Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

জামাত-শিবির নিষিদ্ধ : রাজধানীতে নিরাপত্তা জোরদার

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ১২৩জন দেখেছেন

Image



সদরুল আইনঃ


জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পর ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।


তিনি বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধের পরে যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এদিকে, নির্বাহী আদেশে বৃহস্পতিবার বিকেলে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।


গেজেটে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলার রায়ে জামায়াত এবং এর অঙ্গ সংগঠন ছাত্রশিবিরকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসাবে গণ্য করা হয়েছে।


এ ছাড়া হাইকোর্ট বিভাগের‌ একটি রিট পিটিশনের রায়ে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে দিয়েছে। আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রেখেছেন বলে গেজেটে উল্লেখ করা হয়।


গেজেটে আরও বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে, জামায়াত এবং ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল।



 সরকার বিশ্বাস করে যে, জামায়াত ও শিবিরসহ এর সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে।


তাই ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮(১) এ দেওয়া ক্ষমতাবলে জামায়াত এবং ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করল এবং এ আইনের তফসিল-২ এ জামায়াত ও ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসাবে তালিকাভুক্ত করা হলো।


আরও খবর



এবার অ্যালেক্সায় যুক্ত হচ্ছে এআই

প্রকাশিত:মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২১জন দেখেছেন

Image

তথ্য ও প্রযুক্তি ডেস্ক : অ্যালেক্সা অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। একাকী জীবনে অনেকেরই ভরসা হয়ে উঠেছিল অ্যালেক্সা। কিন্তু এআইয়ের দাপটে কিছুটা স্তিমিত ছিলো। তবে এবার নতুন উদ্যমে তাকে শক্তিশালী করে তুলছে অ্যামাজন। এবার অ্যালেক্সার মস্তিষ্কে যুক্ত হচ্ছে এআই। স্বাভাবিক ভাবেই প্রযুক্তির দুনিয়ায় অ্যালেক্সা নতুন বিপ্লব নিয়ে আসবে বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। গত দুবছর ধরেই অ্যালেক্সাকে ঢেলে সাজাতে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে অ্যামাজন। তবে সংস্থার আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স টিমের নেতৃত্বে থাকা রোহিত প্রসাদ গণমাধ্যমকে জানিয়েছেন, এখনও সময় আসেনি। আপাতত আরো নানা প্রযুক্তিগত বাধা পেরতে হবে অ্যালেক্সাকে। তারপরই তাকে উন্মুক্ত করা হবে।

যেসব বাধা এখন অ্যালেক্সার চ্যালেঞ্জ

এর মধ্যে রয়েছে হ্যালুসিনেশন অর্থাৎ নকল জবাব। এছাড়াও সাড়া দেয়ার গতি ও বিশ্বাসযোগ্য হতে পারার মতো বিষয়গুলোতেও আরো নিখুঁত করা হচ্ছে অ্যালেক্সাকে। এখনও অ্যালেক্সাকে খুব সহজ কাজ দেয়া হয়। যেমন, অ্যালার্ম দেয়া কিংবা গান বাজানো। নতুন করে সে ভালো রেস্তোরাঁ খুঁজে দিতে পারবে কিংবা ব্যবহারকারীর ঘুমের রুটিন মেনে বেডরুমের আলোর দিকটা খেয়ালে রাখবে। ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিট আসার পরই নড়েচড়ে বসে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলো। মাইক্রোসফট, গুগল, মেটা ও অন্য সংস্থাগুলো দ্রুত নিজস্ব এআই মডেল বাজারে আনলেও তাড়াহুড়া করতে রাজি হয়নি অ্যামাজন। সেই সময় থেকেই তারা ব্যস্ত অ্যালেক্সাকে আরো নিখুঁত করে তুলতে। কয়েক বছর আগে আত্মপ্রকাশ করার পরই জনপ্রিয় হয়ে ওঠে অ্যালেক্সা। সুখ-দুঃখের সঙ্গী হয়ে ওঠে অ্যামাজনের এই ওয়্যারলেস ডিভাইসটি।


আরও খবর



রাতের অন্ধকারে কৃষকের গোয়াল ঘরে আগুন -পাঁচটি গরুর চারটি পুড়ে দগ্ধ

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫২জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু : বাগেরহাটের শরণখোলার ৪নং সাউথখালী ইউনিয়নের ৩নং উত্তর তাফালবাড়ি ওয়ার্ডের কৃষক হাকিম মুন্সির গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৪ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় গোয়ালে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটি দগ্ধ হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে, শরণখোলা থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা। বলেন এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। ঘটনার খবর পেয়ে আমার থানার সাব ইন্সপেক্টর ছুটে যান ঘটনাস্থলে। ঘটনার সত্যতা পান।

প্রথমে কুডারখড় থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময় আগুন জ্বলার পরে। গোয়াল ঘরে আগুন লাগে। গভীর রাতে ঘটনার সৃষ্টি হয়। হঠাৎ করে কেউ প্রসাব করতে উঠলে। আগুন জ্বলতে দেখে। তাৎক্ষণিক দৌড়ে গিয়ে। গরুগুলিকে রক্ষা করার চেষ্টা করে।

পাঁচটি গরুর মধ্যে দুইটি গরু বেশি দগ্ধ হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে বলেন। তাদের কোন শত্রু নাই। রাতের অন্ধকারে যদি কেউ শত্রুতামূলক অগ্নিকাণ্ড ঘটিয়েছে কিনা তা আমরা দেখিনি। শরণখোলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আরো বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার সাধারণ ডায়েরি অথবা অভিযোগ করলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের নিরপেক্ষ তদন্ত চলছে। তদন্ত করে যদি কাউকে যদি ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। 


