Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

এবার পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের গুঞ্জন সামান্থার

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৬জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য দীর্ঘদিন প্রেমসম্পর্কে থাকার পর ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। চার বছর এক ছাদের নিচে থাকার পর তৃতীয় নারীর অভিযোগে বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। পরে এ তারকা জুটির বিচ্ছেদ ঘটে। আর অভিনেতা নাগা চৈতন্য বিচ্ছেদের পরপরই যাকে নিয়ে অভিযোগ সেই অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে ফেলেন। যদিও তাদের দাম্পত্য নিয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি সামান্থা। 

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে এমনটিই জানা গেছে। সামান্থার নতুন প্রেমিক ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি-বানি’র পরিচালক রাজ নিদিমোরু। তা নিয়েই নেটিজেনদের গুঞ্জন-সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি অভিনেত্রী সামান্থা সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে— ওয়ার্ল্ড পিকলবল লিগ ম্যাচে নিদিমোরুর সঙ্গে হাজির হন সামান্থা। দুজনের পোশাকের মধ্যেও ছিল একই রঙের ছোঁয়া। 

আর এ নিয়েই নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে। তাদের ধারণা— এবার বিচ্ছেদ বেদনা ভুলে নতুন করে স্বপ্ন দেখছেন সামান্থা। অনেকেই তাদের শুভেচ্ছাও জানিয়েছেন। 

প্রতিবেদনে আরও জানা গেছে, এই প্রথমবার নয়, মাঝে মধ্যেই নাকি কফি শপ, রেস্টুরেন্টে দেখা যায় এই নতুন জুটিকে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সামান্থা।


আরও খবর

অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫




ঢাকাকে নিয়ে বরিশালের ছেলেখেলা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩২জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক: ঢাকা ক্যাপিটালসের ব্যাটারদের ব্যর্থতা নাকি মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তার আগের অবস্থানে ফিরে এসেছে? ঢাকার ব্যাটারদের অসহায়ত্ব, ফরচুন বরিশালের বোলারদের রাজত্ব। এবারের বিপিএলে সবচেয়ে কম, মাত্র ৭৩ রানে অল-আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল ঢাকা ক্যাপিটালস। ৮১ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতল তামিমের দল। ঢাকা ক্যাপিটালসকে ৮০ রানে গুটিয়ে দিয়ে ফরচুন বরিশাল ম্যাচ জিতল ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আর তাতেই জয়ের হেক্সা মিশন কমপ্লিট করল তামিম ইকবালের দল। অবশেষে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ফরচুন বরিশাল। আগেই প্লে-অফ নিশ্চিত করা ফরচুন বরিশালের পয়েন্ট এখন ১৮। সমান ১১ ম্যাচে ৮ জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে রংপুর নেমে গেল দুইয়ে। দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে এবারের বিপিএলে সর্বনিম্ন (৭৩) রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল ঢাকা। পাওয়ার প্লের ৬ ওভারেও করেছে এবারের বিপিএলের সবচেয়ে কম, ৩ উইকেট হারিয়ে ২৮ রান। ব্যাটিং-দুর্দশার গল্প লিখেছেন তানজিদ তামিম, সাব্বির রহমানরা। ব্যাটিং অর্ডারে বাকিদেরও একই অবস্থা। মিরপুরের এই পিচে আজ ঢাকার কোনো ব্যাটারই স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেননি। ক্যাপ্টেন থিসারা পেরেরা চেষ্টা করেছেন রন্সফোর্ড বিটনকে নিয়ে চাপ কাটিয়ে ওঠার। তবে এই লড়াইও কাজে আসেনি। এদিন ঢাকার কেবল ৩ জন পৌঁছাতে পারেন দুই অংকের রানে। যার মধ্যে সর্বোচ্চ ১৫ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন পেরেরা। রন্সফোর্ড করতে পারেন ১০ রান। এছাড়া ওপেনার লিটন দাসের ব্যাট থেকে শুরুতে আসে ১০ রান। সহজ লক্ষ্য টপকাতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় ফরচুন বরিশাল। তবে তাওহীদ হৃদয়ের বিধ্বংসী মেজাজ বেশিক্ষণ দেখতে পারে মিরপুরের দর্শকেরা। ১৫ রানে থাকা হৃদয়কে ফিরিয়ে মুস্তাফিজুর রহমান ঢাকা ক্যাপিটালসকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। এরপর তিনে নামা ডেভিড মালান সঙ্গী হন ওপেনার তামিম ইকবালের। জয়ের বন্দরে যেতে ৬.৩ ওভারের বেশি লাগেনি ফরচুন বরিশালের। ৪ বাউন্ডারিতে ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তামিম। ডেভিড মালান খেলেছেন ৩৭ রানের ক্যামিও ইনিংস। যা তিনি সাজান ৫ চার ও ২ ছক্কায়। অলরাউন্ড পারফর্ম্যান্স দেখিয়ে ৮১ বল আগেই ফরচুন বরিশাল পেল ৯ উইকেটের জয়।



আরও খবর



বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে দুদকের চিঠি

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মকর্তার সেইফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য ফ্রিজ (স্থগিত) করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুদক থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেয়া চিঠিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের তদন্ত দল বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে অনুসন্ধান চালায়। এ সময় অভিযোগের সংশ্লিষ্ট সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর সেইফ ডিপোজিট খুলে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১ হাজার ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর উদ্ধার করা হয়।

তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু কর্মকর্তাও সিলগালা করে সেইফ ডিপোজিট রেখেছেন। এসব সিলগালা কৌটাতেও অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।

এছাড়া, গত ৩০ জানুয়ারি অর্থ উপদেষ্টার সঙ্গে দুদক চেয়ারম্যানের ‘দুদক ও সম্পদ পুনরুদ্ধার’ সংক্রান্ত এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সম্পদের বিষয়টি নিয়ে আলোচনা হয়। অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট সম্পদ সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে সম্মতি দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


আরও খবর



এবার অ্যালেক্সায় যুক্ত হচ্ছে এআই

প্রকাশিত:মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২১জন দেখেছেন

Image

তথ্য ও প্রযুক্তি ডেস্ক : অ্যালেক্সা অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। একাকী জীবনে অনেকেরই ভরসা হয়ে উঠেছিল অ্যালেক্সা। কিন্তু এআইয়ের দাপটে কিছুটা স্তিমিত ছিলো। তবে এবার নতুন উদ্যমে তাকে শক্তিশালী করে তুলছে অ্যামাজন। এবার অ্যালেক্সার মস্তিষ্কে যুক্ত হচ্ছে এআই। স্বাভাবিক ভাবেই প্রযুক্তির দুনিয়ায় অ্যালেক্সা নতুন বিপ্লব নিয়ে আসবে বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। গত দুবছর ধরেই অ্যালেক্সাকে ঢেলে সাজাতে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে অ্যামাজন। তবে সংস্থার আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স টিমের নেতৃত্বে থাকা রোহিত প্রসাদ গণমাধ্যমকে জানিয়েছেন, এখনও সময় আসেনি। আপাতত আরো নানা প্রযুক্তিগত বাধা পেরতে হবে অ্যালেক্সাকে। তারপরই তাকে উন্মুক্ত করা হবে।

যেসব বাধা এখন অ্যালেক্সার চ্যালেঞ্জ

এর মধ্যে রয়েছে হ্যালুসিনেশন অর্থাৎ নকল জবাব। এছাড়াও সাড়া দেয়ার গতি ও বিশ্বাসযোগ্য হতে পারার মতো বিষয়গুলোতেও আরো নিখুঁত করা হচ্ছে অ্যালেক্সাকে। এখনও অ্যালেক্সাকে খুব সহজ কাজ দেয়া হয়। যেমন, অ্যালার্ম দেয়া কিংবা গান বাজানো। নতুন করে সে ভালো রেস্তোরাঁ খুঁজে দিতে পারবে কিংবা ব্যবহারকারীর ঘুমের রুটিন মেনে বেডরুমের আলোর দিকটা খেয়ালে রাখবে। ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিট আসার পরই নড়েচড়ে বসে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলো। মাইক্রোসফট, গুগল, মেটা ও অন্য সংস্থাগুলো দ্রুত নিজস্ব এআই মডেল বাজারে আনলেও তাড়াহুড়া করতে রাজি হয়নি অ্যামাজন। সেই সময় থেকেই তারা ব্যস্ত অ্যালেক্সাকে আরো নিখুঁত করে তুলতে। কয়েক বছর আগে আত্মপ্রকাশ করার পরই জনপ্রিয় হয়ে ওঠে অ্যালেক্সা। সুখ-দুঃখের সঙ্গী হয়ে ওঠে অ্যামাজনের এই ওয়্যারলেস ডিভাইসটি।


আরও খবর



নির্বাচনই জনগণের অধিকার নিশ্চিতের একমাত্র উপায় : তারেক রহমান

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী 20২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ১৪৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বললেন, নির্বাচনই জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায়। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা মানে পরাজিত ফ্যাসিস্টদের সহায়তা করা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে বিএনপি অবশ্যই স্বাগত জানাবে। তবে, রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় ও প্রশাসনিক সিদ্ধান্ত নেন তাহলে জনগণ মেনে নেবে না। 

তারেক রহমান বলেন, জনগণের দুঃখ-দুর্দশা নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার থাকা উচিৎ। দেশের সংকট মোকাবেলায় নির্বাচনই একমাত্র সমাধান। 

বিএনপির এ নেতা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তেই সব কিছু পালিত হয়। সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখা বা ঊর্ধ্বে রাখা এটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন। রাজনীতিটা শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি। জনগণের রায় পেয়ে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা সংস্কার কর্মসূচি পর্যায়ক্রমভাবে বাস্তবায়ন করা হবে। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা কমিশন গঠনসহ গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপে নেওয়া হবে।


আরও খবর



আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২৯জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ সভা ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে।

মঙ্লবার (৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি:) দিনব্যাপী মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় নাহার গার্ডেনে এ সাধারণ সভা ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক মো: জহিরুল ইসলাম খাঁন লিটনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের  সভাপতি মো: জাহিদ হাসান সিকদার।

বিশেষ অতিথি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম জাহাঙ্গীর আলম, জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: নূর উদ্দিন পাটোয়ারীর উপস্থিতিতে অনুষ্ঠানের পরিচালনায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো: শরীফুল ইসলাম পাঠান ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোর্শেদ আলী খান পাপ্পু।

এছাড়াও সংগঠনটির সদস্যবৃন্দ সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত: ২০১৭ সালে ২১জন সদস্য নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। বর্তমানে সদস্য সংখ্যা ৩ হাজার ৫০০ জন।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