Logo
আজঃ বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫
শিরোনাম
হলি আর্টিজান হামলা : মৃত্যুদণ্ড থেকে সাত আসামির আমৃত্যু কারাদণ্ডের যুক্তি পূর্ণাঙ্গ রায়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় শুরু করায় কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা অধিনায়ক শান্ত-মুশফিকের ব্যাটিংয়ে দ্বিতীয় সেশন বাংলাদেশের এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার লুইস-হোপ-কার্টির তান্ডবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। ফোনে গোপন নজরদারি করছে যেসব অ্যাপ নীরবে বাগদান সারলেন ডুয়া লিপা

খুব দ্রুত নতুন কাজের খবর দেব: সাফা কবির

প্রকাশিত:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৪৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: টানা কয়েক দিন বৃষ্টি। কখনো ঝুম, কখনো গুঁড়ি গুঁড়ি। আবার মাঝে নিচ্ছে অবসরও। এই বৃষ্টিতে স্বাভাবিকভাবেই নিয়মিত কাজে ঘটছে ব্যাঘাত। বিনোদন অঙ্গনের তারকারাও যেন খানিকটা অবসর পেয়েছেন। কারণ প্রবল বৃষ্টির কারণে বাতিল হয়েছে শুটিং। অনেকে বৃষ্টিভেজা ছবি দিয়ে জানান দিচ্ছেন দারুণ সময় কাটাচ্ছেন তারা। যেমন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির বেশ কয়েকটি বৃষ্টিভেজা ছবি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। খয়েরি কালো শাড়িতে বৃষ্টিভেজা ছবিগুলো দেখে তার ভক্তরাও বেশ উপভোগ করছেন। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয়।’ ছবি আর ক্যাপশন মিলিয়ে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। তারা মন্তব্য করে প্রশংসা করছেন ছবিগুলোর। অনেকে আবার সাফা কবির প্রেমে পড়েছেন বলেও ধারণা করছেন। ছবির সূত্র ধরে কালের কণ্ঠ’র কথা হয় সাফা কবিরের সঙ্গে। বলেন, ‘বৃষ্টিতে আমার অনেক ভেজা হয়, কিন্তু কখনো বৃষ্টিতে ভিজে ছবি তোলা হয় না। আজকে দেওয়ার কারণে হয়তো সবাই আজকে দেখতে পারছেন। আসলে আমি যখন বাসায় থাকি এবং শুটিং না থাকে আর বৃষ্টি নামে তাহলে আমিও ভিজতে নেমে যাই। বৃষ্টির সঙ্গে কফি আমার ভীষণ প্রিয়।’ প্রকৃতির বৃষ্টির পাশাপাশি অভিনয়ের কারণে কৃত্রিম বৃষ্টিতেও ভিজেছেন এই নায়িকা। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিতেই বলেন, ‘অভিনয় করতে গিয়ে অনেক বৃষ্টিতে ভিজেছি সত্যি। সেটা কৃত্রিম হলেও ভালো লাগে। বৃষ্টির সিকোয়েন্স হলেই আগ্রহ নিয়ে করি। তবে আরেকটা ঘটনা ঘটে, বৃষ্টিতে শুটিং করতে করতে আমার ঠাণ্ডা লেগে যায়। আর সৃষ্টিকর্তার বৃষ্টির তো তুলনা হয় না।’ সদ্য শেষ হয়ে যাওয়া ছাত্র আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গে বলেন, ‘যেকোনো ন্যায়সংগত আন্দোলনে শিল্পী হিসেবে যতটুকু পাশে থাকা দরকার, ততটুকু সব সময়ই থাকব। এখন যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশাও আছে আমাদের। দেশটা যেন সুন্দর, আধুনিক, নিরাপদ হিসেবে সামনে এগিয়ে যায় সেই দিকটি যেন তারা দেখেন। দেশে কোনো বৈষম্য না থাকুক।’ বলে রাখা ভালো, শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। নিয়মিত কাজ করছেন। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনো ব্যাচেলর জীবনই পার করছেন। বিয়ে প্রসঙ্গে বলেন, ‘সবার জানতে চাওয়ার আগ্রহ দেখে আমার ভালোই লাগে। এটা আগ্রহ হিসেবে থাকুক। যখন হবে তখন সবাইকে জানিয়েই করব।’ কথা শেষ করার আগে আগে এই অভিনেত্রী বলেন, ‘খুব দ্রুত নতুন কাজের খবর দেব। কিছুদিন অপেক্ষা করতে হবে শুধু।’সদ্য শেষ হয়ে যাওয়া ছাত্র আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গে বলেন, ‘যেকোনো ন্যায়সংগত আন্দোলনে শিল্পী হিসেবে যতটুকু পাশে থাকা দরকার, ততটুকু সব সময়ই থাকব। এখন যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশাও আছে আমাদের। দেশটা যেন সুন্দর, আধুনিক, নিরাপদ হিসেবে সামনে এগিয়ে যায় সেই দিকটি যেন তারা দেখেন। দেশে কোনো বৈষম্য না থাকুক।’ বলে রাখা ভালো, শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। নিয়মিত কাজ করছেন। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনো ব্যাচেলর জীবনই পার করছেন। বিয়ে প্রসঙ্গে বলেন, ‘সবার জানতে চাওয়ার আগ্রহ দেখে আমার ভালোই লাগে। এটা আগ্রহ হিসেবে থাকুক। যখন হবে তখন সবাইকে জানিয়েই করব।’ কথা শেষ করার আগে আগে এই অভিনেত্রী বলেন, ‘খুব দ্রুত নতুন কাজের খবর দেব। কিছুদিন অপেক্ষা করতে হবে শুধু।’


