Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় কমিটি ঘোষণা

ডিজিটাল কোর্ট করে দেননি কেন? পলককে বিচারকের প্রশ্ন

প্রকাশিত:সোমবার ০৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৮৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব প্রশ্ন করেন, ‘বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন, আপনি আইসিটি মন্ত্রী থাকাকালে কেন ডিজিটাল কোর্ট করে দেননি? না হলে আদালতে আসতে হতো না। কারাগারে বসে হাজিরা দিতেন।’

তখন পলক উত্তর দেন, করোনার সময় চালু করেছিলাম। অনেক সীমাবদ্ধতা ছিল, চেষ্টা করেছি। পরে আর আগানো যায়নি।


সোমবার (৬ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে গ্রেপ্তার দেখানোর আবেদনের জন্য আদালতে হাজির করে পুলিশ। এরপর বিচারক এ কথা বলেন।

পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল আমিন। আবেদনে বলা হয়, আসামি পলক যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে অন্তরীণ আছেন। তিনি সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১ এর মামলায় এজাহারভুক্ত আসামি। জেলহাজতে অন্তরীণ এজাহারনামীয় এ আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান একান্ত প্রয়োজন।


জ্যোতিকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ।

আবেদনে বলা হয়, আসামি শাফি মোদ্দাছির খান (জ্যোতি), তার পিতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরস্পর যোগসাজশে ১৯ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৫০২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখেন এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে নিজ এবং ওই প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ব্যাংক হিসাবে মোট ৮৪ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৫৭২ টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করেন।


আরও খবর



ঢাকাকে নিয়ে বরিশালের ছেলেখেলা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩১জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক: ঢাকা ক্যাপিটালসের ব্যাটারদের ব্যর্থতা নাকি মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তার আগের অবস্থানে ফিরে এসেছে? ঢাকার ব্যাটারদের অসহায়ত্ব, ফরচুন বরিশালের বোলারদের রাজত্ব। এবারের বিপিএলে সবচেয়ে কম, মাত্র ৭৩ রানে অল-আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল ঢাকা ক্যাপিটালস। ৮১ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতল তামিমের দল। ঢাকা ক্যাপিটালসকে ৮০ রানে গুটিয়ে দিয়ে ফরচুন বরিশাল ম্যাচ জিতল ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আর তাতেই জয়ের হেক্সা মিশন কমপ্লিট করল তামিম ইকবালের দল। অবশেষে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ফরচুন বরিশাল। আগেই প্লে-অফ নিশ্চিত করা ফরচুন বরিশালের পয়েন্ট এখন ১৮। সমান ১১ ম্যাচে ৮ জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে রংপুর নেমে গেল দুইয়ে। দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে এবারের বিপিএলে সর্বনিম্ন (৭৩) রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল ঢাকা। পাওয়ার প্লের ৬ ওভারেও করেছে এবারের বিপিএলের সবচেয়ে কম, ৩ উইকেট হারিয়ে ২৮ রান। ব্যাটিং-দুর্দশার গল্প লিখেছেন তানজিদ তামিম, সাব্বির রহমানরা। ব্যাটিং অর্ডারে বাকিদেরও একই অবস্থা। মিরপুরের এই পিচে আজ ঢাকার কোনো ব্যাটারই স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেননি। ক্যাপ্টেন থিসারা পেরেরা চেষ্টা করেছেন রন্সফোর্ড বিটনকে নিয়ে চাপ কাটিয়ে ওঠার। তবে এই লড়াইও কাজে আসেনি। এদিন ঢাকার কেবল ৩ জন পৌঁছাতে পারেন দুই অংকের রানে। যার মধ্যে সর্বোচ্চ ১৫ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন পেরেরা। রন্সফোর্ড করতে পারেন ১০ রান। এছাড়া ওপেনার লিটন দাসের ব্যাট থেকে শুরুতে আসে ১০ রান। সহজ লক্ষ্য টপকাতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় ফরচুন বরিশাল। তবে তাওহীদ হৃদয়ের বিধ্বংসী মেজাজ বেশিক্ষণ দেখতে পারে মিরপুরের দর্শকেরা। ১৫ রানে থাকা হৃদয়কে ফিরিয়ে মুস্তাফিজুর রহমান ঢাকা ক্যাপিটালসকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। এরপর তিনে নামা ডেভিড মালান সঙ্গী হন ওপেনার তামিম ইকবালের। জয়ের বন্দরে যেতে ৬.৩ ওভারের বেশি লাগেনি ফরচুন বরিশালের। ৪ বাউন্ডারিতে ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তামিম। ডেভিড মালান খেলেছেন ৩৭ রানের ক্যামিও ইনিংস। যা তিনি সাজান ৫ চার ও ২ ছক্কায়। অলরাউন্ড পারফর্ম্যান্স দেখিয়ে ৮১ বল আগেই ফরচুন বরিশাল পেল ৯ উইকেটের জয়।



