Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে সাড়ে ২৬ হাজার কোটি টাকা

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রবাসীরা বাংলাদেশে মোট ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশে প্রায় ২৬ হাজার ৬৫৯ কোটি ৪৪ লাখ টাকার সমান। এই হিসেবে, প্রতিদিন গড়ে দেশে ৭ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। ডিসেম্বরে দেশে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসলেও, জানুয়ারিতে তা কমে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলারে পৌঁছেছে। ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ, যা জানুয়ারির তুলনায় প্রায় ১৭ শতাংশ কম। 

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ৯০ হাজার ডলার। 

এছাড়া, জানুয়ারির ২৬ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫০ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার, জানুয়ারির ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত এসেছে ৪৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, এবং জানুয়ারির ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার। 

অন্যদিকে, ২০২৪ সালের পুরো বছরে প্রবাসীরা মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার পাঠানো হয়েছে। 

এছাড়া, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্সের প্রবাহ ২৩ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৯৬ কোটি ডলার হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ২৯১ কোটি ডলার। এর ফলে বৈদেশিক মুদ্রাবাজার কিছুটা স্থিতিশীল হয়েছে এবং রপ্তানিতেও ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির মূল কারণ হুন্ডির চাহিদা কমে যাওয়ার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। সরকারের অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপের কারণে অবৈধভাবে অর্থ পাঠানোর সুযোগ কমেছে, যা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলছে।

বাংলাদেশের রপ্তানি খাতেও ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষণীয়। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানিতে প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে কিছুটা স্থিতিশীল রাখার ক্ষেত্রে সহায়ক হয়েছে। তবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের তুলনায় কিছুটা কমে ২০ বিলিয়ন ডলারের আশপাশে রয়েছে।

এভাবে, রেমিট্যান্স এবং রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা পালন করছে, তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতি আরও মনিটর করা প্রয়োজন।


আরও খবর



চারঘাটে আওয়ামীলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫০জন দেখেছেন

Image

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা:

রাজশাহীর চারঘাটে তোজাম্মেল হক নামের আওয়ামীলীগের এক নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত তোজাম্মেল হক উপজেলার পিরোজপুর গ্রামের মৃত-আজাহার আলী প্রামানিকের ছেলে। সে উপজেলার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের এছেরের বটতলা নামক স্থানে তাকে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে সে ঢাকার পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 


চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আফজাল হোসেন জানান, পিরোজপুর গ্রামের জনৈক রুস্তম আলী নামের এক ব্যাক্তির সঙ্গে একই এলাকার মামুনুর রশিদ নামের অপর ব্যাক্তির পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার বিকেলে কাকরামারি বাজারে রুস্তম আলীর সঙ্গে মামুন গ্রæপের বিরোধ সৃষ্টি হয়। এসময় তোজাম্মেল হক রুস্তম আলীর পক্ষ নিয়ে মামুন গ্রæপের সঙ্গে বিরোধে জড়ায়। পওে বাজারে থাকা উপস্থিত লোকজন তাদের সরিয়ে দিলে পরিবেশ শান্ত হয়।


এ দিকে কাকড়ামারী বাজার থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তোজাম্মেল হক মোটরসাইকেল নিয়ে চারঘাট-বাঘা মহাসড়কের এছেরের বট তলায় পৌছলে প্রতিপক্ষগ্রæপের লোকজন তার পথরোধ করে। পরে তোজাম্মেল হককে হাসুয়া দিয়ে এলোপাতারীভাবে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রামেক থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হসপিটালে প্রেরন করা হয়েছে। বর্তমানে ঢাকার পঙ্গু হসপিটালে আহত তোজাম্মেল হক চিকিৎসাধীন রয়েছেন বলে তার ছেলে নিশ্চিত করেছেন। 


চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেনের দাবি, এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।# 



আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




চৌকা সীমান্তে ভারতীয়দের হামলায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন লন্ডন প্রবাসী

প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০25 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩১জন দেখেছেন

Image

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ চৌকা সীমান্তে ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে ফসল ও গাছপালা কেটে ফেলে এমন অবস্থায় বাংলাদেশের কৃষকরা তাদের ফসল রক্ষার্থে ভারতীয়দের সাথে গন্ডগোল জড়িয়ে পড়ে, ভারতীয়রা ইট পাটকেল, তীর, বল্লম, হাসোয়া, হাত বোমা নিক্ষেপ করে ও বিএসএফ বাংলাদেশীদের লক্ষ্য করে কাঁদানি গ্যাস ছুড়ে তাতে বাংলাদেশী ৫ জন আহত হয়। 