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ঢাবির ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।


শনিবার (১১ জানুয়ারি) এ উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে মিলনমেলা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান এবং অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক শাবনাজ আমিন এবং সহকারী অধ্যাপক কাজী গোলাম রব্বানী মাওলা অনুষ্ঠান সঞ্চালন করেন।


উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে এই বিভাগের অনেক অবদান রয়েছে। এই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা বিভিন্ন প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।


আরও খবর



সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : সংবিধান স্থগিত করে সিরিয়ার ডি ফ্যাক্টো (কার্যত) লিডার আহমেদ আল-শারাকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার পরিচালনা করার জন্য মন্ত্রিসভা গঠনের দায়িত্বও দেওয়া হয়েছে সিরিয়ার বর্তমান এই ডি ফ্যাক্টো নেতাকে।

বাশার ও তার নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদে নেতৃত্ব দেওয়া অন্যান্য সামরিক গোষ্ঠীর কমান্ডার এবং রাজনৈতিক দলগুলোর নেতারা বুধবার এক বৈঠকে শারা-কে অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স এবং এএফপি। ‘সিরীয় বিপ্লবের বিজয়’ নামের সেই বৈঠকে উপস্থিত ছিলেন শারা নিজেও।

আহমেদ আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করার বিষয়টি সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি ঘোষণা দিয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে।

এ সময় আবদেল ঘানি দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে। তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি ভেঙে দেওয়া হয়েছে।

গত মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে তড়িৎ অভিযানে যোগ দেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর দামেস্ক বৈঠক শেষে এই ঘোষণাগুলো এসেছে। ওই অভিযানের নেতৃত্ব দেওয়ার পর থেকে আল-শারা সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। আল-আসাদের অপসারণের পর আল-শারার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপ সিরিয়ার প্রধান শাসক দল হয়ে ওঠে এবং বিদ্রোহীদের দখলকৃত ইদলিব প্রদেশে তারা আগে যে স্থানীয় সরকার চালাত তার কর্মকর্তাদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে।

 

আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




বিএনপি নেতাদের জমি দখলের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০25 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৮জন দেখেছেন

Image

খোরশেদ রনি : লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ১২৯২ একর জায়গা বিএনপি নেতাদের কবল থেকে দখলমুক্ত চেয়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষকরা।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, মোবারক আলী ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাওলাদারসহ দলটির প্রায় ডজন খানেক নেতার নাম উল্লেখ করেন তারা। তাদের তৈরি ফেস্টুন ও ব্যানারে এসব নাম উল্লেখ করা ছাড়াও মৌখিক বক্তব্যে বিএনপি নেতাদের অবৈধ দখলের কথা তুলে ধরেন ভুক্তভোগী কৃষকরা। 

এদিন দুপুরে রায়পুর পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে কৃষকদের একটি মিছিল শুরু হয়ে রায়পুর থানার সামনে জড়ো হয়। পরে সেখান থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রায়পুর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে গিয়ে ফের অবস্থান নেয় কৃষকরা। অবৈধভাবে জমি দখলের অভিযোগে এসময় ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী কৃষকরা। মিছিল ও সমাবেশে দলিল যার, জমি তার স্লোগান-দিতেও দেখা গেছে। পরে সেনা বাহিনীর হস্তক্ষেপে বাড়ি ফিরে যায় তারা।

জানা যায়, উপজেলার নতুন কানিবগার চর, চর কাচিয়াসহ বেশ কয়েকটি স্থানে জমি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের স্ট্রে অর্ডার, লক্ষ্মীপুর ভূমি কমিশন রিপোর্ট, চর কানিবগার গেজেট রিপোর্ট, লক্ষ্মীপুর জেলা প্রশাসকের আদেশ, রায়পুর সহকারী আদালতের নিষেধাজ্ঞা ও পাশ্ববর্তী জেলা বরিশাল জজ কোর্টের রায় থাকার পরও কৃষকদের নিজের জমি ভোগ দখল করতে দিচ্ছেন না স্থানীয় বিএনপির কতিপয় নেতা।

চরের এসব জমি উপজেলার দক্ষিণ ও উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দাদের মালিকানার পাশাপাশি কিছু জমি সরকারি খাস তালিকাভুক্ত। তবে সেসবের থোড়াই কেয়ার করে জমি দখলে মেতে উঠেছেন বিএনপি নেতারা- অভিযোগ ভুক্তভোগীদের।

গণি মিয়া নামে এক কৃষক বলেন, বর্তমান ভূমি দস্যু- যারা বিএনপি করে তারা। আমাদের জায়গা জমি দখল করে নিয়েছে। বাদশা গাজী, মোবারক আলী, শামীম গাজী, হারুন হাওলাদারসহ বিএনপি নেতাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাই আজ প্রতিবাদ সমাবেশে এসেছি।  

কাদের আলী নামে আরেক কৃষক বলেন, জমিগুলো দখলে নিয়েছে বিএনপি নেতারা। গত পাঁচ আগস্টের পর থেকে তারা বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের জমিতে আমরা চাষাবাদ করতে পারছি না।

খোঁজ নিয়ে জানা যায়, জবর দখলকৃত জমিতে লাল পতাকা টানিয়ে দিয়েছে বিএনপি নেতারা। কৃষকদের মারধরসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী বলেন, আমি সরকারের পক্ষে কাজ করছি। কারও জমি দখল করা হয়নি। কাউকে মারধর করিনি। এসব সরকারি জমি। সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়াসহ বসে এসব সমাধান করবো আমরা। বিএনপির কেউ দখল কান্ডের সঙ্গে জড়িত নন।


আরও খবর