Logo
আজঃ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
শিরোনাম
২০২৫ সালে মুদ্রানীতির রাশ ছাড়বে চীন দিল্লির শাসকগোষ্ঠী এক রক্তপিপাসু লেডি ফেরাউনকে সমর্থন দিচ্ছে; রুহুল কবির রিজভী খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে নেওয়া হয়,আসাদকে আগরতলামুখী লংমার্চকে অভ্যর্থনা জানাতে সড়কে বিএনপির নেতাকর্মীরা অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সেনাদের ধর্ষণে কারাগারেই জন্ম নিয়েছে অসংখ্য শিশু শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব ঢাকার কেরাণীগঞ্জে ১৫ লক্ষ টাকা মূল্যমানের ৪৮৯ বোতল ফেনসিডিলসহ আটক দুই মাদক ব্যবসায়ী সংস্কারের জন্য ৩-৪ মাসের বেশি সময়ের প্রয়োজন দেখে না বিএনপি ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিল বিএনপির ৩ সংগঠন

বাংলাবান্ধায় ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | ৯১জন দেখেছেন

Image

হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব কালীপূজা উদযাপন ঘিরে সাপ্তাহিক ছুটিসহ তিন দিন বন্ধ থাকছে দেশের চতুর্দশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালীপূজা। পূজা উদযাপন উপলক্ষ্যে উভয় দেশের এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা সভার ভিত্তিতে ৩১ অক্টোবর ও ২ নভেম্বর একই সঙ্গে সাপ্তাহিক ছুটি থাকায় তিন দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত চিঠি আমরা গত ১৬ সেপ্টেম্বর দুর্গাপূজার সময় স্থলবন্দর সংশ্লিষ্ট দেশের ব্যবসায়ী সংগঠন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আগামী রোববার (৩ নভেম্বর) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।এদিকে কালীপূজায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট।


আরও খবর



বাংলাদেশ সমতায় টেস্ট সিরিজ শেষ করলো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | ৮৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : তাইজুল ইসলাসের ঘূর্ণিতে জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে পরাজিত করে ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। টেস্ট ইনিংসে ১৫তম বারের মত পাঁচ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন তাইজুল।

সাবিনা পার্কে জাকের আলির টেস্ট সেরা ৯১ রানের ইনিংসে ভর করে চতুর্থ দিন ২৬৮ রানে অল আউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮৫ রানেই গুটিয়ে যায়। তাইজুল ৫০ রানে নিয়েছেন ৫ উইকেট।

ফাস্ট বোলার নাহিদ রানা প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট দখল করেছিলেন। রানার ঐ বোলিং তোপেই বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে থাকে। দ্বিতীয় ইনিংসে রানা শামার জোসেফের একমাত্র উইকেটটি নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

ম্যাচ সেরা তাইজুল বলেছেন, ‘বিদেশের মাটিতে টেস্ট জয়ের আনন্দই আলাদা। যা আমরা সাধারনত করতে পারিনা। দলের প্রত্যেকেই তাদের সাধ্যমত দেবার চেষ্টা করেছে।’

পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট দখল করেছেন। দুই টেস্টে সব মিলিয়ে ১১ উইকেট নিয়ে তাসকিন হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৫ রান সংগ্রহ করেছেন কাভেম হজ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ওপেনিংয়ে নেমে ৬৩ বলে দলের হয়ে ৪৩ রানের অবদান রেখেছেন।

কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পতনে স্বাগতিকরা শেষ পর্যন্ত লড়াই করতে পারেনি। মাত্র ৫০ ওভারেই উইন্ডিজের ইনিংস গুটিয়ে যায়।

ম্যাচ শেষে স্বাগতিক অধিনায়ক ব্র্যাথওয়েট বলেছেন, ‘আমরা ইতিবাচক খেলতে চেয়েছি। আমি মনে করি শুরুটা ভালই হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি।’

২০০৯ সালের পর ১৫ বছরে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ।

এর আগে দিনের শুরুতে জকেরের ১০৬ বলে আট বাউন্ডারি ও পাঁচ ওভার বাউন্ডারিতে সাজানো ৯১ রানের ইনিংসটি ছিল ম্যাচ জয়ের মূল কারিগর। আগেরদিন ৫ উইকেটে ১৯৩ রানে দিন শেষ করা বাংলাদেশের জন্য ২৬ বছর বয়সী ডান হাতি ব্যাটার জাকেরের চতুর্থ দিনে ৭৫ রানের ৬২ রান দলের জয়ে দারুন অবদান রেখেছে।

