Logo
আজঃ বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫
শিরোনাম
হলি আর্টিজান হামলা : মৃত্যুদণ্ড থেকে সাত আসামির আমৃত্যু কারাদণ্ডের যুক্তি পূর্ণাঙ্গ রায়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় শুরু করায় কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা অধিনায়ক শান্ত-মুশফিকের ব্যাটিংয়ে দ্বিতীয় সেশন বাংলাদেশের এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার লুইস-হোপ-কার্টির তান্ডবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। ফোনে গোপন নজরদারি করছে যেসব অ্যাপ নীরবে বাগদান সারলেন ডুয়া লিপা

দেশের বিভিন্ন স্থানে সরিষার বাম্পার ফলন

প্রকাশিত:রবিবার ২৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ৭০৭জন দেখেছেন

Image

ভোজ্য তেলের ঘাটতি মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে বাড়ছে সরিষার আবাদ। অল্প খরচে সরিষার আবাদ করা যায় বলে অনেক ঝুঁকেছেন এ চাষে। আর্থিকভাবে লাভবান হওয়ার প্রত্যাশাও করছেন কৃষকরা। তবে মৌসুমের শুরুতে বৃষ্টি থাকায় কিছু এলাকায় সরিষা আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

যেদিকে চোখ যায় শুধু হলুদে রঙ। যেন হলুদ বরণে সেজেছে ফসলের মাঠ। সরিষা ফুলের হলুদ বরণ সৌন্দর্য প্রকৃতিতে দিয়েছে এক অপরূপ রূপ। শষ্য ভান্ডার খ্যাত জেলা জয়পুরহাটের মাঠজুড়ে হয়েছে সরিষার আবাদ। উৎপাদন খরচ কম এবং লাভ বেশী হওয়ায় এই জেলায় বাড়ছে এই ফসলের চাষ।

চলতি মৌসুমে জয়পুরহাটে ১৮ হাজার ৩৩৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা কৃষকের।

জেলার কৃষি বিভাগের উপ-পরিচালক জানান, জয়পুরহাটের উৎপাদিত সরিষা দেশের তেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, মৌসুমের শুরুতে টানা কয়েকদিনের বৃষ্টিতে মাগুরার নিম্নাঞ্চলে পানি জমে সরিষার আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর উপজেলার টিলা, মঘি, রাজীবের পাড়া, শত্যপুর, মহিষাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় অনন্ত শতকরা ১৫ ভাগ জমির সরিষা নষ্ট হয়েছে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বৃষ্টিতে সরিষা ক্ষেতের কিছুটা ক্ষতি হলেও, বর্তমানে আবহাওয়া অনকূলে থাকায় কৃষকরা সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। এ বছর মাগুরায় ২২ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। 


আরও খবর



সুন্দরবনে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভেসে যাচ্ছিল হরিণ শাবক

প্রকাশিত:শনিবার ৩১ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | ৯৩জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু 

স্টাফ রিপোর্টার 

ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে পূর্ব সুন্দরবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে তীব্র জলোচ্ছ্বাস। এতে বনাঞ্চলের বন্যপ্রাণীরাও পড়েছে চরম বিপদের মুখে। বৃহস্পতিবার (২৯ মে ) সকাল ৯টার দিকে সুন্দরবনের শেলারচর টহলফাঁড়ি এলাকায় একটি হরিণের শাবক পানির স্রোতে ভেসে যেতে থাকে। তবে বন বিভাগের তৎপরতায় শাবকটি প্রাণে বেঁচে যায়। বন বিভাগের টহলরত কর্মীরা জানান, ঘূর্ণিঝড়ের সৃষ্ট জলোচ্ছ্বাসে বনাঞ্চলের ভেতর থেকে একটি হরিণ শাবক ভেসে গিয়ে সাগরের দিকে চলে যাচ্ছিল। ঘটনাটি চোখে পড়ামাত্রই বনকর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। জীবন ঝুঁকি নিয়ে চালানো এই অভিযানে তারা শাবকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে শাবকটিকে বন বিভাগের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে সুন্দরবনের একটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। বন কর্মকর্তা মোমিন শরীফ বলেন, প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের প্রাণীরা চরম ঝুঁকির মুখে পড়ে। এই সময় আমাদের দায়িত্ব শুধু বন রক্ষা নয়, প্রতিটি প্রাণীর জীবন সুরক্ষা নিশ্চিত করাও। আমাদের কর্মীরা সেই দায়িত্ব দক্ষতা ও সাহসিকতার সঙ্গে পালন করছেন। উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী বনকর্মীদের এই মানবিক উদ্যোগ ও সাহসিকতা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।


আরও খবর



শারজায় টাইগারদের লজ্জার হার

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৭২জন দেখেছেন

Image

লজ্জার ষোলোকলা পূর্ণ হলো। এক ম্যাচ হারকে অঘটন বলা যায়। কিন্তু টানা দুই ম্যাচে আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের কাছে রীতিমতো নাকাল হলো বাংলাদেশ। বলেকয়ে এক ম্যাচ বাড়ানো যেন হিতে বিপরীত হলো টাইগারদের জন্য। শারজায় শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখে অনায়াসেই হারিয়েছে আরব আমিরাত। সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। অন্যদিকে পূর্ণকালীন অধিনায়ক হয়ে নিজের প্রথম সিরিজেই বিব্রতকর হার দেখলেন লিটন দাস। লক্ষ্য ছিল ১৬৩ রানের। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন শরিফুল ইসলাম। মারকুটে আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বাঁহাতি পেসারের সুইংয়ে ক্যাচ দেন প্রথম স্লিপে। তানজিদ তামিমের ক্যাচ হয়ে ফেরার আগে ৬ বলে ওয়াসিম করেন ৯। তবে ১৪ রানে প্রথম উইকেট হারালেও পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করে আরব আমিরাত। ৬ ওভারে তোলে ১ উইকেটে ৫০ রান। অবশেষে অষ্টম ওভারে বল হাতে নিয়েই ব্রেক থ্রু দেন রিশাদ হোসেন। ২৩ বলে ২৯ করে বোল্ড হন মোহাম্মদ জুহাইব। এরপর জুটি গড়ে তোলার চেষ্টা করেন আলিশান শারাফু আর রাহুল চোপড়া। তাদের ২০ বলে ২১ রানের জুটি ভাঙেন তানজিম সাকিব। স্লোয়ার বাউন্সারে রাহুলকে (১৩ বলে ১৩) শামীম পাটোয়ারীর ক্যাচ বানান তিনি। তবে এরপর দলকে এগিয়ে নিয়ে যান আলিশান। রিশাদকে ছক্কা মেরে ৩৮ বলে ফিফটি পূরণ করেন তিনি। এরপর আসিফ খানকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে নিয়ে আসেন আলিশান। চতুর্থ উইকেটে তারা ৫২ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। আলিশান ৪৭ বলে ৬৮ আর আসিফ ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে টাইগাররা। ৭১ রানে ৭ উইকেট, ৮৪ রানে নেই ৮ উইকেট। শঙ্কা জেগেছিল একশর আগে অলআউট হওয়ার। সেখান থেকে নাটকীয় প্রত্যাবর্তন করে বাংলাদেশ। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ৪৪ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন জাকের আলি অনিক। ৩৪ বলে ৪১ রানের মোটামুটি ঝড়ো ইনিংস খেলে আউট হন জাকের। শেষ ওভারে আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের বলে ঝড় তোলেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দু’জন মিলে ২৬ রান নেন এই ওভার থেকে। যার ফলে বাংলাদেশের স্কোর শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে সম্মানজনক ১৬২ রানে গিয়ে শেষ হয়। হাসান মাহমুদ ১৫ বলে ২৬ এবং ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন শরিফুল ইসলাম। শুরুটা করেছিলেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভারের প্রথম বলটি ছিল তার নিজের মোকাবেলা করা প্রথম বল। ধ্রুব পারাশারের বলে আলিশান শরাফুর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পারভেজ। গোল্ডেন ডাক মারেন তিনি। এরপর তানজিদ তামিম এবং লিটন দাস মিলে চেষ্টা করেন শুরুর বিপর্যয় কাটাতে। কিন্তু ১০ বলে ১৪ রান করে লিটন দাস হায়দার আলির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে বিপর্যয়ের শুরু। তানজিদ হাসান তামিম একপাশে থেকে কিছুক্ষণ একা একা লড়াই করার চেষ্টা করলেন। ১৮ বলে সর্বোচ্চ ৪০ রান করেন তিনি। তাওহিদ হৃদয় পুরো সিরিজেই ব্যর্থ। এই ম্যাচে তো কোনো রানই করতে পারলেন না। ২ বলে শূন্য রানে বিদায় নিলেন। ৯ বল খেলে শেখ মেহেদী হাসান আউট হন ২ রান করে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেয়া হয়নি। এবার সুযোগ পেলেন এবং ৫ নম্বরে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থতার পরিচয় দিলেন। শামীম হোসেন পাটোয়ারী নিজের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি। ১২ বলে ৯ রান করে আউট হয়ে যান তিনি। রিশাদ হোসেন ব্যাট হাতে যতটা সম্ভাবনাময়ী ছিলেন, তার ছিটেফোঁটাও দেখাতে পারলেন না। ২ বল খেলে কোনো রান না করেই বিদায় নিলেন। তানজিব সাকিব খেললেন ১২ বল। ৬ রান করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। জাকের আলি অনিক শেষ দিকে এসে কিছুটা লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি করেন ৩৪ বলে ৪১ রান। তারপর শরিফুল আর হাসান মাহমুদের দুর্দান্ত ব্যাটিং। আরব আমিরাতের স্পিনার হায়দার আলি মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। সগির খান ও মাতিউল্লাহ খান পান ২টি করে উইকেট।