আরও খবর



খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৩ ঘোষিত-৭ জন

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৯জন দেখেছেন

Image

প্রেস বিজ্ঞপ্তি: ময়মনসিংহের গৌরীপুরে "খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৩" ঘোষণা ১১ জানুয়ারি, শনিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরী এর সেমিনার রুমে "খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৩" এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দি ইলেক্টোরাল কমিটি ফর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-এর সহ-সভাপতি ও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সাবেক সুপারিনটেনডেন্ট মোঃ আলী জিন্নাহর সভাপতিত্বে ৭ গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড ঘোষণা করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন,  প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, কবি মো. নূরুল আবেদীন, ডাঃ হিউবার্ড চক্রবর্তী, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মীর হোসেন মিরন, সাংবাদিক উবায়দুর রহমান, ঝিন্টু দেবনাথ, লুৎফর রহমান খোকন, সুপক রঞ্জন উকিল, আশেক-ই-মোস্তফা, মোঃ রমজান আলী মুক্তি, এসিক ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহদাৎ শাহ, শামীমা ইসলাম, চয়নিকা রানী দাস সহ গৌরীপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।


ভাষা ও সাহিত্যের জন্য নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার কবি ও সাহিত্যিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান, সাংবাদিকতায় ময়মনসিংহ জেলার দৈনিক প্রথম আলোর নিজেস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সহসভাপতি, দি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি ও মেলানন্দ উপজেলার দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি মো. শাহ জামাল।

 

 বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে নির্বাচিত হয়েছেন বগুড়া জেলার গবেষক, সাহিত্যিক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পরিচালক ড. মো. শাহ কামাল খান, শেরপুর জেলার গবেষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি এটিআই স্থাপন প্রকল্পের পরিচালক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম, সমাজসেবায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য চট্রগাম জেলার কৃতি সন্তান ও খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এবং রংপুর জেলার তৃতীয় লিঙ্গের সমাজসেবক আনোয়ারা ইসলাম রানী, একজন রুপান্তরিত নারী।


অ্যাওয়ার্ড কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, ক্রিয়েটিভ এসোসিয়েশন ও এসিক এসোসিয়েশন এর সহযোগিতায়  সমাজের উল্লেখযোগ্য অবদানের জন্য এক বছর অন্তর অন্তর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড ও খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২য় ধাপে জুন- জুলাই মাসে ”খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” প্রকাশ করার পর ডিসেম্বর মাসের যে কোনো একদিন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে  "খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০১৩ ও ২০২৫" এর পদক ও সার্টিফিকেটসহ মোট ১৫জন বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে। তাছাড়া এ বছরে ’পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স-২০২৪ ও ২৫’ ম্যাগাজিন প্রকাশিত হবে।


 ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবস্থিত “দি ইলেক্টোরাল কমিটি ফর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড” নামে সংগঠনটি  তিনটি লক্ষ্য নিয়ে কাজ করেছে- ঐতিহাসিক কেল্লা বোকাইনগর অধিপতি ঈশা খাঁর অনুগত রোমান্টিক হিরো খাজা উসমান খাঁর নামে এই অ্যাওয়ার্ড এর আয়োজন করা হয়। পেন অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে (১) ময়মনসিংহের গেীরীপুর উপজেলায় রোমান্টিক হিরো খাজা উসমান খাঁর ইতিহাস অবহিত করা, ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখা ও সমৃদ্ধ করা;  (২) ইলেক্টোরাল ভোটিং সিস্টেম প্রবর্তন ও পরীক্ষামূলকভারে এর প্রয়োগ ও সাফল্য এবং ইলেক্টোরাল ভোটের ফলাফলের মাধ্যমে অ্যওয়ার্ড বিজয়ীদের ঘোষনা। (৩) বৃহত্তর জেলাগুলোতে বা বিভাগে কোন বিশিষ্টজন উল্লেখিত চার বা একাধিক ক্ষেত্রে প্রশংসনীয় বিশেষ অবদান রেখেছেন; তাদের নিকট থেকে প্রোফাইল সংগ্রহ করে ইলেক্টোরাল ভোটের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ী ঘোষনা করা।


খাজা ওসমান ছিলেন উত্তর-পূর্ব বাংলার একজন পাঠান সর্দার এবং মহাযোদ্ধা। বারো ভূঁইয়াদের একজন হিসেবে তিনি উত্তর বঙ্গের বৃহত্তর ময়মনসিংহ এবং পরবর্তীতে দক্ষিণ সিলেটে নবাব সমতুল্য জমিদারি করেন। তিনি ছিলেন মানসিংহ এবং মুঘল সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী এবং বাংলার সর্বশেষ আফগান সর্দার ও শাসক। তার পরাজয়ের ফলে বাকী সকল পাঠানকে আত্মসমর্পণ করতে হয় এবং সিলেট অঞ্চলটি সুবাহ বাংলার অন্তর্ভুক্ত করা হয়। তাকে বাংলার ইতিহাসের সবচেয়ে রোমান্টিক ব্যক্তিত্ব বলে মনে করা হয়। বাহারিস্তান-ই-গায়বী, তুজুক-ই-জাহাঙ্গীরী এবং আকবরনামার মতো বিখ্যাত গ্রন্থে তার জীবনী রয়েছে। ঈসা খাঁর সাথে কাজ করে, উসমান খা ঁ বৃহত্তর ময়মনসিংহ জয় করেন। তিনি তার রাজধানী গৌরীপুরে বোকাইনগর দুর্গ শহরটি তৈরি করতে সক্ষম হন এবং এর মাধ্যমে উত্তর-পূর্ব বাংলার উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। সম্রাট আকবরের মৃত্যুর পরে, ১৫৯৯ সালে উসমান বোকাইনগর দুর্গ পুনর্র্নিমাণ করে একে ২০,০০০ সৈন্যের একটি শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত করতে সক্ষম হন। খাজা উসমান হাসানপুর এবং এগারোসিন্দুরে আরও দুটি দুর্গ প্রতিষ্ঠা করেছিলের। ১৬১১ সালের নভেম্বর মাসে উসমান খাঁ গৌরীপুরের বোকাইনগর ত্যাগ করে সিলেটে চলে আসে আসে। সিলেটের রক্তক্ষয়ি যুদ্ধে খাজা উসমান খাঁর মৃত্যু ১২ মার্চ ১৬১২।


রায়হান উদ্দিন সরকার, 

খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক, ময়মনসিংহ 


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




লোহাগড়ায় মেডিকেলে সুযোগ পাওয়া দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২১জন দেখেছেন

Image

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের দিনমজুর আফসার উদ্দীন সরদারের মেয়ে মেধাবী শিক্ষার্থী মিমি আক্তারের পাশে দাড়িয়েছেন ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি।

শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে নড়াইল জেলা সমিতি ঢাকা সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে মিমি আক্তারের বাড়িতে গিয়ে মিমির হাতে আর্থিক অনুদান তুলে দেন ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এস কে কায়ছার মাহমুদ, কার্যনির্বাহী সদস্য অহিদুজ্জামান পিপিএম, আজীবন সদস্য জহুরুল ইসলাম, আজীবন সদস্য রিপন মন্ডলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দপ্তর সম্পাদক এসকে কায়ছার মাহমুদ বলেন, ভবিষ্যতে এরকম অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি থাকবে। যদিও এর আগেও আমরা বিভিন্ন ধরনের সামাজিক মানবিক কাজে বিভিন্ন সহযোগিতা করে আসতেছি। এ সময় মিমি আক্তার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, 'আমি সবার প্রতি কৃতজ্ঞ। যারা আমার জন্য আর্থিক সহযোগিতা করেছেন, আমি কখনই তাদের অবদানের কথা ভুলবো না। আমার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করবো, এই সহযোগিতা আমাকে সেই স্বপ্ন পূরণের পথ এগিয়ে দিলো'।

উল্লখ্য, মিমি স্হানীয় নবগঙ্গা ডিগ্রি কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছিলেন। আর এবার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি পরীক্ষায় মিমি উত্তীর্ণ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও সাংসারিক অসচ্ছলতার কারণে তার মেডিকেলে ভর্তিতে অনিশ্চয়তার সৃষ্টি হয় এবং এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রবাসী ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী পেশার মানুষজন মেধাবী শিক্ষার্থী মিমি আক্তারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




নাইজেরিয়ার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ শিশু নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ১২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। আহত ১৬ জন। খবর, বিবিসি’র।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় দেশটির জামফারা রাজ্যের ইসলামিক বোর্ডিং স্কুলটিতে আগুন লাগে। সেসময় শিক্ষার্থীরা সবাই ঘুমিয়ে ছিলো। নিহত শিশুদের বয়স ১০ থেকে ১৬ বছরের মাঝে।

আগুনের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে, স্কুলটির অবস্থানের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের।

কর্তৃপক্ষের ধারণা, স্কুলের পাশের একটি ভবনে প্রথমে আগুন ধরে। পরে, স্কুলের দালানে ছড়ায়।

পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবকর বলেছেন, বুধবার বিকেলে মৃত শিশুদের দাফন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ইয়াহায়া মাহি বিবিসি হাউসাকে বলেছেন, আগুন নেভাতে হিমশিম খেয়েছে কর্মীরা। তিনি বলেন, দমকলকর্মীরা সময়মতো উপস্থিত হলেও, বাড়ির দিকে যাওয়ার রাস্তাটি ক্ষতিগ্রস্থ হওয়ায় বাড়িতে পৌঁছাতে সমস্যা হয়েছে।


আরও খবর



দিনাজপুর হাবিপ্রবি চলতি শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, পোষ্য কোটা থাকছে

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা  হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের আবেদন ফি রাখা হয়েছে ১ হাজার টাকা। তবে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য ১২০০ টাকা দিতে হবে। 

চলতি শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে ১,৭৯৫টি আসন রয়েছে। এর অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ১ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন দু’জন, পোষ্য কোটায় ১ শতাংশ, বিকেএসপি থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৫টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। 

সূত্রটি জানায়,আজ ভর্তি কমিটি-২০২৫ এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের  উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। ২০২১ সালের পূর্বে মাধ্যামিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

আবেদনের যোগ্যতা: ‘এ’ ও ‘বি’ ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫ সহ মোট ৮জিপিএ থাকতে হবে।

এগ্রিকালচার, ফিসারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যুনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। 

বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। ‘ও’ এবং ‘এ’ লেভেল পাসকৃতদের জন্য ‘ও’ লেভেলে ৫ টি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে। 

ভর্তি পরীক্ষার আবেদন: ৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://hstu.ac.bd/admission/index) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরা আগামী ১৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর আগ মুহুর্ত পর্যন্ত একই ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশ পত্র ডাউন লোড করতে পারবেন। ডাউন লোডের পূর্বে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির সফটকপি আপলোড করতে হবে। পরীক্ষার দিন পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি এবং প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার্থীর সঙ্গে আনতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ: আগামী ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক বিস্তরিত সময়সূচি পরবর্তীতে ওয়েব সাইটে জানানো হবে।

পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা বহু নির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। 


আরও খবর