Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় কমিটি ঘোষণা

বডি স্প্রে ও সেন্ট ব্যবহারে ইসলামের বিধান

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪০জন দেখেছেন

Image

ধর্ম ডেস্ক : ইসলামে সুগন্ধি বা খুশবোর ব্যবহার বৈধ। সুগন্ধি বা খুশবোর ব্যবহার ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুবই প্রিয়। তিনি নিজে সুগন্ধি ব্যবহার করতেন। তাই সুগন্ধি ব্যবহার করা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। শর্ত হলো শুধু তাতে হারামের কোনো না থাকলেই হলো। আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, ‘রাসুল (সা.)-এর সুরভির চেয়ে হৃদয়কাড়া কোনো ঘ্রাণ আমি কখনো নেই নি। (ইমাম নবভির ব্যাখ্যাকৃত মুসলিম, হাদিস নং ৮৬/১৫)। আনাস (রা.)-এর অন্য বর্ণনায় রাসুল (সা.) বলেন, ‘তোমার পৃথিবীর সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে এবং নামাজের ভেতর আমার চোখের শীতলতা রাখা হয়েছে। ’ (নাসাঈ, হাদিস নং : ৩৯৩৯) বুখারির এক বর্ণনায় এসেছে, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেউ সুগন্ধি উপহার দিলে তিনি তা গ্রহণ করতেন, ফিরিয়ে দিতেন না। আবার কেউ সুগন্ধি দিলে ফিরিয়ে দিতেও তিনি নিষেধ করেছেন।’ (বুখারি) তবে, বডি স্প্রেতেও রয়েছে সুগন্ধি। এসব সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ সুগন্ধির মধ্যে যদি অ্যালকোহল মাত্রাতিরিক্ত থাকে বা সুগন্ধি যদি অ্যালকোহলের কারণে মাত্রাতিরিক্ত ঝাঝালো হয় তবে তা ব্যবহার বৈধ হবে না। কেননা যেসব অ্যালকোহল আঙুর, খেজুর অথবা কিশমিশ থেকে তৈরি সেসব অ্যালকোহল সম্পূর্ণ হারাম। এ ধরনের অ্যালকোহল মেশানো সুগন্ধি ব্যবহার করা যাবে না।

হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম।’ (বুখারি) তবে এ তিন উপাদান ছাড়া যেসব অ্যালকোহল বিভিন্ন শস্যদানা, গাছের ছাল, মধু, যব, আনারসের রস, গন্ধক, সালফেট ও অন্যান্য রাসায়নিক উপাদান থেকে তৈরি তা নাপাক নয়। সুগন্ধিযুক্ত বডি স্প্রে বা যে কোনো সুগন্ধিতে যদি তা এমন পরিমাণ মেশানো হয় যা নেশার সৃষ্টির করে না তবে তা ব্যবহার বৈধ। শুধু সুগন্ধিযুক্ত বড়ি স্প্রে বা আতরই নয়, সুগন্ধিযুক্ত সাবানসহ যে কোনো পারফিউমের ক্ষেত্রেই এ বিষয়টি প্রযোজ্য। অর্থাৎ নেশার সৃষ্টি করে না বা বা শারীরিক বা মস্তিষ্কের মতিভ্রমের মতো কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। এমন পরিমাণ অ্যালকোহলসমৃদ্ধ সুগন্ধি ব্যবহার করে নামাজসহ অন্যান্য ইবাদত করা যাবে। আর তা ব্যবহার করা বৈধ। যে কোনো সুগন্ধিযুক্ত স্প্রে, আতর বা পারফিউম ব্যবহারের উদ্দেশ্য হলো দুর্গন্ধ থেকে মুক্ত থাকা। এ সম্পর্কে ইসলামিক স্কলারদের বক্তব্য হলো- কোনো জিনিস যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে আর সেটি তৈরির উপাদানে যদি বিচ্ছিন্ন কিছু না থাকে তবে তা ব্যবহারে ইসলামি শরিয়তে বাধা নেই বরং তা ব্যবহার বৈধ। বডি স্প্রেসহ যেকোনো পারফিউম বা আতর যদি মাত্রারিক্ত অ্যালকোহল দিয়ে তৈরি করা হয়। আর তার ঘ্রাণে মানুষ নেশাগ্রস্ত হয় তবে তা ব্যবহার বৈধ হবে না। আবার সুগন্ধি বা খুশবোতে যদি এমন কোনো হারাম বস্তু মিশ্রিত হয়, আর তা মিশ্রিত করার আগে ওই জিনিসকে এমনভাবে প্রসেসিং করে যে, হারাম বস্তুটির মৌলিকত্ব বিদ্যমান থাকে না তবে তা ব্যবহার করা বৈধ। যদি সুগন্ধিতে সে হারাম বস্তুর মৌলিকত্ব থাকে তবে তা ব্যবহার করা বৈধ নয়। আর যদি হারাম বস্তু মিশ্রিত করা হয়েছে কিনা, তা জানা না থাকে তাহলেও ওই পারফিউম, স্প্রে ব্যবহারেও কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেছেন অনেক ইসলামিক স্কলার। সুতরাং হাদিসে ঘোষিত ৩ ধরনের অ্যালকোহল সমৃদ্ধ কোনো সুগন্ধি ব্যবহার না করে অন্যান্য বৈধ পন্থায় তৈরি সুগন্ধি ব্যবহার করে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তথা আদর্শের অনুসরণ করা উচিত।




