ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। আপনিও হয়তো প্রতিনিয়ত চ্যাট করছেন কারও না কারও সঙ্গে। ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। তবে এত এত চ্যাট করলেও কখনো হয়তো চ্যাট ব্যাকআপ নেননি। এতে পরবর্তিতে কোনো চ্যাট দেখতে চাইলে দেখতে পারেন না। এখন চাইলেই হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নিতে পারবেন। এছাড়াও আইফোন ইউজাররা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এবার থেকে অগমেন্টেড রিয়েলিটি বা এআর এবং ফিল্টার যোগ করতে পারবেন। ইউজারের অভিজ্ঞতা বাড়াতেই এই ফিচার নিয়ে আসতে চলেছে মেসেজিং অ্যাপ। উচ্চস্তরের এনক্রিপশনের মাধ্যমে চ্যাটের ব্যাক আপ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। তবে প্রক্রিয়াটি বেশ জটিল। সবাই ঠিক মতো পারে না। এবার এই প্রক্রিয়াটিকেই সহজ করার কাজে হাত দিল হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে যে কেউ চ্যাটের ব্যাক আপ রাখতে পারবেন। এর জন্য প্রযুক্তি জ্ঞান না থাকলেও চলবে। ভুল হওয়ার ভয়ও থাকবে না। অনেকেই আবার পাসওয়ার্ড ভুলে যান। বারবার বদল করেন। তাদের জন্য ব্যাক আপ চ্যাটের পাসকি অপশন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। পাসকি বায়োমেট্রিক সিকিউরিটি ফিচার ব্যবহার করে। ফলে পাসওয়ার্ড মনে রাখার দরকার পড়ে না। আইফোনে যেমন ফেস আইডি কিংবা অ্যানড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাক আপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন সাপোর্ট করে, তবে সেটা ইউজারকে ম্যানুয়ালি করতে হবে। সর্বশেষ হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড বিটা ভার্সন ২.২৪.১৮.১৩-এ পাসকি-এর মাধ্যমে ব্যাক আপ চ্যাট সুরক্ষিত রাখার কাজ শুরু হয়েছে। এই বিষয়ে টেক বিশেষজ্ঞরাও একমত। তবে এই ফিচারের উপর এখনও কাজ চলছে। জানা যায়, আগামী সপ্তাহে বিটা টেস্টারদের কাছে তা পাঠানো হবে। আশা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাক আপ সেটিংসে এই ফিচার থাকবে। ইউজাররা ম্যানুয়ালি চালু করতে পারবেন। পরিসংখ্যান বলছে, সব হোয়াটসঅ্যাপ ইউজাররা চ্যাট ব্যাক আপ ব্যবহার করেন না। যারা গোপনীয়তা বজায় রাখতে এবং ব্যক্তিগত চ্যাট সংরক্ষণ করতে চান, তারাই তারা যে এনক্রিপশন আপগ্রেডকে দুই হাত তুলে স্বাগত জানাবেন তাতে সন্দেহ নেই। এখানেই শেষ নয়। আইফোন ইউজাররা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এবার থেকে অগমেন্টেড রিয়েলিটি বা এআর এবং ফিল্টার যোগ করতে পারবেন। ইউজারের অভিজ্ঞতা বাড়াতেই এই ফিচার নিয়ে আসতে চলেছে মেসেজিং অ্যাপ। এআর-এর মাধ্যমে কলিং অজ্ঞিতাও অন্য মাত্রায় পৌঁছাবে। একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ওয়াবেটাইনফো। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে শিগগিরই এই ফিচার চালু হবে। নতুন ফিচার আইওএস বিটা সংস্করণ ২৪.১৫.১০.৭০-এ পরীক্ষা করা হচ্ছে। ওয়াবেটাইনফো আরও জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ‘টাচ আপ’ এবং ‘লো লাইট’ নামে দুইটি মোড থাকবে। ইনস্টাগ্রামে যেমন ফেসিয়াল ফিল্টার থাকে, টাচ আপ কাজ করবে সেরকমভাবে। আর কম আলোতেও যাতে পরিস্কারভাবে মুখ দেখা যায়, তার জন্য থাকবে ‘লো লাইট’ মোড ফিচার।
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় আসছে নতুন ফিচার
গুগল ড্রাইভ খালি করার কৌশল
বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪
এবার দুরন্ত ফিচার্সের বাইক আনছে বিএমডব্লিউ
রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪
তিন পার্বত্য জেলায় অবরোধ, রাঙামাটিতে পরিবহন ধর্মঘট
ময়মনসিংহে ৩ উপজেলায় পানিবন্দি ৩৩ হাজার পরিবার
সোমবার ০৭ অক্টোবর ২০২৪
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
রবিবার ০৬ অক্টোবর ২০২৪
সন্ধ্যায় টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ-ভারত
খেলাধুলা ডেস্ক: টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে আজ (রোববার) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভিন্ন ফরম্যাটের লড়াই শুরুর আগে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যাটার তাওহীদ হৃদয়। যদিও দুই দলের মুখোমুখি দেখায় বাংলাদেশের অবস্থান স্বস্তিদায়ক নয়। অন্যদিকে, ভারত অধিনায়ক এই সিরিজকে তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছেন।
প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ গড়াতে যাচ্ছে গোয়ালিয়রের মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-ভারতের ১৫তম টি-টোয়েন্টি ম্যাচ। আগের ১৪ বারের দেখায় ভারত ১৩ ম্যাচে জিতেছে। বিপরীতে বাংলাদেশের জয় কেবল একটি। সান্ত্বনার সেই জয় এসেছিল দিল্লিতে, ২০১৯ সালের সেই সুখস্মৃতি নিয়ে টাইগাররা এবার দ্বিতীয় টি-টোয়েন্টিও সেই ভেন্যুতে খেলবে।
সিরিজ শুরুর আগে গতকাল সফরকারীদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। নিজেদের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব। আলাদা করে কিছু করিনি। অবশ্যই সিরিজ গুরুত্বপূর্ণ। সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটা করব। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই কম-বেশি। সেটি মাথায় থাকলে ভালো করতে পারব না। আমাদের মনোযোগ ভালো করার দিকে, ফলাফল পক্ষে আনার দিকে।’
গোয়ালিয়রে উইকেটের ধরন প্রসঙ্গে হৃদয় বলেন, ‘উইকেট স্লো নাকি ধামাকা তেমন কিছু মাথায় নেই সত্যি বলতে। জেতার জন্য খেলব অবশ্যই। আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের এবং ভালো খেলার। তাই (পিচ নিয়ে) ওরকম চিন্তাভাবনা করছি না।’ তিনি আরও বলেন, ‘মাঠে খেলতে নামলে কে আছে কে নাই চিন্তা করি না। আমাদের খেলার দিকেই ফোকাস করি। প্রসেস মেনটেইনের চেষ্টা থাকে। তাদের হারানোর সুযোগ আছে, এমন না আমরা ওদের বড় দলকে হারাইনি। টি-২০ তে বড় দল ছোট দল নাই। যে ভালো করবে সেই জিতবে।’পেসার মায়াঙ্ক যাদবের অভিষেকের ইঙ্গিতও দিয়েছেন ভারত অধিনায়ক। তবে তাকে খেলানোর বিষয়ে একটি সতর্কতাও উল্লেখ করেছেন সূর্যকুমার, ‘ওর মধ্যে একটা এক্স ফ্যাক্টর রয়েছে। এমনটা নয় যে শুধু ওরই মধ্যে রয়েছে, বাকিদের মধ্যেও সেই ব্যাপারটা আছে। যদিও আমি ওকে নেটে খেলিনি, কিন্তু ওর খেলা দেখেছি। ও কি করতে পারে, ওর মধ্য কতটা প্রতিভা রয়েছে সেটা আমরা সকলেই জানি। ওর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সময়ই লক্ষ্য করেছিলাম, ওর মধ্যে অতিরিক্ত গতি রয়েছে। তবে এখন এত বেশি খেলা হয়, ক্রিকেটারদের দিকেও নজর রাখতে হবে। দলের জন্য ও বড় অস্ত্র হতে চলেছে, আশা করছি দলকে সমৃদ্ধ করবে।’
পাকিস্তানের বিপক্ষে বড়ো ব্যবধানে জয় পেলো ভারত
সোমবার ০৭ অক্টোবর ২০২৪
১২ বছর পর ফাইনালে ব্রাজিল
বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪
শাবনূরের ক্যারিয়ারে কনকচাঁপার বড় অবদান, জানালেন নিজেই
বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী কনকচাঁপার জন্মদিন আজ। বিশেষ দিন উপলক্ষে শিল্পীকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা। কনকচাঁপার গাওয়া অসংখ্য গানে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। এর মধ্যে ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘আমার নাকেরই ফুল বলে রে’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘ভালোবাসা থাকো তুমি দূরে’, ‘কিছু কিছু মানুষের জীবনে’সহ বেশির ভাগ গানই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। গায়িকা ও নায়িকার ব্যক্তিগত জীবনেও দারুণ সম্পর্ক।
