Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে মালা বিক্রেতা মোনালিসার

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১৪৫জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: ভারতে চলতি বছরের মহাকুম্ভের মেলা এবার ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা। সেখানে পা রেখে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন এক নারী! মূলত মহাকুম্ভের মেলায় পাথরের মালা বিক্রি করতেই যান তিনি, নাম মোনালিসা। ইতোমধ্যে এই নারীকে নিয়ে উত্তাল দেশটির নেটিজেনরা। এর আগে মোনালিসাকে নিয়ে শোনা গেছে নানান জল্পনা।

দক্ষিণের আল্লু আর্জুনের নায়িকা হওয়ার নাকি সুযোগ পেয়েছেন তিনি। এই জল্পনার মধ্যে এবার নতুন খবর, বলিউডে অভিষেক করতে যাচ্ছে মোনালিসা! দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির খবর এখনও পাকা না হলেও হিন্দি সিনে দুনিয়ায় মোনালিসার পা রাখা প্রায় নিশ্চিত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন মহাকুম্ভের এই ভাইরাল স্টার। 

সম্প্রতি পরিচালক খোদ মোনালিসার মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন বলেও খবর পাওয়া গেছে। সেখান থেকে ছবি পোস্ট করেই সনোজ মিশ্র মোনালিসার বলিউড ডেবিউয়ের খবর দেন। জানা গেল, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবির শুটিং শুরু হবে। তখনই যোগ দেবেন কুম্ভ মেলা থেকে ভাইরাল হওয়া সোশাল সেনসেশনও। পরিচালনার পাশাপাশি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির গল্পকারও সনোজ নিজেই।


আরও খবর



যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল

প্রকাশিত:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ


ট্রাম্প প্রশাসন ফেডারেল সরকারের শাটডাউনের (অচলাবস্থার) মধ্যে শুক্রবার বেতন ছাড়া কর্মরত এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ওপর চাপ কমাতে ফ্লাইট সংখ্যা কমানোর নির্দেশ দেয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে সহস্রাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শাটডাউনের কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া ৪০টি বিমানবন্দরের মধ্যে আটলান্টা, নিউ ইয়র্ক, ডেনভার, শিকাগো, হিউস্টন এবং লস অ্যাঞ্জেলেসের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র বিরোধ চলছে। বিশেষ করে স্বাস্থ্য বিমার ভর্তুকি নিয়ে বিরোধের কারণে অক্টোবর ১ থেকে সরকারি অর্থায়ন স্থগিত হয়ে পড়েছে। 

যুক্তরাষ্ট্রে প্রায় ছয় সপ্তাহের সরকারি অচলাবস্থার কারণে অনেক সরকারি কর্মচারি, বিশেষ করে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কর্মীরা, বেতন ছাড়াই কাজ করছেন অথবা ছুটিতে আছেন।

ফ্লাইট হ্রাস ধীরে ধীরে কার্যকর হচ্ছে, চার শতাংশ থেকে শুরু করে এবং কংগ্রেস তহবিল চুক্তিতে পৌঁছাতে না পারলে পরের সপ্তাহে ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার ১,০০০ এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে যে, রিগ্যান ন্যাশনাল এ বিমানযাত্রীদের গড় বিলম্ব ৪ ঘণ্টা ছিল, ফিনিক্সে ৯০ মিনিট এবং শিকাগো ও সান ফ্রান্সিসকোতে এক ঘণ্টার বিলম্ব ছিল।

আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সিএনবিসিকে বলেন, ‘এটা বিরক্তিকর। আমাদের এই অবস্থানে থাকার দরকার ছিল না।’

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এই অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে বলেছেন, সরকার পুনরায় চালু করার জন্য তাদের ভোট দেওয়া উচিত।


আরও খবর



বক্সের মধ্যে পাওয়া গেল নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত লাশ,আটক তিন জন

প্রকাশিত:বুধবার ১৫ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৯৪জন দেখেছেন

Image

আনোয়ার হোসেন.নিজস্বপ্রতিনিধিঃ

যশোরের শার্শার নাভারণ কাজীরবেড় গ্রাম থেকে আব্দুল্লাহ (২৬) নামে এক নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকামঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ৬টার দিকে কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ির স্টিলের বক্সের মধ্য থেকে এই মরদেহটি উদ্ধার করে  পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১০ই অক্টোবর ঝিকরগাছার বাইশা গ্রামের পরিত্যক্ত ভবন থেকে মাসুদ রানা নামে আরেক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। চারদিনের ব্যবধানে দুই টি লাশ উদ্ধারের ঘটনায় ভ্যান চালক দের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, নিহত আব্দুল্লাহ শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন। গত ১০ই অক্টোবর সকাল ১১টার দিকে ভ্যান নিয়ে জীবিকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন (১১ই অক্টোবর) তার পিতা শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ৫০৫) করেন।

নিখোঁজের পর থেকে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে। তল্লাশি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝিকরগাছা এলাকা থেকে ভিকটিমের ভ্যানটি উদ্ধার করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আশানুর রহমান ওরফে আশা (২৮), মুকুল হোসেন (৩৮) এবং সাগর হোসেনকে আটক করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গতকাল মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ৬টার দিকে আশানুর রহমানের বাড়ির পাশে মালয়েশিয়া প্রবাসী বাবলু সরদারের পরিত্যক্ত একতলা বাড়ির স্টিলের বাক্সের মধ্য থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা ইউনুস আলী বলেন,গত ১০ অক্টোবর সকালে আমার ছেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। ভোরবেলা জানতে পারি, তার মরদেহ পাওয়া গেছে। পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর  সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আব্দুল্লাহর পরিবার ও এলাকাবাসী এই নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


