Logo
আজঃ বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫
শিরোনাম
হলি আর্টিজান হামলা : মৃত্যুদণ্ড থেকে সাত আসামির আমৃত্যু কারাদণ্ডের যুক্তি পূর্ণাঙ্গ রায়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় শুরু করায় কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা অধিনায়ক শান্ত-মুশফিকের ব্যাটিংয়ে দ্বিতীয় সেশন বাংলাদেশের এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার লুইস-হোপ-কার্টির তান্ডবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। ফোনে গোপন নজরদারি করছে যেসব অ্যাপ নীরবে বাগদান সারলেন ডুয়া লিপা

ডা. শাহাদাতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা

প্রকাশিত:মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৫৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির হওয়ায় ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।



আরও খবর



মানিকগঞ্জে তিল উৎপাদন বেড়েছে

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৭জন দেখেছেন

Image

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) জানিয়েছে, তিলের ভালো ফলনের সম্ভাবনা তৈরি হওয়ায় জেলার সাতটি উপজেলায় চাষিদের মধ্যে তিল চাষে আগ্রহ বেড়েছে। কৃষকের আগ্রহে নির্ধারিত লক্ষ্যের চেয়ে বেশি জমিতে তিল চাষ হয়েছে। চলতি মৌসুমে জমিতে তিলের পর্যাপ্ত ফলন হবে বলে আশা করা হচ্ছে।

ডিএই সূত্র জানায়, চলতি মৌসুমে ৩,৯৭১ হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩,৮২৬ টন। তবে জেলায়  মোট ৪,০৯৭ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১২৬ হেক্টর বেশি।

ডিএই মানিকগঞ্জের উপপরিচালক ড. রোবিয়া নূর আহমেদ বাসসকে বলেন, গত কয়েক বছর ধরে তিলের ভালো উৎপাদন এবং এর ন্যায্য মূল্য কৃষকদের তিল চাষে উৎসাহিত করেছে। উপরন্তু এ বছর জেলায় অনুকূল আবহাওয়া বিরাজ করায় তিলের চাষ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, জেলার হরিরামপুর, শিবালয় এবং দৌলতপুর উপজেলার বালুকাময় চরাঞ্চল দীর্ঘদিন ধরে অনুর্বর ও অকর্ষিত ছিল। সেই জমিগুলির বেশিরভাগই এখন তিল চাষের আওতায় আনা হচ্ছে।

হরিরামপুর এবং দৌলতপুর উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অনুর্বর ও পতিত জমিতে তিলের ফলন ভাল হয়। এর চাষ পদ্ধতি ও ফসল তোলাও খুব সহজ। এজন্যই চরাঞ্চলের কৃষকরা তিল চাষ করতে আগ্রহী হয়েছে। 

ড. রোবিয়া নূর বলেন, জেলার জমি, বিশেষ করে হরিরামপুর, শিবালয় এবং দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল তিল চাষের জন্য উপযুক্ত এবং কৃষকরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পাচ্ছেন। এই কারণে জেলায় তিলের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


আরও খবর



ঘোড়া কোরবানি করা নিয়ে ইসলাম যা বলে

প্রকাশিত:রবিবার ২৫ মে 20২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৭৯জন দেখেছেন

Image

ছয় ধরনের গবাদি পশু কোরবানি করা যায়; উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। খাওয়া হালাল এমন যে কোনো পশু কোরবানি করা যায় না। যেমন হরিণের মাংস খাওয়া হালাল হলেও হরিণ কোরবানি করা যায় না। একইভাবে ঘোড়ার মাংস খাওয়া অনেকের মতে হালাল হলেও ঘোড়া কোরবানি করা যায় না। উট, গরু ও মহিষ এ তিন পশু কোরবানিতে সর্বোচ্চ সাত জন শরিক হতে পারে। অর্থাৎ একজন, দুজন, তিনজন থেকে শুরু করে সর্বোচ্চ সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি পশু কোরবানি যথেষ্ট হতে পারে। সে ক্ষেত্রে সাত জন ওই পশু কেনায় সমান শরিক হবে এবং সমানভাবে গোশতও ভাগ করে নেবে। ছাগল, ভেড়া, দুম্বা এ তিন পশু একজনের পক্ষ থেকে কোরবানি করা যায়। কোরবানি করার জন্য পশুর নির্দিষ্ট বয়সসীমা পার হওয়াও জরুরি। যে কোনো বয়সের পশু দিয়ে কোরবানি করা যায় না। উট কোরবানির জন্য তা কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। এ রকম ক্ষেত্রে ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে। উল্লেখ্য যে, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই ওই ছাগল দিয়ে কোরবানি জায়েজ হবে না।


