Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুধবার

প্রকাশিত:মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ১৩০জন দেখেছেন

Image

ডেস্ক রিপোর্ট :  জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে আগামীকাল বুধবার। মঙ্গলবার রাতে ঢাকা পোস্টকে এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ। তিনি বলেন, আমরা সভাপতি ও সেক্রেটারির জনসম্মুখে আসার পর আগামীকাল ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছি, ইনশাআল্লাহ।

কত সদস্য বিশিষ্ট কমিটি হবে— জানতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করুন। কাল কমিটি ঘোষণার সময় সবকিছু একসঙ্গে জানাবে। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি ঘোষণা করে আত্মপ্রকাশ করেন। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করেন এস এম ফরহাদ।


আরও খবর



মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তির তারিখ পিছালো

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ১৮জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: বিনোদন জগতের কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘মাইকেল’। চলতি বছরের ১৮ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে বায়োপিকটির মুক্তি পিছিয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাইকেল জ্যাকসনের বায়োপিকটির মুক্তি পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে। 

তবে পিছিয়ে দেওয়ার কোনো কারণ জানানো হয়নি। শুধু বলা হয়েছিল, কিছু আইনি সমস্যা রয়েছে, যে কারণে চিত্রনাট্যে প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে। এমনকি নতুন করে ধারণ করতে হবে কিছু দৃশ্যও। কিন্তু এবার জানা গেল, চলচ্চিত্রটি জর্ডান চ্যান্ডলার নামক এক ব্যক্তির সঙ্গে একটি আইনি চুক্তি লঙ্ঘন করেছে। যিনি মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। জর্ডানের সঙ্গে মাইকেল’স এস্টেট একটি চুক্তি করেছিল যে, পপসম্রাট সম্পর্কিত কোনো ধরনের প্রকল্পে তার প্রসঙ্গ আনা যাবে না। এ বন্দোবস্তে ২০ মিলিয়ন ডলারও পেয়েছিলেন তিনি। কিন্তু সিনেমাটির উচ্চপদস্থরা এই চুক্তি সম্পর্কে অবগত ছিলেন না। ফলে আইনি সমস্যায় পড়েছেন তারা। তবে বায়োপিকটি পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চলতি বছরের মার্চেই পুনঃদৃশ্যায়ন শুরু হবে সিনেমাটির। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাইকেল জ্যাকসনের বায়োপিকটি চলতি বছরের ৩ অক্টোবর মুক্তি দেওয়ার কথা। আর এ সিনেমায় মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাগ্নে জাফর জ্যাকসন। এ ছাড়া সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার, কোলম্যান ডমিঙ্গো প্রমুখ।


আরও খবর

অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫




জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে সাড়ে ২৬ হাজার কোটি টাকা

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রবাসীরা বাংলাদেশে মোট ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশে প্রায় ২৬ হাজার ৬৫৯ কোটি ৪৪ লাখ টাকার সমান। এই হিসেবে, প্রতিদিন গড়ে দেশে ৭ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। ডিসেম্বরে দেশে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসলেও, জানুয়ারিতে তা কমে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলারে পৌঁছেছে। ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ, যা জানুয়ারির তুলনায় প্রায় ১৭ শতাংশ কম। 

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ৯০ হাজার ডলার। 

এছাড়া, জানুয়ারির ২৬ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫০ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার, জানুয়ারির ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত এসেছে ৪৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, এবং জানুয়ারির ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার। 

অন্যদিকে, ২০২৪ সালের পুরো বছরে প্রবাসীরা মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার পাঠানো হয়েছে। 

এছাড়া, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্সের প্রবাহ ২৩ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৯৬ কোটি ডলার হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ২৯১ কোটি ডলার। এর ফলে বৈদেশিক মুদ্রাবাজার কিছুটা স্থিতিশীল হয়েছে এবং রপ্তানিতেও ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির মূল কারণ হুন্ডির চাহিদা কমে যাওয়ার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। সরকারের অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপের কারণে অবৈধভাবে অর্থ পাঠানোর সুযোগ কমেছে, যা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলছে।

বাংলাদেশের রপ্তানি খাতেও ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষণীয়। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানিতে প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে কিছুটা স্থিতিশীল রাখার ক্ষেত্রে সহায়ক হয়েছে। তবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের তুলনায় কিছুটা কমে ২০ বিলিয়ন ডলারের আশপাশে রয়েছে।

এভাবে, রেমিট্যান্স এবং রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা পালন করছে, তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতি আরও মনিটর করা প্রয়োজন।


আরও খবর



নির্বাচনই জনগণের অধিকার নিশ্চিতের একমাত্র উপায় : তারেক রহমান

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী 20২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ১৪৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বললেন, নির্বাচনই জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায়। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা মানে পরাজিত ফ্যাসিস্টদের সহায়তা করা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে বিএনপি অবশ্যই স্বাগত জানাবে। তবে, রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় ও প্রশাসনিক সিদ্ধান্ত নেন তাহলে জনগণ মেনে নেবে না। 

তারেক রহমান বলেন, জনগণের দুঃখ-দুর্দশা নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার থাকা উচিৎ। দেশের সংকট মোকাবেলায় নির্বাচনই একমাত্র সমাধান। 

