Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে নেওয়া হয়,আসাদকে

প্রকাশিত:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ২৪৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বাশার আল–আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে নেওয়া হয়, একজন সিনিয়র রুশ কর্মকর্তা মঙ্গলবার মার্কিন সম্প্রচারক এনবিসিকে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, বাশার আল-আসাদ রাশিয়ায় অবস্থান করছে। মস্কো আসাদের অবস্থান সম্পর্কে এই প্রথম জনসাধারণকে জানাল। 

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ মঙ্গলবার এবিসি নিউজকে একটি সাক্ষাৎকারে জানান, ‘বিদ্রোহীদের ত্বরিত অগ্রযাত্রার মুখে বাশার আল–আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে ক্রেমলিন প্রাথমিকভাবে আল-আসাদকে দেশে আশ্রয় দেওয়া নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছিল। সিরিয়ার গৃহযুদ্ধে মস্কো দীর্ঘদিন ধরে আসাদের সরকারকে সমর্থন দিয়ে আসছে।

রায়াবকভ রাশিয়ায় আল-আসাদ ঠিক কোথায় অবস্থান করছেন তার বিশদ বিবরণ দেননি। তিনি বলেন, ‘এখন তার সঙ্গে ঠিক কী ঘটছে তা আমি জানি না।

তিনি আরো বলেন, ‘কী ঘটেছে এবং কীভাবে এর সমাধান করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত বলা আমার পক্ষে বলা সম্ভব নয়।’

 

সমালোচকদের নিখোঁজ হওয়া এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করাসহ অভিযোগের কারণে বাশার আল–আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের এ–সংক্রান্ত সনদের অংশীজন নয় রাশিয়া।’

সমালোচকদের নিখোঁজ হওয়ার ঘটনা এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করাসহ সিরিয়ায় গত রবিবার বাশার আল–আসাদের সরকারের পতন ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে ওই দিন ভোরের দিকে ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ায় পালিয়ে যান তিনি।

এর মধ্য দিয়ে সিরিয়ায় বাশার আল–আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটে। বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন।
 

রাশিয়া সিরিয়ায় একটি নৌ ও বিমান ঘাঁটি এখনও নিয়ন্ত্রণে রেখেছে, যদিও আল-আসাদের পতনের পর তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

গণতন্ত্রের দাবিতে ২০১১ সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে বাশার আল-আসাদ সহিংসতার পথ বেছে নেন।

এর জেরে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে পাঁচ লাখ মানুষকে হত্যা করা হয়। এ ছাড়া অর্ধেক জনগণ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। লাখ লাখ মানুষ বিদেশে আশ্রয় পেয়েছিল।


আরও খবর



কিউবায় ৭০০ রাজনৈতিক বন্দীর ‘অবিলম্বে মুক্তি’ দাবি রুবিওর

প্রকাশিত:মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১০৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ

      মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার কিউবায় শত শত রাজনৈতিক বন্দীর ‘অবিলম্বে মুক্তি’ দাবি করেছেন।  একই সাথে তিনি মুক্তিপ্রাপ্ত দেশটির বিরোধী নেতা হোসে ড্যানিয়েল ফেরারকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়েছেন।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে হোসে ড্যানিয়েল ফেরার অবতরণের পর রুবিও বলেন,  ‘আমরা অন্যায়ভাবে আটক ৭০০ জনেরও বেশি রাজনৈতিক বন্দীকে অবিলম্বে মুক্তির আহ্বান জানাই এবং কিউবার শাসনব্যবস্থাকে জবাবদিহি করতে, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।’


আরও খবর



ডিবি কর্তৃক বিপুল পরিমান মাদক সহ ০৪ জন গ্রেফতার: ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৮৮জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম:

রাত ০৩.৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম বিজয়নগর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালীন সিঙ্গারবিল ইউনিয়নের চাউড়া দৌলতবাড়ি এলাকা হতে ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ক) ৩৬ (ছত্রিশ)  কেজি গাঁজা,খ)  ফেন্সিডিল ৩৫০ বোতল, গ) স্কফ সিরাপ ৩০২ বোতল,ঘ) মাদক পরিবহনে ব্যবহৃত ০৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের নাম: ১। আনিছ(৩৫) ২। মিজান (২৮) ৩। সোহেল(৩৬) ৪। আকলিমা আক্তার আখি(২৫)

এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।



আরও খবর



জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত:বুধবার ০৫ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ২৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

উপদেষ্টা আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আহ্বান জানান।

সভায় মাদক প্রতিরোধ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সীমান্ত পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ গ্রহণসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব কর্মকর্তা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে অবহেলা করবেন বা কাউকে অবৈধ সুবিধা দিবেন তাদের আইনের আওতায় আনা হবে।

নির্বাচনে পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দিলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’ গঠন করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে কারো কোনোরকম অবহেলা থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আগে এক্ষেত্রে জিডি করে রাখা হতো। এবার কিন্তু সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। 

তিনি এ সময় জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে সহযোগিতার জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ বক্তব্যগুলোর বেশিরভাগ সময় সত্যতা থাকে না। কিন্তু সাংবাদিকদের প্রতিবেদন সাধারণত সত্য হয়ে থাকে। তিনি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রতিহত করতে সাংবাদিকদের সঠিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অনুরোধ জানান।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 


