Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় কমিটি ঘোষণা

ইংল্যান্ডের সাথে বড়ো ব্যবধানে জয় পেলো ভারত

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩১জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক: ৩৭ বলে সেঞ্চুরি হাঁকালেন অভিষেক শর্মা। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৪ বলে ১৩৫ রানের ইনিংসে চড়ে ভারত তোলে ২৪৭ রানের পুঁজি। জবাবে ইংল্যান্ড অভিষেকের সমান রানটাও তুলতে পারেনি, গুঁটিয়ে গেছে মাত্র ৯৭ রানে। সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের রাজসিক জয় পেয়েছে ভারত। সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনিংয়ে নিজের জায়গাটা পাকাপোক্ত করতেই যেন এসেছেন অভিষেক শর্মা। একের পর এক দুর্দান্ত ইনিংসে ভারতের ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেই ফেলেছেন অভিষেক।

এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন অভিষেক। ৩৭ বলে ছুঁয়েছেন সেঞ্চুরি। বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে রান তুলেছেন ভিডিও গেমসের মত ব্যাটিংয়ে। ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের উপর চড়াও হয়েছেন অভিষেক। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রান তুলেছেন রকেটের গতিতে। মনে হচ্ছিল যেন ভিডিও গেমসের মত ব্যাটিং চলছে। পাওয়ারপ্লের ৬ ওভারে ৯৫ রান তুলেছে ভারত, যার সিংহভাগ এসেছে অভিষেকের ব্যাট থেকে। পাওয়ারপ্লের মধ্যেই ১৭ বলে ফিফটি ছুঁয়েছেন অভিষেক। পাওয়ারপ্লে শেষেও ছুটেছে অভিষেকের উইলো। মারকাটারী ব্যাটিংয়ে ইংলিশ বোলারদের কচুকাটা করেছেন অভিষেক শর্মা। চার-ছক্কার বন্যা বইয়ে ১১তম ওভারেই সেঞ্চুরি ছুঁয়েছেন অভিষেক। মাত্র ৩৭ বলে শতক হাঁকিয়েছেন তিনি। সেঞ্চুরির পরেও অপ্রতিরোধ্য ছিলেন অভিষেক। ৫৪ বলে ১৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে থেমেছেন অভিষেক শর্মা। বাকিদের মধ্যে ১৩ বলে ৩০ রান করেন শিভাম দুবে। ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন তিলক ভার্মা। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের পুঁজি দাঁড় করায় ভারত। অভিষেকের ১৩৫ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে করা শুবমান গিলের অপরাজিত ১২৬ ছিল সর্বোচ্চ। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স। ২ উইকেট নেন মার্ক উড। ১টি করে উইকেট শিকার করেছেন আদিল রশিদ, জেমি ওভারটন এবং জফরা আর্চার। জবাব দিতে নেমে শুরুতে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। আরেক ওপেনার বেন ডাকেট মেরেছেন গোল্ডেন ডাক। দলের ২৩ রানের মাথায় সাজঘরে ফিরে যান ডাকেট। তিনে নামা অধিনায়ক জস বাটলার ৭ বলে করেছেন ৭ রান। চারে নেমে হ্যারি ব্রুকও সুবিধা করতে পারেননি। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান ব্রুক। সল্ট এক প্রান্তে চালিয়ে গেছেন তাণ্ডব। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান তোলে ইংল্যান্ড। লিয়াম লিভিংস্টোন আউট হয়েছেন ৫ বলে ৯ রান করে। সল্ট পেয়েছেন ফিফটির দেখা। দলের ৮২ রানের মাথায় থেমেছেন সল্ট। ২৩ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ফিল সল্ট। সেট ব্যাটার সল্টের উইকেট হারানোর পর যেন শনির দশা লাগে ইংল্যান্ডের ইনিংসে। একের পর এক উইকেট হারাতে থাকে ইংলিশরা।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের মাঝে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন জ্যাকব বেথেল, ৭ বলে ১০ রান করেন তিনি। পুরো ইনিংসে সল্ট এবং বেথেল বাদে কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। শেষ ১৫ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারত তুলে নেয় ১৫০ রানের রাজকীয় জয়। ভারতের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী, শিভাম দুবে এবং অভিষেক শর্মা। ১ উইকেট তুলেছেন রবি বিষ্ণই।


আরও খবর



আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিএমপি, কোস্ট গার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদরদপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।’

তিনি বলেন, নতুন কমান্ড কাঠামো ‘দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে’ দেশের সকল বাহিনী ও থানা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।

প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন।

তিনি বলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না’।

প্রধান উপদেষ্টা আরো বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে।

দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে’।

প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার সুরক্ষার নির্দেশ দেন এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর যে কোনো আক্রমণ প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘যদি আমরা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে না পারি, তাহলে বৈশ্বিক ভাবমূর্তি আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে আমাদের সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে’।

পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এমনভাবে অভিযান পরিচালনা করতে হবে যাতে পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা যায়।

পুলিশ প্রধান বাহারুল আলম জানান, শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী কর্তৃক জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড ও নৃশংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলা পর্যবেক্ষণের জন্য ১০টি বিশেষ টিম গঠন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা পুলিশকে এই মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে বলেন।

পুলিশ মহাপরিদর্শক জানান, বাংলাদেশ ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ পাঠিয়েছে। তিনি বলেন, ‘আমরা অনুরোধ করেছি। আশা করি শিগগিরই সাড়া পাব’।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, পুলিশের কড়া নিরাপত্তার কারণে রাজধানীতে ছিনতাই ও ডাকাতির ঘটনা কমেছে। তিনি বলেন, ‘আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’


সূত্র : বাসস


আরও খবর



শিমার মেডিকেলে ভর্তি অনিশ্চিত

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৫জন দেখেছেন

Image

খোরশেদ রনি : লক্ষ্মীপুরের কমলনগরে মেধাবী শিক্ষার্থী শিমা আক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে অর্থের অভাবে তার ভর্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই তার ভর্তিসহ পড়ালেখার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

এদিকে শিমার ভর্তি নিয়ে শঙ্কার ঘটনাটি জেলা ও উপজেলা প্রশাসনের নজরে এসেছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার মেধাবী শিমার মেডিকেলে ভর্তিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে তাকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ডিসি।

শিমা কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামের আলী আহমেদের মেয়ে। তারা ৬ ভাই-বোন। এর মধ্যে সে পরিবারের পঞ্চম সন্তান।

জানা গেছে, সীমা ২০২১ সালে চরকালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৮৯ পেয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। ভাড়ার অভাবে নিয়মিত কলেজ যেতে পারত না সে। এরপরও ২০২৩ সালে সে জিপিএ ৪ দশমিক ৮৩ পেয়ে এইচএসসি পাস করে। এরপর সে মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নেন।

তবে প্রথমবার কোথাও ভর্তি হতে পারেনি। তবে পুনরায় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৪৩১৬তম স্থান অর্জন করে কুষ্টিয়া মেডিকেল কলেজে সুযোগ পায়।

শিমার মা আয়েশা বেগম বলেন, ‘পড়ালেখার প্রতি শিমার আগ্রহ বেশি। অনেক কষ্ট করে তার পড়ালেখার খরচ চালিয়ে এসেছি। অভাব-অনটনের মধ্যে তাকে মেডিকেলে ভর্তি করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

শিমা আক্তার বলেন, ‘দারিদ্র্যকে জয় করা গুণীজনের জীবনী পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি শুরু থেকেই মেডিকেলে পড়ার স্বপ্ন দেখেছি। প্রথমবার না পারলেও এবার আমি ভর্তির সুযোগ পেয়েছি। আমার এ সাফল্যে আমার মা, ভাই ও শিক্ষকরা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমার স্বপ্ন পূরণে সবার সহযোগিতা প্রয়োজন।’

চরকালকিনি আদর্শ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত জানান, অভাবে শিমার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়। পরে বিদ্যালয়ের তার সব খরচ মওকুফ করা হয়েছিল। তবে সে মেধাবী শিক্ষার্থী। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘শিমা নামে এক ছাত্রী মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু আর্থিক কারণে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে শুনেছি। তার ভর্তি নিশ্চিত করতে জেলা ও কমলনগর উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




