Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

ঘরে চাল নেই জ্বলে না চুলা উল্লাপাড়ার ৬০ বছরের বৃদ্ধার জমিলা খাতুনের

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১৯৯জন দেখেছেন

Image

মোঃ রুবেল সরকার : নাম তার জমিলা খান অবিবাহিত স্বামী সংসার হীন বৃদ্ধা ৬০ বছরের জমিলা খাতুনের গল্প বলবো।গল্পটি যখন বর্তমানে যুগে হার মানে বাস্তবে দেখা এক অজপাড়া গাঁয়ে অসহায় বৃদ্ধাকে দেখে ।  জমিলা খাতুন থাকেন পরিত্যাক্ত একটা ভাঙা ঝুপড়ি  ঘরে ,ছেঁড়া পলিথিন, প্লাটিকের বস্তা ও ভাঙা টিনের আদলে ঘরের চারপাশের বেড়া দেওয়া। ঘরে চাল নেই, তাই ঠিকমতো চুলাও জ্বলে না। এভাবেই খেয়ে-না খেয়ে অতি কষ্টে দিন কাটছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূগানগর ইউনিয়নের রাজমান নিচিনপাড়ার নিঃসন্তান বৃদ্ধা ও সহজ সরল অসহায় ৬০ বছরের বৃদ্ধা  জমেলা খাতুনের। প্রচন্ড শীতে কোন রকম দিনাপাত করছেন তিনি। 

স্থানীয় এলাকার মোঃ মোস্তাক সরকার বলেন , উনি একজন অবিবাহিত জমিলা খাতুন স্বামী সংসার না থাকায় কোন রকম ভাবে বোনের বাসায় ঝুপড়ি  ঘর দিয়ে বসবাস করছে এবং চোখে ঠিকমতো দেখতে না পাওয়ায় গ্রামের লোকজনের কাছে এক বেলা খেয়ে না খেয়ে চলছে তার জীবন । যখন কেউ খাবার দেয় না খাবার পেলে না খেয়ে থেকে এ ভাবেই চলছে তার জীবন যাপন। তার আছে এক ভাই এক বোন তারাও ছোট খটো ব্যবসা করে তাদের সংসার চালাতে হিমশিম খায় যতটকু পারে তাতের সাধ্যমত  সাহায্য করে। কিন্তু একজন মানুষের যতটুকু চলার জন্য যতটুকু খাবার ও বাসস্থান পাওয়ার দরকার তারা তা ঠিকমতো দিতে পারে না। তার ভাই বোনের অভাব অনটান থাকায় তাকে পর্যাপ্ত তাকে চিকিৎসা ও খাবার পর্যাপ্ত দিতে পারে না।শীর্ণ জীর্ণ  জবমিলার খাতুনের এমন করুণ চিত্র চোখে পড়ে।

অসহায় জমিলা খাতুনের সাথে কথা হলে তিনি  বলেন, যে জায়গায় ঝুপড়ি ঘর এটা আমার বোনের জায়গায় তুলে আছি। বর্ষায় বৃষ্টির সময় ঘরের মধ্যে ঝর ঝর কইরা পানি পরে। শীতের সময় লাগে শীত। ভালো মতো ঘর তোলার টাহা পয়সা আমার নাই। একখান সরকারি ঘর পাইলে আমার আর কষ্টো থাকতো না। যে ঘরডায় থাহি তা মানষের টাহায় কোন রকম ঝুপড়ি ঘর তুলে আছি। সরকারি ঘর পামু কই! দেবে কেডা। এর আগে মেম্বার চেয়ারম্যানের দুয়ারে দুয়ারে বহুত ঘুরছি। শরীর যখন ভালা আছিলো মানুষের কাম কাইজ কইরা যা জোডে হেই দিয়াই চলেছি এহন আর কামকাজ করতে পারি না আর চোখে ছানি পড়ায় ঠিক মতো দেখবার পারি না। হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতা করলে শেষ বয়সে  ভালো থাকতে পারতাম। বিয়ে না করায় আল্লায় আমার স্বামী সংসার নাই এমনটাই  কান্না জড়িত কন্ঠে বলছিলেন জমিলা খাতুন। তাই সকল মানবিক হৃদয়বান ব্যক্তিদের সাহায্য নিয়ে এগিয়ে আসার আহব্বান রইলো বৃদ্ধা পাশে এসে দাঁড়ানোর।