আরও খবর



আরও সহজ হলো ক্রোমে এআই মোড

প্রকাশিত:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ  গুগল তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করে তুলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে মোবাইল ব্যবহারকারীরা নতুন করে যোগ হওয়া একটি শর্টকাট বাটনের মাধ্যমে সরাসরি ‘এআই মোড’-এ প্রবেশ করতে পারবেন। ক্রোমে নতুন ট্যাব খুললেই সার্চ বারের নিচে এই বাটন দেখা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা জটিল প্রশ্ন করতে পারবেন। কোনো বিষয়ের গভীরে যেতে পারবেন বা অনুসন্ধানমূলক কথোপকথন চালিয়ে যেতে পারবেন। গুগল জানিয়েছে, এই নতুন শর্টকাট সুবিধা যুক্তরাষ্ট্রে বুধবার থেকে চালু হয়েছে। অচিরেই এটি বিশ্বের আরও ১৬০টি দেশে চালু করা হবে। পাশাপাশি হিন্দি, ইন্দোনেশীয়, জাপানি, কোরিয়ান, পর্তুগিজসহ আরও বেশ কয়েকটি ভাষায়ও এটি ব্যবহার করা যাবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে গুগল চেষ্টা করছে মোবাইল ব্যবহারকারীদের নিজেদের সার্চ প্ল্যাটফর্মে ধরে রাখতে। বর্তমানে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং পারপ্লেক্সিটি এআইয়ের মতো টুলগুলোর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় গুগল চায় ব্যবহারকারীরা যেন ক্রোমেই এআই সার্চের অভিজ্ঞতা পান, বাইরে না যান। গুগল প্রথমবারের মতো চলতি বছরের মার্চ মাসে ‘এআই মোড’ চালু করে। তখন থেকেই ফিচারটি নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা পাচ্ছে। গত অক্টোবরে গুগল ফিচারটি ১৮০টি দেশে সম্প্রসারণ করে। সম্প্রতি গুগল এই মোডে যুক্ত করেছে আরও কিছু উন্নত সুবিধা। এখন ব্যবহারকারীরা এআই মোডের মাধ্যমে ইভেন্টের টিকিট বুক করতে পারবেন। সৌন্দর্য ও ওয়েলনেস অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এমনকি রেস্তোরাঁর আসন সংরক্ষণ করতেও পারবেন। আগস্টে গুগল যখন এই ‘এজেন্টিক’ ফিচার চালু করে, তখন থেকেই এটি ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর পাশাপাশি জুলাই মাসে চালু হওয়া ‘ক্যানভাস’ ফিচারটি ব্যবহারকারীদের পড়াশোনার পরিকল্পনা সাজাতে ও তথ্য সংগঠিত রাখতে সহায়তা করে। গুগল লেন্সের সাহায্যে ব্যবহারকারীরা এখন ডেস্কটপ স্ক্রিনে দেখা যেকোনো বিষয় নিয়েও প্রশ্ন করতে পারেন। গুগলের কর্মকর্তারা বলছেন, নতুন এআই মোড ক্রোম ব্যবহারকারীদের জন্য সার্চ অভিজ্ঞতা আরও দ্রুত, ব্যক্তিগত ও বুদ্ধিমত্তাসম্পন্ন করে তুলবে। প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, এটি গুগলের সার্চ সেবায় এক গুরুত্বপূর্ণ মোড়। যা ভবিষ্যতের এআই নির্ভর ওয়েব ব্রাউজিংয়ের ভিত্তি গড়ে দেবে।


আরও খবর

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫




রায়পুরে ইজারাকৃত ঝিলের মাছ লুট, থানায় অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১৩৭জন দেখেছেন

Image

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:


লক্ষ্মীপুরের রায়পুরে ইজারাকৃত ঝিল থেকে জোরপূর্বক মাছ লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. ইসমাইল বুধবার (২২ অক্টোবর) দুপুরে রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগে বলা হয়, রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের দেনায়েতপুর এলাকার বাসিন্দা ইসমাইল স্থানীয় হাজী মোবারক আলীর কাছ থেকে সাত মাস পূর্বে তিন বছরের জন্য একটি পুকুর (ঝিল) ইজারা নেন। তিনি প্রায় বারো লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন এবং ছয় মাস ধরে নিয়মিতভাবে ঝিলটি পরিচালনা করে আসছেন।


বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে একই এলাকার দেলোয়ার হোসেন সহ কয়েকজন মিলে ওই ঝিলে ঢুকে জাল ফেলে মাছ ধরতে থাকে। খবর পেয়ে ইসমাইল ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালমন্দ  করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি জাল ও কিছু মাছ উদ্ধার করতে সক্ষম হন।


ইসমাইলের দাবি, অভিযুক্তরা তার ঝিল থেকে মাছ ধরে নিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে। তিনি বলেন, ওরা এলাকার প্রভাবশালী ও জোরজবরদস্তি স্বভাবের লোক। আমার বা পরিবারের ক্ষতি করতে পারে বলে আমি আশঙ্কা করছি।


তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, ঐঝিলে আমার মালিকানা রয়েছে তাই আমি মাছ ধরতে গিয়েছি।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর