্সি' বাজারে আনছে টেসলা
অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি (রোবট ট্যাক্সি) উন্মোচন করছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে গত বৃহস্পতিবার ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি উন্মোচন করতে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। অবশেষে গত বৃহস্পতিবার রোবোট্যাক্সি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এর আগে সাইবারক্যাব বিষয়ে খুব বেশি তথ্য জানায়নি টেসলা কর্তৃপক্ষ। তাদের তথ্যমতে, স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটচালিত রোবোট্যাক্সি গাড়িটি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য টেসলার রোবোট্যাক্সিকে বলা হচ্ছে বড় একটি পদক্ষেপ। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, টেসলার রোবোট্যাক্সিতে দুটি আসন ও প্রজাপতির মতো পাখা থাকবে। এটি ক্যামেরা ও কম্পিউটার শক্তি কাজে লাগিয়ে রাস্তায় চলাচল করবে। প্রচলিত স্বয়ংক্রিয় গাড়িগুলোর সঙ্গে পার্থক্য এখানে। অন্য গাড়িতে যেখানে লিডার নামের লেজারভিত্তিক সেন্সর ব্যবহৃত হয়, সেখানে এটি চলবে ক্যামেরা প্রযুক্তিতে। এ গাড়িতে টেসলার তৈরি ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যার থাকতে পারে। এ ছাড়া এতে স্টিয়ারিং হুইল ও পেডালের মতো ফিচারগুলো না-ও থাকতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের নানা সুবিধা যুক্ত হতে পারে এতে।
ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় নতুন ফিচার আনছে গুগল
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
শুরু হয়েছে শাওমি ইমেজারি অ্যাওয়ার্ডস প্রতিযোগিতা
মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৪
‘সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নেই’
সাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, সাহাবুদ্দিন যেকোনো সময় পদত্যাগ করবেন। তার পদত্যাগ করা উচিত। তার রাষ্ট্রপতি হওয়ারই যোগ্যতা নেই। তিনি আপাদমস্তক একটা দুর্নীতিবাজ লোক।
বুধবার (২৩ অক্টোবর) প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিপন বলেন, বাংলাদেশে কেউ রাষ্ট্রপতি হতে হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হয়। চুপ্পু সিঙ্গাপুরের নাগরিক। এসব জায়গায় নাগরিক হতে হলে অনেক টাকা লাগে। এসব টাকা কীভাবে পেলেন। মানিলন্ডারিং ছাড়া এসব টাকা নেওয়া যাবে না। বিএনপির এই নেতা বলেন, আমরা শুনেছি তিনি বার্বাডোসের নাগরিক হয়েছেন। অন্যদেশের নাগরিক রাষ্ট্রপতি হয় এটা মনে হয় শুধু বাংলাদেশেই হয়। চুপ্পু সাহেব দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তাকে কেন বানানো হয়েছিল কারণ পদ্মা সেতুতে একটা বড় দুর্নীতি হয়েছে। এটা ওয়ার্ল্ড ব্যাংক মনে করে, আমরাও মনে করি। ওয়ার্ল্ড ব্যাংক যখন তদন্তে আসে এটা জেনেই শেখ হাসিনা চুপ্পুকে ওখানে বসিয়ে দিলেন। এরপর সেই মেয়াদ শেষ হলে ওনাকে ইসলামি ব্যাংকের চেয়ারম্যান করলেন। এরপর সবাই আশ্চর্য হয়ে গেলেন। উনি নাকি বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা কিন্তু কেউ জানেন না। ওবায়দুল কাদেরও জানতেন না।
আসাদুজ্জামান রিপন বলেন, এটা না জানা এটা একটা সিন্ডিকেট। বিচার বিভাগ, পুলিশ সব জায়গাতেই তারা একটা সিন্ডিকেট তৈরি করেছিলেন। যাতে তারা ভিন্নমত দমন করতে পারে।
রিপন বলেন, একটা ডামি সরকার পদত্যাগ করবে কি করবে না এটা নিয়ে এত আলোচনার কি আছে। উনি (শেখ হাসিনা) তো মানুষের ভোটে নির্বাচিত হননি। বাংলাদেশের ছাত্র-জনতা ওনাকে পদ ত্যাগ করতে বাধ্য করেছেন। উনি তো মানুষের ভোটে নির্বাচিত ছিলেন না। তাই উনি পদত্যাগ করলেন কি করলেন না সেটা নিয়ে আলোচনার কিছু নেই।
