
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা সভাকক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের ছয় জন নারী উদ্যোক্তাদের মাঝে জীবিকা উন্নয়নের লক্ষ্যে সৌর বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ করছেন বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন তুলে দিয়েছেন। একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় প্রান্তজন এর বাস্তবায়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জেয়াদুল কবির, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. টিনু মৃধা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এস এম, মোশারফ হোসেন, প্রান্তজন এর নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জীবিকা উন্নয়নের লক্ষ্যে ধানখালী ইউনিয়নের নারী উদ্যোক্তা মাহমুদা, শাহিদা, মোসা. সুখী বেগম, সোমা. রুজিনা এবং আসমা বেগমকে এই সেলাই মেশিন দেয়া হয়। এর সাথে সেলাই মেশিন গুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে একটি সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে।
ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চালাতে পারবে।