Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন

বায়ুদূষণ বন্ধে ৭ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৮১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: সাত দিনের মধ্যে বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যবস্থা ও এর আগে দেওয়া নয় দফা নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ২৬ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।


রোববার (১২ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।



পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, ঢাকার বায়ুদূষণ বন্ধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে ২০১৯ সালে একটি রিট পিটিশন দাখিল করেন। ওই রিটের শুনানি শেষে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে শহর ও তার আশপাশের এলাকার বায়ুদূষণ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এ ছাড়া একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেন। পরে এ বিষয় নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে এইচআরপিবির পক্ষ থেকে আবেদন করা হলে আদালত নয় দফা নির্দেশনা জারি করে তা বাস্তবায়নের নির্দেশ দেন।


নির্দেশনাগুলো হলো- ১. ঢাকা শহরে মাটি/বালি/বর্জ্য পরিবহনকারী ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা। ২. নির্মাণাধীন এলাকায় মাটি/বালু/সিমেন্ট/পাথর/নির্মাণসামগ্রী ঢেকে রাখা। ৩. সিটি করপোরেশন কর্তৃক রাস্তায় পানি ছিটানো। ৪. রাস্তা/কালভার্ট/কার্পেটিং/খোঁড়াখুঁড়ি কাজে টেন্ডারের শর্ত পালন নিশ্চিত করা। ৫. কালো ধোঁয়া নিঃসরণকৃত গাড়ি জব্দ করা। ৬. সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ির চলাচল সময়সীমা নির্ধারণ ও উত্তীর্ণ হওয়ার সময়সীমার পরে ওই গাড়ি চলাচল বন্ধ করা। ৭. অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা। ৮. পরিবেশ লাইসেন্স ব্যতীত চলমান টায়ার ফ্যাক্টরি বন্ধ করা। ৯. মার্কেট/দোকানগুলোতে প্রতিদিনের বর্জ্য ব্যাগ ভরে রাখা ও অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশনের পদক্ষেপ গ্রহণ করা।


আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালতের এমন নির্দেশনা থাকার পরেও কর্তৃপক্ষ অতিসামান্য ব্যবস্থা গ্রহণ করায় এবং অধিকাংশ নির্দেশনা পালন না করায় সম্প্রতি ঢাকা শহর বায়ুদূষণে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। তবে কর্তৃপক্ষ ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত কিছু পদক্ষেপ গ্রহণ করায় ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমে এবং পরে নির্দেশনাগুলোর সঠিক বাস্তবায়ন না হওয়ায় ঢাকা শহর আবারও বায়ুদূষণের শীর্ষ শহরে পরিণত হয়েছে মর্মে মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়।


প্রকাশিত সংবাদ নজরে এলে আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন চেয়ে একটি আবেদন করা হয়। শুনানিতে আদালত বর্তমানের বায়ুদূষণের পরিস্থিতি এবং বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন। এ ছাড়া শুনানি শেষে আদালত আদেশ দেন যে, আগামী সাত দিনের মধ্যে বিবাদীরা বায়ুদূষণ বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যবস্থা গ্রহণ করবে এবং নয় দফা নির্দেশনা বাস্তবায়িত করে আগামী ২৬ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।


আরও খবর



লোহাগড়ায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৬জন দেখেছেন

Image

মাহফুজুল ইসলাম মন্নুর : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,ও পুরস্কার বিতরণী,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান উপলক্ষে প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাবেক সভাপতি ডাঃ মাহাবুবুল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান হায়াত, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, লোহাগড়া লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলাম, শেখ নজরুল ইসলাম, শিক্ষক মোঃ আব্দুল হান্নান বিশ্বাস প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




আশুলিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | ৫১জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

সোমবার  (২৭ শে জানুয়ারি ২০২৫) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট আড়িয়ারার মোড় এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তারা। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো: তামিম। বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ গাজীরচট এলাকায় একটি কারখানায় সমন্বয়ক পরিচয় দিয়ে বারবার গিয়ে বিরক্ত করছিল। পরে বিষয়টি জানতে পেরে তাদের সাথে কথা বলতে যান তারা। একপর্যায়ে কারখানার লোকজনের সাথে কথা কাটাকাটি হয় এবং ভুল বুঝাবুঝি হয়। সে সময়ের একটি ভিডিও ধারণ করে একটি পক্ষ। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। এতে আমাদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। যার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেছি।

