Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

আদালতের নির্দেশে জুলাই-আগস্ট অভুত্থানে নিহত চারজনের মরদেহ উত্তোলন

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৮জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : ঢাকার আশুলিয়ায় জুলাই-আগস্ট অভুত্থানে নিহত চারজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

শনিবার  (পহেলা ফেব্রুয়ারি ২০২৫) সকাল থেকে আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ী আমবাগান এলাকা থেকে মরদেহগুলো উত্তোলনের প্রক্রিয়া শুরু করেন নির্বাহী ম্যাজিট্রেট। 

পুলিশ জানায়, আদালতের নির্দেশে আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ী আমবাগান এলাকা থেকে মরদেহ গুলো উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়। এসময় আশুলিয়ার চারালপাড়া কবরস্থান থেকে উত্তোলন করা হয় জুলাই-আগস্টে নিহত জাহিদুল ইসলাম সাগরের মরদেহ ও পবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম নামে আরেকজনের মরদেহ উত্তোলন করা হয়। পরে দুপুরে আশুলিয়ার বগাবাড়ী আমবাগান কবরস্থানে দাফনকৃত আবুল হোসেনসহ অজ্ঞাত আরেকজনের পরিচয় সনাক্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়। লাশগুলো উত্তোলনের পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, বিজ্ঞ আদালত ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে এখানে দায়িত্ব পালন করছি। এখানে লাশ উত্তোলনের পর সুরতহাল করা হবে এবং পরে ময়নাতদন্ত করা হবে। ভাদাইল ও চারালপাড়া এলাকায় দুটি কবরস্থান থেকে দুইজনের মরদেহ উত্তোলন করা হয়েছে। আমবাগান কবরস্থান থেকে আরও দুইজনের মরদেহ উত্তোলন করা হচ্ছে বলেও জানান তিনি।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ভোলায় সাংবাদিক মুনসুরের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২৪জন দেখেছেন

Image

মো কামরুল হোসেন সুমন : ভোলায় সাংবাদিক মুনছুর আলম এর উপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাই এর প্রতিবাদ এবং চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা, ভোলা জেলা শাখা আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি আবদুস শহিদ তালুকদার, ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোঃ আলী জিন্নাহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ জসিম রানা, দৈনিক ভোলাটাইমস্ পত্রিকার নির্বাহী সম্পাদক আরিফুর ইসলাম রিয়াজ, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার এন এম আলম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




সাত কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে।

সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্ত হয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি, তারা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদের অভিযোগ অনুযায়ী তিনি দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ, সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে অবরোধ গড়ে তোলেন এবং পরবর্তীতে মিছিল নিয়ে প্রোভিসির বাসভবনের দিকে রওনা হন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় এবং পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি ঘোষণা দেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্ত হয়ে সাত কলেজ ‘সম্মানজনক পৃথকীকরণ’-এর আওতায় আসবে এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই কলেজগুলো আলাদা বিশ্ববিদ্যালয়ের কাঠামোয় পরিচালিত হবে।

পরবর্তীতে মঙ্গলবারের বৈঠকে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয় এবং স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টারা তাদের আশ্বস্ত করেন যে,

১. সাত কলেজের পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।

২. উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজ সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে আর সম্পৃক্ত থাকবেন না।

৩. ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের ওপর হামলার বিষয়ে তদন্ত করে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাত কলেজের শিক্ষার্থীদের প্রবেশে কোনো বিধিনিষেধ থাকবে না।

বৈঠকের পর ঢাকা কলেজের শিক্ষার্থী প্রতিনিধি মঈনুল ইসলাম জানান, “আমাদের ছয় দফার একটি দাবি পূরণ করা হয়েছে এবং বাকিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসব দাবির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।”

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ বলেন, “আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পাচ্ছি, এটি আমাদের আন্দোলনের বড় অর্জন। তবে সেশনজট নিরসনে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।”

অবশেষে, সব পক্ষের আশ্বাস ও সমঝোতার ভিত্তিতে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের ঘোষিত কর্মসূচি—নিউ মার্কেট থানা ঘেরাও এবং সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে শিক্ষার্থীরা সতর্ক করে দিয়েছেন যে, দাবিগুলোর বাস্তবায়ন না হলে তারা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবেন।


আরও খবর



সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই, কারো প্রভুত্ব বা অপশাসন চাই না-আবদুল কাদির ভূঁইয়া জুয়েল

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৬১জন দেখেছেন

Image

নরসিংদী প্রতিনিধি: শনিবার(১১ জানুয়ারি)দুপুরে মনোহরদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মনোহরদী বাসস্ট্যান্ডে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।


এ সময় তিনি আরো বলেন,বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাটাতারের বেড়া লাগাতে চেয়েছিল। আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় দায়িত্বরত আমাদের বিজিবি ও জনগনকে যারা দেশের ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই দিন শেষ হয়ে গেছে তবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশ আর চলবেনা। সেই ফ্যাসিবাদ সেই দল বাংলাদেশকে তাবেদারিত্ব রাষ্ট্রে  বানাতে চেয়েছিল, বাংলাদেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পাশ্ববর্তী  দেশের দালাল রাষ্ট্রে বানাতে চেয়েছিলো, সেই দলের মূল বাংলাদেশের জনগণ উৎখাত করে দিছে। পরে তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে  ১০০০  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল খালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, নরসিংদী জেলা সেচ্ছাসবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দীন ডাক্তার, মনোহরদী কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক, মনোহরদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মান্নান প্রধান, মনোহরদী পৌরসভার সাবেক কমিশনার আকরাম, আবদুল হান্নান, কাজল মিয়া, উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজিদ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল্লাহ,,উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন,সদস্য সচিব উজ্জল, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্র নেতা মহসিন, অয়ন, শাওন, সোহেল, আরাফাত অনিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৮জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক : আরও একটি বৈশ্বিক আসরে, আরও একবার ভারতের কাছে হেরে হতাশ হতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্স পর্বে ভারতের কাছে একতরফা হারায় বাংলাদেশ। 

রোববার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর ভারত সহজেই ম্যাচটি জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৬৪ রান, যা ভারতের জন্য ছিল একটি সহজ লক্ষ্য। ভারতের বৈষ্ণবী শর্মার দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে সংকুচিত করে দেন তিনি, এবং ম্যাচ সেরাও হন।

বাংলাদেশের পক্ষে সুমাইয়া আক্তার ২১ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও, তার পর আর কেউ দাঁড়াতে পারেননি। এই রান তাড়া করতে নেমে ভারত ১২.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়। ভারতীয় ওপেনার ত্রিশা গোঙ্গাদি ৩১ বলের ইনিংসে ৮ চারে ৪০ রান করে ম্যাচটি শেষ করেন। 

এর ফলে, বাংলাদেশ এর আগেও ভারতকে হারিয়ে ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পরাজিত হয়েছিল। এবারও তাদের শক্তি পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে, এবং বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 

বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছালেও, অস্ট্রেলিয়া ও ভারত তাদের আগেই ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয়। তাই বাংলাদেশ আর কোনোভাবে সেমিফাইনালে উঠতে পারল না।

এদিকে, ভারত এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে। তাদের পরবর্তী ম্যাচটি এখন শুধু নিয়ম রক্ষার।

স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রান (সুমাইয়া আক্তার ২১)

ভারত: ১২.৫ ওভারে ২ উইকেটে ৬৫ রান (ত্রিশা গোঙ্গাদি ৪০*)


আরও খবর



ঢাকাকে নিয়ে বরিশালের ছেলেখেলা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩২জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক: ঢাকা ক্যাপিটালসের ব্যাটারদের ব্যর্থতা নাকি মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তার আগের অবস্থানে ফিরে এসেছে? ঢাকার ব্যাটারদের অসহায়ত্ব, ফরচুন বরিশালের বোলারদের রাজত্ব। এবারের বিপিএলে সবচেয়ে কম, মাত্র ৭৩ রানে অল-আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল ঢাকা ক্যাপিটালস। ৮১ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতল তামিমের দল। ঢাকা ক্যাপিটালসকে ৮০ রানে গুটিয়ে দিয়ে ফরচুন বরিশাল ম্যাচ জিতল ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আর তাতেই জয়ের হেক্সা মিশন কমপ্লিট করল তামিম ইকবালের দল। অবশেষে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ফরচুন বরিশাল। আগেই প্লে-অফ নিশ্চিত করা ফরচুন বরিশালের পয়েন্ট এখন ১৮। সমান ১১ ম্যাচে ৮ জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে রংপুর নেমে গেল দুইয়ে। দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে এবারের বিপিএলে সর্বনিম্ন (৭৩) রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল ঢাকা। পাওয়ার প্লের ৬ ওভারেও করেছে এবারের বিপিএলের সবচেয়ে কম, ৩ উইকেট হারিয়ে ২৮ রান। ব্যাটিং-দুর্দশার গল্প লিখেছেন তানজিদ তামিম, সাব্বির রহমানরা। ব্যাটিং অর্ডারে বাকিদেরও একই অবস্থা। মিরপুরের এই পিচে আজ ঢাকার কোনো ব্যাটারই স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেননি। ক্যাপ্টেন থিসারা পেরেরা চেষ্টা করেছেন রন্সফোর্ড বিটনকে নিয়ে চাপ কাটিয়ে ওঠার। তবে এই লড়াইও কাজে আসেনি। এদিন ঢাকার কেবল ৩ জন পৌঁছাতে পারেন দুই অংকের রানে। যার মধ্যে সর্বোচ্চ ১৫ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন পেরেরা। রন্সফোর্ড করতে পারেন ১০ রান। এছাড়া ওপেনার লিটন দাসের ব্যাট থেকে শুরুতে আসে ১০ রান। সহজ লক্ষ্য টপকাতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় ফরচুন বরিশাল। তবে তাওহীদ হৃদয়ের বিধ্বংসী মেজাজ বেশিক্ষণ দেখতে পারে মিরপুরের দর্শকেরা। ১৫ রানে থাকা হৃদয়কে ফিরিয়ে মুস্তাফিজুর রহমান ঢাকা ক্যাপিটালসকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। এরপর তিনে নামা ডেভিড মালান সঙ্গী হন ওপেনার তামিম ইকবালের। জয়ের বন্দরে যেতে ৬.৩ ওভারের বেশি লাগেনি ফরচুন বরিশালের। ৪ বাউন্ডারিতে ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তামিম। ডেভিড মালান খেলেছেন ৩৭ রানের ক্যামিও ইনিংস। যা তিনি সাজান ৫ চার ও ২ ছক্কায়। অলরাউন্ড পারফর্ম্যান্স দেখিয়ে ৮১ বল আগেই ফরচুন বরিশাল পেল ৯ উইকেটের জয়।



আরও খবর