আরও খবর



ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৮ জুন ২০২৫ | ১১৯জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু 

  স্টাফ রিপোর্টার 

বাগেরহাটের শরণখোলায় ক্লাইমেট - স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রথম সংশোধনী প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই দুপুর ১২ টায় শরণখোলা উপজেলা কিসে প্রশিক্ষণ কেন্দ্রে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রকল্প পরিচালক। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, কৃষি ব্যাংকের স্বয়ংক্রিয় শাখার ম্যানেজার সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, প্রকল্পের মনিটরিং অফিসার ধীমান মজুমদার, জাইকা প্রকল্প কর্মকর্তা রিয়াজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন, সারের ডিলার ও ব্যবসায়ী মোঃ সরোয়ার হোসেন, শহিদুল ইসলাম,  সাংবাদিক শাহীন হাওলাদার, উদ্যোক্তা সরোয়ার হোসেন বাদল, কৃষক সুমন,নাছির মুন্সি। সভায় বক্তারা কৃষির উৎপাদনে কি কি সমস্যা রয়েছে তা তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এ সক্ষম ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ ও পতিত জমি চাষের আওতায় আনার মাধ্যমে প্রকল্প এলাকায় ফসলের নিবিড়তা কি ভাবে  বৃদ্ধির বৃদ্ধি করা যায় এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার  ও মাটির স্বাস্থ্য সুরক্ষা  এবং উচ্চ ফলনশীল ফল এবং সবজি আবাদ সম্প্রসারণের মাধ্যমে ফসলে উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে অবহিত করেন। 