আলজারি জোসেফ ও কেমার রোচ ৩টি করে উইকেট দখল করেছেন। জোসেফের বলে ডিপ মিড উইকেটে এ্যাথানাজেকে ক্যাচ দিয়ে জাকেরের প্রথম টেস্ট সেঞ্চুরির স্বপ্ন শেষ হয়ে যায়।

আগামী ৮ ডিসেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল। এরপর তিন ম্যাচের টি২০ সিরিজও রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ প্রথম ইনিংস : ৭১.৫ ওভারে ১৬৪/১০ (সাদমান ৬৪, মিরাজ ৩৬, সিলেস ৪/৫)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৬৫ ওভারে ১৪৬/১০ (কার্টি ৪০, ব্র্র্যাথওয়েট ৩৯, রানা ৫/৬১)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৫৯.৫ ওভারে ২৬৮/১০ (জাকের ৯১, সাদমান ৪৬, মিরাজ ৪২, রোচ ৩/৩৬, জোসেফ ৩/৭৭)।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস : ৫০ ওভারে ১৮৫/১০ (হজ ৫৫, তাইজুল ৫/৫০, হাসান ২/২০, তাসকিন ২/৪৫)

ফল : বাংলাদেশ ১০১ রানে জয়ী

সিরিজ : দুই ম্যাচের সিরিজ ১-১’এ সমতা

ম্যান অব দ্য ম্যাচ : তাইজুল ইসলাম (বাংলাদেশ)

ম্যান অব দ্য সিরিজ : তাসকিন আহমেদ (বাংলাদেশ), জেইডেন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ)।


আরও খবর



২০২৫ সালে মুদ্রানীতির রাশ ছাড়বে চীন

প্রকাশিত:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | ২৫জন দেখেছেন

Image

বানিজ্য ডেস্ক: আগামী বছর থেকে মুদ্রানীতিতে ‘যথাযথ শিথিলতা’ আনবে চীন। সেই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নীতি প্রণয়নে আরও সক্রিয় হবে দেশটি। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো এই তথ্য জানিয়েছে।


পলিটব্যুরোর শীর্ষ কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের একটি বৈঠকের প্রতিবেদন উল্লেখ করে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিনহুয়ার খবর, দেশটি নিজেদের অভ্যন্তরীণ চাহিদা ও ভোক্তা ব্যয় বৃদ্ধিতে জোর দেবে। আসন্ন বার্ষিক সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্সের প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো এই সিদ্ধান্ত দিয়েছে। জানা গেছে, এই সম্মেলনে ২০২৫ সালের জন্য গুরুত্বপূর্ণ লক্ষ্য ও নীতি নির্ধারণ করা হবে। খবর রয়টার্স


পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, আর্থিক নীতি প্রণয়নে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি মুদ্রানীতিতে যথাযথ শিথিলতা থাকা উচিত। সেই সঙ্গে অন্যান্য নীতিগত সংস্কার ও ব্যবস্থা নেওয়ায় জোর দিয়েছে পলিটব্যুরো। তারা আরও জানিয়েছে, আবাসন বাজার ও শেয়ারবাজার স্থিতিশীল করতে হবে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।


খবরে বলা হয়, পলিটব্যুরোর বৈঠকের বিবৃতি প্রকাশিত হওয়ার পর চীনের শেয়ারবাজার চাঙা হয়েছে, বেড়েছে চীনের সরকারি বন্ডের দামও। হংকংভিত্তিক হ্যাং সেং সূচক ২ দশমিক ৮০ শতাংশ বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

পলিটব্যুরোর বৈঠকে বলা হয়েছে, ২০১০ সালের পর এই প্রথম চীনের মুদ্রানীতি শিথিলের নির্দেশনা দেওয়া হয়েছে।


