Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩২জন দেখেছেন

Image

গাইবান্ধা প্রতিনিধি : বর্ধিত ভ্যাট প্রত্যাহার, সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার দুপুরে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাম জোটের কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক কমরেড রেবতী বর্মন, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।

বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে দুর্নীতি, লুটপাট, মামলা-হামলা, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ভোটাধিকার হরণসহ নানা অপকর্মের কারণে তাদের পতন অনিবার্য হয়েছিল। আর এসব থেকে মুক্তির আকাঙ্খায় মানুষ রাস্তায় নেমেছিল। অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে মানুষের আকাঙ্খার বিপরীত কর্মকান্ড শুরু হয়েছে। তারা সিন্ডিকেট ভাঙ্গার বদলে নিত্যপণ্যের উপর ভ্যাট আরোপ করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে, বাংলাদেশের নাম পরিবর্তনের ষড়যন্ত্র করছে। যা কখনই গ্রহণযোগ্য না। বক্তারা অবিলম্বে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।

বক্তারা গাইবান্ধার বিভিন্ন স্থানে মেলার নামে হাউজী ও জুয়ার আয়োজন বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান। এসব আয়োজনে প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেটে গিয়ে শেষ করেন


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




যুক্তরাষ্ট্র-কানাডা শুল্ক বাড়ালে বিশ্বে পণ্যের দাম বাড়তে পারে

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৭জন দেখেছেন

Image

অনলােইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর পাল্টা জবাবে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই শুল্ক বৃদ্ধি একটি বাণিজ্যযুদ্ধের কারণ হতে পারে। এর ফলে বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে যেতে পারে। কানাডা কর্তৃপক্ষ মার্কিন পণ্যের একটি তালিকা তৈরি করেছে, যার মধ্যে বার্বন, জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহল, আসবাবপত্র, সিরামিক, স্টিল পণ্য, কমলার রস, পোষা প্রাণীর খাবার এবং আরও অনেক কিছু রয়েছে।



এ ছাড়া যুক্তরাষ্ট্র কানাডাকে জ্বালানি রপ্তানি করে এবং শুল্কযুদ্ধ শুরু হলে সেসব জ্বালানির ওপরও শুল্ক আরোপ হতে পারে।


কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে এবং ট্রাম্পের বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের পরিণতি ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত।’


কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও এই বাণিজ্যযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান বিজনেস কাউন্সিল অব কানাডার সিইও গোল্ডি হাইডার।


আরও খবর



নোমান-সাজিদের ঘুর্ণিতে চালকের আসনে পাকিস্তান

প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : মুলতান টেস্টে পাকিস্তানের স্পিন বিষে নীল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে প্রথম ইনিংসে বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের দিকে এগোচ্ছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচে ২০২ রানে এগিয়ে আছে শান মাসুদের দল। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। সাউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের জুটিটা চলেছে কিছুক্ষণ। দলের ১৮৭ রানের মাথায় ভেঙেছে জুটি। ৫ম উইকেট জুটিতে রান এসেছে ১৪১। সেঞ্চুরি থেকে সামান্য দূরে থাকা অবস্থায় ১৫৭ বলে ৮৪ রানের ইনিংস খেলে আউট হন শাকিল। শাকিলের বিদায়ের পর দ্রুতই সালমান আলী আঘা এবং নোমান আলীর উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। নোমান আউট হওয়ার পরের ওভারেই আউট হয়েছেন রিজওয়ান। ১৩৩ বলে ৭১ রানের ইনিংস খেলে দলের ২০০ রানের মাথায় আউট হন রিজওয়ান। শেষ দিকে লড়াই চালিয়েছেন সাজিদ খান। ২৫ বলে ১৮ রান করেন তিনি।