মন্দ আচরণের পরিণতি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : কিছু মানুষ এমন আছে, যারা অন্যের সঙ্গে কটু ভাষায় কথা বলে আনন্দবোধ করে। তারা মনে করে, এই রূঢ় আচরণ তাদের ব্যক্তিত্বতে পাকাপোক্ত করে। তারা অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে। অন্যের ওপর প্রভাব বিস্তারে তাদের আরেকটি কৌশল হলো, তারা খুব সূক্ষ্মভাবে অন্যের ওপর দোষ চাপিয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে অন্যকে দমিয়ে রাখার জন্য নুন থেকে চুন খসলে অভিশাপও দিয়ে থাকে, অথচ রহমাতুল্লিল আলামিন, সরদারে দো আলম মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) এ ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তার মতে, কোনো মুমিনের জন্য এ ধরনের কাজে লিপ্ত হওয়া সমীচীন নয়। আবদুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পাতকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না।’ (তিরমিজি, হাদিস : ১৯৭৭) অন্য হাদিসে ইরশাদ হয়েছে, বিশ্বনবী (সা.) বলেছেন, তোমরা পরস্পর একে অপরকে অভিসম্পাত, তার গজব ও জাহান্নামের বদদোয়া  কোরো না। (তিরমিজি, হাদিস : ১৯৭৬) অন্যকে অভিশাপ দেওয়া এতটাই ভয়ানক বিষয় যে তা দুনিয়া ও আখিরাতে অভিশাপ দাতাকেই ক্ষতিগ্রস্ত করে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু দারদা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যখন কোনো বান্দা কোনো বস্তুকে অভিশাপ দেয়, তখন ওই অভিশাপ আকাশের দিকে অগ্রসর হয়। অতঃপর সেই অভিশাপের আকাশে ওঠার পথকে বন্ধ করে দেওয়া হয়। তখন তা আবার দুনিয়ায় প্রত্যাবর্তনের জন্য রওনা হয়; কিন্তু দুনিয়ায় আসার পথও বন্ধ করে দেওয়ায় সে ডানে-বাঁয়ে যাওয়ার চেষ্টা করে। অবশেষে অন্য কোনো পথ না পেয়ে যাকে অভিশাপ দেওয়া হয়েছে, তার কাছে ফিরে আসে। তখন সেই বস্তু যদি অভিশাপের যোগ্য হয়, তাহলে তার ওপর ওই অভিশাপ পতিত হয়, অন্যথায় অভিশাপকারীর ওপরই তা পতিত হয়। (আবু দাউদ, হাদিস : ৪৯০৫) এগুলো অভিশাপকারীর দুনিয়াবি ক্ষতি। আখিরাতেও শুধু অভিশাপ দেওয়ার প্রবণতার কারণে বহু মানুষ জাহান্নামে যাবে। যেমনটা নবীজি (সা.) নারীদের উদ্দেশ করে বলেছিলেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু সাঈদ খুদরি (রা.) হতে বর্ণিত, একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহর রাসুল (সা.) ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ! তোমার সদকা করতে থাকো। কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তারা জিজ্ঞেস করলেন, কী কারণে, হে আল্লাহর রাসুল? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অকৃতজ্ঞ হও। (বুখারি, হাদিস : ৩০৪) তাই কখনো এ ধরনের রূঢ় আচরণ ও অহেতুক অভিসম্পাতকারীর কবলে পড়লে তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত না হয়ে তাকে এড়িয়ে চলাই মুমিনের কাজ। এতে মহান আল্লাহর পক্ষ থেকে গায়েবি মদদ পাওয়া যায়। আবু হুরায়রা (রা.) বলেন, এক ব্যক্তি মহানবী (সা.)-এর কাছে এসে বলল, ‘ইয়া রাসুলাল্লাহ! আমার ঘনিষ্ঠ আত্মীয় আছে। 

আমি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখি, কিন্তু তারা সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের উপকার করি, কিন্তু তারা আমার ক্ষতি করে। তারা আমার সঙ্গে মূর্খের আচরণ করে, কিন্তু আমি তা সহ্য করি।’ তিনি বলেন, যদি তোমার বক্তব্য সঠিক হয়, তবে তুমি যেন তাদের মুখে উত্তপ্ত ছাই পুরে দিচ্ছ। তোমার কারণে তাদের দুর্ভোগ আছে। যতক্ষণ পর্যন্ত তুমি এরূপ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তাদের মোকাবেলায় তোমার সঙ্গে থাকবেন। (আদাবুল মুফরাদ, আয়াত : ৫২)


আরও খবর

জাহান্নামীরা দেখতে যেমন হবে

সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫




ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৩জন দেখেছেন

Image

ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে দুই শতাধিক দুস্থ্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে।


গত (৯ জানুয়ারী) বৃহস্পতিবার রাত ৮টায় খয়েরবাড়ী লক্ষিপুর বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে শীতবস্ত্র বিতরনে জাতীয়তাবাদী বাস্তহারা দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবি ব্যারিস্টার কামরুজ্জামান কামরু। এসময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামিম হোসেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




লোহাগড়ায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২২জন দেখেছেন

Image

মাহফুজুল ইসলাম মন্নু : নড়াইলের লোহাগড়ায় কৃষক দলের উদ্যোগে "কৃষক সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে কাশিপুর অম্বিকা চরন (এসি) মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে কাশিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জায়েদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক মো. নবির হোসেন, সদস্য সচিব এনামুল কবির চন্দন, উপজেলা কৃষক দলের আহবায়ক মুন্সি খায়রুজ্জামান আলম, সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম সিকদার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিরাজ ফকির, সাবেক সভাপতি মো. নায়েব আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওলিয়ার রহমান, লোহাগড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুজ্জামান তারিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুল হক, নড়াইল সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. হেকমত আলী, কাশিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম, ছাত্রনেতা অনিক নয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নবাব রাব্বি প্রমুখ। সমাবেশে কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