তাই তো কনকচাঁপার বিশেষ দিনটি ভোলেননি নায়িকা। প্রিয় শিল্পীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শাবনূর। ক্যাপশনে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা কনকচাঁপা আপু। আমার চলচ্চিত্র ক্যারিয়ারে তোমার বিশাল অবদান রয়েছে। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। আল্লাহপাকের কাছে তোমার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’
সরকারের উপদেষ্টা হতে চান ফারুকী
রবিবার ০৬ অক্টোবর ২০২৪
ফ্লপ চঞ্চলের ‘পদাতিক’
শনিবার ০৫ অক্টোবর ২০২৪
খুব দ্রুত নতুন কাজের খবর দেব: সাফা কবির
অনলাইন ডেস্ক: টানা কয়েক দিন বৃষ্টি। কখনো ঝুম, কখনো গুঁড়ি গুঁড়ি। আবার মাঝে নিচ্ছে অবসরও। এই বৃষ্টিতে স্বাভাবিকভাবেই নিয়মিত কাজে ঘটছে ব্যাঘাত। বিনোদন অঙ্গনের তারকারাও যেন খানিকটা অবসর পেয়েছেন। কারণ প্রবল বৃষ্টির কারণে বাতিল হয়েছে শুটিং। অনেকে বৃষ্টিভেজা ছবি দিয়ে জানান দিচ্ছেন দারুণ সময় কাটাচ্ছেন তারা। যেমন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির বেশ কয়েকটি বৃষ্টিভেজা ছবি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। খয়েরি কালো শাড়িতে বৃষ্টিভেজা ছবিগুলো দেখে তার ভক্তরাও বেশ উপভোগ করছেন। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয়।’ ছবি আর ক্যাপশন মিলিয়ে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। তারা মন্তব্য করে প্রশংসা করছেন ছবিগুলোর। অনেকে আবার সাফা কবির প্রেমে পড়েছেন বলেও ধারণা করছেন। ছবির সূত্র ধরে কালের কণ্ঠ’র কথা হয় সাফা কবিরের সঙ্গে। বলেন, ‘বৃষ্টিতে আমার অনেক ভেজা হয়, কিন্তু কখনো বৃষ্টিতে ভিজে ছবি তোলা হয় না। আজকে দেওয়ার কারণে হয়তো সবাই আজকে দেখতে পারছেন। আসলে আমি যখন বাসায় থাকি এবং শুটিং না থাকে আর বৃষ্টি নামে তাহলে আমিও ভিজতে নেমে যাই। বৃষ্টির সঙ্গে কফি আমার ভীষণ প্রিয়।’ প্রকৃতির বৃষ্টির পাশাপাশি অভিনয়ের কারণে কৃত্রিম বৃষ্টিতেও ভিজেছেন এই নায়িকা। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিতেই বলেন, ‘অভিনয় করতে গিয়ে অনেক বৃষ্টিতে ভিজেছি সত্যি। সেটা কৃত্রিম হলেও ভালো লাগে। বৃষ্টির সিকোয়েন্স হলেই আগ্রহ নিয়ে করি। তবে আরেকটা ঘটনা ঘটে, বৃষ্টিতে শুটিং করতে করতে আমার ঠাণ্ডা লেগে যায়। আর সৃষ্টিকর্তার বৃষ্টির তো তুলনা হয় না।’ সদ্য শেষ হয়ে যাওয়া ছাত্র আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গে বলেন, ‘যেকোনো ন্যায়সংগত আন্দোলনে শিল্পী হিসেবে যতটুকু পাশে থাকা দরকার, ততটুকু সব সময়ই থাকব। এখন যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশাও আছে আমাদের। দেশটা যেন সুন্দর, আধুনিক, নিরাপদ হিসেবে সামনে এগিয়ে যায় সেই দিকটি যেন তারা দেখেন। দেশে কোনো বৈষম্য না থাকুক।’ বলে রাখা ভালো, শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। নিয়মিত কাজ করছেন। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনো ব্যাচেলর জীবনই পার করছেন। বিয়ে প্রসঙ্গে বলেন, ‘সবার জানতে চাওয়ার আগ্রহ দেখে আমার ভালোই লাগে। এটা আগ্রহ হিসেবে থাকুক। যখন হবে তখন সবাইকে জানিয়েই করব।’ কথা শেষ করার আগে আগে এই অভিনেত্রী বলেন, ‘খুব দ্রুত নতুন কাজের খবর দেব। কিছুদিন অপেক্ষা করতে হবে শুধু।’