অস্ট্রেলিয়াভিত্তিক বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা সংস্থা এএনজেডের চীনবিষয়ক জ্যেষ্ঠ কৌশলবিদ শিং ঝাওপেং বলেন, ঘোষণা শুনে মনে হচ্ছে, বড় ধরনের আর্থিক প্রণোদনা, সুদ হার কমানো ও সম্পত্তি কেনাবেচায় প্রণোদনা দেওয়া হবে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পে চীনের পণ্যে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন, সেই হুমকির বিরুদ্ধে চীন শক্ত অবস্থান নিয়েছে বলেই মনে হচ্ছে।


রয়টার্সের সংবাদে বলা হয়েছে, চলতি বছর চীনের অর্থনীতি হোঁচট খেয়েছে। গত কয়েক বছর ধরেই চীন সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে অর্থনীতি চাঙা রাখার চেষ্টা করছেন। সর্বশেষ গত সেপ্টেম্বর মাসেও প্রণোদনা দেওয়া হয়।


কেন্দ্রীয় ব্যাংক মহামারির পর থেকে সবচেয়ে আগ্রাসীভাবে মুদ্রানীতি শিথিলকরণের পদক্ষেপ নেয়, যেমন নীতি সুদহার কমানো ও আর্থিক খাতে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি ইউয়ান ছাড়া।


এ ছাড়া চলতি বছরের নভেম্বর মাসে চীন ১০ লাখ কোটি ইউয়ানের ঋণ প্যাকেজ ঘোষণা করে। এর লক্ষ্য ছিল স্থানীয় সরকারগুলোর অর্থায়ন সংকট কমানো এবং অর্থনীতি স্থিতিশীল করা। তবে এর উদ্দেশ্য ছিল মূলত দীর্ঘমেয়াদি ভিত্তিতে পৌরসভার আর্থিক ভারসাম্য পুনরুদ্ধার করা, সরাসরি অর্থনীতিতে অর্থ ঢালা নয়।


চীন হয়তো এ বছর প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে পারবে; কিন্তু ২০২৫ সালে সেই গতি বজায় রাখা চ্যালেঞ্জিং হবে।


কারণ, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফিরে আসছেন এবং চীনের পণ্যে ৬০ শতাংশ বা তার চেয়ে বেশি হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।


ফলে আগামী বছর চীন কীভাবে তা মোকাবিলা করে, দেশটির প্রবৃদ্ধির গতি তার ওপর নির্ভর করছে।


আরও খবর

রোজার আগেই চড়া হলো ছোলার বাজার

রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪




ঢাকার কেরাণীগঞ্জে ১৫ লক্ষ টাকা মূল্যমানের ৪৮৯ বোতল ফেনসিডিলসহ আটক দুই মাদক ব্যবসায়ী

প্রকাশিত:মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | ৪২জন দেখেছেন

Image

নিজেস্ব প্রতিনিধি: গতকাল ০৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে একটি মাইক্রোবাস যোগে ঢাকার কেরাণীগঞ্জ মডেল এলাকার উদ্দেশ্যে রওনা করেছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন বেউতা এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে একই তারিখ বিকাল আনুমানিক ১৭:১০ ঘটিকায় সন্দিগ্ধ মাইক্রোবাসটি র‌্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে সিগন্যাল দিয়ে থামায়।

অতঃপর র‌্যাব সদস্যরা উক্ত মাইক্রোবাসে থাকা ০২ জন আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের মাইক্রোবাসে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা স্থানীয় লোকজনদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীদের দেখানো ও বের করে দেওয়া উক্ত মাইক্রোবাসের ভিতরে থাকা  ০৩ টি সাদা রংঙ্গের প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত আনুমানিক ১৪,৬৭,০০০/- (চৌদ্দ লক্ষ সাতষট্টি হাজার) টাকা মূল্যমানের ৪৮৯ (চারশত ঊননব্বই) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের নাম  মমতাজ বেগম (৩৭), স্বামী-মোঃ নুরুজ্জামাল, সাং-বেউতা, ইউ/পি-তারানগর, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ নুরুজ্জামাল (৪০), পিতা- মৃত আক্কাছ, সাং-বেউতা, ইউ/পি-তারানগর, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাসটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরাণীগঞ্জ মডেলসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরও খবর