এছাড়া ১৭ বলে ৭ রান করেছেন খুররাম শাহজাদ। ২৩০ রানের মাথায় প্রথম ইনিংসে থেমেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন জোমেল ওয়ারিক্যান এবং জেডন সিলস। ২ উইকেট নেন কেভিন সিনক্লেইর। ১টি উইকেট তুলেছেন গুডাকেশ মোটি। জবাব দিতে নেমে পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণি জাদুর সামনে খাবি খেতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলের ১০ রানের মাথাতে মিকাইল লুইসকে দিয়ে শুরু। ৫ বলে ১ রান করে বিদায় নিয়েছেন লুইস। তাকে বোল্ড করেছেন সাজিদ খান। এরপর একে একে আরও উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লুইসকে ফেরানোর পরের বলেই কেসি কার্টিকে আউট করেন সাজিদ। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান কার্টি। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ১৭ বলে ১১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ক্যারিবিয়ান অধিনায়ককেও ফিরিয়েছেন সাজিদ। একই ওভারে কাভেম হজকেও আউট করেছেন সাজিদ খান। ২২ রানের মধ্যে ৪ উইকেট হাওয়া ওয়েস্ট ইন্ডিজের। সাজিদের ধ্বংসযজ্ঞ শেষে শুরু হয়েছে নোমান আলীর কামাল। জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ এবং আলিক আথানাজেকে ফিরিয়েছেন নোমান। ৫১ রানের মধ্যে ক্যারিবিয়ানরা হারিয়েছে ৭ উইকেট। শুরুর ৭ ব্যাটারের মধ্যে কেবল ব্র্যাথওয়েট ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা। শেষ দিকে কিছুটা লড়াই চালাতে সক্ষম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেভিন সিনক্লেইর খেলেছেন ১৭ বলে ১১ রানের ইনিংস। গুডাকেশ মোটি ২৫ বলে করেছেন ১৯ রান। ২৪ বলে ৩১ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন জোমেল ওয়ারিক্যান। ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন জেডন সিলস। ২৫.২ ওভারে ১৩৭ রান তুলে প্রথম ইনিংসে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে ৫ উইকেট শিকার করেছেন নোমান আলী। ৪ উইকেট নেন সাজিদ খান। ১ উইকেট তুলেছেন আবরার আহমেদ।

প্রথম ইনিংসে ৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের উদ্বোধন করেছেন মোহাম্মদ হুরাইরা এবং অধিনায়ক শান মাসুদ। দলের ৬৭ রানের মাথায় থেমেছে জুটি। ৫৮ বলে ২৯ রান করে বিদায় নেন হুরাইরা। তিনে নামা বাবর আজম আলো ছড়াতে পারেননি। ১১ বলে ৫ রান করে আউট হয়েছেন বাবর। শান তুলে নিয়েছেন ফিফটি। অবশ্য ফিফটির পরেই থেমেছেন। ৭০ বলে ৫২ রান করে আউট হয়েছেন শান। শেষ বিকেলে কোনো বিপদ হতে দেননি কামরান গুলাম এবং সাউদ শাকিল। ৪০ বলে ৯ রান করে টিকে আছেন গুলাম। শাকিল অপরাজিত আছেন ৮ বলে ২ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান, লিড ২০২ রানের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট তুলেছেন জোমেল ওয়ারিক্যান।


আরও খবর



সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রকাশিত:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে বিচারপতি রউফের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশর গণতান্ত্রিক পথচলার ক্ষেত্রে বিচারপতি রউফ বার বার উদাহরণ হয়ে আসবেন। তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।’

প্রফেসর ইউনূস আরও বলেন, ‘বিচারপতি রউফ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ। ভোটাধিকার, সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’


