Logo
আজঃ শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
শিরোনাম

বন্যায় বৈদ্যুতিক নিরাপত্তায় যে সতর্কতা মানা উচিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | ১৫৩জন দেখেছেন

Image
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। ভারত থেকে আসা উজানের পানিতে তলিয়ে গেছে হাজার হাজার ঘর-বাড়ি, পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এছাড়া লাখো মানুষ জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছে আশে-পাশের আশ্রয়কেন্দ্রে।বন্যার সময় পানিতে ডুবে যাওয়া, বিশুদ্ধ পানীয়সহ খাবার এবং নানা-ধরনের স্বাস্থ্য সংকটে পড়েন বন্যার্তরা। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখা দেয় বন্যা পরবর্তী সময়ে। সে সময়ে নানা ধরণের রোগ-বালাইসহ বিদ্যুৎ সংক্রান্ত অনেক রকমের দূর্ভোগে পড়েন মানুষ।বিশেষ করে বন্যার সময় বিদ্যুৎজনিত দুর্ঘটনা ঘটে থাকে। তাই বন্যা পরবর্তী সময়ে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।

জেনে রাখতে হবে বন্যার আগে ও বন্যা পরবর্তী সময়ে বিদ্যুৎ ব্যবহারের জন্য কি করা উচিত আর কি করা উচিত না।

বন্যার আগে

বাসা-বাড়িতে বন্যার পানি ঢুকে যাওয়ার আগেই বৈদ্যুতিক যন্ত্রপাতি, সুইচবোর্ড, ইলেকট্রনিক ডিভাইস সব নিরাপদে রাখার ব্যবস্থা করা উচিত। পাশাপাশি বাড়ির বৈদ্যুতিক প্রধান সুইচ বন্ধ করে রাখা উচিত। এছাড়া আশ্রয়কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই ঘরের বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে যাবেন। 

বন্যার পর

১. বন্যা পরবর্তী সময়ে ভেজা বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকুন, এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি আছে।

২. বাড়িতে পৌঁছেই মেইন সুইচ চালু করে দেওয়া উচিত নয়। সবকিছু ভালোমত পরীক্ষা করে তারপর বিদ্যুৎ চালু করা উচিত।

৩. বাড়িতে ফিরে ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ ধরবেন না বা বিদ্যুতের কোন কাজ করবেন না।

৪. ভেজা মাটিতে খালি পায়ে বৈদ্যুতিক কোন কাজ করার চেষ্টা করবেন না। এতে করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি বেশি থাকে।

৫. সম্ভব হলে পুরো বাসা ইলেকট্রিশিয়ান দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা নিরাপদ কিনা তা পরীক্ষা করে নেওয়া উচিত।৬. ইলেকট্রিশিয়ান বাসার বিদ্যুৎ ব্যবস্থা নিরাপদ বললে তারপর বাসায় বিদ্যুৎ চালু করা উচিত।

৭. যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি ভিজে গেছে সেগুলো ব্যবহার না করাই ভালো।  







আরও খবর



ভাঙ্গায় ইজিবাইকে ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রকাশিত:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | ৭৩জন দেখেছেন

Image

 ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইকে ট্রাকের মুখোমুখি ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের খালেক চোকদারের ছেলে হারুন অর রশিদ (৪২) ও চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের ইমান মাতুব্বরের ছেলে কবির মাতুব্বর (৫৫)।



আরও খবর



প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | ১২৬জন দেখেছেন

Image

গত ১৪ সেপ্টম্বর-২৪ শনিবার প্রকাশিত একটি দৈনিকে "ডিবি হারুনের সঙ্গে সখ্যতা অপবাদে আ,লীগ সমর্থকের বাড়ি দখল যুবদল নেতার” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রেতিবেদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। আমি পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক হওয়ায় একটি মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সংবাদে বলা হয়েছে আমি নাকি জোর করে বাড়ি দখল করেছি। যাহার কোন ভিত্তি নেই। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় আমার বাবা মোতালেব বেপারির জায়গা সাবেক ডিবি প্রধান হারুন,তৎকালীন গাজীপুরের ডিবির ওসি আমির হোসেন ও কবির তালুকদার ৮.৭৫ শতাংশ জমি জোর করে দখল করে নেয়। কাগজ মুলে উক্ত জমির মালিক আমার বাবা মোতালেব বেপারী। এ নিয়ে আমরা থানায় লিখিত অভিযোগ দিয়ে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে দুই দফা শালিশ করি, তারা কাগজপত্র দেখে আমাদেরকে আমাদের জমি বুঝিয়ে দিতে বলে। কিন্তু তারা জমি বুঝিয়ে না দিয়ে আমাদেরকে উল্টো বিভিন্ন হুমকি দেয়। আমার সম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যে তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই 