বিএনপির এ নেতা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তেই সব কিছু পালিত হয়। সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখা বা ঊর্ধ্বে রাখা এটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন। রাজনীতিটা শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি। জনগণের রায় পেয়ে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা সংস্কার কর্মসূচি পর্যায়ক্রমভাবে বাস্তবায়ন করা হবে। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা কমিশন গঠনসহ গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপে নেওয়া হবে।


আরও খবর



যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৮৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: লস অ্যাঞ্জেলেস, ২৩ জানুয়ারি: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যা উত্তরের পাহাড়ি অঞ্চলসহ বিশাল এলাকা গ্রাস করেছে। বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই দাবানলে ইতোমধ্যে ৩৯ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং এর প্রভাব আরও বিস্তার পাচ্ছে। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, কাস্টেইক লেক এলাকা থেকে প্রায় ৩১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, আরও ২৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। আগুনের প্রভাবে বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি হওয়ায় কর্তৃপক্ষ রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে।

দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে স্থানীয় দমকলকর্মীরা প্রবল বাতাস এবং শুকনো ঝোপঝাড়কে দায়ী করছেন। এই দাবানল ইতোমধ্যে আগের ইটন ফায়ারের অর্ধেক আকার ধারণ করেছে, যা এই মাসের শুরুর দিকে লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া সবচেয়ে ভয়াবহ দাবানলগুলির মধ্যে একটি ছিল।

ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানায়, ১,১০০ দমকলকর্মী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। এছাড়া, অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট বিভাগ তাদের ৭ লাখ একর বন দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাসে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, যা দাবানলের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। তবে পূর্বাভাস রয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছু বৃষ্টিপাত হতে পারে, যা দমকল কর্মীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




নতুন ফিচার চালু হলো চ্যাট জিপিটিতে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : ওপেনএআই সম্প্রতি চ্যাট জিপিটি এর জন্য নতুন ফিচার চালু করেছে, যার নাম “টাস্ক”। এই ফিচারটি ব্যবহারকারীদের ভবিষ্যতে কার্যক্রম এবং রিমাইন্ডার চালু করতে সহযোগীতা করবে। এটি মূলত চ্যাট জিপিটি-কে ঐতিহ্যবাহী ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মতো করে তুলতে চায়, যেমন গুগল এসিস্টেন্ট বা সিরি এর মত। তবে, চ্যাট জিপিটি-এর উন্নত ভাষা প্রক্রিয়াকরণ ক্ষমতার কারণে এটি আরও কার্যকরী হবে। 

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট জিপিটি-কে নির্ধারিত সময়ে বিভিন্ন কাজ করার নির্দেশনা দিতে পারবেন। উদাহরণস্বরূপ, প্রতিদিন সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাস, পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার রিমাইন্ডার, বা বাচ্চাদের জন্য মজার নক নক জোকের মতো বিষয়গুলো সহজেই সেট করা যাবে। ফিচারটি ব্যবহার করতে, ব্যবহারকারীদের প্রথমে “4.0 with scheduled tasks” মডেলটি নির্বাচন করতে হবে। এরপর শুধুমাত্র টাইপ করে জানালেই চলবে যে কী কাজ করতে হবে এবং কখন করতে হবে। চ্যাট জিপিটি ব্যবহারকারীদের কথোপকথনের উপর ভিত্তি করে কিছু কাজের পরামর্শও দিতে পারে। তবে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে সেট করা হবে না। ব্যবহারকারীরা তাদের সেট করা সমস্ত কাজ চ্যাট থ্রেডের মধ্যে বা নতুন “টাস্ক”বিভাগ থেকে পরিচালনা করতে পারবেন। এখানে কাজ পরিবর্তন বা বাতিল করাও অত্যন্ত সহজ। কাজ সম্পন্ন হওয়ার পর ব্যবহারকারীরা ওয়েব, ডেস্কটপ এবং মোবাইলে নোটিফিকেশন পাবেন। তবে, একসঙ্গে সর্বাধিক ১০টি সক্রিয় কাজ চলতে পারবে।

এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র প্লাস, টিম, এবং প্রো গ্রাহকদের জন্য পাওয়া যাবে এবং এটি এখন একটি বিটা সংস্করণে চালু হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে চালু হবে, সে বিষয়ে ওপেনএআই এখনও কিছু জানায়নি। এটি সম্ভবত সাবস্ক্রিপশনের খরচ ন্যায্যতা প্রমাণের জন্য একটি প্রিমিয়াম ফিচার হিসেবে রাখা হবে। যদিও এই ফিচারটি নতুন কিছু নয়, তবে চ্যাট জিপিটি-এর জন্য এটি একটি বড় পরিবর্তন। টাস্ক ফিচারটি চ্যাট জিপিটি-কে চলমান কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আরও কার্যকরী করে তুলবে। ওপেনএআই-এর লক্ষ্য টাস্ক ফিচারটিকে একটি সাধারণ স্ক্রিপ্টের মতো নয়, বরং এমন একটি উন্নত ফিচারে পরিণত করা, যা পরিবেশের সাথে ইন্টারঅ্যাকশন করতে সক্ষম হয়, প্রতিক্রিয়া থেকে শিখতে পারে এবং মানুষের ইনপুট ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে।


আরও খবর