

বুধবার ২৭ মার্চ ২০২৪
বুধবার ২৭ মার্চ ২০২৪
ভারতের মাহেন্দ্র সিং ধোনী, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও গ্র্যায়েম স্মিথসহ আরো সাত ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অব ফেমে জায়গা করে নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন পাকিস্তান নারী দলের অধিনায়ক সানা মির।
এই তালিকায় আরো রয়েছেন অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি ও ইংল্যান্ডের সারা টেইলর। নারী ক্রিকেটে অবদানের জন্য সানা মির ও সারা টেইলরকে স্বীকৃতি দিয়েছে আইসিসি।
পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেমে জায়গা করে ইতিহাস সৃষ্টি করেছেন সানা মির। ২০০৫ সালে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ১২০টি ওয়ানডে এবং ১০৬টি টি২০ খেলেছেন। এর মধ্যে ৭২টি ওয়ানডে এবং ৬৫টি টি২০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
২০১০ ও ২০১৪ সালে এশিয়ান গেমসে পাকিস্তানের স্বর্ণপদক জয়ে অধিনায়ক ছিলেন সানা মির। নিয়েছেন ১৫১ উইকেট। ২০১৮ সালে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেও ছিলেন সানা মীর।
ভারতের সাবেক অধিনায়ক ধোনি ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ উপহার দেন ভারতকে। দুই বছর পর ২০১৩ সালে তার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে। তিনি একমাত্র অধিনায়ক যার অধীনে ভারত আইসিসির তিনটি সাদা বলের ট্রফিই জিতেছে। তার অধীনে ভারত টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিল।
প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে আমলা টেস্টে ত্রিপল সেঞ্চুরি করেছিলেন। ২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৩১১ রান সংগ্রহ করেছিলেন।
সব ফরম্যাট মিলিয়ে তিনি ৫৫টির বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। গ্রায়েম স্মিথ ১০৯টি টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেন, যার মধ্যে ৫৩টি জয় পেয়েছেন। একমাত্র খেলোয়াড় হিসেবে ১০০টিরও বেশি টেস্টে অধিনায়কত্ব করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫০টি ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন গ্রায়েম স্মিথ, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।
সারাহ টেইলর ছিলেন ইংল্যান্ড নারী দলের ২০০৯ সালের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি। তিনি ২০১৭ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অসাধারণ উইকেটকিপিংয়ের জন্য খ্যাত টেইলর সব ফরম্যাটে মিলিয়ে ২৩২টি ডিসমিসাল করেছেন।
মঙ্গলবার ১৭ জুন ২০২৫
সোমবার ১৬ জুন ২০২৫
মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকায় কৃষি ব্যাংক সংলগ্ন একটি বাগান থেকে আব্দুল খালেক মিয়া (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুল খালেক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল খালেক দীর্ঘদিন ধরে পান ব্যবসা করেন। সকালে গাইবান্ধা-নাকাইহাট ভাইয়া গোবিন্দগঞ্জ সড়কের পাশের বাগানে তার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার হাটে যান আব্দুল খালেক। কিন্তু গভীর রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। পরে শুক্রবার সকালে নাকাইহাট বাজারের পাশের বাগানে তার মরদেহ পাওয়া যায়।
নিহতের বড় ভাই আলম মিয়া বলেন, আব্দুল খালেক শারীরিক প্রতিবন্ধী ও সরল প্রকৃতির ছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তিনি।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি রংপুর থেকে ক্রাইম টিম বিষয়টি নিয়ে কাজ করবে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রবিবার ১৫ জুন ২০২৫
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় সেশন নিজেদের করে রাখল সফরকারী বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ৫৮ ওভারে ৩ উইকেটে ১৮২ রান করেছে টাইগাররা।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে টাইগাররা। দুই ওপেনার সাদমান ইসলাম ১৪ ও এনামুল হক শূন্য এবং মোমিনুল হক ২৯ রানে আউট হন।
এরপর চতুর্থ উইকেট শ্রীলংকার বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেন শান্ত ও মুশফিক। ২৫১ বলে দু’জনের ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় সেশন নিজেদের করে রাখে টাইগাররা। এসময় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শান্ত-মুশফিক।
