Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকাকে নিয়ে বরিশালের ছেলেখেলা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩২জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক: ঢাকা ক্যাপিটালসের ব্যাটারদের ব্যর্থতা নাকি মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তার আগের অবস্থানে ফিরে এসেছে? ঢাকার ব্যাটারদের অসহায়ত্ব, ফরচুন বরিশালের বোলারদের রাজত্ব। এবারের বিপিএলে সবচেয়ে কম, মাত্র ৭৩ রানে অল-আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল ঢাকা ক্যাপিটালস। ৮১ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতল তামিমের দল। ঢাকা ক্যাপিটালসকে ৮০ রানে গুটিয়ে দিয়ে ফরচুন বরিশাল ম্যাচ জিতল ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আর তাতেই জয়ের হেক্সা মিশন কমপ্লিট করল তামিম ইকবালের দল। অবশেষে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ফরচুন বরিশাল। আগেই প্লে-অফ নিশ্চিত করা ফরচুন বরিশালের পয়েন্ট এখন ১৮। সমান ১১ ম্যাচে ৮ জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে রংপুর নেমে গেল দুইয়ে। দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে এবারের বিপিএলে সর্বনিম্ন (৭৩) রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল ঢাকা। পাওয়ার প্লের ৬ ওভারেও করেছে এবারের বিপিএলের সবচেয়ে কম, ৩ উইকেট হারিয়ে ২৮ রান। ব্যাটিং-দুর্দশার গল্প লিখেছেন তানজিদ তামিম, সাব্বির রহমানরা। ব্যাটিং অর্ডারে বাকিদেরও একই অবস্থা। মিরপুরের এই পিচে আজ ঢাকার কোনো ব্যাটারই স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেননি। ক্যাপ্টেন থিসারা পেরেরা চেষ্টা করেছেন রন্সফোর্ড বিটনকে নিয়ে চাপ কাটিয়ে ওঠার। তবে এই লড়াইও কাজে আসেনি। এদিন ঢাকার কেবল ৩ জন পৌঁছাতে পারেন দুই অংকের রানে। যার মধ্যে সর্বোচ্চ ১৫ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন পেরেরা। রন্সফোর্ড করতে পারেন ১০ রান। এছাড়া ওপেনার লিটন দাসের ব্যাট থেকে শুরুতে আসে ১০ রান। সহজ লক্ষ্য টপকাতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় ফরচুন বরিশাল। তবে তাওহীদ হৃদয়ের বিধ্বংসী মেজাজ বেশিক্ষণ দেখতে পারে মিরপুরের দর্শকেরা। ১৫ রানে থাকা হৃদয়কে ফিরিয়ে মুস্তাফিজুর রহমান ঢাকা ক্যাপিটালসকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। এরপর তিনে নামা ডেভিড মালান সঙ্গী হন ওপেনার তামিম ইকবালের। জয়ের বন্দরে যেতে ৬.৩ ওভারের বেশি লাগেনি ফরচুন বরিশালের। ৪ বাউন্ডারিতে ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তামিম। ডেভিড মালান খেলেছেন ৩৭ রানের ক্যামিও ইনিংস। যা তিনি সাজান ৫ চার ও ২ ছক্কায়। অলরাউন্ড পারফর্ম্যান্স দেখিয়ে ৮১ বল আগেই ফরচুন বরিশাল পেল ৯ উইকেটের জয়।



আরও খবর



সাত মাসে রফতানি আয় বাড়লো ১১.৬৮ শতাংশ

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৪জন দেখেছেন

Image

অর্থনীতি ডেস্ক : গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৭ মাসে রফতানি আয় এসেছে ২ হাজার ৮৯৬ কোটি ৯৫ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৬৮ শতাংশ বেশি। সোমবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারিতে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৫৯৩ কোটি কোটি ৮৯ লাখ ডলার।

জুলাই-জানুয়ারি মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৫ কোটি ২০ লাখ ডলারে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জানুয়ারিতে এ আয় ছিল ২ হাজার ১০২ কোটি ৭৯ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ২৬৮ কোটি ৭৬ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১২ দশমিক ০৩ শতাংশ বেড়েছে। এ ছাড়া ১ হাজার ৮৬ কোটি ৪৩ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১১ দশমিক ৯৭ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ৬ দশমিক ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৩৮ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৮ দশমিক ০৮ শতাংশ। জুলাই-জানুয়ারিতে রফতানি হয়েছে ৬৬ কোটি ৯০ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ১০ দশমিক ৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৩৮ লাখ ডলারে।

উল্লেখ্য, সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ।


আরও খবর



ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা

প্রকাশিত:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ১৬জন দেখেছেন

Image

শফিকুল হক শাকিল : ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের আয়োজনে সোনালি কাবিন পদক ঘোষণা ও স্মরণোৎসব বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সভায় বক্তব্য রাখেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাধারণ সম্পাদক লিটন হোসেন জিয়াদ। এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

