Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

কওমী জুটমিল পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

প্রকাশিত:রবিবার ২৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১৫৩জন দেখেছেন

Image

রাষ্ট্রীয় মালিকানায় ঐতিহ্যবাহী কওমী জুটমিল পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের নেতৃবৃন্দরা।

শ‌নিবার সকাল ১০ টার দি‌কে পৌর এলাকার রায়পুর জাতীয় কওমী জুটমিলে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় জুটমিলসহ সারা দেশের পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনটি কওমী মজদুর ইউনিয়নের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন  তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সাইদুর রহমান বাচ্চু বলেন, সারাদেশে প্রথমে যে কয়েকটি জুটমিল চালু করার জন‌্য সরকার উদ্যোগ গ্রহণ করছে তার মধ্যে যদি সিরাজগঞ্জের বন্ধ হওয়া কওমী জুটমিলটি চালু করা না হয় তাহলে বেকার হওয়া শ্রমিকদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করবো। তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে চাইনা, কিন্তু এর বাইরে আমাদের কোনো উপায় থাকবেনা। আমাদের দাবি, সরকার যে ৪/৫ টি বন্ধ করা জুটমিলটি চালু করার কথা বলছেন বা শুনেছি তার মধ্যে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী  কওমী জুট মিলস্ টি অবশ্যই চালু করতে হবে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ, সাধারণ সম্পাদক এম. এ. আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, জেলা ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ শেখসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।



আরও খবর



বাজারে যত্রতত্র পশু জবাই, দুর্গন্ধে টেকা দায় : দূষিত হচ্ছে পরিবেশ

প্রকাশিত:সোমবার ০৩ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ২৪জন দেখেছেন

Image

স্ট্যাফ  রিপোর্টার:

গাইবান্ধা পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনিক বাজার হকার্স মার্কেট। এখানে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগম ঘটে। কিন্তু বাজারে নির্দিষ্ট সেড থাকলেও যত্রতত্র পশু-প্রাণী জবাই করায় এবং বর্জ্য পদার্থ ফেলে রাখায় দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়ছে। এতে পরিবেশ দূষিত হয়ে রোগ জীবাণু ছড়াচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। 

ভূক্তভোগী আলম মিয়াসহ একাধিক ব্যক্তির অভিযোগ থেকে জানা যায়, গাইবান্ধা পৌরসভার হকার্স মার্কেটে মুরগী ব্যবসায়ীরা রাস্তা বন্ধ করে মুরগী জবাই করে রক্ত, নাড়িভুড়ি ও মলমুত্র যত্রতত্র ফেলে রাখে। ফলে দুর্গন্ধের কারণে বাজারে জনসাধারণ প্রবেশ করতে নাক চেপে ধরতে বাধ্য হচ্ছেন। এতে দিনদিন বাজারে লোক সমাগম কমে যাচ্ছে। শুধু তাই নয়, দুর্গন্ধের কারণে অন্যান্য ব্যবসায়ীরা বিশেষ করে চা স্টল, হোটেলসহ খাদ্যদ্রব্যের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। অথচ ২০২৫-২৬ অর্থ বছরে ১২ লক্ষ টাকা দিয়ে মুরগী সেড নির্মাণ করে দেয়া হয়েছে। কিন্তু সেগুলো মুরগী ব্যবসায়ীরা ব্যবহার না করায় অযতেœ অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এরফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি বাজারের পরিবেশও দুর্গন্ধময় হয়ে উঠছে।  

এদিকে জাহাঙ্গীর আলমসহ একাধিক ব্যবসায়ী ও ক্রেতারা অভিযোগ করে বলেন, হকার্স মার্কেটে ড্রেনের ওপর খাসি জবাই করে রক্ত, ভুড়ি, মলমূত্র ফেলায় ড্রেনের পানি চলাচল বন্ধ হয়ে যায়। খাসি জবাইয়ের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা না করায় অনেক কসাই রোগাক্রান্ত ও অপরিণত বয়সী পশু জবাই করছে। এমনকি ভেড়া জবাই করে তা খাসির মাংস হিসেবে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছেন। অথচ প্রতিদিন পশু জবাইয়ের আগে পৌরসভা থেকে যাচাই-বাছাই করে জবাইয়ের উপযোগীর সিল দেয়ার কথা। কোনো জবাবদিহিতা না থাকার ফলে কসাইরা ইচ্ছামত রোগাক্রান্ত পশু জবাই করে বিক্রি করছে। এরফলে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছেন তেমনি নানা রোগে আক্রান্তও হচ্ছেন।

এব্যাপারে গাইবান্ধা পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। মুরগী ব্যবসায়ীদের সাথে আলোচনাও হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের আগেই সব সমস্যার সমাধান করা হবে


মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি।



আরও খবর



জুলাই সনদের ভিত্তিতে গণভোটসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত:সোমবার ২৭ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধিঃ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রæয়ারিতে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সোমবার বিকেলে  গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে। 

৫ দফা দাবি পূরণে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে সমবেত হয়। পরে সেখান একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়। 

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাজেদুর রহমান, জেলা শিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, গাইবান্ধা পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম, মাওলানা নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, অন্তর্র্বতীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে। 

জনগণের গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহব্বান জানান বক্তারা।

মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি।


আরও খবর



যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল

প্রকাশিত:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ


ট্রাম্প প্রশাসন ফেডারেল সরকারের শাটডাউনের (অচলাবস্থার) মধ্যে শুক্রবার বেতন ছাড়া কর্মরত এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ওপর চাপ কমাতে ফ্লাইট সংখ্যা কমানোর নির্দেশ দেয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে সহস্রাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শাটডাউনের কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া ৪০টি বিমানবন্দরের মধ্যে আটলান্টা, নিউ ইয়র্ক, ডেনভার, শিকাগো, হিউস্টন এবং লস অ্যাঞ্জেলেসের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র বিরোধ চলছে। বিশেষ করে স্বাস্থ্য বিমার ভর্তুকি নিয়ে বিরোধের কারণে অক্টোবর ১ থেকে সরকারি অর্থায়ন স্থগিত হয়ে পড়েছে। 

যুক্তরাষ্ট্রে প্রায় ছয় সপ্তাহের সরকারি অচলাবস্থার কারণে অনেক সরকারি কর্মচারি, বিশেষ করে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কর্মীরা, বেতন ছাড়াই কাজ করছেন অথবা ছুটিতে আছেন।

ফ্লাইট হ্রাস ধীরে ধীরে কার্যকর হচ্ছে, চার শতাংশ থেকে শুরু করে এবং কংগ্রেস তহবিল চুক্তিতে পৌঁছাতে না পারলে পরের সপ্তাহে ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার ১,০০০ এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে যে, রিগ্যান ন্যাশনাল এ বিমানযাত্রীদের গড় বিলম্ব ৪ ঘণ্টা ছিল, ফিনিক্সে ৯০ মিনিট এবং শিকাগো ও সান ফ্রান্সিসকোতে এক ঘণ্টার বিলম্ব ছিল।

আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সিএনবিসিকে বলেন, ‘এটা বিরক্তিকর। আমাদের এই অবস্থানে থাকার দরকার ছিল না।’

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এই অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে বলেছেন, সরকার পুনরায় চালু করার জন্য তাদের ভোট দেওয়া উচিত।


আরও খবর



শরণখোলায় বিএনপি'র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৪৯জন দেখেছেন

Image

স্ট্যাফ রিপোর্টার :

বাগেরহাটের শরনখোলায় ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির 

উদ্যোগে জনসভায় প্রধান অতিথি 

বলেন:: যদি বিএনপি থেকে মনোনয়ন পাই এবং এম.পি হতে পারি তাহলে শিক্ষার মানোন্নয়ন, ভাঙ্গন কবলিত বলেশ্বর নদী শাসন ও পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করার প্রতিশ্রুতি দিয়ে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়ন বিএনপি'র আয়োজনের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডঃ এবিএম ওবায়দুল ইসলাম এ কথা বলেন।

৬ নভেম্বর বিকাল ৪:০০ টায় সাউথখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান  মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান, মোড়লগঞ্জ রওশন আরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ  বক্তব্য রাখেন, যুবদল নেতা আলমগীর হোসেন, মানিক হোসেন উজ্জ্বল, সম্প্রদায়ের পক্ষ থেকে লিটন মন্ডল।

 

মোঃ কামরুল ইসলাম টিটু 

শরণখোলা বাগেরহাট



আরও খবর



শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল

প্রকাশিত:শনিবার ১১ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১০৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক (আর্গুমেন্ট ) উপস্থাপন করা হবে আগামীকাল।

কয়েকদিনের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে।

গত বুধবার এই মামলার শেষ সাক্ষী (৫৪ তম) মামলার তদন্তকারী কর্মকর্তার মো. আলমগীরের জেরা শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য কাল রোববার দিন ধার্য করেন।

ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। সর্বমোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন সাক্ষী।

এই মামলায় প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানি করছেন। সেই সঙ্গে অপর প্রসিকিউটররা শুনানিতে উপস্থিত থাকেন।

পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।

এই মামলায় গ্রেফতার হয়ে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আছেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। 

পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। 

এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। 

দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।


আরও খবর