আরও খবর



ত্বকী হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ | ১০৪জন দেখেছেন

Image

 তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেলার সদর থানাধীন চাষাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ইয়ার মোহাম্মদ পারভেজ (৫০) ওই এলাকার আলী হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ইয়ার মোহাম্মদ পারভেজকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় এখন মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে সাফায়েত হোসেন শিপন ও কালীরবাজার এলাকা থেকে মামুন মিয়া এবং ৯ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থেকে কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। পরে ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় মামলার আরেক আসামি আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে। জামশেদ শেখ এখনো র‌্যাবের রিমান্ডে রয়েছেন।



আরও খবর



নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২

প্রকাশিত:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | ৬৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১২ জন। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা-ভূমিধসে তারা প্রাণ হারান। এ ছাড়া নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, গত তিনদিন ধরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে অবিরাম বর্ষণে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়েছে এবং শনিবার রাত পর্যন্ত অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগে আরও ৬৮ জন নিখোঁজ হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টায় নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ৯৯ জন নিহত, ৬৮ জন নিখোঁজ এবং আরও ১০০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কাঠমান্ডু পোস্টের স্থানীয় সংবাদদাতাদের প্রাপ্ত তথ্য এবং নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদর দপ্তরের নিশ্চিত হওয়া তথ্যে দেশব্যাপী ১১২ জন মারা গেছেন বলে জানা গেছে। এর মধ্যে ললিতপুরে কমপক্ষে ২০ জন, ধাদিংয়ে ১৫ জন, কাভরে ৩৪ জন, কাঠমান্ডুতে ১২ জন, মাকাওয়ানপুরে ৭ জন, ভক্তপুর ও পাঁচথারে ৫ জন, সিন্ধুপালচোকে ৪ জন, দোলাকায় ৩ জন, ধনকুটায় ২ জন করে প্রাণ হারিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, পাঁচথার, ঝাপা, মহোত্তারি, কাঠমান্ডু, ললিতপুর, কাভরে, সিন্ধুলি, ধাদিং, সিন্ধুপালচোক, দোলাখা এবং রূপানদেহি জেলায় অন্তত ৬৮ জন নিখোঁজ হয়েছেন। কাঠমান্ডু পোস্ট বলছে, বন্যা এবং ভূমিধসের জেরে পার্বত্য এই দেশটির অনেক অংশে মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত হয়ে উঠেছে, অনেক মহাসড়ক এবং রাস্তার চলাচল ব্যাহত হয়েছে, শত শত বাড়ি ও সেতু চাপা পড়েছে বা ভেসে গেছে এবং শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সড়ক বন্ধ হয়ে যাওয়র কারণে বিভিন্ন স্থানে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। শনিবার কাঠমান্ডু উপত্যকায় ১৯৭০ সালের পর থেকে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


আরও খবর



সিরাজগঞ্জে এমপিওভুক্তর দাবিতে র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত:শনিবার ০৫ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ | ১৩১জন দেখেছেন

Image

জেলা প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস ও সিরাজগঞ্জে স্বীকৃতিপ্রাপ্তি চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবিতে র‌্যাল ও বিক্ষোভ সমাবেশ করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।

শ‌নিবার (৫ অক্টোবর) সকাল ১১ টার দি‌কে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থে‌কে শিক্ষক‌দের একটি র‌্যালী বের হ‌য়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম শেষ ক‌রে বিক্ষোভ সমাবেশ করেন।

র‌্যালী‌টি, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আবু ছাইমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু তারেক হাবিব এর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠন টির সিনিয়র সহ-সভাপতি রায়হান কবীর মিঠু।

এসময় আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান খান, প্রচার সম্পাদক জান্নাতুন নাইম, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এক হওয়া সত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগে মৃত্যুবরণ পর্যন্ত করেছেন। এমপিওভুক্ত একটি চলমান প্রক্রিয়া কিন্তু দুঃখের বিষয় বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন। প্রতি বছর বাজেটে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের জন্য বরাদ্দ থাকলেও অদৃশ্য কারনে এমপিওভুক্তকরণ বন্ধ রাখা হয়। বাংলাদেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীন। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের নিকট আহবান করব আপনারা দ্রুত আমাদের এমপিও ভুক্ত ক‌রুন অন্যথায় কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।

 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রুবেল সরকার


আরও খবর