আরও খবর



চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর

প্রকাশিত:শনিবার ১১ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১১৫জন দেখেছেন

Image

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। আজ দ্বিতীয় কোয়ালিফাইয়ারে রংপুর ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। আগামী ১২ অক্টোবর টুর্নামেন্টের ফাইনালে খুলনা বিভাগের মুখোমুখি হবে রংপুর। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। ১১ রান করে আউট হন মোমিনুল হক। উইকেটে সেট হয়ে ২৭ বলে ২৮ রানে থামেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। 

চার নম্বরে নেমে ৭ রানের বেশি করতে পারেননি শাহাদাত হোসেন। এতে ১২তম ওভারে ৭৯ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম।

এরপর রংপুরের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন সাদিকুর রহমান ও অধিনায়ক ইয়াসির আলি। শেষ ৫১ বল খেলে অবিচ্ছিন্ন ৮৮ রান যোগ করে চট্টগ্রামকে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ এনে দেন সাদিকুর ও ইয়াসির। 

মারমুখী ব্যাটিংয়ে ২৭ বলে অপরাজিত ৫৩ রান করেন ইয়াসির। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিল। ৪৮ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন সাদিকুর। এনামুল ও আলাউদ্দিন বাবু ১টি করে উইকেট নেন। 

১৬৮ রান তাড়া করতে নেমে ৭৬ রানের সূচনা করে রংপুর। ওপেনার জাহিদ জাভেদ ৩৫ রানে আউট হলে প্রথম উইকেট হারায় রংপুর। তবে আরেক ওপেনার নাসির হোসেন হাফ-সেঞ্চুরির স্বাদ পান। 

দলীয় ১১৮ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন নাসির। ৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৫৪ রান করেন তিনি।

মিডল অর্ডারে অধিনায়ক আকবর আলির ১টি চার ও ৩টি ছক্কায় ২১ বলে ৪০ রানের ক্যামিও ইনিংসে জয়ের পথ সহজ হয় রংপুরের। শেষ পর্যন্ত ম্যাচের শেষ বলে চার মেরে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর।

চট্টগ্রামের হাসান মুরাদ ও মোমিনুল ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাসির।


আরও খবর

বিপিএলের পাঁচ দলের নাম প্রকাশ করল বিসিবি

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫




হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

প্রকাশিত:মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৫৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে সাবধানী শুরু এনে দেন দুই ওপেনার অ্যালিক আথানাজে ও ব্র্যান্ডন কিং। প্রথম ৩ ওভারে ১৩ রান এবং পাওয়ার প্লেতে ৩৫ রান তুলেন তারা। অষ্টম ওভারে ৫০ রানে পা রাখে ওয়েস্ট ইন্ডিজ।

নবম ওভারে দ্বিতীয়বারের মত আক্রমণে এসে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন স্পিনার রিশাদ হোসেন। ৪ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৪ রান করা আথানাজেকে বোল্ড করেন রিশাদ। 

১৩তম ওভারের প্রথম দুই বলে জোড়া উইকেট তুলে নেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। কিংকে ৩৩ রানে এবং ক্রিজে আসা নতুন ব্যাটার শেরফানে রাদারফোর্ডকে শূন্য হাতে বিদায় দেন তাসকিন। কিংয়ের ৩৬ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা ছিল। 

৮২ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা রোভম্যান পাওয়েল। পেসার মুস্তাফিজুর রহমানের বলে ৭ রানে জীবন পান পাওয়েল। 

এই সুযোগে অধিনায়ক শাই হোপকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা ঘুড়িয়েছেন পাওয়েল। দু’জনের ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়। ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। 