১৫ ফেব্রুয়ারি হতে ৩ দিনব্যাপী স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। এ বছর সোনালি কাবিন পদকের জন্য মনোনীত হয়েছেন বাংলা একাডেমির সভাপতি প্রাবন্ধিক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। 


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




বডি স্প্রে ও সেন্ট ব্যবহারে ইসলামের বিধান

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪০জন দেখেছেন

Image

ধর্ম ডেস্ক : ইসলামে সুগন্ধি বা খুশবোর ব্যবহার বৈধ। সুগন্ধি বা খুশবোর ব্যবহার ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুবই প্রিয়। তিনি নিজে সুগন্ধি ব্যবহার করতেন। তাই সুগন্ধি ব্যবহার করা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। শর্ত হলো শুধু তাতে হারামের কোনো না থাকলেই হলো। আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, ‘রাসুল (সা.)-এর সুরভির চেয়ে হৃদয়কাড়া কোনো ঘ্রাণ আমি কখনো নেই নি। (ইমাম নবভির ব্যাখ্যাকৃত মুসলিম, হাদিস নং ৮৬/১৫)। আনাস (রা.)-এর অন্য বর্ণনায় রাসুল (সা.) বলেন, ‘তোমার পৃথিবীর সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে এবং নামাজের ভেতর আমার চোখের শীতলতা রাখা হয়েছে। ’ (নাসাঈ, হাদিস নং : ৩৯৩৯) বুখারির এক বর্ণনায় এসেছে, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেউ সুগন্ধি উপহার দিলে তিনি তা গ্রহণ করতেন, ফিরিয়ে দিতেন না। আবার কেউ সুগন্ধি দিলে ফিরিয়ে দিতেও তিনি নিষেধ করেছেন।’ (বুখারি) তবে, বডি স্প্রেতেও রয়েছে সুগন্ধি। এসব সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ সুগন্ধির মধ্যে যদি অ্যালকোহল মাত্রাতিরিক্ত থাকে বা সুগন্ধি যদি অ্যালকোহলের কারণে মাত্রাতিরিক্ত ঝাঝালো হয় তবে তা ব্যবহার বৈধ হবে না। কেননা যেসব অ্যালকোহল আঙুর, খেজুর অথবা কিশমিশ থেকে তৈরি সেসব অ্যালকোহল সম্পূর্ণ হারাম। এ ধরনের অ্যালকোহল মেশানো সুগন্ধি ব্যবহার করা যাবে না।

হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম।’ (বুখারি) তবে এ তিন উপাদান ছাড়া যেসব অ্যালকোহল বিভিন্ন শস্যদানা, গাছের ছাল, মধু, যব, আনারসের রস, গন্ধক, সালফেট ও অন্যান্য রাসায়নিক উপাদান থেকে তৈরি তা নাপাক নয়। সুগন্ধিযুক্ত বডি স্প্রে বা যে কোনো সুগন্ধিতে যদি তা এমন পরিমাণ মেশানো হয় যা নেশার সৃষ্টির করে না তবে তা ব্যবহার বৈধ। শুধু সুগন্ধিযুক্ত বড়ি স্প্রে বা আতরই নয়, সুগন্ধিযুক্ত সাবানসহ যে কোনো পারফিউমের ক্ষেত্রেই এ বিষয়টি প্রযোজ্য। অর্থাৎ নেশার সৃষ্টি করে না বা বা শারীরিক বা মস্তিষ্কের মতিভ্রমের মতো কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। এমন পরিমাণ অ্যালকোহলসমৃদ্ধ সুগন্ধি ব্যবহার করে নামাজসহ অন্যান্য ইবাদত করা যাবে। আর তা ব্যবহার করা বৈধ। যে কোনো সুগন্ধিযুক্ত স্প্রে, আতর বা পারফিউম ব্যবহারের উদ্দেশ্য হলো দুর্গন্ধ থেকে মুক্ত থাকা। এ সম্পর্কে ইসলামিক স্কলারদের বক্তব্য হলো- কোনো জিনিস যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে আর সেটি তৈরির উপাদানে যদি বিচ্ছিন্ন কিছু না থাকে তবে তা ব্যবহারে ইসলামি শরিয়তে বাধা নেই বরং তা ব্যবহার বৈধ। বডি স্প্রেসহ যেকোনো পারফিউম বা আতর যদি মাত্রারিক্ত অ্যালকোহল দিয়ে তৈরি করা হয়। আর তার ঘ্রাণে মানুষ নেশাগ্রস্ত হয় তবে তা ব্যবহার বৈধ হবে না। আবার সুগন্ধি বা খুশবোতে যদি এমন কোনো হারাম বস্তু মিশ্রিত হয়, আর তা মিশ্রিত করার আগে ওই জিনিসকে এমনভাবে প্রসেসিং করে যে, হারাম বস্তুটির মৌলিকত্ব বিদ্যমান থাকে না তবে তা ব্যবহার করা বৈধ। যদি সুগন্ধিতে সে হারাম বস্তুর মৌলিকত্ব থাকে তবে তা ব্যবহার করা বৈধ নয়। আর যদি হারাম বস্তু মিশ্রিত করা হয়েছে কিনা, তা জানা না থাকে তাহলেও ওই পারফিউম, স্প্রে ব্যবহারেও কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেছেন অনেক ইসলামিক স্কলার। সুতরাং হাদিসে ঘোষিত ৩ ধরনের অ্যালকোহল সমৃদ্ধ কোনো সুগন্ধি ব্যবহার না করে অন্যান্য বৈধ পন্থায় তৈরি সুগন্ধি ব্যবহার করে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তথা আদর্শের অনুসরণ করা উচিত।