ঘোড়ার মাংস খাওয়ার বিধান কী?

ঘোড়ার মাংস হালাল এবং তা খাওয়া সাধারণভাবে জায়েজ। কিন্তু ঘোড়া যেহেতু এক সময় বাহন হিসেবে ব্যবহৃত হতো, যুদ্ধে ব্যবহৃত হতো, তাই ব্যাপকভাবে ঘোড়ার মাংস খাওয়া হলে বাহন হিসেবে বা যুদ্ধে ব্যবহারের জন্য ঘোড়ার সংকট দেখা দিতে পারে এই আশঙ্কায় ইমাম আবু হানিফা (রহ.) ঘোড়ার গোশত খাওয়াকে মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। কারণ খাদ্যের চেয়ে বাহন হিসেবে ঘোড়ার উপযোগিতা ও প্রয়োজনীয়তা বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোড়াকে বাহন হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন,

وَّ الۡخَیۡلَ وَ الۡبِغَالَ وَ الۡحَمِیۡرَ لِتَرۡكَبُوۡهَا وَ زِیۡنَۃً وَ یَخۡلُقُ مَا لَا تَعۡلَمُوۡنَ

তিনি ঘোড়া, খচ্চর ও গর্দভ সৃষ্টি করেছেন যাতে তোমরা ওগুলোতে আরোহণ করতে পার আর শোভা-সৌন্দর্যের জন্যও; তিনি সৃষ্টি করেন অনেক কিছু যা তোমাদের জানা নেই। (সুরা নাহল: ৮)


বর্তমান সময়ে ব্যাপকভাবে ঘোড়ার মাংস খেলে যদি বাহন হিসেবে বা যুদ্ধে ব্যবহারের জন্য ঘোড়ার সংকট দেখা দেওয়ার আশঙ্কা থাকে, তাহলে ইমাম আবু হানিফার (রহ.) মত অনুযায়ী ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ বা অপছন্দনীয় বিবেচিত হবে। এ ছাড়া হানাফি মাজহাবের অন্য দুই বড় ইমাম আবু ইউসুফ (রহ.) ও মুহাম্মাদ (রহ.) এবং অন্যান্য মাজহাবের ইমামগণ ঘোড়ার মাংস খাওয়াকে পুরোপুরি হালাল বলেছেন। তাদের মতের পক্ষে কিছু হাদিস পাওয়া যায়। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) খায়বারের দিন গৃহপালিত গাধার মাংস খাওয়া নিষিদ্ধ করেছিলেন এবং ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলেন। (সহিহ বুখারি: ৩৯৮২, সহিহ মুসলিম: ১৯৪১)


আসমা বিনতে আবু বকর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসুলের (সা.) যুগে একটি ঘোড়া জবাই করে তা খেয়েছিলাম। (সহিহ বুখারি: ৫১৯১, সহিহ মুসলিম: ১৯৪২)


জাবের (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা আল্লাহর রাসুলের (সা.) সঙ্গে সফর করেছিলাম। ওই সফরে আমরা ঘোড়ার মাংস খেতাম এবং তার দুধ পান করতাম। (দারাকুতনি ও বায়হাকি)


