Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ‘প্রস্তুত’ স্পেনসহ ইউরোপের ৪ দেশ

প্রকাশিত:শনিবার ২৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২৮৭জন দেখেছেন

Image

ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে চার ইউরোপীয় দেশ স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর চার দেশের সম্মতির এ কথা জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। 

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে আলাদা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ফিলিস্তিনি জনগণের বহুদিনের স্বপ্ন। সাম্প্রতিক সময়ে বিষয়টি ব্যাপক আলোচনা পেয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, কাউন্সিলের সমাবেশের ফাঁকে আইরিশ, মাল্টিজ এবং স্লোভেনিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পর এই চুক্তি হয়েছে। তিন দেশের সঙ্গে মিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপ নিয়েছে স্পেন।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আয়ারল্যান্ড বলেছে, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। তবেই শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারবে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।


আরও খবর



শরনখোলায় দুই মাদকসেবী আটক

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৯জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু : বাগেরহাটে শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ও বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে। ৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার রাজাপুর ও কদমতলা এলাকায় সেবন কালে তাদের আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় জানা যায়, শরণখোলায় মাদকসেবীরা বিভিন্ন জায়গায় মাদক পান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ও বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম যৌথ অভিযান চালিয়ে উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত হেমায়েতের পুত্র আব্দুল সাত্তার হাওলাদার (৪০) ও রতিয়া রাজাপুর গ্রামের আলমগীর জমিদারের পুত্র মোহাম্মদ রিগান জোমাদ্দার (৩৬) কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। পরে গাঁজা সেবীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইলকোর্টের মাধ্যমে মাদক সেবীদের এক মাসের জেল ও অর্থদণ্ড জরিমানা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমার সিংহ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের উপরিদর্শক আমিরুল ইসলাম বলেন, শরণখোলা বিভিন্ন জায়গায় কিছু মাদক সেবী গোপনে মাদক সেবন করছে এবং সংবাদে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হচ্ছে না সাকিবের

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৯জন দেখেছেন

Image

খেলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের স্কোয়াড আইসিসির কাছে পাঠাবে রোববার (১২ জানুয়ারি)। সেই দলে বাংলাদেশের সাপেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গা হবে কিনা তা নিয়ে চলছে গুঞ্জন। তবে বিশ্বস্ত সূত্রে কালবেলা জানতে পেরেছে যে সাবেক এই অধিনায়ককে এই স্কোয়াডে রাখা হচ্ছে না।



সাকিব আল হাসান, যিনি দীর্ঘদিন ধরে দলের অন্যতম স্তম্ভ হিসেবে ভূমিকা পালন করেছেন, নানা কারণে কিছুদিন ধরেই খবরের শিরোনাম হয়েছেন। সম্প্রতি ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশনকে ত্রুটিপূর্ণ হিসেবে শনাক্ত করে নিষিদ্ধ করেছে, যা আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও প্রযোজ্য হয়েছে। এছাড়াও দ্বিতীয়বার অ্যাকশন সংশোধনীর পরীক্ষা দিয়েও ফেল করেছেন তিনি।



এছাড়া, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাথে সাকিবের সম্পৃক্ততা তাকে করেছে বিতর্কিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি আর দেশে আসেননি। ফলে তার ফিটনেস ও মানসিক অবস্থা সম্পর্কে নির্বাচকরা জানেন না, যা তার নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব রেখেছে।



বিসিবি আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা না করা পর্যন্ত এই তথ্য নিশ্চিত করা সম্ভব নয়। তবে, সাকিবের অনুপস্থিতি দলের কৌশল ও ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তার অলরাউন্ড দক্ষতা এবং অভিজ্ঞতা দলের জন্য অমূল্য ছিল।



বিসিবি আগামীকাল আইসিসির কাছে দল পাঠালেও গণমাধ্যম দল সম্পর্কে জানতে পারবে আরো পরে।


আরও খবর



যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার অভিবাসন ও শুল্ক ইস্যুতে উত্তেজনা প্রশমিত

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে সম্প্রতি অভিবাসন ইস্যুতে শুরু হওয়া উত্তেজনা শেষ পর্যন্ত কিছুটা প্রশমিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ও ভ্রমণ নিষেধাজ্ঞার হুমকি দিলেও শেষ পর্যন্ত দেশটি কোনো শর্ত ছাড়াই মার্কিন সামরিক বিমানে অভিবাসীদের ফেরত নিতে রাজি হয়েছে।  

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, “কোনো বিধিনিষেধ বা বিলম্ব ছাড়াই কলম্বিয়া মার্কিন সামরিক বিমানে করে অভিবাসী নিতে সম্মত হয়েছে। আমরা এই সহযোগিতাকে স্বাগত জানাই।”

এর আগে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে করে অভিবাসী ফেরত পাঠানোর অনুমতি দেননি। তিনি বলেছিলেন, “আমাদের নাগরিকদের অপরাধীদের মতো ফেরত পাঠানো যাবে না। তাদের সম্মানের সঙ্গে বেসামরিক বিমানে পাঠাতে হবে।” এই সিদ্ধান্তের পরই ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া দেখান এবং শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি দেন।  

ট্রাম্পের ঘোষণার পর পেট্রোও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। তবে শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতে রাজি হন। বিশ্লেষকরা বলছেন, কলম্বিয়ার অর্থনীতি যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় পেট্রোকে শেষ পর্যন্ত নমনীয় হতে হয়েছে।  

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতিবছর কলম্বিয়া থেকে প্রায় দুই বিলিয়ন ডলারের কফি আমদানি করে, যা দেশটির অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এছাড়া কলা, অ্যাভোকাডো, অপরিশোধিত তেল ও ফুল রপ্তানিতেও মার্কিন বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুল্ক আরোপ হলে কলম্বিয়ার অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতো বলে ধারণা করা হচ্ছে।  

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়লেও উভয় দেশই শেষ পর্যন্ত নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে উত্তেজনা প্রশমিত করেছে।


আরও খবর



তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি: যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতি দেয়।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

বিৃতিতে বলা হয়, ইতোমধ্যে এই কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় সব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করা হলো। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার বিষয়ে সরকার সব সময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সরকারি সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি সরকার মেনে নিলেও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ‘তিতুমীর বিশ্বদ্যিালয়’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে।


আরও খবর



জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৬জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: ঢালিউড চিত্রনায়িকা পরীমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং চার্জশিট গঠনের আদেশ দেন। এরপরই আজ অসুস্থ অবস্থায় আদালতে হাজির হন পরীমণি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমণি তার সহযোগীদের নিয়ে ঢাকার একটি বোট ক্লাবে যান। সেখানে ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী শহিদুল আলম ক্লাব ত্যাগ করার সময় পরীমণি তাদের ডাক দেন এবং বসার অনুরোধ করেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে পরীমণি নাসির উদ্দিনের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন এবং বিনামূল্যে ব্লু লেবেল অ্যালকোহলের বোতল পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হলে পরীমণি তাকে গালমন্দ করেন এবং হত্যার হুমকি দেন। এরপর তিনি নাসিরের দিকে একটি সারভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন, যাতে নাসির আহত হন।

এ ঘটনার পাঁচ দিন পর, ২০২১ সালের ১৪ জুন, পরীমণি সাভার থানায় নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও আরও চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। তবে মামলার তদন্তে পুলিশের পক্ষ থেকে ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ মেলেনি।

এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারকাজ চলছে। মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।


আরও খবর

অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫

হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু

বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