ফুলবাড়ীতে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১২.৪ ডিগ্রিতে

প্রকাশিত:শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | ৭৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি : শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিম বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হতে থাকে। আর হিমেল বাতাসে তীব্র শীতের কবলে পড়েছে উপজেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদী তীরবর্তী চরের হতদরিদ্র মানুষ। এদিকে সবচেয়ে বিপাকে পড়েছেন শিশু বৃদ্ধরা। পাশাপাশি তীব্র শীতের কাঁপছে গরু-ছাগলসহ প্রাণীকুল।

সরেজমিনে দেখা যায়, ঘনকুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরে যাতায়াত করছে। ফুলবাড়ী হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যদিকে, কুয়াশা ও শীতের কারণে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। তারা সময়মতো কাজে যেতে পারছেন না।

কুরুষাফেরুষা এলাকায় দিনমজুর আব্দুল জলিল বলেন, কয়েকদিন থেকে খুব ঠান্ডা ও কুয়াশা। কাজ করা খুব সমস্যা হইছে আমাগো। আজও সেই কুয়াশা রাস্তা দেখায় যায় না। কাজ করার সময় হাত বরফ হয়ে যায়। 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এই মাসে তাপমাত্রা আরও কমে ২-৩টি শৈতপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


আরও খবর



৩৩০ কোটি টাকা ব্যয়ে গেম ও অ্যাপ কাজেই এল না

প্রকাশিত:শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | ৭১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: আলাদা তিনটি কর্মসূচি নেয়ার পর আবার ৩৩০ কোটি টাকার মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে প্রকল্প নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। তবে ওই প্রকল্পের আওতায় তৈরি বেশির ভাগ গেম ও অ্যাপ কোনো কাজে আসছে না।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঘুরেফিরে নিজেদের লোকদের কাজ দিতে এসব প্রকল্প নেয়া হয়েছিল। এ প্রকল্পের মোট অর্থের ১৭ শতাংশের বেশি শেখ পরিবারের নামে সিনেমা ও গেম তৈরিতে ব্যয় হয়েছে। ২০১৬ সালের জুলাইয়ে ‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্প নেয়া হয়। তিন দফায় মেয়াদ বেড়ে এ প্রকল্পে ব্যয় দাঁড়িয়েছে ৩৩০ কোটি টাকা। চলতি ডিসেম্বরে যা শেষ হবে।

প্রকল্প সূত্র জানায়, প্রকল্পটির পিসিআর প্রতিবেদন তৈরি হচ্ছে। প্রকল্পে প্রশিক্ষণ বাবদ ১৩৫ কোটি টাকার বেশি ব্যয় ধরা হয়েছে। অ্যাপ ও গেম তৈরিতে ব্যয় হয় ১৬৪ কোটি টাকা। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৩৮টি গেমিং ও অ্যাপস ল্যাব করা হয়েছে।

কাছের লোকদের জন্যই প্রকল্প

ডিজিকন টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড (এমসিসি) সবচেয়ে বেশি কাজ পেয়েছে। প্রকল্পে এই দুই কোম্পানি ৩০ কোটি ৪৪ লাখ টাকার কাজ পায়।

খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ হওয়ায় এমসিসি অনেক কাজ পেয়েছে। এমসিসিকে পরে এনডিই ইনফ্রাটেক কিনে নেয়।

এমসিসির প্রধান নির্বাহী ও এনডিই ইনফ্রাটেকের পরিচালক মো. আশরাফ খান দাবি করেন, সম্পর্ক নয়, তিনি প্রতিযোগিতা ও যোগ্যতার ভিত্তিতে কাজ পেয়েছেন। ডিজিকন টেকনোলজিসের প্রধান ওয়াহেদ শরীফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বন্ধু বলে প্রচলিত রয়েছে। আইসিটি খাতে তার একচেটিয়া প্রভাব ছিল। সরকার পতনের আগেই তিনি বিদেশে চলে গেলেও প্রতিষ্ঠান সচল রয়েছে।

ওয়াহেদ শরীফ দাবি করেন, নিয়ম মেনেই তার প্রতিষ্ঠান কাজ পেয়েছে। মোবাইল গেম প্রকল্পে বেশি কাজ পাওয়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- প্রাইম টেক সল্যুশন, ইজি টেকনোলজি ও স্পিনঅফ স্টুডিও।