এসময় উপস্থিত ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ্জাহান সৌরভ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আহান্তি অনু মেঘলা ও হৃদয় হাসান সহ আরও অনেকে। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




কর্মবিরতির ফলে ব্রাহ্মণবাড়িযায় রেল যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩২জন দেখেছেন

Image

শফিকুল হক শাকিল : মঙ্গলবার মধ্যরাত থেকেই বাংলাদেশ রেলওয়ে ট্রেনের রানিং স্টাফরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করছে। ফলে রেল পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ব্রাহ্মণবাড়িযা থেকে কোনো প্রকার ট্রেন ছেড়ে না যাওয়ায় বিভিন্ন স্থানে যাতায়েতকারী কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

অনেক যাত্রীরা বিশেষ কাজের জন্য ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন গুরুত্ব অঞ্চলে যাতায়াত করেন। কর্মবিরতির কারনে বিকল্প পথ হিসেবে সড়ক পথকেই বেছে নিয়েছেন অনেকেই।

তবে অনলাইনে টিকেট কাটা যাত্রীদের টাকা ফেরত পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এদিকে রেল পথ বন্ধ থাকায় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। 


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




মেলান্দহে নাগরিক কমিটির মতবিনিময়

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৩জন দেখেছেন

Image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে জাতীয় নাগরিক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা ১০ জানুয়ারি সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটি মেলান্দহ শাখা এর আয়োজন করে। নবগঠিত মেলান্দহ শাখার প্রধান সমন্বয়ক মাও. নুরনবী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-সুশীল সমাজের প্রতিনিধি-সমাজসেবক দানবীর মাজেদুর রাব্বি। প্রধান আলোচক ছিলেন-উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় এবং ডা. নূরুল ইসলাম হাই স্কুলের দাতা সদস্য শিক্ষানুরাগি রেজাউল করিম।


নাগরিক কমিটির প্রতিনিধি এডভোকেট শাহ মোহাম্মদ কবীরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জামালপুর সদর উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি আরাফাত হোসেন শাকিল, এডভোকেট নিশান মাহমুদ, সাখাওয়াত হোসেন জনি, কামরুল হাসান, আমিনুর ইসলাম, জোবায়ের হাসান, ইসলামপুর প্রতিনিধি রফিকুল ইসলাম অফেন, মেলান্দহ প্রতিনিধি জাহিদুল ইসলাম, রহমত আলী, দুলাল মন্ডল, সরিষাবাড়ি প্রতিনিধি শেখ মো: রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফরিন জান্নাত আঁখি, জিহাদ হাসান নাবিল খান, সাদিকুর রহমান মিজবাহ প্রমুখ। সভায় ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে মেলান্দহের নিহত ৫ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের উপর আলোকপাত করা হয়। #


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




লক্ষ্মীপুরে সাংবাদিকদের আটকে মুখোশধারীদের মারধর, গুলি

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ১৮জন দেখেছেন

Image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় পেশাগত কাজে যাওয়ার পথে চার সাংবাদিককে মুখোশধারীরা আটকে মারধর করেছে; এ সময় গুলির ঘটনা ঘটেছে বলে আহতরা জানিয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গণশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান।

আহতরা হলেন- দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, আমার সংবাদের প্রতিনিধি মো. আলাউদ্দিন এবং আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ। রফিকুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

সাংবাদিকরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়ি দখল ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলেন তারা। ঘটনাস্থলের কাছে পৌঁছলে ৮-১০ মুখোশধারী মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় তাদেরকে সংবাদ সংগ্রহ না করে চলে যেতে বলে। বাধা পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় গুলি করলে তা লক্ষ্যচ্যুত হয়।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, “হামলাকারীরা মুখোশধারী ছিল। হত্যার উদ্দেশ্যে তারা হামলা ও গুলি করেছে। তারা জিম্মি করে আমাদের মোবাইল ফোন সেট ও টাকাসহ মানিব্যাগগুলো নিয়ে গেছে।”

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, “আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে, তা গুলির কি-না এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে।”

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

এদিকে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার ঘটনাটি ন্যাক্কারজনক।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