
আব্দুল্লাহ আল মনির : ঢাকার আশুলিয়ায় জুলাই-আগস্ট অভুত্থানে নিহত চারজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
শনিবার (পহেলা ফেব্রুয়ারি ২০২৫) সকাল থেকে আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ী আমবাগান এলাকা থেকে মরদেহগুলো উত্তোলনের প্রক্রিয়া শুরু করেন নির্বাহী ম্যাজিট্রেট।
পুলিশ জানায়, আদালতের নির্দেশে আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ী আমবাগান এলাকা থেকে মরদেহ গুলো উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়। এসময় আশুলিয়ার চারালপাড়া কবরস্থান থেকে উত্তোলন করা হয় জুলাই-আগস্টে নিহত জাহিদুল ইসলাম সাগরের মরদেহ ও পবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম নামে আরেকজনের মরদেহ উত্তোলন করা হয়। পরে দুপুরে আশুলিয়ার বগাবাড়ী আমবাগান কবরস্থানে দাফনকৃত আবুল হোসেনসহ অজ্ঞাত আরেকজনের পরিচয় সনাক্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়। লাশগুলো উত্তোলনের পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, বিজ্ঞ আদালত ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে এখানে দায়িত্ব পালন করছি। এখানে লাশ উত্তোলনের পর সুরতহাল করা হবে এবং পরে ময়নাতদন্ত করা হবে। ভাদাইল ও চারালপাড়া এলাকায় দুটি কবরস্থান থেকে দুইজনের মরদেহ উত্তোলন করা হয়েছে। আমবাগান কবরস্থান থেকে আরও দুইজনের মরদেহ উত্তোলন করা হচ্ছে বলেও জানান তিনি।