তথ্যপ্রযুক্তি খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নাটোরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসরুল আলম (মিলন) আইসিটি বিভাগে কমিশন–বাণিজ্য করতেন। শেষ দিকে এসে তিনি নিজেই কোম্পানি খোলেন। অভিজ্ঞতা না থাকায় তিনি প্রাইমটেক, স্পিনঅফসহ অন্যদের সঙ্গে কাজ করতেন।

অভিযোগ প্রসঙ্গে প্রাইমটেকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা রাশেদুল আলম বলেন, মাসরুল নিজের অভিজ্ঞতার জন্য তাদের সঙ্গে কাজ করেছেন। প্রায় একই কথা বলেন স্পিনঅফের প্রতিষ্ঠাতা এ এস এম আসাদুজ্জামান। মাসরুলের মোবাইলফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আবার পলকের ঘনিষ্ঠ মফিজুর রহমান ইজি টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক। আইসিটি বিভাগসহ পলকের সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনার একচেটিয়া কাজ করত ইজি টেকনোলজির সহযোগী প্রতিষ্ঠান ঢাকা লাইভ। সরকার পতনের পর প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়ে গেছে।

বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, কাছের কিছু ব্যক্তির জন্য প্রকল্পটি নেয়া হয়েছিল। এটা অপ্রয়োজনীয় প্রকল্প ছিল।

অ্যাপ ও গেমের অবস্থা

গুগল প্লে স্টোরে এ প্রকল্পের নামে ১৫০টি অ্যাপ পাওয়া যায়। বেশির ভাগ অ্যাপের ডাউনলোডের পরিমাণ ১টি, ১০টি, ৫০টি ও ১০০টি করে। সর্বোচ্চ ৫০ হাজার করে ডাউনলোড হয়েছে ডিজিটাল শিশু শিক্ষা ও মুজিব ১০০ অ্যাপ।

করোনা মহামারিকালে ২০২০ সালে এ প্রকল্পে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ‘লাইভ করোনা টেস্ট’ নামে প্ল্যাটফর্ম তৈরি করে, যার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি।

শেখ পরিবারকে নিয়ে ৫০ কোটি ব্যয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ছেলে-মেয়েকে নিয়ে বানানো বিভিন্ন অ্যাপ ও গেমের পেছনে প্রকল্পের মোট বরাদ্দের সাড়ে ১৭ শতাংশ ব্যয় করা হয়েছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ২৩টি উক্তি নিয়ে থ্রি–ডি হলোগ্রাম তৈরি হয়েছে এ প্রকল্পের টাকায়। এতে ব্যয় হয় প্রায় ২১ কোটি টাকা।

প্রকল্পের প্রকিউরমেন্টের ৬৪টি কাজের তালিকা পাওয়া যায়। এর মধ্যে ৯টি বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও শেখ রাসেলকে নিয়ে বানানো অ্যানিমেশন ও গেম তৈরি। এতে চ্যাটবট, অভিধান, অ্যাপ ও অ্যানিমেশন সিনেমা রয়েছে।

২০২২ সালে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ নামে একটি গেমিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। সব মিলিয়ে এসব কাজে ৫০ কোটি টাকার বেশি ব্যয় করা হয়।

প্রকল্পে আট বছরে যত পরিচালক

মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন প্রকল্পের পরিচালক হিসেবে ১১ জন কাজ করেছেন। তাদের মধ্যে তিনজন এক থেকে দুই বছরের বেশি সময় কাজ করেছেন। ৫ জন ১ মাস থেকে সর্বোচ্চ ৯ মাস কাজ করেছেন। বাকি তিনজন এক মাসও কাজ করতে পারেননি। একজন ১৩ দিনও কাজ করেছেন।

আইসিটি বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, এ প্রকল্পে প্রচুর তদবির ও সুপারিশ আসত। তাই কেউ থাকতে পারতেন না।

প্রকল্পের পরিচালক হিসেবে কাজ করা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাকে সরানোর জন্য সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ জনপ্রশাসনে ডিও লেটার দিয়েছিলেন।

এ প্রকল্প প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, এ প্রকল্পের ধারণা ও উদ্দেশ্য ভালো ছিল। কিন্তু বাস্তবায়নে সমস্যা ছিল। বাংলাদেশকে তুলে ধরে, বিশ্বমানের এমন অন্তত একটি গেম হলেও প্রকল্পটিকে সফল বলা যেত। কিন্তু তা হয়নি।


আরও খবর