আরও খবর

জাহান্নামীরা দেখতে যেমন হবে

সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫




ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে ২৭১টি ভুয়া তথ্য প্রচারিত: রিউমার স্ক্যানার

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৬জন দেখেছেন

Image
তথ্যভিত্তিক ভুলই ছিল ১১৫টি। ছবি কেন্দ্রিক ভুল ছিল ৫৪টি এবং ভিডিও কেন্দ্রিক ভুল ছিল ১০২টি। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ১৭৫টি, বিভ্রান্তিকর হিসেবে ৬৫টি এবং বিকৃত হিসেবে ৩১টি

অনলাইন ডেস্ক : ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের ২৭১টি প্রমাণ মিলেছে। চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব ভুল তথ্য শনাক্ত করেছে সংস্থাটি। ক্যাটাগরিভিত্তিক ভুল তথ্য শনাক্ত ছাড়াও বিদায়ী মাসে দুইটি পরিসংখ্যান এবং একটি ফ্যাক্ট ফাইলও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

রোববার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ফ্যাক্ট-চেকিং সংস্থাটি জানায়, গণনাকৃত এই সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ১১৪টি ভুল তথ্যে ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে। যা মোট ভুল তথ্যের ৪২ শতাংশ। এছাড়াও জাতীয় বিষয়ে ৬৭টি, আন্তর্জাতিক বিষয়ে ২৯টি, ধর্মীয় বিষয়ে ১৮টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে ১৫টি, শিক্ষা বিষয়ে নয়টি, প্রতারণা বিষয়ে ছয়টি, খেলাধুলা বিষয়ে পাঁচটি ভুল তথ্য শনাক্ত হয় ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে।

ফ্যাক্ট-চেকিং সংস্থাটি জানায়, এসব ঘটনায় তথ্যভিত্তিক ভুলই ছিল ১১৫টি। ছবি কেন্দ্রিক ভুল ছিল ৫৪টি এবং ভিডিও কেন্দ্রিক ভুল ছিল ১০২টি। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ১৭৫টি, বিভ্রান্তিকর হিসেবে ৬৫টি এবং বিকৃত হিসেবে ৩১টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে।

রিউমার স্ক্যানারের  অনুসন্ধানে দেখা যায় যে, প্লাটফর্ম হিসেবে গত মাসে ফেসবুকে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে। যা সংখ্যার হিসেবে ২২৫টি। এছাড়াও এক্সে ৫৬টি, টিকটকে ৪৪টি, ইউটিউবে ৪২টি, ইন্সটাগ্রামে ১৯টি, থ্রেডসে অন্তত একটি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে।

রিউমার স্ক্যানার জানায়, ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও। ১৬টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার।

ফ্যাক্ট-চেকিং সংস্থাটি জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে। গেল জানুয়ারিতে এই ধারাবাহিকতা দেখেছে রিউমার স্ক্যানার। সংস্থাটি জানায়, গত মাসে ভারতীয় গণমাধ্যমে সাতটি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য প্রচার করা হয়েছে। নয়টি ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে।

সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের বিষয়টি কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছে। জানুয়ারিতে এমন ৩২টি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এর মধ্যে ২৫টি ঘটনাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকে অপতথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে।

রিউমার স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা গেছে, গেল মাসে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে ১৩টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। ভুল তথ্যগুলোর ধরন বুঝতে এগুলোকে রিউমার স্ক্যানার দুইটি আলাদা ভাগে ভাগ করেছে। 