আরও খবর



ফোনে গোপন নজরদারি করছে যেসব অ্যাপ

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৮জন দেখেছেন

Image

খতিয়ে না দেখে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করা উচিৎ নয়। না বুঝে যদি এমন কোনো অ্যাপ আপনি ইনস্টল করে থাকেন, তবে বিপদে পড়তে পারেন যে কোনো সময়। এসব অ্যাপ আপনার মোবাইল ফোনে গোপনে নজরদারি চালায়। এ ধরনের প্রতারণার অ্যাপ দিন দিন বেড়েই চলছে। তাই গুগল প্লে স্টোর হোক বা অ্যাপেল অ্যাপ স্টোর হোক যেখান থেকেই অ্যাপ ইনস্টল করে থাকেন না কেন আপনি, ইনস্টল করার আগে জেনে নিন কোন অ্যাপগুলো নজরদারি চালিয়ে আপনাকে যে কোনো সময় ফেলে দিতে পারে বিপদে। ফোনে তো কত ধরনের অ্যাপ থাকে! নিত্যনতুন অ্যাপ ইনস্টলের বাতিকও থাকে অনেকের। অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে ২০ লাখ অ্যাপ। গুগল প্লে স্টোরে রয়েছে ৩০ লাখ অ্যাপ। কিন্তু এই সব অফিসিয়াল স্টোর থেকে ডাউনলোড করার মানেই যে আপনি ‘নিরাপদ’ তা কিন্তু নয়। চোখ-কান খোলা না রেখে অ্যাপ ডাউনলোড মানেই কিন্তু বিপদকে আমন্ত্রণ জানানোর শামিল। জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটগুলোর নাম ও আইকন নকল করে কিছু অ্যাপ প্রস্তুত রয়েছে আপনাকে বোকা বানাতে। গবেষকরা এমন অনেকগুলো অ্যাপ খুঁজে পেয়েছেন। এক ওয়েবসাইট জানাচ্ছে, ২০টির বেশি অ্যাপের খোঁজ ইতিমধ্যেই মিলেছে। তবে যেহেতু এখনও খোঁজ চলছে তাই সংখ্যাটা বাড়তেই পারে। এর মধ্যে রয়েছে ৯টি ওয়ালেট! আসুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়-

প্যানকেক সোয়্যাপ, সুয়েত ওয়ালেট, হাইপারলিকুইড, রেইডিয়াম, বুলএক্স ক্রিপ্টো, ওপেনওসিয়ান এক্সচেঞ্জ, মিটিওরা এক্সচেঞ্জ, সুশিসোয়্যাপ, হার্ভেস্ট ফিনান্স ব্লগ।

এ ধরনের ডিজিটাল ওয়ালেটগুলো আদৌ নিরাপদ নয়। কোনো ভাবে টাকাপয়সা খোয়ালে ফেরত পাবার কোন সম্ভাবনাই নেই। তাই সবদিক খতিয়ে না দেখে এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো। আর যদি ইতিমধ্যেই এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন, তাহলে সাবধান! এখনই সেগুলো ডিলিট করে দিন। অন্যথায় বিপদে পড়তে পারেন, যে কোনো সময়। এদিকে গবেষকরা অন্য অ্যাপগুলোও খতিয়ে দেখছেন। হয়তো এই তালিকা অদূর ভবিষ্যতে আরও লম্বা হতে পারে। অনেকেরই মনে থাকবে অপারেশন সিঁদুরের পর ‘ডান্স অফ দ্য হিলারি’ নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল সোশাল মিডিয়ায়। ‘ডান্স অফ দ্য হিলারি’ নামে একটি লিঙ্ক হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে পাঠানো হচ্ছিল বলে খবর। ওই লিঙ্ক নাকি পাঠাচ্ছিল পাকিস্তান। সাইবার হামলার উদ্দেশ্যে এই ভাইরাস ভারতীয়দের মোবাইলে ছড়ানো হচ্ছে বলে মনে করা হচ্ছিল। এই খবর সামনে আসার পর থেকে সাইবার হামলার আতঙ্ক ছড়ায়। অবশ্য সাইবার বিশেষজ্ঞরা এই ধরনের লিঙ্কের কোনো অস্তিত্ব এখনও পাননি। এমনকি এই নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন তারা।


আরও খবর

দেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

বৃহস্পতিবার ২৯ মে ২০২৫




লুইস-হোপ-কার্টির তান্ডবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৩জন দেখেছেন

Image

 দুই ওপেনার এভিন লুইস ও অধিনায়ক শাই হোপের সাথে মিডল অর্ডারে কেসি কার্টির ব্যাটিং ঝড়ে শেষ ম্যাচের জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।

গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৬২ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

ব্রেডিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৪ বলে ১২২ রান তুলেন লুইস ও হোপ। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৪টি করে চার-ছক্কায় ২৭ বলে ৫১ রান করেন হোপ।

হোপ ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সচল রেখে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন লুইস। কিন্তু নাভার্স-নাইন্টিতে থামেন তিনি। ১৩তম ওভারে দলীয় ১৫১ রানে আউট হবার আগে ৭টি চার ও ৮টি ছক্কায় ৪৪ বলে ৯১ রান করেন লুইস।

শেষদিকে কেসি কার্টির ২২ বলে ৪৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৬ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান ক্যারিবীয়দের। ৪টি করে চার-ছক্কায় ইনিংস সাজিয়ে অপরাজিত থাকেন কার্টি।

আয়ারল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে ৪ ওভারে ৮১ রান দিয়ে উইকেটশূন্য থেকে লজ্জার রেকর্ডের মালিক হন লিয়াম ম্যাককার্থি। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে অভিষেক টি-টোয়েন্টি এটিই সবচেয়ে ব্যয়বহুল বোলিং স্পেল।

২৫৭ রানের টার্গেটে ১১তম ওভারে ১ উইকেটে ১১৪ রান তুলে লড়াইয়ে টিকে থাকে আয়ারল্যান্ড। এরপর ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রান করে ম্যাচ হারে আইরিশরা।

ওপেনার রস অ্যাডায়ার ৪৮ ও হ্যারি টেক্টর ৩৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন ২৭ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন লুইস।

টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল দু’দল।


আরও খবর



প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক রাজনৈতিক সংকট কাটাতে টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৪ জুন ২০২৫ | ১৮জন দেখেছেন

Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। এই বৈঠকটি রাজনৈতিক সংকট কাটাতে টার্নিং পয়েন্ট হতে পারে বলেও উল্লেখ করছেন তিনি।

আজ রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ড. ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।’

আগামী ১৩ জুন শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে বৈঠকটি হবে।

বাংলাদেশের রাজনৈতিক যে সংকটগুলো রয়েছে, সেগুলোয় এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান, তাতে এটা একটা বড় ইভেন্ট। গুরুত্বপূর্ণ ইভেন্ট। এটার গুরুত্ব অনেক বেশি। নিঃসন্দেহে রাজনৈতিক সংকট কাটাতে এটা একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে।’

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা (বৈঠক) আমরা বেশ কয়েকদিন আগে থেকেই যখন থেকে প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে তখন থেকেই মোটামুটি একটু আলোচনা হচ্ছিল যে, সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন সেখানে একটা সাক্ষাৎ হতে পারে। 

এটা একটা সম্ভাবনা তখন থেকেই শুরু হয়েছিল। এখন এটা পরিপর্ক্ক হয়েছে।’

তিনি বলেন, ‘গতকাল সোমবার রাতে আমাদের স্ট্যাডিং কমিটির মিটিংও হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিটিংয়ে সভাপতিত্ব করেছেন। তারেক রহমানকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্যে। ১৩ তারিখ ৯টা থেকে ১১ টা পর্যন্ত (লন্ডন স্থানীয় সময়) প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই সময়টা দেয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘এই মিটিংয়ের জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

আমরা প্রত্যাশা করছি যে, এটা বাংলাদেশের যে রাজনৈতিক সংকট কাটাতে পজেটিভ ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠেয় বৈঠকটিকে এই সময়ের বড় ‘পলিটিক্যাল ইভেন্ট’ হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল বলেন, অনেক সুযোগও তৈরি হতে পারে এই বৈঠকে। অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এই বৈঠকে। নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস তিনি দেখা করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দল চালাচ্ছেন এতোদিন ধরে। যিনি রাজনীতিতে প্রধান কেন্দ্র বিন্দু হয়ে আছেন বাংলাদেশে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যেও একটা প্রধান ভূমিকা পালন করেছেন। 