আহতরা হলেন উপজেলার কালিগঞ্জ মালোপাড়া গ্রামের ফারুক (৩৫), বিশ্বনাথপুর গ্রামের ঝাইটনের ছেলে আসমাউল (১৬) কালিগঞ্জের জিন্নুরের ছেলে তরিকুল (৫৫) সহ পাঁচ।

আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন লন্ডন প্রবাসী মোহাম্মদ রাহমান শামীম আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতাও করেন তিনি।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি: যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতি দেয়।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

বিৃতিতে বলা হয়, ইতোমধ্যে এই কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় সব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করা হলো। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার বিষয়ে সরকার সব সময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সরকারি সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি সরকার মেনে নিলেও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ‘তিতুমীর বিশ্বদ্যিালয়’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে।


আরও খবর



রাতের অন্ধকারে কৃষকের গোয়াল ঘরে আগুন -পাঁচটি গরুর চারটি পুড়ে দগ্ধ

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫১জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু : বাগেরহাটের শরণখোলার ৪নং সাউথখালী ইউনিয়নের ৩নং উত্তর তাফালবাড়ি ওয়ার্ডের কৃষক হাকিম মুন্সির গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৪ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় গোয়ালে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটি দগ্ধ হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে, শরণখোলা থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা। বলেন এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। ঘটনার খবর পেয়ে আমার থানার সাব ইন্সপেক্টর ছুটে যান ঘটনাস্থলে। ঘটনার সত্যতা পান।

প্রথমে কুডারখড় থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময় আগুন জ্বলার পরে। গোয়াল ঘরে আগুন লাগে। গভীর রাতে ঘটনার সৃষ্টি হয়। হঠাৎ করে কেউ প্রসাব করতে উঠলে। আগুন জ্বলতে দেখে। তাৎক্ষণিক দৌড়ে গিয়ে। গরুগুলিকে রক্ষা করার চেষ্টা করে।

পাঁচটি গরুর মধ্যে দুইটি গরু বেশি দগ্ধ হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে বলেন। তাদের কোন শত্রু নাই। রাতের অন্ধকারে যদি কেউ শত্রুতামূলক অগ্নিকাণ্ড ঘটিয়েছে কিনা তা আমরা দেখিনি। শরণখোলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আরো বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার সাধারণ ডায়েরি অথবা অভিযোগ করলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের নিরপেক্ষ তদন্ত চলছে। তদন্ত করে যদি কাউকে যদি ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। 


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




আজ পবিত্র শবে মেরাজ, মহিমান্বিত রাতের বিশেষ ইবাদত

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: আজ সোমবার (২৭ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ, হিজরি বর্ষপঞ্জির রজব মাসের ২৬ তারিখ। মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ ও তাৎপর্যবাহী এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার অনুগ্রহে আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা ও আরশে আজিমে পৌঁছান। এই সফরের মধ্য দিয়ে তিনি সৃষ্টিজগতের রহস্য প্রত্যক্ষ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে ফিরে আসেন।  

শবে মেরাজের গুরুত্ব তুলে ধরে পবিত্র কোরআনে বলা হয়েছে, *‘পবিত্র তিনি, যিনি এক রাত্রিতে তাঁর বান্দাকে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার পরিবেশ তিনি বরকতময় করেছেন, যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।’* (সুরা বনি ইসরাইল: ১)  

এ মহিমান্বিত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও বিশেষ দোয়া-ইবাদতে রাত অতিবাহিত করবেন। মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে হবে বিশেষ মাহফিল ও আলোচনা সভা।  

ধর্মীয় বিশ্বাস অনুসারে, নবুওতের একাদশ বর্ষে (৬২০ খ্রিস্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ রাতে মহানবী (সা.) ফেরেশতা হজরত জিবরাইল (আ.)-এর সঙ্গে বোরাক বাহনে চড়ে মক্কায় কাবা শরিফ থেকে বায়তুল মুকাদ্দাসে যান। সেখানে তিনি পূর্ববর্তী নবীদের সঙ্গে মিলিত হয়ে নামাজ আদায় করেন। এরপর আসমান পেরিয়ে জান্নাত-জাহান্নামসহ সৃষ্টিজগতের বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন এবং আরশে আজিমে মহান আল্লাহর দিদার লাভ করেন।  

বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এ রাতের শিক্ষা অপরিসীম। এই রাত আমাদের নিয়মিত নামাজ আদায়, আত্মশুদ্ধি ও ইবাদতের প্রতি অনুপ্রাণিত করে। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় শবে মেরাজ পালন করছেন।


আরও খবর

জাহান্নামীরা দেখতে যেমন হবে

সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