Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইলিয়াস, তৌহিদ, মুন্নার মতো পরিণতি আর দেখতে চাই না: মির্জা ফখরুল

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : মানুষ আর বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না, কুমিল্লার ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বিএনপি নেতা ইলিয়াস, রাজধানীর উত্তরায় নিহত ছাত্রদল নেতা মুন্না এবং যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মতো ঘটনার আর পুনরাবৃত্তি বিএনপি চায় না বলে জানান তিনি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। এ সময় তিনি বলেন, যারা দখলদারিত্ব করবে তারা দল ও দেশের শত্রু। আওয়ামী লীগ হলেই তার কাছে গিয়ে মাস্তানি করা যাবে না। এটা বন্ধ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনে জনগণের ভালোবাসা অর্জন না করলে দেশ পরিচালনা করতে পারবে না বিএনপি। সরকারকে নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে হবে। এসময় মহাসচিব ছাত্রদের নতুন দল গঠনে স্বাগত জানিয়ে বলেন, সরকারে থেকে দল করলে মানুষ তা মেনে নেবে না। অযথা সংঘাতমূলক কোন কথা রাজনীতিতে আনতেও নিষেধ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ও নির্বাচনের জন্য কাজ করতে হবে। ঐক্যকে অনেকে ভাঙার চেষ্টা চলছে তাই আওয়ামী লীগের কাউকে দলে নেয়া যাবে না।


আরও খবর



ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৩জন দেখেছেন

Image

ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে দুই শতাধিক দুস্থ্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে।


গত (৯ জানুয়ারী) বৃহস্পতিবার রাত ৮টায় খয়েরবাড়ী লক্ষিপুর বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে শীতবস্ত্র বিতরনে জাতীয়তাবাদী বাস্তহারা দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবি ব্যারিস্টার কামরুজ্জামান কামরু। এসময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামিম হোসেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




শরণখোলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৭জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু : শরণখোলা উপজেলার শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের আয়োজনে সরস্বতী পূজা উদযাপন হয়। সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষক শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপও দেখা যায়। নির্ধারিত সময় অনুযায়ী পূজা অর্চনা মধ্য দিয়ে সরস্বতী পূজার কার্যক্রম শুরু হয়। সরস্বতীকে বলা হয় বিদ্যা ও সংগীতের দেবী। সরস্বতী পূজায় শিক্ষার্থীরা ভালো লেখাপড়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারে সেই আশীর্বাদ করা হয়। শরণখোলা সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত সরস্বতী পূজায় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ ও তার সহধর্মিনী মাতৃভাষা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলিম আল রেজা শোভন।

সরস্বতী পূজার আহবায়ক শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক নিকূল চন্দ্র বিশ্বাস তিনি জানান শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকির স্যার প্রতিবছর শরণখোলা সরকারি ডিগ্রী কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা পালন করে। সরস্বতী পূজার পূজা অর্চনা পরিচালনা করেন শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং এর প্রভাষক সুপর্ণা রানী মিস্ত্রি।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবা কারবারি আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩১জন দেখেছেন

Image

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকা হতে ১২০ পিস ইয়াবা'সহ মোঃ সাজ্জাদ হোসেন (১৮) নামের এক মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব ১৪, সিপিসি-১, জামালপুর।

গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি রাত অনুমানিক সারে আটটায় র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের বকশীগঞ্জ টু ঝিনাইগাতীগামী পাকা রাস্তায় জনৈক মোঃ খায়রুল ইসলাম (৪০) এর রাইচ মিলের সামনে অভিযান চালায়। এসময় ১২০ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেনকে হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।

ধৃত সাজ্জাদ হোসেন শ্রীবরদী উপজেলার হাসধারা গ্রামের মোঃ জহুরুল হকের ছেলে। আসামীকে আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিএমপি, কোস্ট গার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদরদপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।’

তিনি বলেন, নতুন কমান্ড কাঠামো ‘দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে’ দেশের সকল বাহিনী ও থানা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।

প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন।

তিনি বলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না’।

প্রধান উপদেষ্টা আরো বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে।

দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে’।

প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার সুরক্ষার নির্দেশ দেন এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর যে কোনো আক্রমণ প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘যদি আমরা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে না পারি, তাহলে বৈশ্বিক ভাবমূর্তি আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে আমাদের সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে’।

পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এমনভাবে অভিযান পরিচালনা করতে হবে যাতে পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা যায়।

পুলিশ প্রধান বাহারুল আলম জানান, শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী কর্তৃক জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড ও নৃশংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলা পর্যবেক্ষণের জন্য ১০টি বিশেষ টিম গঠন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা পুলিশকে এই মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে বলেন।

পুলিশ মহাপরিদর্শক জানান, বাংলাদেশ ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ পাঠিয়েছে। তিনি বলেন, ‘আমরা অনুরোধ করেছি। আশা করি শিগগিরই সাড়া পাব’।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, পুলিশের কড়া নিরাপত্তার কারণে রাজধানীতে ছিনতাই ও ডাকাতির ঘটনা কমেছে। তিনি বলেন, ‘আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’


সূত্র : বাসস


আরও খবর



গাইবান্ধায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৫জন দেখেছেন

Image

গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাইবান্ধা জেলা এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী প্রমুখ।

বক্তারা পরিচ্ছন্নতা বজায় রাখি, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখি, সঠিকভাবে রান্না করি, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করি, নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহার করি সহ নিরাপদ খাদ্যের উপর বিস্তারিত আলোচনা করেন


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