আরও খবর

জাহান্নামীরা দেখতে যেমন হবে

সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫




সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই, কারো প্রভুত্ব বা অপশাসন চাই না-আবদুল কাদির ভূঁইয়া জুয়েল

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬১জন দেখেছেন

Image

নরসিংদী প্রতিনিধি: শনিবার(১১ জানুয়ারি)দুপুরে মনোহরদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মনোহরদী বাসস্ট্যান্ডে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।


এ সময় তিনি আরো বলেন,বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাটাতারের বেড়া লাগাতে চেয়েছিল। আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় দায়িত্বরত আমাদের বিজিবি ও জনগনকে যারা দেশের ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই দিন শেষ হয়ে গেছে তবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশ আর চলবেনা। সেই ফ্যাসিবাদ সেই দল বাংলাদেশকে তাবেদারিত্ব রাষ্ট্রে  বানাতে চেয়েছিল, বাংলাদেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পাশ্ববর্তী  দেশের দালাল রাষ্ট্রে বানাতে চেয়েছিলো, সেই দলের মূল বাংলাদেশের জনগণ উৎখাত করে দিছে। পরে তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে  ১০০০  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল খালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, নরসিংদী জেলা সেচ্ছাসবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দীন ডাক্তার, মনোহরদী কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক, মনোহরদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মান্নান প্রধান, মনোহরদী পৌরসভার সাবেক কমিশনার আকরাম, আবদুল হান্নান, কাজল মিয়া, উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজিদ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল্লাহ,,উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন,সদস্য সচিব উজ্জল, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্র নেতা মহসিন, অয়ন, শাওন, সোহেল, আরাফাত অনিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




চৌকা সীমান্তে ভারতীয়দের হামলায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন লন্ডন প্রবাসী

প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০25 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩১জন দেখেছেন

Image

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ চৌকা সীমান্তে ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে ফসল ও গাছপালা কেটে ফেলে এমন অবস্থায় বাংলাদেশের কৃষকরা তাদের ফসল রক্ষার্থে ভারতীয়দের সাথে গন্ডগোল জড়িয়ে পড়ে, ভারতীয়রা ইট পাটকেল, তীর, বল্লম, হাসোয়া, হাত বোমা নিক্ষেপ করে ও বিএসএফ বাংলাদেশীদের লক্ষ্য করে কাঁদানি গ্যাস ছুড়ে তাতে বাংলাদেশী ৫ জন আহত হয়। 

আহতরা হলেন উপজেলার কালিগঞ্জ মালোপাড়া গ্রামের ফারুক (৩৫), বিশ্বনাথপুর গ্রামের ঝাইটনের ছেলে আসমাউল (১৬) কালিগঞ্জের জিন্নুরের ছেলে তরিকুল (৫৫) সহ পাঁচ।

আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন লন্ডন প্রবাসী মোহাম্মদ রাহমান শামীম আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতাও করেন তিনি।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ULAB’s HULT PRIZE: Record-Breaking Year of Student Engagement and Innovation

প্রকাশিত:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ১১০জন দেখেছেন

Image

Md. Mehedi Hasan :  University of Liberal Arts Bangladesh (ULAB) celebrates its fifth consecutive year hosting the prestigious HULT PRIZE, witnessing unprecedented student engagement. The application deadline, which closed on January 10, marked a milestone with 457 students forming 155 teams, making this edition the largest in ULAB’s history.