শান্ত টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ এবং মুশফিক ২৮তম হাফ-সেঞ্চুরির দেখা পান। শান্ত ৭০ ও মুশফিক ৬৬ রানে অপরাজিত আছেন।
শ্রীলংকার অভিষিক্ত স্পিনার থারিন্দু রাত্নায়াকে ২টি ও পেসার আসিথা ফার্নান্দো ১টি উইকেট নেন।
সোমবার ১৬ জুন ২০২৫
মঙ্গলবার ১০ জুন ২০২৫
পাকিস্তানের বন্দর নগরী করাচিতে গতকাল সোমবার ধারাবাহিক ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ার পর একটি কারাগার থেকে ২শ’ জনেরও বেশি বন্দী পালিয়ে গেছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
করাচি থেকে এএফপি এ খবর জানায়।
মঙ্গলবার সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর যখন কয়েকজন পালানোর চেষ্টা করে তখন মালির কারাগারে ৬শ’ জনেরও বেশি বন্দীকে তাদের নিরাপত্তার জন্য অন্য একটি বিভাগে স্থানান্তরিত করা হচ্ছিল। এসময় ২১৬ জন পালিয়ে যায়।
করাচিতে জেল সুপারিনটেনডেন্ট আরশাদ শাহ সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত ৮৭ জন পলাতক বন্দীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেছেন, ‘বাকি ১২৯ জন বন্দীকে পুনরুদ্ধারের চেষ্টা চলছে।’
লাঞ্জার সাংবাদিকদের জানান, সোমবার রাতে সৃষ্ট বিশৃঙ্খলায় একজন বন্দী নিহত এবং কারাগার ও পুলিশ কর্মীসহ আরো ২২ জন আহত হয়েছেন।
সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেছেন, বেশিরভাগ বন্দির বিরুদ্ধে মাদকের অভিযোগ এবং অন্যান্য ছোটখাটো মামলা রয়েছে।
মেমন বলেছেন, কর্তৃপক্ষের কাছে ঠিক কারা পালিয়েছে তার তথ্য আছে এবং তারা তাদের ফিরিয়ে আনতে সক্ষম হবে।
তিনি বলেছেন, ‘কেন এবং কীভাবে এটি ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।’
সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল ইনাম মেমন বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে কারাগারে ফিরে আসলে বন্দিরা সরকারি পদক্ষেপ থেকে নিরাপদ থাকবেন। কিন্তু যারা তা করবে না তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার ১৭ জুন ২০২৫
সোমবার ১৬ জুন ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্গি পান্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পান্ডের বাবার পরিচয়ে পরিচিত নয়; তার নিজেরই স্বতন্ত্র পরিচিতি রয়েছে। রুপালি পর্দায়ে অভিষেকের পর থেকেই সিনেমাপ্রেমীদের নজরে পড়েন তিনি। বিশেষ করে সামাজিক মাধ্যমে নেটিজেনরা বিশেষভাবে তাকে চেনেন। আর চিনবেই না কেন? গত বছর আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙে অনন্যা পান্ডের। এ নিয়ে বলিপাড়ায় বেশ আলোচনা-সমালোচনা হয়। প্রেমে ভেঙে পড়ায় অভিনেত্রীও মানসিকভাবে ভেঙে পড়েন। প্রায়ই বিষণ্ণ থাকতেন, কান্নাকাটিও করতেন তিনি। অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই প্রথম নয়; ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান চাঙ্কিকন্যা। সেবারও মন ভাঙে অনন্যার। তাই এবার আর কারও মন জুগিয়ে চলবেন না তিনি। আপসহীন সম্পর্কে থাকতে চান। ভবিষ্যৎ প্রেমিকের জন্য কোন শর্ত বেঁধে দিলেন অভিনেত্রী? গত কয়েক বছরে বারবার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছাকে। তারা যেমনটি চেয়েছেন, তেমনটিই করছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন, তাতেই হ্যাঁ বলেছেন। নিজের অনেকটা বদল ঘটিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই। অভিনেত্রী বলেন, সবাকেই হয়তো পাল্টাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না, তাতে আমার কোনো ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ বলেছি। তারা বাড়িতে থাকতে চাইলে সেটি মেনে নিয়েছি, নিজেকে পেছনে রেখেছি সব সময়। কিন্তু এবার আর তেমনটা করবেন না অনন্যা। তিনি বলে ন, আর আপস করবেন না। বরং তিনি যেমন, তার প্রেমিককে সেভাবেই তাকে গ্রহণ করতে হবে। চাঙ্গিকন্যা বলেন, লোককে খুশি করা অত্যন্ত বাজে গুণ। তিনি বলেন, যেসব পুরুষ তার প্রেমিকার জন্য গর্ববোধ করতে পারে না, সে কখনই যোগ্য সঙ্গী হতে পারে না।
সোমবার ১৬ জুন ২০২৫
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