সদ্য শেষ হয়ে যাওয়া ছাত্র আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গে বলেন, ‘যেকোনো ন্যায়সংগত আন্দোলনে শিল্পী হিসেবে যতটুকু পাশে থাকা দরকার, ততটুকু সব সময়ই থাকব। এখন যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশাও আছে আমাদের। দেশটা যেন সুন্দর, আধুনিক, নিরাপদ হিসেবে সামনে এগিয়ে যায় সেই দিকটি যেন তারা দেখেন। দেশে কোনো বৈষম্য না থাকুক।’ বলে রাখা ভালো, শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। নিয়মিত কাজ করছেন। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনো ব্যাচেলর জীবনই পার করছেন। বিয়ে প্রসঙ্গে বলেন, ‘সবার জানতে চাওয়ার আগ্রহ দেখে আমার ভালোই লাগে। এটা আগ্রহ হিসেবে থাকুক। যখন হবে তখন সবাইকে জানিয়েই করব।’ কথা শেষ করার আগে আগে এই অভিনেত্রী বলেন, ‘খুব দ্রুত নতুন কাজের খবর দেব। কিছুদিন অপেক্ষা করতে হবে শুধু।’
সরকারের উপদেষ্টা হতে চান ফারুকী
রবিবার ০৬ অক্টোবর ২০২৪
ফ্লপ চঞ্চলের ‘পদাতিক’
শনিবার ০৫ অক্টোবর ২০২৪
জবি ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের বাকি ৭ লাখ টাকা, দাবি পরিচালকের
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় গত আড়াই বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা বাকি খেয়েছেন ৭ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক মো. মাসুদ এ দাবি করেছেন।
ক্যাফেটেরিয়া পরিচালক জানান, ক্যাফেটেরিয়ায় জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজির নামে বাকি রয়েছে ১ লাখ ৮৮ হাজার টাকা এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইনের নামে বাকি রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়াও বাকির হিসাবে রয়েছে ছাত্রলীগের আরও অন্তত ৫ নেতাকর্মীর নাম। শাখা ছাত্রলীগের সভাপতির ‘মাই ম্যান’ খ্যাত রবিউল ইসলাম রবির নামে বাকি ৫২ হাজার টাকা। এ ছাড়া সাধারণ সম্পাদক আক্তার হোসাইনের ‘গ্রুপ লিডার’ খ্যাত মিরাজের নামে বাকি রয়েছে ৭৫ হাজার টাকা, সহ-সভাপতি মেহেদী হাসান বাবুর নামে বাকি ৫৫ হাজার টাকা।
সাধারণ সম্পাদক প্যানেলের আরও দুই নেতা তামিম ও সাজবুলের নামে বাকি রয়েছে যথাক্রমে ১২ হাজার ও ৯ হাজার টাকা। ছাত্রলীগের এই সাত নেতাকর্মীদের নামেই বাকি সর্বমোট ৬ লাখ ৪১ হাজার টাকা। এ ছাড়া অনেকে বাকি খেলেও হিসাব নেই ক্যাফেটেরিয়া পরিচালক মো. মাসুদের কাছে।
ক্যাফেটেরিয়া পরিচালক মো. মাসুদ বলেন, দীর্ঘদিন বাকি খেয়েছে তারা। টাকা দেবে দেবে করে আর দেয়নি। এর বাইরে আরও অনেকে আছে যারা টুকটাক খেয়েছে, তার হিসাব নেই। খেয়ে তারা টাকা দিত না, আবার খাবার দিতে দেরি হলেও ক্যান্টিনের ওয়েটারদের মারধরও করেছে সাজবুলসহ বেশ কয়েকজন।
তিনি আরও বলেন, ক্যাফেটেরিয়ার পরিচালনা বাবদ সপ্তাহে খরচ হয় ৩৯ হাজার ৭৫০ টাকা, মাসে ১ লাখ ৫৯ হাজার টাকা। এ ছাড়া মালামাল বাবদ খরচ তো আছেই। তার ওপর এত টাকা বাকি। যেখান থেকে আমি মালামাল কিনি, সেখানেও আমার ধার করে কেনা লাগে। এত টাকা এখন কীভাবে উঠাব, আর কিভাবে আমি এই লস (লোকসান) পূরণ করব?
এ বিষয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদককে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. কেএএম রিফাত হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে বিষয়টি সত্য হলে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা রেগুলার স্টুডেন্ট হলে তাদের থেকে টাকা আদায় করার ব্যবস্থা করা হবে এবং প্রশাসনিকভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন
শনিবার ০৫ অক্টোবর ২০২৪
ঢাবি ছাত্রশিবিরের কমিটি প্রকাশ
বুধবার ০২ অক্টোবর 2০২4