সরকারের পক্ষে যায় এমন ভুল তথ্যের প্রচারকে ইতিবাচক এবং বিপক্ষে যায় এমন অপতথ্যের প্রচারকে নেতিবাচক হিসেবে ধরে নিয়ে রিউমার স্ক্যানার দেখেছে, ৭৭ শতাংশ ক্ষেত্রেই এসব অপতথ্য সরকারের বিপক্ষে যাওয়ার সুযোগ রেখেছে। জানুয়ারিতে ১২টি ভুল তথ্য প্রচার করা হয়েছে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও। সরকারের উপদেষ্টাদের মধ্যে ড. আসিফ নজরুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাহিদ ইসলাম ও আ ফ ম খালিদ হোসেনকে জড়িয়ে ভুল তথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার গেল মাসের ফ্যাক্টচেকগুলো বিশ্লেষণে দেখেছে, এই সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল তথ্যের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে দলটির প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য শনাক্ত হয়েছে প্রায় ৯৪ শতাংশ। এই সময়ে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে প্রচার হওয়া ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) জড়িয়ে ভুল তথ্যের প্রচার দেখেছে রিউমার স্ক্যানার। এই সময়ে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভুল তথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা।

ফ্যাক্ট-চেকিং সংস্থাটি জানায়, গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জড়িয়ে গত মাসে অপতথ্য শনাক্ত করেছে। তবে এসব অপতথ্য  তাদের পক্ষে ইতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে বলে রিউমার স্ক্যানার শনাক্ত করেছে।

ফ্যাক্ট-চেকিং সংস্থাটি জানায়, ভুল তথ্যের রোষাণল থেকে রক্ষা পায়নি রাষ্ট্রীয় বাহিনীগুলোও। গেল মাসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে দুইটিসহ এই বাহিনীকে জড়িয়ে ১২টি ভুল তথ্যের প্রচার দেখেছে রিউমার স্ক্যানার। এছাড়া বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে জড়িয়ে একটিসহ পুলিশের বিষয়ে ছড়ানো চারটি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এর বাইরে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জড়িয়ে দুইটি ভুয়া তথ্যের প্রচার ছিল জানুয়ারিতে।

কোটা আন্দোলন থেকে সরকার পতনের সময়কে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। এ সংগঠনকে ও নেতাদের জড়িয়ে নিয়মিতই ভুয়া তথ্যের প্রচার শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাঁচটি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। গত মাসে গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম এবং নকল ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ৩৩টি ঘটনায় দেশি ও বিদেশি ২০টি সংবাদমাধ্যমকে জড়িয়ে ৩৯টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। এসব প্রচার মিথ্যা ও ভুল তথ্যের বলে সনাক্ত করেছে রিউমার স্ক্যানার।


সূত্র: বাসস


আরও খবর



চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সাগর হত্যা মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৭১জন দেখেছেন

Image

ডেস্ক রিপোর্ট : -ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় “চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সাগর @ রহিম হোসেন হত্যা মামলার” প্রধান আসামি রুবেল (৩০)’কে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাসকারী সাগর @ রহিম হোসেন (৪০) তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৪/০১/২০২৫ তারিখ রাত আনুমানিক ২১:১৫ ঘটিকায় ভিকটিম রহিমের ছেলে সাকিব হাওলাদারকে একই এলাকায় বসবাসকারী মো: রুবেল এবং তার সহযোগী রনি মিলে পূর্ব শত্রæতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে বেধড়ক মারধর করে। পরবর্তীতে ভিকটিম রহিমের সাথে কেরাণীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারীর ঢাল এলাকার সামনে রুবেল ও তার সহযোগীর রনির সাথে দেখা হলে ভিকটিম রহিম তার ছেলেকে অন্যায় ভাবে মারধরের কারণ জিজ্ঞাসা করলে রুবেল ও রনি মিলে ক্ষিপ্ত হয়ে ভিকটিম রহিমকে উপর্যুপুরি কিল, ঘুষি, লাথি মারতে থাকে এবং এক পর্যায় রুবেল একটি বাঁশ দিয়ে ভিকটিম রহিমের ঘার ও পিঠে স্বজোরে আঘাত করলে রহিম গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। এসময় ভিকটিম রহিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল থেকে চলে যায়। অতঃপর রহিমকে আহত অবস্থায় চিকিৎসার জন্য সাজেদা হাসপাতালে নিয়ে যায়। অতঃপর উক্ত হাসপাতালের চিকিৎসক ভিকটিম রহিমের অবস্থা আসঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড হাসাপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ভিকটিম রহিমকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রহিমকে মৃত ঘোষনা করে।

উক্ত ঘটনায় মৃত রহিমের ছেলে মো: সাকিব হাওলার বাদী হয়ে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় আসামি রুবেল ও তার সহযোগী রনির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-২৫/০১/২০২৫ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়। উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৬/০১/২০২৫ তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সাগর @ রহিম হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোঃ রুবেল (৩০), পিতা-নোয়াব মিয়া, সাং-বোরহানিরবাগ, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