Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

ফিলিস্তিনের গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৩৩৩ জন

প্রকাশিত:মঙ্গলবার ২৬ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২২৭জন দেখেছেন

Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৩৩৩ জনে।

এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি। সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী ১০৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং হামলায় আরও ১৭৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এতে করে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৩৩৩ জনে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৪ হাজার ৬৯৪ জন মানুষ।


আরও খবর



এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : সাত কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা এবং প্রত্যাহারে সময় বেঁধে দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা বাস্তবায়ন করা না হলে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে, এমন ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

পাশাপাশি এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সময় বেঁধে দেয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল হোসেন বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে। এর দায়ভার পুলিশকে নিতে হবে। নিউমার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার করতে হবে। তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ৭ কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন।

এদিকে, আজ দুপুরে ঢাবি প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ না রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত এসেছে। 


আরও খবর



ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দর দিয়ে ভারত থেকে এলো আরো পাঁচ টন মসুর ডাল

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৬জন দেখেছেন

Image

শফিকুল হক শাকিল : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো পাঁচটন মসুর ডাল আমদানি হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতীয় একটি ট্রাকে করে ডাল বাংলাদেশে প্রবেশ করে। আজ বৃহস্পতিবার এসব ডাল বন্দর থেকে খালাস হয়েছে। প্রতি কেজি ১০৮ টাকা দরে মসুর ডাল আমদানি করা হয়। এর আগের মঙ্গলবার  প্রথমবারের মতো পাঁচ টন মসুর ডাল আমদানি হয় ভারত থেকে ২৪ ঘন্টা পার না হতেই ২য় চালান ঢুকে বাংলাদশে। আসন্ন রমজানকে সামনে রেখে আরো ডালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে। সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টন প্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে। সিএন্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। রপ্তানিকারক হলো, ভারতের কলকাতার এমক্সটিম প্রাইভেট লিমিটেড।

মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন জানান, দুই দফায় ত্রিপুরার স্থানীয় বাজার থেকে ডাল আমদানি করা হয়।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




হাসপাতালে যেসব খাবার খাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমানসহ পরিবারের সদস্যরা তার সার্বক্ষণিক পরিচর্যা করছেন। প্রতিদিন বাসার খাবার নিয়ে হাসপাতালে যান তারেক রহমান। চিকিৎসকের পরামর্শে চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া।


তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি।



এদিকে শনিবার (১১ জানুয়ারি) খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন।


খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম জিয়া আমার খোঁজখবর নিয়েছেন। এরপর নাতি-নাতনি ও ছেলেমেয়েরা কেমন আছে? দেশের অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছে? সবার কথা জিজ্ঞেস করেছেন। তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।


তিনি বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি, অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন।


মহিলা দলের সভাপতি বলেন, মানসিকভাবে বেগম জিয়া সবসময় স্ট্রং ছিলেন। এ জন্য এখনও এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেত না।


খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।


তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলছে। পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।


প্রসঙ্গত, ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন।



আরও খবর



বিএনপি পালায়নি, পালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ : নুরুল ইসলাম নয়ন

প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | ১৭জন দেখেছেন

Image

মনপুরা (ভোলা) প্রতিনিধি : কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর বিএনপি যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে কিন্তু সেই বিএনপি দেশের জনগণকে ছেড়ে পালায় যায়নি। অথচ ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া গত ১৬ বছর তারেক জিয়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা সকল আন্দোলন সফল হযেছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি অবাধ স্বচ্ছ গ্রহনযোগ্য নির্বাচন ইনশআল্লাহ হবে। জনগণের ভালোবাসার ম্যানডেট নিয়ে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে। জনগণের ভোটে বিএনপি জয়ী হলে দেশের সাধারণ জনগণ স্বাধীনতার সুফল ভোগ করবে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ভোলার মনপুরায় সদর হাজিরহাট বাজারে উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধণা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

নুরুর ইসলাম নয়ন আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটের অধিকার হরন করেছে। আওয়ামী লীগ আমলে নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটের অধিকার ছিলনা। বিএনপির নেতাকর্মীরা কোনও অন্যায় করেননি শুধু অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল। সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে বিএনপির নেতা-কর্মীরা মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন।

তিনি আরো বলেন, আমার প্রিয় নেতা তারেক রহমান বার বার বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই জন্যই আমাদের সংগ্রাম, আমাদের লড়াই। গত ১৬ বছরে ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমার প্রিয় নেতা তারেক রহমান। এই সময় দলীয় নেতা-কর্মীদের হুশিয়ারী দিয়ে বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে বা ক্ষমতায় আসলে চাঁদাবাজি করবেন, দখলদারি করবেন, লুট পাট করবেন, অন্যায় করবেন, তাদের বিএনপি ও আগামীর বাংলাদেশে স্থান নেই।

মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার, চরফ্যাশন সাবেক চেয়ারম্যান কাজী মঞ্জুর হেসেন, ভোলা জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, আব্দুর রব, তরিকুল ইসলাম কায়েদ, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ তসলিম, ভোলা জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজী, মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি এ্যাড. মোঃ ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, সাবেক হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইকরামুল কবির, সদস্য সচিব মোঃ শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুউদ্দিন তুহিনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে সাড়ে ২৬ হাজার কোটি টাকা

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রবাসীরা বাংলাদেশে মোট ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশে প্রায় ২৬ হাজার ৬৫৯ কোটি ৪৪ লাখ টাকার সমান। এই হিসেবে, প্রতিদিন গড়ে দেশে ৭ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। ডিসেম্বরে দেশে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসলেও, জানুয়ারিতে তা কমে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলারে পৌঁছেছে। ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ, যা জানুয়ারির তুলনায় প্রায় ১৭ শতাংশ কম। 

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ৯০ হাজার ডলার। 

এছাড়া, জানুয়ারির ২৬ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫০ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার, জানুয়ারির ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত এসেছে ৪৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, এবং জানুয়ারির ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার। 

অন্যদিকে, ২০২৪ সালের পুরো বছরে প্রবাসীরা মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার পাঠানো হয়েছে। 

এছাড়া, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্সের প্রবাহ ২৩ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৯৬ কোটি ডলার হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ২৯১ কোটি ডলার। এর ফলে বৈদেশিক মুদ্রাবাজার কিছুটা স্থিতিশীল হয়েছে এবং রপ্তানিতেও ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির মূল কারণ হুন্ডির চাহিদা কমে যাওয়ার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। সরকারের অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপের কারণে অবৈধভাবে অর্থ পাঠানোর সুযোগ কমেছে, যা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলছে।

বাংলাদেশের রপ্তানি খাতেও ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষণীয়। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানিতে প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে কিছুটা স্থিতিশীল রাখার ক্ষেত্রে সহায়ক হয়েছে। তবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের তুলনায় কিছুটা কমে ২০ বিলিয়ন ডলারের আশপাশে রয়েছে।

এভাবে, রেমিট্যান্স এবং রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা পালন করছে, তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতি আরও মনিটর করা প্রয়োজন।


আরও খবর