Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

বায়ুদূষণ বন্ধে ৭ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১৭৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: সাত দিনের মধ্যে বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যবস্থা ও এর আগে দেওয়া নয় দফা নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ২৬ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।


রোববার (১২ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।



পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, ঢাকার বায়ুদূষণ বন্ধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে ২০১৯ সালে একটি রিট পিটিশন দাখিল করেন। ওই রিটের শুনানি শেষে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে শহর ও তার আশপাশের এলাকার বায়ুদূষণ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এ ছাড়া একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেন। পরে এ বিষয় নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে এইচআরপিবির পক্ষ থেকে আবেদন করা হলে আদালত নয় দফা নির্দেশনা জারি করে তা বাস্তবায়নের নির্দেশ দেন।


নির্দেশনাগুলো হলো- ১. ঢাকা শহরে মাটি/বালি/বর্জ্য পরিবহনকারী ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা। ২. নির্মাণাধীন এলাকায় মাটি/বালু/সিমেন্ট/পাথর/নির্মাণসামগ্রী ঢেকে রাখা। ৩. সিটি করপোরেশন কর্তৃক রাস্তায় পানি ছিটানো। ৪. রাস্তা/কালভার্ট/কার্পেটিং/খোঁড়াখুঁড়ি কাজে টেন্ডারের শর্ত পালন নিশ্চিত করা। ৫. কালো ধোঁয়া নিঃসরণকৃত গাড়ি জব্দ করা। ৬. সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ির চলাচল সময়সীমা নির্ধারণ ও উত্তীর্ণ হওয়ার সময়সীমার পরে ওই গাড়ি চলাচল বন্ধ করা। ৭. অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা। ৮. পরিবেশ লাইসেন্স ব্যতীত চলমান টায়ার ফ্যাক্টরি বন্ধ করা। ৯. মার্কেট/দোকানগুলোতে প্রতিদিনের বর্জ্য ব্যাগ ভরে রাখা ও অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশনের পদক্ষেপ গ্রহণ করা।


আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালতের এমন নির্দেশনা থাকার পরেও কর্তৃপক্ষ অতিসামান্য ব্যবস্থা গ্রহণ করায় এবং অধিকাংশ নির্দেশনা পালন না করায় সম্প্রতি ঢাকা শহর বায়ুদূষণে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। তবে কর্তৃপক্ষ ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত কিছু পদক্ষেপ গ্রহণ করায় ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমে এবং পরে নির্দেশনাগুলোর সঠিক বাস্তবায়ন না হওয়ায় ঢাকা শহর আবারও বায়ুদূষণের শীর্ষ শহরে পরিণত হয়েছে মর্মে মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়।


প্রকাশিত সংবাদ নজরে এলে আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন চেয়ে একটি আবেদন করা হয়। শুনানিতে আদালত বর্তমানের বায়ুদূষণের পরিস্থিতি এবং বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন। এ ছাড়া শুনানি শেষে আদালত আদেশ দেন যে, আগামী সাত দিনের মধ্যে বিবাদীরা বায়ুদূষণ বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যবস্থা গ্রহণ করবে এবং নয় দফা নির্দেশনা বাস্তবায়িত করে আগামী ২৬ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।


আরও খবর



তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ আদালতে আপিল শুনানি চলছে

প্রকাশিত:মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৫৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিল শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে।

মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে চতুর্থ দিনের মতো এই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আগামীকাল আপিলের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে আজ জামায়াতের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এরআগে পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। এরপর ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আবেদন করেন। সে রিভিউ আবেদন থেকে আপিল শুনানির জন্য গত ২৭ আগস্ট লিভ টু আপিল মঞ্জুর করে ২১ অক্টোবর আপিল শুনানির দিন ধার্য করেন।

এদিকে, গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেন।


আরও খবর



‎লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশিত:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ১০জন দেখেছেন

Image

স্ট্যাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়ার সমর্থনে আজ (৭নভেম্বর) এক বিশাল মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


‎দলীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় লক্ষ্মীপুর শহরের লিল্লাহ জামে  মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েক হাজার মটরসাইকেল যোগে শোভাযাত্রাটি শুরু হয়ে,  রায়পুর শহর সহ  নির্বাচনী এলাকা প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয়।  দিন ব্যাপী এই নির্বাচনী শোভাযাত্রায় নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক তরুণ ও সংগঠনটির  সমর্থকেরা অংশ গ্রহণ করেন ।

‎শোভাযাত্রায় জাতীয় পতাকা ও শান্তিপূর্ণভাবে দলীয় প্রতীক প্রদর্শনের মধ্য দিয়ে প্রার্থীর পক্ষে জনসমর্থন জানান দলটির সমার্থক রা।  

‎এসময় রাস্তার দু'ধারে আমজনতা হাত নেড়ে শোভাযাত্রাটিকে স্বাগতম জানাতে দেখা যায়।

‎স্থানীয় নেতা কর্মীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে নির্বাচনে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হবে এবং জনগণের ঐক্য ও পরিবর্তনের অঙ্গীকার আরও দৃঢ় হবে।

‎উপজেলা জামায়াতের সেক্রেটারি এড.আব্দুল আউয়াল রাসেল বলেন দাড়িপাল্লার পক্ষে যে গন জোয়ার তৈরী হয়েছে, আজকের এই শোভাযাত্রা তা প্রতিয়মান হয়েছে। 

‎খোরশেদ রনি 

‎রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি:


আরও খবর



ডিবি কর্তৃক বিপুল পরিমান মাদক সহ ০৪ জন গ্রেফতার: ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৮৮জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম:

রাত ০৩.৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম বিজয়নগর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালীন সিঙ্গারবিল ইউনিয়নের চাউড়া দৌলতবাড়ি এলাকা হতে ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ক) ৩৬ (ছত্রিশ)  কেজি গাঁজা,খ)  ফেন্সিডিল ৩৫০ বোতল, গ) স্কফ সিরাপ ৩০২ বোতল,ঘ) মাদক পরিবহনে ব্যবহৃত ০৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের নাম: ১। আনিছ(৩৫) ২। মিজান (২৮) ৩। সোহেল(৩৬) ৪। আকলিমা আক্তার আখি(২৫)

এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।



আরও খবর



লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১

প্রকাশিত:শনিবার ১১ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১১৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শনিবার বেসামরিক স্থাপনাগুলোতে রাতভর হামলা চালানোর জন্য ইসরায়েলের নিন্দা জানিয়েছেন। এই হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।


দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। 


আউন বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেসামরিক স্থাপনাগুলো ইসরাইলি জঘন্য আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কোনও যুক্তি বা অজুহাত ছাড়াই, সর্বশেষ এই হামলার গুরুত্ব এই যে এটি গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরে এসেছে।


মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাসাইলেহ এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত ও সাত জন আহত হয়েছে। 


সরকারি জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো বুলডোজার ও খননকারী ইয়ার্ড লক্ষ্য করে ১০টি দফা হামলা চালিয়েছে।


আরও খবর



এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৪৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


আরও খবর

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