আরও খবর



সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো, জানুন নতুন মূল্য

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১২৭জন দেখেছেন

Image

সরকার সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমিয়ে নতুন ‘এক দেশ, এক রেট’ নীতি ঘোষণা করেছে, যা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এক বিরাট সান্ত্বনা হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ইন্টারনেট সেবাদাতারা (আইএসপি) নির্দিষ্ট গতিতে একই রকম মূল্যে ইন্টারনেট সেবা প্রদান করবেন, যাতে গ্রাহকরা সারাদেশে একই মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পেতে পারেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)  রোববার (১৮ মে) নতুন ট্যারিফ ঘোষণা করে। নতুন ট্যারিফ অনুযায়ী, পাঁচ মেগাবিট প্রতি সেকেন্ড (৫ এমবিপিএস) গতির ব্রডব্যান্ড ইন্টারনেটের মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে চারশত টাকা, যা আগে ছিল পাঁচশত টাকা। একইভাবে, দশ মেগাবিট প্রতি সেকেন্ডের (১০ এমবিপিএস) ইন্টারনেটের দাম কমিয়ে সাতশত টাকা এবং বিশ মেগাবিট প্রতি সেকেন্ড (২০ এমবিপিএস) গতির ইন্টারনেটের মূল্য এক হাজার একশত টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দামগুলো যথাক্রমে ছিল পাঁচশত, আটশত ও এক হাজার দুইশত টাকা।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি জানায়, নতুন ট্যারিফ কার্যকর হলেও, ইতিমধ্যে কিছু সেবা প্রদানকারী কম দামে ইন্টারনেট সেবা দিয়ে আসছেন। তবে সরকার সব সেবাদাতাদের জন্য এই ট্যারিফ বাধ্যতামূলক করেছে।

নতুন ট্যারিফ আগামী জুলাই মাস থেকে কার্যকর হবে এবং প্রথম ধাপে পাঁচ বছর পর্যন্ত প্রযোজ্য থাকবে। বিটিআরসি জানিয়েছে, পরবর্তীতে বাজারের চাহিদা ও গ্রাহকদের স্বার্থ বিবেচনায় এই ট্যারিফ প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে।

নির্ধারিত ট্যারিফের শর্তাবলী অনুযায়ী:

১. বিটিআরসির লাইসেন্সধারী সব সরকারি ও বেসরকারি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই ট্যারিফ অনুসরণ করতে বাধ্য থাকবেন।

২. গ্রাহক সেবার মান ও পরিষেবার নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ‘কোয়ালিটি অব সার্ভিস অ্যান্ড এক্সপেরিয়েন্স’ এর মানদণ্ড অনুযায়ী গ্রেড এ, বি ও সি নির্ধারণ করা হয়েছে এবং আইএসপি গুলো এই মান বজায় রাখবে।

৩. পাঁচ দিন ধরে অব্যাহতভাবে ইন্টারনেট বন্ধ থাকলে গ্রাহক মাসিক বিলের পঞ্চাশ শতাংশ, দশ দিন হলে পঁচিশ শতাংশ এবং পনেরো দিন ইন্টারনেট বন্ধ থাকলে মাসিক বিল দিতে হবে না।

৪. সরকারের অনুমোদিত সর্বনিম্ন ইন্টারনেট স্পিড হবে ৫ এমবিপিএস এবং সংযোগ রেশিও ১.৮ আনুপাতিক হারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

৫. অনুমোদিত ট্যারিফ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং ট্যারিফের বাইরে অন্য কোনো সেবা বা মূল্য গ্রহণযোগ্য নয়।

৬. অনুমোদন ছাড়া ট্যারিফের বাইরে সেবা প্রদান করলে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এই নতুন উদ্যোগ গ্রাহকদের জন্য ইন্টারনেট সেবাকে আরও সাশ্রয়ী করে তুলবে এবং সারাদেশে মানসম্মত সেবা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।


আরও খবর

দেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

বৃহস্পতিবার ২৯ মে ২০২৫




লুইস-হোপ-কার্টির তান্ডবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৩জন দেখেছেন

Image

 দুই ওপেনার এভিন লুইস ও অধিনায়ক শাই হোপের সাথে মিডল অর্ডারে কেসি কার্টির ব্যাটিং ঝড়ে শেষ ম্যাচের জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।

গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৬২ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

ব্রেডিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৪ বলে ১২২ রান তুলেন লুইস ও হোপ। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৪টি করে চার-ছক্কায় ২৭ বলে ৫১ রান করেন হোপ।

হোপ ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সচল রেখে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন লুইস। কিন্তু নাভার্স-নাইন্টিতে থামেন তিনি। ১৩তম ওভারে দলীয় ১৫১ রানে আউট হবার আগে ৭টি চার ও ৮টি ছক্কায় ৪৪ বলে ৯১ রান করেন লুইস।

শেষদিকে কেসি কার্টির ২২ বলে ৪৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৬ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান ক্যারিবীয়দের। ৪টি করে চার-ছক্কায় ইনিংস সাজিয়ে অপরাজিত থাকেন কার্টি।

আয়ারল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে ৪ ওভারে ৮১ রান দিয়ে উইকেটশূন্য থেকে লজ্জার রেকর্ডের মালিক হন লিয়াম ম্যাককার্থি। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে অভিষেক টি-টোয়েন্টি এটিই সবচেয়ে ব্যয়বহুল বোলিং স্পেল।

২৫৭ রানের টার্গেটে ১১তম ওভারে ১ উইকেটে ১১৪ রান তুলে লড়াইয়ে টিকে থাকে আয়ারল্যান্ড। এরপর ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রান করে ম্যাচ হারে আইরিশরা।

ওপেনার রস অ্যাডায়ার ৪৮ ও হ্যারি টেক্টর ৩৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন ২৭ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন লুইস।

টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল দু’দল।


আরও খবর



সহকারী, যুগ্ম, অতিরিক্ত ও জেলা জজ মর্যাদার ২৬৪ বিচারককে বদলি

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জুন ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৮ জুন ২০২৫ | ৪২জন দেখেছেন

Image

সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম অতিরিক্ত এবং জেলা ও দায়রা জজ মর্যাদার ২৬৪ বিচারককে বদলি করা হয়েছে। আজ সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে এই বিষয়ে বদলি আদেশের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।  ১২ জন সিনিয়র সহকারী জজকে পদোন্নতি দিয়ে যুগ্ম জেলা জজ পদমর্যাদায় বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১০জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। আরো ২৮ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজকে অন্য জেলায় বদলি করা হয়েছে।  

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল হতে বদলি করা হলো। 

সিনিয়র সহকারী জজ থেকে পদোন্নতি প্রাপ্তরা হলেন, ঢাকার জীবরুল হাসান, নারায়নগঞ্জের মো: হায়দার আলী, বরিশালের মো: হাসিবুল হাসান, ব্রাক্ষনবাড়িয়ার মো: ফরহাদ রায়হান ভুইয়া, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার মো: মাসুদ-উর-রহমান, রাজশাহীর মোছা: কামরুন নাহার, ঢাকার শাহিন রেজা, কিশোরগঞ্জের নাসিমা তালুকদার মুনমুন, সাতক্ষীরার মুহাম্মদ নাছির উদ্দিন ফরাজী, ফরিদপুরের ইসরাত জাহান, ও কক্সবাজারের প্রবাল চক্রবর্তী। তাদেরকে পদোন্নতি পূর্বক বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এছাড়া আরেকটি পৃথক আদেশে আরো ২১ যুগ্ম জেলা ও দায়রা জজকে বিভিন্ন জেলায় বদলি করা হয়। সব মিলে আজ ৩৪ যুগ্ম জেলা জজকে বিভিন্নস্থানে বদলি করা হলো। সহকারী জজ ১৬২ জনকে বিভিন্ন জেলায় বদলি করা হয়। এছাড়া আরো ৩০ জন জেলা ও দায়রা জজকে বিভিন্ন জেলায় বদলি করা হয়। সব মিলে মোট ২৬৪ জন বিচারককে একই দিনে বদলি করা হলো। 


আরও খবর