শেষ ৩ ওভারে ৫১ রান যোগ করেন হোপ ও পাওয়েল। এরমধ্যে ইনিংসের শেষ ওভার করা তানজিমের বলে টানা ৩ ছক্কায় ২২ রান তুলেন পাওয়েল। 

সমান ২৮ করে বল খেলে হোপ ৪৬ এবং পাওয়েল ৪৪ রানে অপরাজিত থাকেন। দু’জনেই ১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি মারেন। 

তাসকিন ৩৬ রানে ২টি ও রিশাদ ৪০ রানে ১টি উইকেট নেন।

জবাব দিতে নেমে পাওয়ার প্লেতে ৪২ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসান ৫ বলে ১৫, অধিনায়ক লিটন দাস ৫, সাইফ হাসান ৮ ও শামীম হোসেন ১ রানে সাজঘরে ফিরেন। 

মিডল অর্ডারে নুরুল হাসান ও তানজিমকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয়। কিন্তু নুুরুলের সাথে ১৬ ও তানজিমের সাথে ২০ রানের বেশি যোগ করতে পারেনি হৃদয়। এতে ১২তম ওভারে ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। হৃদয় ২৮ ও নুরুল ৫ রানে আউট হন।

১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া বাংলাদেশকে লজ্জার হাত থেকে রক্ষা করেন তানজিম ও নাসুম আহমেদ। সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রান যোগ করে দলীয় স্কোর ১১৭তে নেন তারা। 

১২ রানের ব্যবধানে তানজিম-নাসুম ও রিশাদ হোসেন বিদায় নিলে, হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় বাংলাদেশের। ১২৯ রানে নবম উইকেট পতন হয় টাইগারদের। তানজিম ২৭ বলে ৩৩, নাসুম ১৩ বলে ২০ এবং রিশাদ ৬ রানে আউট হন। তানজিদ ও নাসুম সমান ৩টি চার ও ১টি ছক্কা মারেন। 

শেষ উইকেটে ১৩ বলে ২০ রানের জুটিতে বাংলাদেশের হারের ব্যবধান কমান তাসকিন ও মুস্তাফিজ। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। তাসকিন ১০ রানে হিট আউট হলেও ১১ রানে অপরাজিত থাকেন মুস্তাফিজ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে হিট উইকেট হন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের সিলেস ও হোল্ডার ৩টি করে উইকেট নেন। 

আগামী ২৯ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।


আরও খবর

বিপিএলের পাঁচ দলের নাম প্রকাশ করল বিসিবি

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫




অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

প্রকাশিত:রবিবার ১২ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১১৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ সারাদেশের ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

এর মধ্যে রয়েছে ৬৪টি জেলায় বিদ্যমান ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি সিটি কর্পোরেশন এলাকায় নির্বাচিত ৪৬টি বিদ্যালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে  সম্প্রতি  এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সিটি কর্পোরেশন এলাকার ৪৬টি বিদ্যালয়ের তালিকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক প্রত্যয়নসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

চিঠিতে  আরও বলা হয়েছে, জেলার ৪৮৮টি বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আইপিইএমআইএস সিস্টেম থেকে সংগ্রহ করা হয়েছে। ১০টি সিটি কর্পোরেশনের নির্বাচিত বিদ্যালয়ের তালিকা পূর্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছ থেকে সংগৃহীত হয়।

প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যয়নপত্রে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর বাধ্যতামূলক।

‘বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি সিটি কর্পোরেশনের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬১৭ কোটি টাকা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ, স্যানিটেশন, বিশুদ্ধ পানি, প্রশাসনিক ভবন ও খেলার মাঠের অবকাঠামো উন্নয়ন করা হবে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দেশের প্রাথমিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ বৃদ্ধি পাবে।


আরও খবর

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫




বিমানবন্দরের অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের জন্য তিন দিন অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ

প্রকাশিত:রবিবার ১৯ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৭৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আগামী তিন দিনের সব অতিরিক্ত (নন–শিডিউল) ফ্লাইটের চার্জ মওকুফ করেছে সরকার। রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাতের পর বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মোট ৩৭টি ইউনিটের তৎপরতায় রাত ৯টার কিছু পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। উপদেষ্টা জানান, এ ঘটনায় ২১টি ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নিতে হয়েছে, তবে রাত ৯টা নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সব অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা—তা খতিয়ে দেখা হবে। এজন্য একটি ক্যাটালগিং কমিটি গঠন করা হয়েছে, যারা আগুনের পূর্ববর্তী ও বর্তমান অবস্থা বিশ্লেষণ করে প্রতিবেদন দেবে। তিনি বলেন, ‘বিমানবন্দর একটি কি-পয়েন্ট ইনস্টলেশন এলাকা, এখানে নিরাপত্তা ও অগ্নিনির্বাপণের নিজস্ব ব্যবস্থা রয়েছে। তবে যত অভিযোগ এসেছে, আমরা সবকিছু যাচাই করে ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘আগামী তিন দিনের সব অতিরিক্ত ফ্লাইটের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে। যাত্রীদের খাওয়াদাওয়া, থাকা এবং অন্যান্য সেবার দায়িত্ব সরকার নিয়েছে। আমরা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো জটিলতা না হয়।’

সরকার জানিয়েছে, এখন থেকে শুক্রবার ও শনিবারও আমদানি পণ্য ছাড় করা যাবে এবং ছাড়ের সময়সীমা ৩৬ ঘণ্টার মধ্যে নামিয়ে আনা হবে। সাময়িক বিকল্প হিসেবে থার্ড টার্মিনাল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেলে আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। খাতভিত্তিক ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রতিশ্রুতি ছিল রাত ৯টার মধ্যে বিমানবন্দর সচল করা, আমরা তা পেরেছি। যাত্রীদের কষ্টের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’


আরও খবর



বক্সের মধ্যে পাওয়া গেল নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত লাশ,আটক তিন জন

প্রকাশিত:বুধবার ১৫ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৯৪জন দেখেছেন

Image

আনোয়ার হোসেন.নিজস্বপ্রতিনিধিঃ

যশোরের শার্শার নাভারণ কাজীরবেড় গ্রাম থেকে আব্দুল্লাহ (২৬) নামে এক নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকামঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ৬টার দিকে কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ির স্টিলের বক্সের মধ্য থেকে এই মরদেহটি উদ্ধার করে  পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১০ই অক্টোবর ঝিকরগাছার বাইশা গ্রামের পরিত্যক্ত ভবন থেকে মাসুদ রানা নামে আরেক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। চারদিনের ব্যবধানে দুই টি লাশ উদ্ধারের ঘটনায় ভ্যান চালক দের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, নিহত আব্দুল্লাহ শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন। গত ১০ই অক্টোবর সকাল ১১টার দিকে ভ্যান নিয়ে জীবিকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন (১১ই অক্টোবর) তার পিতা শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ৫০৫) করেন।

নিখোঁজের পর থেকে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে। তল্লাশি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝিকরগাছা এলাকা থেকে ভিকটিমের ভ্যানটি উদ্ধার করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আশানুর রহমান ওরফে আশা (২৮), মুকুল হোসেন (৩৮) এবং সাগর হোসেনকে আটক করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গতকাল মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ৬টার দিকে আশানুর রহমানের বাড়ির পাশে মালয়েশিয়া প্রবাসী বাবলু সরদারের পরিত্যক্ত একতলা বাড়ির স্টিলের বাক্সের মধ্য থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা ইউনুস আলী বলেন,গত ১০ অক্টোবর সকালে আমার ছেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। ভোরবেলা জানতে পারি, তার মরদেহ পাওয়া গেছে। পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর  সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আব্দুল্লাহর পরিবার ও এলাকাবাসী এই নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


আরও খবর