আরও খবর



কখন বুঝবেন আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৮ জুন ২০২৫ | ১৬৯জন দেখেছেন

Image

কোরবানি তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। কোরবানি শুরু হয়েছিল হজরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল ও কাবিল থেকে। পরবর্তীতে কোরবানির জন্য হজরত ইবরাহিম (আ.) ও তার শিশুপুত্র ইসমাইল (আ.)-এর আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা ও প্রভুপ্রেমের পাথেয়। মহান আল্লাহর নামে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবাই করার নাম কোরবানি। পশু জবাই না করে এর মূল্য গরিবদের মধ্যে বণ্টন করলে কোরবানি আদায় হবে না। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,

قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُکِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ অর্থ: বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন-মরণ সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত।’ (সুরা আন‘আম: ১৬২)

হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ১০ বছর অবস্থান করেছেন এবং প্রতিবছর কোরবানি দিয়েছেন। (তিরমিজি)

কোরবানি কখন দিতে হয়?

প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী-পুরুষ, যে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার ওপর কোরবানি করা ওয়াজিব।

 হিসাবযোগ্য পণ্য

কোরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য পণ্য হলো: টাকা-পয়সা, সোনা-রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না- এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি-গাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাব।

 কত টাকা থাকলে কোরবানি দিতে হয়?