আরও খবর



ফেবরু্য়ারী মাসে আ‘লীগের কথিত কর্মসুচির প্রতিবাদে লোহাগড়ায় বিএনপি বিক্ষোভ

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৩জন দেখেছেন

Image

লোহাগড়া প্রতিনিধি : ফ্রেবরুয়ারী মাসে আ‘লীগের নেতা-কর্মীরা কর্মসুচি দিবে এ কথিত খবর বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে এর প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গত ১ র্ফেরুযারী শনিবার সকালে লোহাগড়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এক বিরাট বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক সমাবেশে আলোচনা করে।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু,সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,জেলা দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান,পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ,সাধারন সম্পাদক মসিয়ার রহমান সান্টু,সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপি নেতা মোঃ শাহিনুর রহমান বিপ্লব, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ জহির হোসেন, শ্রমিক দলের আহবায়ক আকতার হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুজ্জামান তারিক,পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নজরুল মোল্যা, মোঃ আজাদ রহমান, মোঃ লিটু মিয়া প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতা-কর্মী এ বিক্ষোভ মিছিলে যোগ দেন।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




জাহান্নামীরা দেখতে যেমন হবে

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ২৪জন দেখেছেন

Image

ধর্ম ডেস্ক: মানুষ মাত্রই ভুল। অর্থাৎ মানুষই গুনাহ করবে এটা স্বাভাবিক। তবে কেউ হয়তো বেশি, আবার কেউ কম গুনাহগার হয়। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহকর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে। কিন্তু একজন মুসলিম গুনাহ করে তাওবা করবে- এটিই স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়্যুম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে গুনাহ করে সে মানুষ। যে গুনাহ করে তার ওপর অটল অবস্থানে থাকে সে শয়তান। আর যে গুনাহ থেকে তাওবা করে, সে হলো মুমিন। যারা গুনাহের ওপর অটল থাকে এবং তওবা করে না তাদেরকে আল্লাহতায়ালা দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং পরকালে জাহান্নামের বাসিন্দা করবেন।

রাসূল সা. মানুষকে জাহান্নাম থেকে বেঁচে থাকার এবং নেক আমল করার কথা বলেছেন। হজরত নোমান ইবনে বশীর রা. বলেন, আমি রাসূল সা.-কে বলতে শুনেছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শন করছি আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শন করছি। তিনি এ বাক্যগুলি বার বার এমনভাবে উচ্চ কণ্ঠে বলতে থাকলেন যে, বর্তমানে আমি যে স্থানে বসে আছি, যদি রাসূল সা. এ স্থান থেকে ওই বাক্যগুলি বলতেন, তবে ঐ উচ্চ কণ্ঠ বাজারের লোকেরাও শুনতে পেত। আর তিনি এমনভাবে হেলে দুলে বাক্যগুলি বলছিলেন যে, তার কাঁধের উপর রক্ষিত চাদরখানা পায়ের উপর গড়ে পড়েছিল (দারেমী, মিশকাত, হাদিস : ৫৪৪৩)।

যারা জাহান্নামে যাবে তারা দেখতে কেমন হবে এ বিষয়ে এক হাদিসে হজরত আবু হুরায়রা রা. বলেন, নবী করীম সা. বলেছেন, জাহান্নামের মধ্যে কাফেরের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা, দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান এবং জাহান্নামীদের বসার স্থান হবে মক্কা-মদীনার মধ্যবর্তী ব্যবধান পরিমাণ (তিরমিজি, মিশকাত, হাদিস :৫৬৭৫)। আরেক হাদিসে আবু হুরায়রা রা. বলেন, রাসূল সা. বলেছেন, দু’প্রকারের লোক জাহান্নামী। অবশ্য আমি তাদেরকে দেখতে পাব না।

তাদের এক শ্রেণী এমন লোক হবে, যাদের হাতের মধ্যে থাকবে গরুর লেজের মতো চাবুক। যা দিয়ে তারা মানুষকে মারধর করতে থাকবে। আর দ্বিতীয় শ্রেণী হবে এমন সব নারী, যারা কাপড় পরেও উলঙ্গ থেকে অপরকে নিজের দিকে আকৃষ্ট করতে এবং নিজেও অপরের দিকে আকৃষ্ট হবে। তাদের মাথার চুল হবে বুখতি উটের হেলে পড়া কুঁজের মতো। তারা কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। যদিও তার সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। (মুসলিম, মিশকাত, হাদিস : ৩৩৬৯)।


আরও খবর