Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২০ হাজার কোটি টাকা

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৫জন দেখেছেন

Image

অর্থনীতি ডেস্ক: চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে বৈধপথে দেশে এসেছে ১৬৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ২০ হাজার ৪৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৪৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলারের রেমিট্যান্স। তবে ৮টি ব্যাংকে আলোচ্য সময়ে কোনো রেমিট্যান্স আসেনি।  

অর্থনীতিবিদদের মতে, সরকারের নীতিগত পদক্ষেপ ও অর্থনীতির স্থিতিশীলতার কারণে প্রবাসীরা এখন বেশি পরিমাণে বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাচ্ছেন। 

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি। গত ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা একক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ।  

বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা বলছে, প্রবাসী আয় বৃদ্ধি অব্যাহত থাকলে চলতি অর্থবছরের প্রতিটি মাসেই রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরও খবর



এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে মালা বিক্রেতা মোনালিসার

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: ভারতে চলতি বছরের মহাকুম্ভের মেলা এবার ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা। সেখানে পা রেখে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন এক নারী! মূলত মহাকুম্ভের মেলায় পাথরের মালা বিক্রি করতেই যান তিনি, নাম মোনালিসা। ইতোমধ্যে এই নারীকে নিয়ে উত্তাল দেশটির নেটিজেনরা। এর আগে মোনালিসাকে নিয়ে শোনা গেছে নানান জল্পনা।

দক্ষিণের আল্লু আর্জুনের নায়িকা হওয়ার নাকি সুযোগ পেয়েছেন তিনি। এই জল্পনার মধ্যে এবার নতুন খবর, বলিউডে অভিষেক করতে যাচ্ছে মোনালিসা! দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির খবর এখনও পাকা না হলেও হিন্দি সিনে দুনিয়ায় মোনালিসার পা রাখা প্রায় নিশ্চিত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন মহাকুম্ভের এই ভাইরাল স্টার। 

সম্প্রতি পরিচালক খোদ মোনালিসার মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন বলেও খবর পাওয়া গেছে। সেখান থেকে ছবি পোস্ট করেই সনোজ মিশ্র মোনালিসার বলিউড ডেবিউয়ের খবর দেন। জানা গেল, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবির শুটিং শুরু হবে। তখনই যোগ দেবেন কুম্ভ মেলা থেকে ভাইরাল হওয়া সোশাল সেনসেশনও। পরিচালনার পাশাপাশি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির গল্পকারও সনোজ নিজেই।


আরও খবর

অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫

হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু

বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫




গণমাধ্যমে নজিরবিহীন স্বাধীনতা: প্রধান উপদেষ্টা

প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৩জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের গণমাধ্যম বর্তমানে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে তিনি সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বিস্তার দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বুধবার (২৯ জানুয়ারি) অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার রোধ, ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের গণমাধ্যম বর্তমানে যে স্বাধীনতা ভোগ করছে, তা অতীতের তুলনায় নজিরবিহীন। তবে, ডিজিটাল প্ল্যাটফর্মে ভুল তথ্যের ছড়াছড়ি রয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সঠিক তথ্য প্রবাহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে।”

বৈঠকে অর্থনীতি পুনর্গঠনের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তী সরকার উত্তরাধিকারসূত্রে একটি বিধ্বস্ত ও সংকটাপন্ন অর্থনীতি পেয়েছে। পুনর্গঠনের জন্য আমাদের বহুমুখী উদ্যোগ নিতে হবে।”

তিনি জানান, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া প্রায় ২৩৪ বিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে।

জুলাইয়ের ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “এটি বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ এনে দিয়েছে। এই পরিবর্তনকে সুসংহত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান, তারা যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনের কথা তুলে ধরে।

ড. ইউনূস বলেন, “দাভোস সফরে গিয়ে আমি দেখেছি, আন্তর্জাতিক মহলে জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। বরং, বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে, যা আমাদের অর্জনকে দুর্বল করতে পারে।”

ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস বলেন, “আমরা বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রতি সমর্থন জানাই এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার উপায় খুঁজব।”

বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন প্রসঙ্গে ফাউন্ডেশন তাদের সহায়তার আগ্রহ প্রকাশ করলে, প্রধান উপদেষ্টা তা স্বাগত জানান। তিনি বলেন, “দেশের অর্থনৈতিক পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি ভুল তথ্যের প্রসার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সত্য ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”


আরও খবর



রায়পুরে নাগরিক কমিটির লিফলেট বিতরণ

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৮জন দেখেছেন

Image

খোরশেদ রনি লক্ষীপুর থেকে :  জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছেন লক্ষীপুরের রায়পুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।  


শনিবার  সকাল ১১.টায় রায়পুর পৌর শহরের শহীদ ওসমান চত্বরে কার্যক্রম শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।


লিফলেট বিতরণের সময় জাতীয় নাগরিক কমিটির রায়পুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়কর্মী ওসমান গনি শামসু, আনোয়ার আরিফ,নাঈম হোসেন,আল-আমীন,রনি, নিবিড়, ফয়েজ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সরকারের প্রতিশ্রুতিমতো আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করাসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান লিফলেট বিতরণ কারিরা।  


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




আলহাজ্ব কয়েস উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে থেকে দুঃস্থদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫২জন দেখেছেন

Image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জে আলহাজ কয়েস উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়,দুঃস্থ,প্রতিবন্ধীদের মাঝে অনুদানের টাকার চেক প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে অসহায় দুঃস্থ ও বাক প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে টাকার চেক পৌঁছে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরি চালক প্রভাষক মাসুদ রানা।

এ এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় পরিচালক মাসুদ রানা বলেন আমি ব্যক্তিগত উদ্যোগে ফজিলাতুন্নেছা নেশা শিক্ষা ও চিকিৎসা সেবা,আত্মা প্রতিবন্ধী সেবা,মাসুদ রানা পাগল সেবার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিমাসে মাসিক ৫০০ ও ১০০০টাকা করে অনুদান দেয়ার ঘোষনা দিচ্ছি। আজকে ৫জনকে টাকার চেক দিলাম এবং অল্প সময়ের মধ্যে আরো সম্প্রসারণ করবো ইনশাআল্লাহ আগে আলহাজ কয়েস উদ্দিনের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।



আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০25 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বলেছেন, উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেন জ্যাকবসন। এ সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত।

প্রধান উপদেষ্টা চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনের নিরাপদ অঞ্চলে প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন এবং যুক্তরাষ্ট্র আরও বেশি পরিমাণে বাংলাদেশ থেকে পোশাক ও টেক্সটাইল আমদানি করবে বলে আশা প্রকাশ করেন।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, তিনি আশা করছেন, রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুর মধ্যেই ঐক্যমতে পৌঁছাবে। তিনি বলেন, এ পর্যন্ত কোনো ভিন্নমত শুনিনি। তবে এই রাজনৈতিক প্রচেষ্টাকে ’কঠিন’ উল্লেখ করে ড. ইউনূস বলেন, প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হবে ‘ঐক্য’।

প্রধান উপদেষ্টা জানান, সরকার কেবল একটি সহযোগির ভূমিকা পালন করবে। রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবগুলোতে সম্মত হলে সরকার তাদের একটি জুলাই চার্টারে স্বাক্ষর করার অনুরোধ জানাবে।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স কিছু সাংবাদিকের গ্রেফতার এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা জানান, তার সরকার দেশে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এক ঘণ্টার বৈঠকে প্রধান উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের কূটনীতিক ঢাকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।


আরও খবর