আরও খবর



জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো

প্রকাশিত:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুক্রবার রাত ৯টার দিকে এক মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি প্রকাশ করা হয়।

টিজারে দেখা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নূর ইসলাম তার কন্যা হত্যার মর্মান্তিক ঘটনাটি স্মরণ করে ক্ষোভ ও বেদনা প্রকাশ করছেন।

তিনি বলেন, ‘আজও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। তখন বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।’

নূর ইসলাম বলেন, ‘আমরা এমন সরকার চাই না যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না। এমন সরকার চাই, যারা আমাদের পক্ষে কথা বলবে, যারা হত্যার বিচার চাইতে সাহসী হবে।’

দেশবাসীর প্রতি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।’

প্রেস উইং জানায়, টিজারটির শেষাংশে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।’

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

আরও খবর



‘গাজা জিম্মি মুক্তি চুক্তি’ অনুমোদন ইসরাইলের

প্রকাশিত:শুক্রবার ১০ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১৩৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ

            হামাসের সঙ্গে জিম্মি মুক্তির একটি কাঠামোগত চুক্তি অনুমোদন করেছে ইসরাইল সরকার। এরমধ্য দিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে চলা গাজা সংঘাত অবসানে দুই পক্ষই আরো এক ধাপ এগিয়ে গেল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইল আগেই জানিয়েছিল, ‘সকল পক্ষ’ যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে।’ হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি ‘এই যুদ্ধের ইতি টানবে’ বলেও জানায় তারা।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা বিষয়ক ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে মিশরে চুক্তিটি সই হয়। ট্রাম্প রোববার মধ্যপ্রাচ্য সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

চুক্তি সফলভাবে কার্যকর হলে মিশর একটি উদযাপন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে। সেখানে ট্রাম্পেরও উপস্থিত থাকার কথা রয়েছে। পরবর্তীতে ইসরাইল সফরের পর ধ্বংসস্তূপে পরিণত গাজা সফর করবেন বিবেচনা করছেন।

তেল আবিব জানিয়েছে, বৃহস্পতিবারের বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই প্রক্রিয়ায় ইসরাইলি সেনারা ধীরে ধীরে গাজা থেকে সরে যাবে।

শুক্রবার ভোরে নেতানিয়াহুর কার্যালয় থেকে বিবৃতিতে জানানো হয়, সরকার ‘সকল বন্দির (জীবিত ও মৃত) মুক্তির জন্য চুক্তির কাঠামো অনুমোদন করেছে।’

তবে বিষয়টি নিয়ে নেতানিয়াহু তার কট্টর ডানপন্থী মিত্রদের বিরোধিতার মুখে পড়েছেন। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির বলেন, তিনি এই চুক্তির বিপক্ষে ভোট দেবেন। কারণ গাজায় থাকা ৪৭ জন জিম্মির বিনিময়ে হাজার হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তিকে ‘অসহনীয় চরম মূল্য’ বলে অভিহিত করেছেন।

চুক্তি নিয়ে ইসরাইল ও গাজায় উচ্ছ্বাসের পাশাপাশি বিশ্ব নেতারাও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। কিন্তু এখনো অনেক বিষয় অনির্ধারিত রয়ে গেছে। এরমধ্যে রয়েছে হামাসের অস্ত্র জমা দেওয়ার শর্ত এবং ট্রাম্পের নেতৃত্বে গাজার জন্য একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রস্তাব।

হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কাতারভিত্তিক আল আরাবি টেলিভিশনকে তিনি বলেন, ‘কোনো ফিলিস্তিনি এটা মেনে নেবে না। সব দল, এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষও এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’ 

এদিকে ট্রাম্প বলেছেন, হামাসের অস্ত্র জমা দেওয়ার বিষয়টি শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে আলোচনা করা হবে। সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই নিরস্ত্রীকরণ হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, ইসরাইলি বাহিনীও ধীরে ধীরে ‘প্রত্যাহার করা হবে’।

মার্কিন কর্মকর্তারা জানান, ইউএস সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নেতৃত্বে ২০০ সদস্যের একটি সামরিক দল মধ্যপ্রাচ্যে পাঠানো হবে যুদ্ধবিরতি তদারকির জন্য।

একজন কর্মকর্তা জানান, মিশর, কাতার, তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারা এই দলের সঙ্গে থাকবেন। আরেক কর্মকর্তা বলেন, ‘কোনো মার্কিন সেনা গাজায় প্রবেশ করবে না।’


আরও খবর



নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ১০ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১২২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ ভারতের গৌহাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা। 

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

রিতু মনি ও সানজিদা আক্তারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সুমাইয়া আকতার ও নিশিতা আকতার নিশি। 

এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে ৮৯ রানে ও দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হারে কিউইরা। 

ওয়ানডেতে এখন পর্যন্ত চারবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে বাংলাদেশ দু’বার হেরেছে ও দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, সুমাইয়া আকতার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আকতার নিশিম


আরও খবর

বিপিএলের পাঁচ দলের নাম প্রকাশ করল বিসিবি

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