কোরবানির নেসাবের পরিমাণ হলো: স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৮৭ দশমিক ৪৫ গ্রাম) ভরি, রুপার ক্ষেত্রে সাড়ে ৫২ (৬১২ দশমিক ১৫ গ্রাম) ভরি। টাকা-পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো: এর মূল্য সাড়ে ৫২ ভরি রুপার মূল্যের সমপরিমাণ হতে হবে। সোনা বা রুপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনও একটি যদি আলাদাভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে ৫২ তোলা রুপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার ওপর কোরবানি ওয়াজিব। কত টাকা থাকলে এ বছর কোরবানি ওয়াজিব হবে- তা জানতে হলে আগে রুপার মূল্য জেনে নিতে হবে। গত বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দর অনুযায়ী, সাড়ে ৫২ তোলা ২২ ক্যারেট রুপার দাম হলো ১ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা। সাড়ে ৫২ তোলা ২১ ক্যারেট রুপার দাম ১ লাখ ৪০ হাজার ৮৪৩ টাকা। আর ১৮ ক্যারেট রুপা সাড়ে বায়ান্ন তোলার দাম পড়ে ১ লাখ ২০ হাজার ৬৩৫ টাকা। সনাতন পদ্ধতির রুপা সাড়ে ৫২ ভরির দাম ৯০ হাজার ৬৩০ টাকা। সুতরাং কোরবানির দিনগুলোতে কারো কাছে ন্যূনতম হিসাবে যদি সাড়ে ৯০ হাজার টাকা বা এর সমমূল্যের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে, তাকে কোরবানি দিতে হবে। তবে কোরবানি যেহেতু ১০ জিলহজ থেকে ১২ জিলহজ সময়ের মধ্যে ওয়াজিব হয়, সে সময়ের দাম হিসাব করতে হবে। কারণ ততদিনে রুপার দাম কিছুটা পরিবর্তন হতে পারে। কোরবানি ওয়াজিব হয় ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে সাড়ে ৫২ ভরি রুপার যে দাম থাকবে, তার ওপর ভিত্তি করে।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিনের আমলগুলোর মধ্য থেকে পশু কোরবানি করার চেয়ে অন্য কোনও আমল মহান আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। কিয়ামতের দিন এই কোরবানিকে তার শিং, পশম ও ক্ষুরসহ উপস্থিত করা হবে। আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই মহান আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্টচিত্তে কোরবানি করো। (তিরমিজি: ১৪৯৩)


আরও খবর



গাইবান্ধায় মেলায় হিন্দি নাচ-গানের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

প্রকাশিত:সোমবার ২৬ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১০২জন দেখেছেন

Image

মোঃ জিল্লুর রহমান  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় হস্ত ও কুটির শিল্প মেলায় হিন্দি নাচ-গানের সংবাদ প্রকাশের  জেরে স্থাণীয় সাংবাদিককে  প্রাণ নাশের হুমকি দিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সাজু আকন্দ ।  এঘটনায় ভুক্তভুগী সাংবাদিক জাহিদ খন্দকার সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন । জিডি নং ১০০৪  । সোমবার (২৬ মে) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম জিডির  বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,  গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া  রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটানীর বাজার পাওয়ার হাউস মাঠে  মাস ব্যাপী হস্ত  কুটির শিল্প ও পাট বস্ত্র মেলা ২০২৫ চলছে । এই সরকারি নিয়মে মেলা চলার কথা থাকলেও মেলা কতৃপক্ষ মেলাকে জমিয়ে নিতে এবং অধিক টিকেট বিক্রি করতে বিভিন্ন ক্লাবের নায়ক-নায়িকাদের দিয়ে  হিন্দি ও বাংলা গান পরিবেশন করছেন। মোটরসাইকেলসহ শতাধিক পুরস্কােরের লোভে এলাকার মানুষরা টিকিট সংগ্রহ করতে ভীর জমিয়েছে।  এতে জেলার  কয়েকটি উপজেলার আশে পাশের মানুষের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এই সংবাদ প্রকাশ করায়  বোনারপাড়া হস্ত  কুটির শিল্প ও পাট বস্ত্র মেলা কমিটির সদস্য সাজু আকন্দ 01310863398 নাম্বার থেকে   বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ও বগুড়া থেকে প্রকাশিক দৈনিক  প্রত্যাশা প্রতিদিন ও রংপুর থেকে প্রকাশিক দৈনিক সকালের বানী পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ খন্দকারকে ফোন দিয়ে  ভয়-ভীতি প্রদর্শন ও দেখা মাত্র পিটানোর হুমকি দেয় ।