তিনি বলেন, রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তাকে পদত্যাগ পত্র দেওয়া হয়ছিল। সেখানে হয়ত এটাই লেখা ছিল যে সংসদ ভেঙে দিতে হবে। তাই তিনি দিয়েছেন। এখন আড়াই মাস পর এসে বলেন পদত্যাগপত্র পাননি তিনি। এরমধ্যে কোনো উদ্দেশ্য আছে।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আমার সামনে যারা আছেন তখন অনেকেই ছোট ছিলেন। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত কোনো সংবাদপত্র কিছু লিখতে পারতো না। একটা দুইটা সংবাদপত্র কোনোরকম চেপে চুপে নিউজ করতো। যদি ৭৫ এর পর জিয়াউর রহমান ক্ষমতায় আসতে না পারতেন বা কর্নেল তাহেররা ক্ষমতা নিতেন তাহলে কি হত এই জাতির জানা নেই।
তিনি বলেন, জিয়াউর রহমানের কাছে আমরা দুইভাবে ঋণী। একটা ২৭ মার্চ তার স্বাধীনতার ঘোষণা। আরেকটি তিনি ক্ষমতায় এসে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় আসতে পেরেছেন। তিনি গণতন্ত্র এনেছেন। এখন সাংবাদিক ভাইয়েরা লিখতে পারবেন। জিয়াউর রহমানের অবদানের কথা এখন লেখা উচিত। এই জাতীয় প্রেসক্লাবও তার অবদান।
আমিনুর রহমান সালাম বলন, দেশ স্বাধীন, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। একটা বর্বর জাতি ১৮ বছর দেশ থেকে বিতাড়িত হয়েছেন। দেশের মানুষ এখন নিঃশ্বাস নিতে পারছে।
তিনি বলেন, খুব শিগগিরই আমরা আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবো। আমাদেরকে মনে রাখতে হবে এই ফ্যাসিস্ট, বর্বর দলটি যেন আর ফিরে আসতে না পারে। সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
মানুষের ভাগ্যের পরিবর্তনকেই সংস্কার মনে করে বিএনপি : তারেক রহমান
মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪
শিবিরবিরোধী মিছিলকারীদের অভিনন্দন জানাল জাবি শিবির
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
চিফ প্রসিকিউটর ডিজিটাল ফরেনসিক ল্যাবে প্রবেশাধিকার চাইলেন
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার আলামত ও সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ প্রক্রিয়া, ডিজিটাল ফরেনসিক ল্যাব ও অনলাইন সার্ভারে প্রবেশাধিকার চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
বুধবার (৩০ অক্টোবর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার সুষ্ঠু বিচারের উদ্দেশ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিজিটাল আলামত ও সাক্ষ্য অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সংগ্রহ করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবহার উপযোগী ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং ন্যাশনাল ডাটা সেন্টারের অনুমোদিত সার্ভারে ডিজিটাল আলামত সংরক্ষণ ও সার্ভারের বিশেষায়িত সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।
বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক মানদণ্ড এবং আইনসম্মত উপায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ডিজিটাল ফরেনসিক ল্যাব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়েবসাইট, ডোমেইন, ই-মেইল এবং সার্ভার সংক্রান্ত বিষয়ে তথ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করা হয়।
সহযোগিতাগুলো হলো-১. মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সম্পর্কিত সংবেদনশীল ডিজিটাল সাক্ষ্য নিরাপদে সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য আইসিটি বিভাগে অন্তর্গত ন্যাশনাল ডাটা সেন্টার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও সাইবার সিকিউরিটি এজেন্সির বিভিন্ন অবকাঠামোতে বৈধ প্রবেশাধিকার।
২. আইসিটি বিভাগের অন্তর্গত ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, দলিলাদি ও সার্ভারে বৈধ প্রবেশাধিকার এবং বিশেষায়িত সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবকাঠামোগত সহায়তা প্রদান।
৩. সংবেদনশীল তথ্যের সঠিক চেইন অব কাস্টডি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবকাঠামোগত সহায়তা প্রদান।
৪. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে আইসিটি বিভাগ কর্তৃক নিরাপদ সার্ভার ও রাষ্ট্রীয় ডোমেইন ই-মেইল সংক্রান্ত সেবা প্রদান।