Renowned for its achievements, ULAB’s HULT PRIZE has earned the “Program of the Year” award for Central and South Asia and ranked fourth globally on the HULT PRIZE Billboard in 2022. This year’s theme, ‘UNLIMITED,’ challenges participants to develop innovative solutions addressing global issues through social ventures.

The overwhelming response highlights the growing entrepreneurial spirit within the ULAB community. ULAB looks forward to the groundbreaking ideas and transformative projects that will emerge, reinforcing its commitment to fostering positive societal impact.


আরও খবর



কখনও ভাবিনি আমি বাঁচব : প্রীতি জিনতা

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৩জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর ভয়াবহ দাবানলে গত ছয় দিন ধরে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নিলেও এখনও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পুড়ে ছারখার হচ্ছে একের পর এক এলাকা। এই আগুনে বাড়ি পুড়েছে বিনোদন জগতের অনেক তারকার। যেই তালিকায় আছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার। সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে এমনটাই জানিয়েছেন এই নায়িকা। খবর : রিপাবলিক ওয়ার্ল্ড


শুরুতেই প্রীতি লিখেছেন, ‘আমি কখনই ভাবিনি এমন একটি দিন দেখতে পাব। লস অ্যাঞ্জেলস শহরটি আগুনে জ্বলছে। আমাদের আশপাশের এলাকাগুলো ধ্বংস হয়ে গছে। এখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা নিরাপদ আছি। কিন্তু আগুন ঝর থেকে কখনও আমি ভাবিনি বাঁচব। এমন মুহূর্তের সম্মুখীন হয়েছিলাম।’



এরপর সে খানকার ভয়ংকর দৃশ্যের কথা শেয়ার করে প্রীতি আরও লিখেছেন, ‘গোটা এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আকাশে বরফের মতো ছাই উড়ছে। বাতাসের বেগ অনেক বেশি। আমার সন্তান ও আত্মীয়দের নিয়ে ঘর ছেরে নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে। বাড়ি পুড়ে গেছে। চারপাশের ধ্বংসলীলায় আমি মর্মাহত এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমরা এখন পর্যন্ত নিরাপদ। যারা বাস্তুচ্যুত এবং এই আগুনে সবকিছু হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা করি। আশা করি শীঘ্রই বাতাস কমে যাবে এবং আগুন নিয়ন্ত্রণে আসবে। সবাই নিরাপদে থাকুন। অনুমান করা হচ্ছে, আগুনে এখন পর্যন্ত ১৫০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দাবানলে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। আগুনে মানুষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এরই মধ্যে হলিউডের বহু তারকার বাড়ি পুড়ে গেছে।



আরও খবর

অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫

হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু

বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫




শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ১৭জন দেখেছেন

Image

মোঃ নমশের আলম : শেরপুরে সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসা লোকজনের ভিড়ে আটকে থাকা বনভোজনের বাসের এক মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদে যুবককে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে দু'দিন ব্যাপী সংঘর্ষ, রাস্তা অবরোধ, ভাঙচুর, আগুন ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষ হয়।

এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ জনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ।

আজ দুপুরে সংঘর্ষের জেরে প্রায় দেড় ঘণ্টা শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সূর্যমুখীর বাগানে দর্শনার্থীদের ভিড়ে যানজট সৃষ্টি হয়। এসময় পার্শ্ববর্তী কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের এক যুবক কর্তৃক ইভটিজিংয়ের শিকার হয় যানজটে আটকে থাকা বনভোজনের বাসে বসে থাকা এক মেয়েকে। এর প্রতিবাদে কান্দাশেরীরচর গ্রামের কয়েকজন যুবক মিলে ওই ইভটিজিংকারী যুবককে মারধর করে।

ওই ঘটনার জেরে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজন দলবেঁধে কান্দাশেরীরচর গ্রামে হামলা চালালে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে কান্দাশেরীরচরের অন্তত ৫ জন গুরুতর আহত হয়। এ সময় কুসুমহাটি বাজারের রাস্তায় আগুন দিয়ে অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও পলাশ টেলিকম নামে একটি মোবাইলের দোকানে লুটপাটের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আজ শনিবার সকাল থেকে কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দু’পক্ষ পুনরায় কুসুমহাটি বাজারে শেরপুর-জামালপুর সড়কের দুইপাশে অবস্থান নেয়া শুরু করলে আবারো উত্তাপ ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে দুপক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়। এ সময় আবারো শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। তিনি কুসুমহাটি বাজারের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