এঘটনায় ভুক্তভুগী সাংবাদিক জাহিদ খন্দকার জানান, এই মেলা কমিটির সদস্য সাজু মিয়া বিএনপির পরিচয় দিয়ে আমাকে হুমকি দিয়েছে পরে পরিচয় জানতে চাই বলে আমি জামায়াত করি । আমার ফোন নাম্বার সিনিয়র সাংবাদিকদের দেখাস তারাই আমাকে চেনে । মেলার নিউজ চোদাও এটা ফুটানীর বাজার সাংবাদিকতা ছুটে যাবে । এসময় মুঠো ফোনে আমার ছোট ভাই নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি  সোহাগ খন্দকারকেও হুমকি দেয় । এবং কই আছিস বোনারপাড়া আসবি না আয় বলে অশ্লিল ভাষায় ৫ মিনিট ৬৫ সেকেন্ড হুমকি দেয় । এঘটনায় আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় আছি । প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহীনির সুদৃষ্টি কামনা করছি ।

বোনারপাড়া হস্ত  কুটির শিল্প ও পাট বস্ত্র মেলা পরিচালনাকারী প্রতিষ্টান ‘জে.বি ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’ এর পরিচালক জাহাঙ্গীর আলম জানান,  সাজু আকন্দ মেলা পরিচালনা কমিটির কেউ না । কমিটির পরিচয় দিয়ে সাংবাদিককে হুমকি দেয়ার জন্য মেলা কমিটির পক্ষ থেকে আমি আইনগত ভাবে ব্যবস্থা নিবো ।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম জানান, মেলার অনুমোদন আছে তবে মেলার নামে অনৈতিক কিছু মেনে নিবো না। সাংবাদিককে হুমকির ঘটনায় সাঘাটা থানায় রোববার বিকালে  সাধারণ ডায়েরী নেয়া হয়েছে । আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিবো ।

এ বিষয়ে সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ  আল কামাহ তমাল জানান, সাঘাটা থানার অফিসার ইনচার্জ কে বিষয়টা অবগত করছি যত তাড়াতাড়ি সম্ভব এটার আইন গত ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।


আরও খবর



ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | জন দেখেছেন

Image

 সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র উপকূলের কাছে ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লেগে যাওয়া ট্যাঙ্কার থেকে ২৪ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

মঙ্গলবার ইউএই কোস্টগার্ড ও একটি শিপিং কোম্পানি এ তথ্য জানিয়েছে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক প্রতিষ্ঠান অ্যাম্ব্রে জানায়, সংঘর্ষের ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ চলছে। 

তবে এ ঘটনাটি ‘নিরাপত্তাজনিত নয়’ বলে জানিয়েছে তারা।

শিপিং কোম্পানি ফ্রন্টলাইন জানায়, সংঘর্ষের পর তাদের মালিকানাধীন ‘ফ্রন্ট ইগল’ ট্যাংকারে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ট্যাংকারটির সঙ্গে ‘আডালিন’ নামের অপর একটি তেলবাহী জাহাজের সংঘর্ষ হয়। 

উপসাগরীয় ওমান উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে এ সংঘর্ষ ঘটেছে।

কোম্পানিটির এক বিবৃতিতে বলা হয়, আমরা সংঘর্ষের পর ‘আডালিন’ ট্যাংকারেও আগুন লাগার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো দূষণের তথ্য পাওয়া যায়নি।

সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায়  জানায়, ওমান উপসাগরে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের পর তেলবাহী জাহাজ আডালিন-এর ২৪ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটেছে। 

উল্লেখ্য, এই জলপথটি আরব উপদ্বীপ ও ইরানের মধ্যে অবস্থিত এবং বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।


আরও খবর