৫. সুষ্ঠু বিচার ও তদন্তের উদ্দেশ্যে উপরোক্ত বিষয়গুলোতে অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও অবকাঠামোগত সহায়তা প্রদান।
জুবায়েরপন্থিদের সমাবেশ রাজনৈতিক শোডাউন নিয়ে সাদপন্থিদের মন্তব্য
মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪
মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে নিকারাগুয়া
অনলাইন ডেস্ক: দক্ষিণ আমেরিকার দুই প্রতিবেশী দেশ কলম্বিয়া এবং বলিভিয়ার পথ অনুসরণ করে এবার ইসরায়েলের সঙ্গে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মধ্য আমেরিকা দেশ নিকারাগুয়া। শুক্রবার সরকারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার।
বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েল শুধু ফিলিস্তিনেই তার সামরিক অভিযান সীমানবদ্ধ রাখেনি; তাদের সেনাবাহিনী লেবাননে অভিযান শুরু করেছে এবং ইতোমধ্যেই সিরিয়া, ইয়েমেন এবং ইরানের সামনে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে ইসরায়েল।”
“নিকারাগুয়ার সরকার ইসরায়েলের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দেশটির সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।”
প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে ২০২৩ সালের ৯ নভেম্বর দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। বলিভিয়ার পর চলতি ২০২৪ সালের ২ মে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করলেও, দেশটি থেকে নিজেদের কূটনীতিক প্রত্যাহার করে নিয়েছে। ফলে কার্যত ব্রাজিলের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই।
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা অবশ্য ইরানের মিত্র হিসেবে পরিচিত। ২০১৮ সালে দেশে সরকারবিরোধী বিক্ষোভ দমনের নামে শত শত মানুষকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সেই আন্দোলনে অন্তত ৩০০ জন নিহত হন।ওই ঘটনার পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে এক রকম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ওর্তেগা।
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
সমাপনী বক্তব্যে যা বললেন কমালা ও ট্রাম্প
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
কওমী জুটমিল পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
রাষ্ট্রীয় মালিকানায় ঐতিহ্যবাহী কওমী জুটমিল পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের নেতৃবৃন্দরা।
শনিবার সকাল ১০ টার দিকে পৌর এলাকার রায়পুর জাতীয় কওমী জুটমিলে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় জুটমিলসহ সারা দেশের পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনটি কওমী মজদুর ইউনিয়নের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সাইদুর রহমান বাচ্চু বলেন, সারাদেশে প্রথমে যে কয়েকটি জুটমিল চালু করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছে তার মধ্যে যদি সিরাজগঞ্জের বন্ধ হওয়া কওমী জুটমিলটি চালু করা না হয় তাহলে বেকার হওয়া শ্রমিকদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করবো। তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে চাইনা, কিন্তু এর বাইরে আমাদের কোনো উপায় থাকবেনা। আমাদের দাবি, সরকার যে ৪/৫ টি বন্ধ করা জুটমিলটি চালু করার কথা বলছেন বা শুনেছি তার মধ্যে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিলস্ টি অবশ্যই চালু করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ, সাধারণ সম্পাদক এম. এ. আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, জেলা ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ শেখসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
অর্ধশতাধিক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১০
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
বাংলাবান্ধায় ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