তার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়াটা আমি বড় ইভেন্ট বলে মনে করি। ‘ইটস এ মেজর পলিটিক্যাল ইভেন্ট।’

তিনি বলেন,  আমার মনে হয় যে, এই সময়ের মধ্যে সবচাইতে ইম্পরটেন্ট ইভেন্ট, এই মিটিংয়ে গুরুত্ব অনেক বেশি। আমি মনে করি জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটা গুরুত্ব অনেক বেশি।

মির্জা ফখরুল সাংবাদিকদের উদ্দেশ্য বলেছেন, ‘আপনাদের পত্র-পত্রিকায় সাংবাদিকদের মধ্যে বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে। এর মধ্যে এই মিটিংটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। নতুন ডাইমেনশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের (মুহাম্মদ ইউনুস-তারেক রহমান) উপরে তারা কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথোরিটি দিয়েছি তার, সাফল্য প্রার্থনা করেছি।’

বৈঠকের স্থান কোথায় জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ লন্ডনে যে হোটেলটিতে (হোটেল ডোরচেস্টার) উনি প্রধান উপদেষ্টা আছেন সেটাতেই ভেন্যু। ওখানেই তার সঙ্গে ‘ইংল্যান্ডের হাউজ অব কমন্সের ডেপুটি লিডার অব দি হাউজ’ দেখা করবেন তারেক রহমান সাহেবের বৈঠকের পরে। এরপরে অন্যান্য নেতা যারা আছেন তারা ওখানেই দেখা করবেন। 


আরও খবর



নীরবে বাগদান সারলেন ডুয়া লিপা

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | জন দেখেছেন

Image

নিজের প্রেমজীবন নিয়ে নানা জল্পনা তৈরি করেছিলেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন এই শিল্পী! তার বাগদান নিয়ে ভক্তদের একটা মাত্র প্রশ্নের উত্তর দিলেন গায়িকা নিজেই। জানালেন, অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গেই বাগদান সেরে নিয়েছেন ডুয়া লিপা। ক্যালাম টার্নার একজন ব্রিটিশ অভিনেতা; তার সঙ্গে ডুয়া লিপার সম্পর্ক ওপেন সিক্রেট। গত বছরের শেষের দিকে ডুয়া লিপার হাতে আংটি দেখে চাউর হয় নানা গুঞ্জন। ভক্তদের মুখে মুখে তৈরি হয় একটিই প্রশ্ন- তবে কি ক্যালাম টার্নারকেই বিয়ে করছেন ডুয়া লিপা? সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে স্পষ্ট জবাব দেন এই ব্রিটিশ গায়িকা। তার কথায়, ‘হ্যাঁ, আমরা এনগেজড, আর ব্যাপারটি খুব এক্সাইটিং! একসঙ্গে বুড়ো হওয়ার সিদ্ধান্ত, জীবনটা একসঙ্গে দেখা আর সারা জীবন সেরা বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত অবশ্যই বিশেষ কিছু।’ সেই সাক্ষাতকারেই ডুয়া লিপা জানান, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তারা। অর্থাৎ ডুয়া লিপার ওয়ার্ল্ড ট্যুর শেষ করেই বিয়ের সিদ্ধান্ত নেবেন বলে জানালেও কোনো দিনক্ষণ ঠিক করেননি। এছাড়াও বাগদান কবে সেরেছেন, তা নিয়েও কিছু বলেননি এই শিল্পী। ৩৫ বছর বয়সী অভিনেতা টার্নারের সঙ্গে ২৯ বছরের ডুয়া লিপার সম্পর্কের বয়স দেড় বছর। ফ্যান্টাস্টিক বিস্টস এবং মাস্টার্স অফ দ্য এয়ার চলচ্চিত্র দিয়ে পরিচিতি পান ক্যালাম টার্নার।


আরও খবর

নেটফ্লিক্স ছাড়ছেন লিন্ডসে লোহান

বৃহস্পতিবার ২৯ মে ২০২৫